রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট,বাঁকুড়াঃ নিজের জমিতে ফলানো সবজি তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক দম্পতির। বাঁকুড়ার বড়জোড়ার ঘটনা।।
#radiocitybangla #bankuradiaries #bankuranews #death #thunderstorm #lightning #bankura #Barjora #vegetables
বাঁকুড়ায় নরেন্দ্র মোদীর জনসভায় জনজোয়ার
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ ২৫ মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে নির্বাচন । তার আগে ৮৫ বছরের ঊর্দ্ধে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ২০ মে, সোমবার পর্যন্ত।
বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন এ বিষয়ে বলেন, বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই লোকসভা কেন্দ্রে মোট ১২ হাজার জন ৮৫ বছরের ঊর্দ্ধে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের 'হোম ভোটিং' এর ব্যবস্থা করা হয়েছে। এদিন সকাল ৮ টা থেকে ২০০ জন ভোট কর্মী এই কাজে যুক্ত হয়েছেন। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আছেন বলেও তিনি জানান।।
#radiocitybangla #bankuranews #bankuradiaries #Bankura #election #LokSabhaElection2024 #parliament #senior #SeniorVoter #ElectionCommissionOfIndia #ElectionCommission #eci
বাঁকুড়ায় সভায় যাওয়ার পথে শুভেন্দুকে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া মিশন গার্লস স্কুলের সুস্বাতী কুণ্ডুর মুখোমুখি
উচ্চ মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া মিশন গার্লস স্কুলের সুস্বাতী কুণ্ডু প্রথম ছবি
আলেখ্য বাঁকুড়া কবিপ্রণাম সরাসরি সম্প্রচার
অবশেষে দীর্ঘ চাওয়ার পর বরুণদেব সদয় হয়ে কয়ক ফোঁটা বৃষ্টি দান করলেন বাঁকুড়া জেলাবাসীকে। তীব্র দাবদাহের দহন জ্বালা থেকে খানিক স্বস্তি মিলল।
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট,বাঁকুড়াঃ বাঁকুড়া শহরের প্রতাপবাগানে বহুতল আবাসনে ভয়াবহ আগুন। দমকলের তিনটি ইঞ্জিন আগুন ঘন্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকেই আগুন। প্রাথমিক অনুমান দমকলের। আবাসনে ছিল না অগ্নি নির্বাপণ ব্যবস্থা।
#radiocitybangla #bankuradiaries #Bankura #bankuranews #fire #bankurafire #firebrigade #flat #flatbankura
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ জনস্রোতে ভেসে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীদ্বয় আইনজীবি নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল কৈবর্ত্য। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের স্কুল ডাঙ্গায় দলীয় কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলাশাসকের দপ্তরে গিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।
পেশায় শিক্ষক তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত্য বলেন ১৫ মার্চ প্রচার শুরু করেছি, যতো দিন এগিয়েছে প্রচারে মানুষের সাড়াও বেড়েছে। তাই জেতার ব্যাপারে ভীষণ আশাবাদী বলে তিনি জানান।।
#radiocitybangla #bankuradiaries #bankuranews #Bankura #LokSabha #LokSabhaElection2024 #nomination #CPIM #leftovers #congress2024
মাধ্যমিকে দশম স্থানাধিকারী বাঁকুড়া জেলা স্কুলের শৌভিক দত্ত।।
মাধ্যমিকে নবম স্থানাধিকারী বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের অরুণিমা চ্যাটার্জি...
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ তীব্র দাবদাহে পুড়ছে বাঁকুড়া জেলা। মঙ্গলবার বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপপ্রবাহে এক মানবিক ছবি বাঁকুড়ায়। বিলুপ্তপ্রায় প্রজাতির ক্যামেলিয়নকে জলপান করাচ্ছেন বনদপ্তরের কর্মীরা।।
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ মমতা বন্দ্যোপাধ্যায় চাকরীজীবি ও চাকরী হারাদের হয়ে মঞ্চে কথা বললেও রাজ্য সরকারের তরফে আদালতে ওই বিষয়ে কেউ কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দু'মুখো নীতি নিয়ে চলছেন- এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা তথা আইনজীবি কৌস্তুভ বাগচী। মঙ্গলবার বাঁকুড়ায় তিনি বলেন, যা পরিস্থিতি তাতে রাজ্যের গোটা মন্ত্রীসভাটাই জেলে যাবে। তাই নিজেদের পিঠের চামড়া বাঁচানো ও জেল যাত্রা আটকানোর চেষ্টা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।।
#radiocitybangla #bankuradiaries #bankuranews #Bankura #Nomination #election #LokSabha #LokSabhaElection2024 #KoustavBagchi #koustav #BJPLeader #MPSubhasSarkar
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ ফুল দিয়ে রথের আদলে সাজানো গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে জেলাশাসকের দপ্তরে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। মঙ্গলবার শহরের হিন্দু স্কুল মাঠ থেকে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহিলা কর্মীদের শঙ্খধ্বনীর মাধ্যমে জেলাশাসকের দপ্তরের সামনে যান তিনি।।
#rally #radiocitybangla #bankuradiaries #LokSabha #LokSabhaElection2024 #nomination #Modi #Bankura #bankuranews #election #MPSubhasSarkar
রেডিও সিটি বাংলা ব্যুরো রিপোর্ট, বাঁকুড়াঃ পরনে ধুতি আর হলুদ পাঞ্জাবি। স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার প্রাচীনতম এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বুকের উপর গীতা নিয়ে 'বাঙ্গালী বাবু' সাজে মনোনয়নপত্র জমা দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ জানান, সত্যের জয় হবেই। তাঁর নির্বাচনী এলাকায় যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হয়েছে তা আগে কখনও হয়নি। আর তাই মানুষের আশীর্বাদ তাঁর উপরই থাকবে বলে দাবি সৌমিত্রর।।
#bankura #radiocitybangla #bjp #bankuranews #bankuradiaries #election #nomination #soumitra #modi #loksabhaelection2024 #loksabha