28/09/2023
ও দিদি, বৌদি,কাকিমা ও বুনি, দাদা, ভাই
তোমায় বলছি, হ্যাঁ হ্যাঁ তোমায়।
বলি দুর্গাপুজোর বাজার হচ্ছে তো নাকি?
কটা করে হলো?
নিশ্চয়ই চার পাঁচটা করে হয়েই গেছে সবার!
কি তাইতো?
কিন্তু একটু খেয়াল করে দেখেছেন কি?
সেই মানুষটির দিকে.....
যে নীরবে বোঝা টেনে যাচ্ছে বছরের পর বছর।
তার কটা হল দুর্গাপূজয় জামা কাপড়?
মধ্যবিত্ত বলে,
সংসারের সব বোঝা একা কাঁধে তুলে নিয়েছে বলে
সেতো নিজের জন্য কিছুই কিনলো না।
সে খেয়াল আছে কারোর!
নাকি সবাই নিজে নিজের মত করে ভোগবিলাসে মত্ত?
বলেছেন বাবাকে বলেছেন স্বামীকে?
যে একটা কিছু নাও না গো,
নয়তো আমি কিছু নেব না।
জোর করে চেপে ধরেছেন কখনো?
ছেলে কি বলছে বাবাকে?
যে বাবা আমার দুটো তো হয়েই গেছে
এবার তুমি একটা নাও।
হয়তো কেউ বলেনি!
জানি আবার কিছু কিছু মানুষ আছেন
নিজের কেনাকাটা শেষ করে
বাড়িতে এসে বলে
কিগো তুমি কিছু নিলে না তো?
তুমি বলছিলে যে গেঞ্জিটা তোমার ছিড়ে গেছে?
কিন্তু আমি বলি........
সবশেষে মনে করে আর কি লাভ
কিইবা লাভ আছে বলুন তো?
আপনার কি মনে হয়?
যেই মানুষটা অত বড় বড় শপিংমল গুলো থেকে ঘুরে চলে এলো,
শুধু আপনাদের কেনাকাটা করে
সেই মানুষটা আবার পরে কিছু নিতে যাবে ........
তাও আবার নিজের জন্য।
এটা কি মনে হয় আপনার!
কতটা স্বার্থপর আমরা তাইনা?
টাকার প্রয়োজন হলে সেই একটা মানুষ,
জামা কাপড়ের প্রয়োজন হলে
সেই একটা মানুষ,
অসুস্থতায় সেও একটাই মানুষ,
কিন্তু আমরা বাকি মানুষগুলো
সেই একটা মানুষের ঠিকমতো খেয়াল রাখতে পারি না।
লজ্জা লাগে না আপনাদের?
ধিক্কার জানাই সেইসব সন্তানদের
সেই সব স্ত্রীদের,
যারা শুধুমাত্র নিজেদের ছাড়া আর সেই মানুষটির কথা কখনো মনে করল না।
আপনারা না মানুষ?
আজ কোথায় গেল আপনাদের মান আপনাদের হুশ?
আর ঘুমাবেন না জাগ্রত হন
একবার চোখ খুলে দেখুন
সেই মানুষটার দিকে
যে নিরবে এতদিন শুধু আপনাদেরকে দেখে গেছে
যার কোনদিন কোন অভিযোগ থাকেনি আপনাদের বিরুদ্ধে।
যে আপনার জন্য বাইরে থেকে ভালো খাবার কিনে এনে,
নিজে খেয়েছে পান্তা ভাত আর আলু সিদ্ধ।
তবুও কোন অভিযোগ করেনি।
না না কোনদিনই করেনি।
একটিবার, দয়া করে শুধু একটিবার
একটিবার তাকান সেই মানুষটির দিকে।
✍️🖋️🖊️কলমে-মৃন্ময় পালিত