22/06/2024
১৪ বছরের একটি কিশোরী মেয়ে "গীতশ্রী" উপাধি পেল।
১৯৪৬ সালের ৬ এপ্রিল
কলকাতার বুকে এক বিরাট সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান।
সেখানে বিচারক ছিলেন বিখ্যাত সব সংগীত বিশারদ,
সঙ্গীতগুরু আলাউদ্দিন খাঁ সাহেব, দাবির খাঁ এবং রথীন্দ্রনাথ ঠাকুর।
একটি ১৪ বছরের কিশোরী সেই প্রতিযোগিতায় প্রথম হল।
সেই প্রতিযোগিতার নাম ছিল, "গীতশ্রী "
সেই মেয়েটি লাভ করল গীতশ্রী উপাধি।
১৯৫৪ সালে " অগ্নিপরীক্ষা " - সিনেমায় তাঁর একটি গান খুব জনপ্রিয় হল,
" গানে মোর কোন ইন্দ্রধনু"
আর সেই থেকে তাঁর নামের আগে লেখা শুরু হয়ে গেল " গীতশ্রী।"
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন সেদিনের সেই কিশোরী মেয়েটি হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
যাঁর গান শুনে আজও "মায়াবতী মেঘে এল তন্দ্রা" - নামে বাঙালির দু'চোখে।
যাঁর গান আমাদের ভালবাসা, আনন্দে ভাসিয়ে নিয়ে যায়।
আবার কখনও রোমান্সের আবেগ ঝরে পড়ে,
"... কিছুক্ষণ না হয় রহিতে কাছে
আরো কিছু কথা না হয় বলিতে মোরে,
এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে।"
অর্ধশতাব্দী জুড়ে বাঙালিকে প্রেমের ভাষা জুগিয়ে এসেছে উত্তম - সুচিত্রার সিনেমা সেই সঙ্গে হেমন্ত - সন্ধ্যার গান।
একে একে নিভেছে দেউটি!
সন্ধ্যা মুখোপাধ্যায়( ১৯৩১- ২০২২)
শ্রদ্ধা রইল।
কলমে পীযূষ দত্ত
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন🙏💕 ধন্যবাদ🙏💕