RADIO city বাংলা

RADIO city বাংলা Audio-Visual Broadcast Media (Web Portal & Web Radio) for News & Entertainment
(1)

31/05/2024

রেডিও সিটি বাংলা ব‍্যুরো রিপোর্ট,বাঁকুড়াঃ নিজের জমিতে ফলানো সবজি তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক দম্পতির। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা।।

19/05/2024

বাঁকুড়ায় নরেন্দ্র মোদীর জনসভায় জনজোয়ার

17/05/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ ২৫ মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে নির্বাচন । তার আগে ৮৫ বছরের ঊর্দ্ধে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২০ মে, সোমবার পর্যন্ত।
বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন এ বিষয়ে বলেন, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই লোকসভা কেন্দ্রে মোট ১২ হাজার জন ৮৫ বছরের ঊর্দ্ধে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের 'হোম ভোটিং' এর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৮ টা থেকে ২০০ জন ভোট কর্মী এই কাজে যুক্ত হয়েছেন। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আছেন বলেও তিনি জানান।।

12/05/2024

অণুগল্প

08/05/2024

বাঁকুড়ায় সভায় যাওয়ার পথে শুভেন্দুকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে

08/05/2024

উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া মিশন গার্লস স্কুলের সুস্বাতী কুণ্ডুর মুখোমুখি

08/05/2024

উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া মিশন গার্লস স্কুলের সুস্বাতী কুণ্ডু প্রথম ছবি

08/05/2024
08/05/2024

আলেখ্য বাঁকুড়া কবিপ্রণাম সরাসরি সম্প্রচার

06/05/2024

অবশেষে দীর্ঘ চাওয়ার পর বরুণদেব সদয় হয়ে কয়ক ফোঁটা বৃষ্টি দান করলেন বাঁকুড়া জেলাবাসীকে। তীব্র দাবদাহের দহন জ্বালা থেকে খানিক স্বস্তি মিলল।

05/05/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের প্রতাপবাগানে বহুতল আবাসনে ভয়াবহ আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন ঘন্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকেই আগুন। প্রাথমিক অনুমান দমকলের। আবাসনে ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

03/05/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ জনস্রোতে ভেসে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীদ্বয় আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল কৈবর্ত্য। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
পেশায় শিক্ষক তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত্য বলেন ১৫ মার্চ প্রচার শুরু করেছি, যতো দিন এগিয়েছে প্রচারে মানুষের সাড়াও বেড়েছে। তাই জেতার ব্যাপারে ভীষণ আশাবাদী বলে তিনি জানান।।

02/05/2024

মাধ্যমিকে দশম স্থানাধিকারী বাঁকুড়া জেলা স্কুলের শৌভিক দত্ত।।

02/05/2024

মাধ্যমিকে নবম স্থানাধিকারী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অরুণিমা চ্যাটার্জি...

30/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ তীব্র দাবদাহে পুড়ছে বাঁকুড়া জেলা। মঙ্গলবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপপ্রবাহে এক মানবিক ছবি বাঁকুড়ায়। বিলুপ্তপ্রায় প্রজাতির ক্যামেলিয়নকে জলপান করাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।।

30/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরীজীবি ও চাকরী হারাদের হয়ে মঞ্চে কথা বললেও রাজ্য সরকারের তরফে আদালতে ওই বিষয়ে কেউ কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দু'মুখো নীতি নিয়ে চলছেন- এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা তথা আইনজীবি কৌস্তুভ বাগচী। মঙ্গলবার বাঁকুড়ায় তিনি বলেন, যা পরিস্থিতি তাতে রাজ্যের গোটা মন্ত্রীসভাটাই জেলে যাবে। তাই নিজেদের পিঠের চামড়া বাঁচানো ও জেল যাত্রা আটকানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।।

30/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ ফুল দিয়ে রথের আদলে সাজানো গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দপ্তরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। মঙ্গলবার শহরের হিন্দু স্কুল মাঠ থেকে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিলা কর্মীদের শঙ্খধ্বনীর মাধ্যমে জেলাশাসকের দপ্তরের সামনে যান তিনি।।

29/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ পরনে ধুতি আর হলুদ পাঞ্জাবি। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার প্রাচীনতম এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বুকের উপর গীতা নিয়ে 'বাঙ্গালী বাবু' সাজে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ জানান, সত্যের জয় হবেই। তাঁর নির্বাচনী এলাকায় যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হয়েছে তা আগে কখনও হয়নি। আর তাই মানুষের আশীর্বাদ তাঁর উপরই থাকবে বলে দাবি সৌমিত্রর।।

27/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, দুর্গাপুরঃ হতে পারতো বড়সড় বিপদ। তবে কোনোক্রমে রক্ষা পেলেন। হোঁচট খেয়ে পড়ে গেলেন মুখ্যমন্ মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে কুলটিতে জনসভায় যাওয়ার আগে দুর্গাপুরে চপারে উঠেই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী।।

27/04/2024

তীব্র তাপপ্রবাহ বাঁকুড়ায়। জারি সতর্কতা। কতটা দগ্ধ হচ্ছে জেলাবাসী দেখুন সরাসরি...
#দাবদাহ #তাপপ্রবাহ

25/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ 'সাদা খাতা জমা দিয়ে যে অযোগ্যরা চাকরী পেয়েছে তাদের সিবিআই কাস্টডিতে নিয়ে তারা কাদের কাদের টাকা দিয়েছে সেটা যেন এজেন্ট থেকে পিসি পর্যন্ত পৌঁছায়-আমরা এটাই চাই' বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। একই সঙ্গে তিনি আরও বলেন, এরাজ্যে 'নিয়োগ দুর্নীতির পিছনে যদি কেউ দায়ী থাকেন তিনি মমতা ব্যানার্জী'। এর আগে মাফলার গেছে, এবার হাওয়াই চটি যাবে বলেও তিনি দাবি করেন।।

23/04/2024

আসছে
'অণুগল্প'
শুধুমাত্র রেডিও সিটি বাংলা-য়

22/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে শিক্ষক নিয়োগ বাতিল বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।।

22/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলে শিক্ষক নিয়োগ বাতিল বলে জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ২০১৬ নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় সাড়ে তিনমাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ- দ্বাদশের নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।।

21/04/2024

নীরবতা

20/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ ভোটকর্মীদের প্রশিক্ষণে তুমুল উত্তেজনা বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণরত পোলিং পার্সোনালদের মেয়াদ উত্তীর্ণ ও পচা খাবার দেওয়া হয়েছে বলে অভিযোগ। খাবার ফেলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন ভোটকর্মীরা।।

19/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ 'ভালোবাসার বাঁকুড়া জেলায় / ভোট উৎসব এলো /২৫ মে সবাই মিলে /ভোট দিতে চলো' শ্লােগানকে সামনে রেখে জনসচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো বাঁকুড়ায়। জেলাশাসকের দপ্তর থেকে সার্কিট হাউস পর্যন্ত এই পদযাত্রায় জেলা প্রশাসনের আধিকারিক ছাড়াও ছিলেন নতুন ভোটাররা।।

18/04/2024

তীব্র দাবদাহে পুড়ছে বাঁকুড়া. সরাসরি দেখছেন ভয়াবহ পরিস্থিতি

18/04/2024

রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ তীব্র তাপপ্রবাহের জেরে ক্ষুদে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়ে জল খাওয়াতে ’ওয়াটার বেল’ পদ্ধতি চালু হল বাঁকুড়া গার্লস প্রাইমারী স্কুলে।

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when RADIO city বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RADIO city বাংলা:

Videos

Share


Other Broadcasting & media production in Bankura

Show All