মৌলি মৌলি

মৌলি মৌলি public page
(2)

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংকম্যানেজারকে বললঃ আমি কিছু টাকাব্যাংকে রাখতে চাই.😎ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? 👵বুড়ি ...
18/03/2024

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই.😎

ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?

👵বুড়ি বললঃ হবে ১০ লাখের মত....😱

ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?

বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।

👴ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !

বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় ফলস চুল
লাগানো...

ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
ফলস চুল লাগানো নেই।

বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...

বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?

ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
🕥১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো 😂😁😁😁😁

সংগৃহীত

25/02/2024

চাওয়া পাওয়ার দোলাচলে জীবন এগিয়ে চলে, আমায় ঘিরে থাকা সম্পর্ক গুলো শুধু স্বার্থের কথা বলে, সবাই শুধু নিজেকে নিয়েই ব্যস্ত কেও বোঝে না আমার মন, আমার অভিমান শুধু আমায় বোঝে আর বোঝে আমার একাকী ক্ষন, সংসার শুধু যেনো রাজনীতি আর কিছু নেই স্বার্থ ছাড়া, নরম এই মনে প্রয়োজনে - অপ্রয়োজনে শুধু অকাতরে আঘাত করা, বন্ধুত্ব এমন এক সম্মান যেন এক মুঠো খোলা হাওয়া, নিজের অজান্তে নিজেকে ফিরে পাওয়া,কোন সম্পর্কের সংকীর্ণতায় যায় না কো তাকে বাঁধা, সে এক অনুভব যেন সুরের সাত টি সু রে সাধা, নিষ্পাপ এই বন্ধুত্ব আমার কাছে অনেক বেশি দামী, ভ্রমরের গুঞ্জনে, কোকিলের মিষ্টি কুজনে নতুন আশার হোক তব সকাল - ভালোবাসাময় শুভেচ্ছা টুকু পাঠিয়ে দিলাম আমি। সুপ্রভাত।

23/02/2024

'বিনা শর্তে' বিনা অর্থে, বিনা কারণে' 'ভালোবাসেন কাউকে!???

আর দোষ হয় শুধু শ্রাবন্তীর 😾
22/02/2024

আর দোষ হয় শুধু শ্রাবন্তীর 😾

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ganesh Das, Koushik Mandal, Jay Prakash ...
22/02/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ganesh Das, Koushik Mandal, Jay Prakash Shaw

17/02/2024

দুঃখের মাঝে সুখ তো আসে ক্ষণিক, মিষ্টি হেসে বলে, আমি আসি ক্ষণিকের তরে কারণ আমি আপেক্ষিক। দুঃখ যদিও তোমায় ঘিরে থাকে তবু কভু হয়ো না মলিন, কষ্টে হয়ো উদাসীন, সদাই আনন্দিত রেখো মন, সবার মাঝে আমিও থাকবো তোমায় ঘিরে অনুক্ষণ। আপন হৃদয়ে জ্বেলো ক্ষমা ও জ্ঞানের আলো, তুমি থাকবে আপন সুখের আনন্দে সবাই বাসবে তোমায় ভালো। আগামী হোক আনন্দের দূরে যাক হতাশা, সুখের পাশে দুঃখ থাকবে জেনেও জয়ী হোক ভালোবাসা। শুভ সকাল।

15/02/2024

মানুষ বলে : ভাগ্যে যা আছে তাই হবে

ভগবান বলেন : তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে.! 🌼🖤

13/02/2024
11/02/2024

- যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা, চাহিদা যত কম, জীবন তত সুন্দর!🤍🌸

10/02/2024

স্বার্থপর এই দুনিয়ায় জীবন টা তো ভীষণ ফাঁকা, ভালো করে ভাবো যদি দেখবে তুমি শুধুই একা। স্বার্থ এখন ঘরের মাঝে স্বার্থ সারা সমাজ জুড়ে, কৃত্রিম তাই ভরা মানুষ সম্পর্ক টা গিয়েছে মরে। ক্লান্ত হয়ে একা বসা সারা দিনের কাজের শেষে, কেমন আছো, এই কথাটা কেও কি শুধায় ভালোবেসে! মানবিকতা, সহমর্মিতা, এগুলো আজ কথার কথা, কারো এখন হাত কাঁপে না দিতে তোমার মনে ব্যাথা। সকাল হতে সন্ধ্যে সবাই ঘো রে আপন তালে, অভিমানের দাম কেও দেইনা, সম্পর্কটা গিয়েছে জলে। দশে মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ, একা থেকে এই কথাটা ভুলে সবাই গেছি আজ। এসব কথা আর ভেবোনা একা একা বসে বসে, ক্ষুদ্র স্বার্থ দূরে ঠেলে, দেখো বন্ধু আছে তোমার পাশে। সকালবেলার শুভেচ্ছা তে অনেক আনন্দ পাও, সবার মাঝে বেঁচে থাকো দুঃখ টা ভুলে যাও। সুপ্রভাত।

08/02/2024

নিজে ইনকাম করে নিজে চলতে পারলে, এর চেয়ে বড় যোগ্যতা কি আছে? আমি মনে করি এটাই বড় যোগ্যতা! 🌸😌

08/02/2024

Happy propose day ❤️❤️❤️

07/02/2024

- যারা যারা আজকের দিনে গোলাপ পাবে না তাদের জন্য আমার তরফ থেকে..!🌸

- Happy Rose Day...!🌹

06/02/2024

আমার অনেক বা!জে অভ্যাস আছে,

তার মধ্যে শ্রেষ্ঠ হল আমি Serious Moment এও
হেসে ফেলি সবার সামনে.!🙂

03/02/2024

ফেব্রুয়ারী মাসের
৭ তারিখ রোজ ডে🌹
৮ তারিখ প্রপোজ ডে 🙈
৯ তারিখ চকলেট ডে 🍫
১০ তারিখ টেডি ডে🧸
১১ তারিখ প্রমিস ডে🤝
১২ তারিখ হার্গ ডে 🫂
১৩ তারিখ কিস ডে 😘
১৪ তারিখ ভ্যালেন্টাইন্স ডে ❤️

* একটা ডেও আমার জন্য না 🙂

02/02/2024

ছোটবেলায় আমিও ভাবতাম নৌবাহিনীরা নৌকা চালায়.!🙂

01/02/2024
Right ✅
29/01/2024

Right ✅

27/01/2024

আমার মনে হয়, দিনশেষে সবারই কোথাও না কোথাও একটা ফাঁ-কা জায়গা ঠিকই অনুভূত হয়, মনে হয় কোনো একজন লাইফে থাকা খুব দরকার, যাকে নিজের সবটা বলা যায় মন খুলে নির্দ্বিধায় হোক না সে প্রেমিক/প্রেমিকা কিংবা স্বামী/স্ত্রী...বা বেস্টফ্রেন্ড !❤️

25/01/2024

বলতো

এটা কী পিঠা???

25/01/2024

জীবন এক সংগ্রাম যেতে হবে অনেকদূর, কখনো বিচ্ছেদের কাঁটা কখনো মিলনে সুমধুর।পাশাপাশি থাকে জীবনের ভালোমন্দ, জীবন এগিয়ে চলে খুঁজে নেয় নিজের চলার ছন্দ। ছোট্ট এ জীবনে নিজেরে ছড়িয়ে দাও, সবার মাঝারে তুমি নিজের আমি কে ফিরে পাও।কখনো নিজেরে ঢেকো না মিথ্যা অহঙ্কারে, জীবনের গান বেঁধে নিও মিলনের সুরে। এ পৃথিবী যেন হয় মহামিলনের স্বর্গবাস,মানবিকতার কালিতে যেন লেখা হয় অমানবিকতার সর্বনাশ। সুপ্রভাত।

24/01/2024

মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নিয়ে এমবিএ করে ব্যাংক জবে এপ্লাই করে মাস্টার্স কমপ্লিট করে বিএড শেষ করে টিচিং প্রফেশনে ঢুকে ফ্রিল্যান্সিং করতে করতে আইএলটিএস করে ক্যানাডায় চলে যাই।

কিন্তু ওই যে সকালে ঘুমটাই আমার ভাঙ্গে না🙂

🚩 নেতাজি একটি আবেগের নাম 🚩যার জন্ম আছে মৃত্যু নেই।২৩ শেষ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শতকোটি প্রণাম ও শ্রদ...
23/01/2024

🚩 নেতাজি একটি আবেগের নাম 🚩
যার জন্ম আছে মৃত্যু নেই।

২৩ শেষ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শতকোটি প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি।

23/01/2024

__ যে নারী অর্থ নয়, সম্মান চায়; উপহার নয়, সময় চায়!☺️
__ সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা!'🤍

Address

Bankura
722101

Alerts

Be the first to know and let us send you an email when মৌলি মৌলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মৌলি মৌলি:

Videos

Share


Other Digital creator in Bankura

Show All