MasudRoxx

MasudRoxx My Daily life

13/01/2025
ঘুম থেকে উঠে একটু মন খারাপ।আমার ভাগ্নী।
08/01/2025

ঘুম থেকে উঠে একটু মন খারাপ।
আমার ভাগ্নী।

02/01/2025

শুধু Y চ্যানেলে বসে থেকে হাততালি দিয়ে দাবি আদায় করা যাবে না, গেরিলা আক্রমণ করুন,বিকাশভবন ঘেরাও করুন,আচার্য সদন ঘেরাও করুন,কালীঘাটে যান তাহলে সরকার একটু হলেও শুনবে।শুধু বসে থেকে থেকে হাততালি দিলে ৭ ই জানুয়ারী প্যানেল ক্যানসিল হয়ে গেলে তখন আর কিছু করার থাকবে না।তখন হাত-পা ছুড়তে হবে ।আর আমি একটা কথা বুঝতে পারছি না আপনাদের আন্দোলন কাদের বিরুদ্ধে বিকাশ বাবুর বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে???আপনাদের কাণ্ডকারখানা দেখে অবাক হচ্ছি,আপনারা আছেও যোগ্য তো? না যোগ্য হওয়ার ভান করছেন???

01/01/2025

HAPPY NEW YEAR
2025

 #হোক কলরব।এখান থেকে দাবি শুরু হোক।আওয়াজ তুলুন।
29/12/2024

#হোক কলরব।
এখান থেকে দাবি শুরু হোক।
আওয়াজ তুলুন।

29/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/12/2024

ধর্মতলা Y চ্যানেলে আন্দোলনরত #যোগ্য শিক্ষক-শিক্ষিকা চাকরিপ্রার্থী মঞ্চের উদ্দেশ্যে বিশেষ বার্তা:-
শুধুমাত্র রাস্তায় বসে থেকে সরকারের চাপ দেওয়া সম্ভব নয়।
দ্রুত আচার্য সদন, বিকাশ ভবন ঘেরাও করুন। নরমপন্থী আন্দোলনে সরকার কখনো ভয় পায় না। আপনারা যদি আচার্যসদন ঘেরাও করে রাখতে পারেন এবং সেগ্রিগেশন না হওয়া পর্যন্ত যদি আচার্যসদনের সামনে অবস্থান চলাতে পারেন তাহলেই সরকার দ্রুত সেগ্ৰিগেশন এর পথ বাঁচতে বাধ্য হবে।।

আজকের এই দিনটার জন্য আপনারা নিজেরাই দায়ী।আমরা অপেক্ষামান তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা যখন ২০১৬ সাল থেকেই দূরর্ণীতির বি...
29/12/2024

আজকের এই দিনটার জন্য আপনারা নিজেরাই দায়ী।আমরা অপেক্ষামান তালিকায় থাকা চাকরিপ্রার্থীরা যখন ২০১৬ সাল থেকেই দূরর্ণীতির বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে চলেছিলাম,রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলাম,সল্টলেক সেন্ট্রাল পার্কের ৫ নং গেটে ১৮৭ দিন পড়েছিলাম,গান্ধীমূর্তীতে ১৩০০ দিন অতিক্রান্ত আপনারা তখন আমাদের পাশে এসে দাঁড়াননি বরং আপনারা আমাদের দেখে মুচকি হাসতেন আর হয়তো বলতেন এসব আন্দোলন করে কিছু হবে না।
হাইকোর্টে যখন বিচার চলছিল তখন আপনাদের উচিৎ ছিল জোর গলায় ছাওয়াল করা "CBI যে OMR গুলো উদ্ধার করেছে ওগুলো আপনাদেরই" তখন তো আপনারা মুখ খুললেন না।একটা কথা মনে রাখবেন কারও খারাপ সময় দেখে হাসবেন না,ভাগ্যের চাকা যেকোন সময় ঘুরে যেতে পারে,পরিস্থিতি বদলায় এটা মাথায় রাখবেন।

28/12/2024

আজ যে সমস্ত শিক্ষকরা রাস্তায় ধর্ণা দিচ্ছেন আপনাদের এই ধর্ণাটা হাইকোর্টে যখন প্যানেল ক্যানসেল হল তখন থেকেই করা উচিৎ ছিল।শেষে তীরে এসে তরীটাই ডোবাবেন।

28/12/2024

কিছুদিন আগে এক গলা ফাটানো নেতা "Enjoy Your Stay" উপভোগ করছিল এবং তিনি নিজে আমার এক কমেন্টে বলেছেন তিনি নাকি "মৃত্যুকে পকেটে রাখেন" তার নেতৃত্বের এত জোর যে, সেই গলা ফাটানো নেতা ১৯০০০ যোগ্য প্রার্থীদের মধ্যে মাত্র ১০০০ জনকেও রাখতে পাারলো না।তাহলে তার নেতৃত্বের কত জোর এখন আপনারাই বিচার বিবেচনা করেন।তাদের প্যানেল বাঁচানোর এতই তাগিদ যে মাত্র ১% চাকরিপ্রার্থী রাস্তায় পড়ে আছে।এখন আমার তো মনে হচ্ছে যারা ১৯০০০ যোগ্যপ্রার্থী বলে দাবি করছে এর মধ্যে ১% যারা রাস্তায় পড়ে আছে তারাই যোগ্য,বাকিরা মাটিমাল।

১৭ রকম বেনিয়ম।
13/12/2024

১৭ রকম বেনিয়ম।

Good morning friends
16/11/2024

Good morning friends


19/10/2024

©️ সতর্কবার্তা 🚨🚨🚨
**প্রত্যেকটা ধর্নামঞ্চের মাথাগুলোকে নাকি স*কারের তরফ থেকে চুপচাপ স*কারি কন্ট্রাকচুয়াল চাকরি দেওয়া হয়েছে ব্যাপারটা খোঁজ নিন কেউ (শোনা কথা কোন প্রমান নেই)। এইজন্য নাকি আন্দোলন মিছিল কিছু হচ্ছেনা। তেমনটা হলে নতুন নেতৃত্ব ঠিক করুন। আন্দোলন হওয়া খুবই দরকার****
9-12 নায্য অধিকার ধর্না মঞ্চের স্বঘোষিত নেতারা কিছু বলবেন!! কেসের নামে 7000 টাকা নিয়ে চুপ করে কেন তাহলে যিনি লিখছেন ভুল নয় !!? ডেটের পর ডেট পরছে আর বলে বেড়াচ্ছেন CJI নাকি শুনানি করেছেন না আপনাদের উকিল ডেট পারলেই হাজির থাকে এইসব মিথ্যাবলে কাদের বোকা বানাচ্ছেন 😆😄 আর স্বঘোষিত সভাপতি বলেছেন CJI বেঞ্চে STAY উঠে গেলে প্যানেলটাই নাকি CANCEL ❌ হয়ে যাবে আর মাথা মোটা এত বুদ্ধি রাখিস কি করে শুনানি হলোই না আর জাজমেন্ট দিলে দিলি 🤣🤣 আর স্বঘোষিত সম্পাদক কেসের নিয়ে কিছু জিজ্ঞেস করলেই ছেলেমেয়েদের প্রশ্নের উত্তর দিতে না পেরে আইন বিশেষজ্ঞ হিসেব হুমকি দিয়ে বেড়াচ্ছেন কি হাস্যকর🤣🤣

16/10/2024

আবারো তারিখ।

27/09/2024

এক ছাতার নীচে (নবম,দশম,একাদশ,দ্বাদশ,গ্ৰুপ-সি,গ্ৰুপ-ডি)

25/09/2024

Upper primary চাকরিপ্রার্থীদের আন্দোলনকে ঘিরে প্রবল উত্তেজনা।তারই জেরে আজ নোটিশ হতে চলেছে।
আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য স্যালুট জানাই।

Address

Basirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when MasudRoxx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share