News 85

News 85 বহুজন সমাজের স্বতন্ত্র গণমাধ্যম।
(2)

সুদামা 10% রিজার্ভেশন নিচ্ছে এবং রিজার্ভেশনের অপব্যবহারও করছে। মানে জিলিপি আর গুলাব জামুন মুখে আছে আর চিবানোর সময় বলছে ...
16/11/2023

সুদামা 10% রিজার্ভেশন নিচ্ছে এবং রিজার্ভেশনের অপব্যবহারও করছে। মানে জিলিপি আর গুলাব জামুন মুখে আছে আর চিবানোর সময় বলছে মিষ্টি খাওয়ার কারণেই দেশে মানুষের বিশাল পেটের সমস্যার সৃষ্টি হয়েছে।

সুদামাকে চেনেন? তার বার্ষিক আয় ৮ লাখ টাকা। #সুদামা_কোটা

মোহাম্মদ সামি কী সর্ব কালের সেরা বিশ্বকাপ এর ফাস্ট বোলার? আপনারা কি বলেন?
16/11/2023

মোহাম্মদ সামি কী সর্ব কালের সেরা বিশ্বকাপ এর ফাস্ট বোলার? আপনারা কি বলেন?

জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা।💕💕💕💕💖💖💖সাংবাদিক ডক্টর দিলীপ সিমন্ডল ওয়াল থেকে।প্যারেডে বা অন্য কোন সরকারি অনুষ্ঠানে নাচার জন্য...
15/11/2023

জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা।
💕💕💕💕💖💖💖

সাংবাদিক ডক্টর দিলীপ সিমন্ডল ওয়াল থেকে।

প্যারেডে বা অন্য কোন সরকারি অনুষ্ঠানে নাচার জন্য ভূমি পুত্র আদিবাসীরা জন্ম নেননি। বাবুদের মনোরঞ্জন করার জন্যও নয়। "স্বাধীনতার" ৭৫ বছর পরেও একজন প্রথম সারির আদিবাসী কর্পোরেট স্তরে সক্রিয় হতে পারেননি। তাদের সামাজিক ন্যায় কোথায় ??
সংখ্যা অনুপাতে বিচার, মিডিয়া, সুপ্রীম কোর্টে তাদের ভাগ কোথায় !!
রাঁচি বিমান বন্দরেই ২০% বিমান যাত্রী যদি আদিবাসী হন, তাহলে জানবো যে তাঁরা কিছুটা অধিকার পেয়ে গেছেন।

09/11/2023
09/11/2023

All India Fight for Justice Association এর পক্ষ থেকে গনডেপুটেশন।

স্মার্টমিটারের বিপদের দিকগুলি লক্ষ্য করুন 👇👇👇
05/11/2023

স্মার্টমিটারের বিপদের দিকগুলি লক্ষ্য করুন 👇👇👇

31/10/2023
এই হল দেওঘরের ধর্মীয় chain মার্কেটিং এর প্রতিষ্ঠাতা অনুকূলের বর্তমান বংশধর অবিন চক্রবর্তী।কোন এঙ্গেল থেকে এদের দেবতা মন...
26/10/2023

এই হল দেওঘরের ধর্মীয় chain মার্কেটিং এর প্রতিষ্ঠাতা অনুকূলের বর্তমান বংশধর অবিন চক্রবর্তী।

কোন এঙ্গেল থেকে এদের দেবতা মনে হয় !!??
অবশ্য অভিনের এই পোশাক দেখে ভক্তদের মনে হতেই পারে যে যখন আদি মানব বাঘের ছাল ও কাঁচা মাংস খেত তখন পৃথিবীর দেব-দেবীরা ৫৬ ভোগ খাবার খেতো।
শুধু দেওঘর নয় ,ভারত তথা পৃথিবীর লাখ লাখ পরিবার সংস্থা অন্ধবিশ্বাস বিক্রি করে পরের টাকায় পোদ্দারি মেরে গাদা গাদা মিথ্যার ফানুস ছোটায় এরা।

আমার বাড়ির রাধুনী সারা মাসে কটা টাকা পায় কিন্তু সেই অবস্থা থেকেও মাসে মাসে ইষ্টুভূতি দেয় !!

আমার শাশুড়ি মা ও বিজ্ঞানের শিক্ষিকা তার পেনশনের টাকা থেকে কিছু কিছু ইস্টুভূতি দেয় !!

বাগেশ্বর ধামের ধীরেন্দ্রনাথ শাস্ত্রী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ঠিকই বলেছে যে আমরা যদি অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করি তাহলে তার খদ্দের কারা !!??

আপনারাই আপনারা এত জেনে বুঝে আমাদের কাছে সেই অন্ধবিশ্বাস ভন্ডামী কিনতে আসেন কেন ??

✍️✍️✍️ জেপি মোদক।

ধম্ম চক্র প্রবর্তন দিবস।
25/10/2023

ধম্ম চক্র প্রবর্তন দিবস।

তফাৎ বুঝুন, এবং প্রতিক্রিয়া জানান।
21/10/2023

তফাৎ বুঝুন, এবং প্রতিক্রিয়া জানান।

নিরামিষ সরকারের আমলে আমিষ ব্যবসা:আজকাল ইউপিতে পাল সাহেব এবং কুরেশি জি-এর মাটন চিকেনের দোকান সরকারি নির্দেশে বন্ধ। তাই আজ...
20/10/2023

নিরামিষ সরকারের আমলে আমিষ ব্যবসা:

আজকাল ইউপিতে পাল সাহেব এবং কুরেশি জি-এর মাটন চিকেনের দোকান সরকারি নির্দেশে বন্ধ। তাই আজকাল আমি বিবেক গুপ্তাজির অনলাইন শপ Licious থেকে মুরগি এবং মাছ কিনি,এটা চালু আছে।

পাল জি এবং কুরেশি জির ব্যবসা এখানে বন্ধ, তবে আপনি দীপেন্দর গোয়েলের দোকান Zomato থেকে বাড়িতে মাটন বিরিয়ানি এবং চিকেন কোরমা অর্ডার করতে পারেন, সেটাও চালু আছে।

কালো মানুষপর্ব-১প্রাচীন ইন্দো-অষ্ট্রিক দ্রাবিড় মানবগোষ্ঠী গুলির অন‍্যতম একটি হল অসুর জাতি-গোষ্ঠী। ছোটো নাগপুর,নাগপুর থেক...
19/10/2023

কালো মানুষ
পর্ব-১
প্রাচীন ইন্দো-অষ্ট্রিক দ্রাবিড় মানবগোষ্ঠী গুলির অন‍্যতম একটি হল অসুর জাতি-গোষ্ঠী। ছোটো নাগপুর,নাগপুর থেকে সূদুর দাক্ষিণাত‍্য পর্যন্ত এই গন্ডোয়ানা ভূমিতে অসুরীয় সভ‍্যতা বিকশিত হয়েছিল এবং উৎকর্ষ লাভ করেছিল; ইতিহাস সেই সাক্ষ‍্য দিচ্ছে।মহিষ মন্ডলের অন্তর্গত অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মধ‍্যপ্রদেশ, অন্ধ্র, কর্ণাটক, তামিলনাড়ু পর্যন্ত এই সভ‍্যতার নিদর্শন মেলে।বঙ্গের দিনাজপুর জলপাইগুড়ি জেলায় "অসুর জনগোষ্ঠী" জীবন্ত কিংবদন্তি। এছাড়াও এই আদি/আদিম অধিবাসী জনগোষ্ঠী মধ্যপ্রদেশ, উড়িষ্যা,বিহার,ছত্রিশগড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বহিরাগত ইউরেশিয়ান আর্যরা ছলনার দ্বারা প্রবল পরাক্রমী প্রজাপ্রতিপালক মহীয়স অসুর মহিষাসুরকে হত্যা করে। ফলে সমগ্র গন্ডোয়ানাভূমি ও আসুরীয় সভ্যতা বিপর্যস্ত হয়। জানা দরকার এই গন্ডোয়ানা ভূমির সবচেয়ে শক্তিশালী উন্নত আদিম জাতিগোষ্ঠীর একটি অসুর যারা লৌহপাথর থেকে লোহা নিষ্কাশনের প্রক্রিয়া রপ্ত করে আসুরীয় সভ্যতাকে এগিয়ে দিয়েছিল।কালের প্রবাহে তারা কোণঠাসা। তথাকথিত সভ্য বাঙ্গালী সমাজে তারা অসভ্য। হীন। তবে শক্তিহীন হলেও ঐ ছলনার হত্যাকে ভুলে নি। শোকগাঁথা দাসাই,প্রমীলা নৃত্যের মধ্য দিয়ে ইতিহাসকে বয়ে নিয়ে চলেছে প্রবহমান জীবনধারায়।।

ঐতিহাসিক নিদর্শন, লৌকিক ইতিহাস ,স্থানের নামকরণ ইতি উতি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে।কালের অগ্রগতি কুয়াশার চাদর বিছিয়ে দিলেও অনিসন্ধিৎসু চোখে এই সভ‍্যতার গরিমা গৌরব গাথা ধরা পড়ে। ডঃ রাজেন্দ্রপ্রসাদ সহ একাধিক সংশোধনবাদী ভাষাতাত্ত্বিক- ঐতিহাসিকদের অভিমত "বস্তুবাদী শ্রমনির্ভর অসুরীয় সভ‍্যতা আসলে বৌদ্ধবাদী ভারতের পূর্ণাঙ্গ স্ফূরণ। এক এবং অভিন্ন।"
অসুর সভ‍্যতা ও সংস্কৃতি যে বর্ণবাদী সাংস্কৃতিক আগ্রাসনের শিকার তার প্রমাণ যথেষ্ট। অসুরীয় সভ‍্যতার নিদর্শন পুরী,গয়া,তিরুপতি বালাজী আজ বর্ণবাদীদের কব্জায়। আর যেটুকু বেঁচে আছে তা বর্ণবাদী রাষ্ট্রের উদাসীনতায় পরিত‍্যক্ত।
ছোটোনাগপুর অঞ্চল থেকে দক্ষিণ ভারতের ইন্দো-অষ্ট্রিক গোষ্ঠী এবং জাতি গুলি এখনো পর্যন্ত অসুরীয় সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছে লৌকিক পরম্পরায়।সেক্ষেত্রে শ্রমনির্ভর কৃষিভিত্তিক উৎসবগুলি উল্লেখযোগ‍্য ভূমিকা পালন করে আসছে। একটি আইডেনটিটির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। অসুর সংস্কৃতির অন্তর্গত করম,ওনাম-দক্ষিণে,জিহুড়,জিতা,নাগপূজো,বাঁধনা,জামাই বাঁধনা,ঢেঁকি বাঁধনা,গরু-বাঁধনা,সহরায়,দাঁসায়,গ্রামপূজো,
পাহাড়পূজো ইত‍্যাদি সবকটি অসুরীয় সংস্কৃতির পরিচায়ক।এই মানবগোষ্ঠীগুলি আজ হাজার জাতিতে বিভক্ত হয়ে গেলেও এদের সাংস্কৃতিক মেলবন্ধনে এরা এক এবং অভিন্ন।
"ঝাড়খন্ড,বিহার,ছত্রিশগড়,মধ‍্যপ্রদেশের গোন্ড,হালওয়া,মুরিয়া,ডোরলা,মুন্ডা,সান্তাড়,বৈগা,অসুর প্রভৃতি মানব জাতি-গোষ্ঠী গুলির মধ‍্যে অসুরীয় সভ‍্যতার প্রত‍্যক্ষ প্রভাব রয়ে গেছে। এই অধিবাসীরা এখনো মনে করে অসুর সম্রাটরা তাদের প্রাণরক্ষক।প্রাণদাতা। কৃষির রক্ষাকর্তা।ফসল,গবাদিপশুর রক্ষা কর্তা। ছত্রিশগড়ের বস্তার,সারান্ডি,নাগরবেদায় মহীষাসুর দেবতার মর্যাদায় আসীন। এখানে বিভিন্ন গ্রাম ও পাহাড়ের নামকরণ মহিষ রাজার অনুকরণে হয়েছে। গেরালা,বেলডি,উরলা প্রভৃতি অঞ্চলে মহিষ রাজাকে জঙ্গলের রক্ষাকর্তা মানা হয়। রায়পুর, বিলাসপুর,ডামোহ,ডিন্ডরি,সিউনি,বালাঘাট ইত‍্যাদি অঞ্চলে মহিষাসুর 'ভ‍্যায়সাসুর/ভৈসাসুর' নামে পরিচিত। বিহারেও তাই।পশ্চিম বিহার উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার মহিষাসুর মহোবা নামে পরিচিত। সাতনা জেলায় মহিহার পুলিশ ষ্টেশন মহিষ রাজার নামানুসারে।মহোবা জেলার একটি শহর ভৈসাসুর শহর।ছাত্তারপুরের একটি ড‍্যামের নাম ভৈসাসুর মুক্তি ড‍্যাম।বারাণসীর ভৈসাসুর ঘাট এবং মন্দির উল্লেখযোগ‍্য। বিহারে ভৈসাসুর বাবার স্থান বিখ‍্যাত এক মন্দির।এরকম অজস্র অসুর সম্রাটদের নিদর্শন ছড়িয়ে আছে।
দক্ষিণ ভারতেও মহিষ মন্ডলের সাম্রাজ‍্য বিস্তৃত ছিল।মাইশুরু/মহীশূর অন‍্যতম।মহিষাসুরের নামে অসংখ‍্য রেপ্লিকা,স্মৃতিসৌধ রয়েছে।" linguistic view-Dr.Rajendra prasad
আর্য অনুপ্রবেশ এবং আগ্রাসনের পূর্বে সিন্ধ অঞ্চল থেকে কন‍্যাকুমারী পর্যন্ত এই দেশে শ্রমনির্ভর অসুরীয় সভ‍্যতার বিকাশ ঘটেছিল তা এক প্রকার নিশ্চিতভাবে বলা যায়। লোক-কাহিনী,পরম্পরা,সংস্কৃতি সেই সাক্ষ‍্য বহন করে চলেছে।

পর্ব-২
অসুর শব্দের linguistic value অর্থাৎ ভাষাগত গুরুত্ব অপরিসীম। প্রচলিত অর্থে আমরা অসুর বলতে অশুভ বা খারাপ কোনো কিছুকে ইঙ্গিত করে থাকি। সম্ভবত বর্ণবাদী আগ্রাসনে বা 'আর্য-অনার্য' মেরুকরণ হেতু এই শব্দটি অপভ্রংশের শিকার। ব্রাহ্মণ‍্যবাদী সাংস্কৃতিক আগ্রাসনের কারণে অসুর গোষ্ঠী সহ 'অসুর' শব্দটি তার প্রাচীন গরিমা হারিয়েছে।
"বৈদিক সাহিত‍্যে অসুর শব্দটি বহু প্রচলিত শব্দ। 'অসুরাতি দদাতি ইতি অসুরা'। 'অসু'শব্দের অর্থ প্রাণ বা জীবন। যে প্রাণ রক্ষা করে ,তাকে অসুর বলে। (বৈদিক-বিশ্বকোষ) বিখ‍্যাত সংস্কৃত পন্ডিত ভি এস আপ্তে বলেছেন 'অসুর' শব্দের মূল শব্দ (root word) 'অসু'। অসু হল প্রাণ।
ভাষাতাত্ত্বিক রামচন্দ্র আপ্তে বলছেন অসুর শব্দটি মূলশব্দ 'অসু' থেকে উৎপন্ন হয়েছে।"( linguistic view-R.P.Sing )এক্ষেত্রে সুর বিপরীতে অসুর আলোচনাটি অনর্থক। একারণেই কৃষ্ণকে বৈদিক সাহিত‍্যে অসুর বলা হয়েছে।
একিভাবে রাক্ষস শব্দটিও বিকৃতির শিকার। রক্ষা করে যে সেই রাক্ষস।অর্থাৎ রক্ষাকারীই রাক্ষস।
"রক্ষাম ইতি ঐক্ত রাক্ষসান্তে ভবন্তু বঃ
যক্ষাম ইতি ঐক্ত রক্ষা এব ভবন্তু বঃ" উত্তর কান্ড,শ্লোক 23
আগের লেখায় বলেছি,ছোটো নাগপুর থেকে মধ‍্য-দক্ষিণ ভারতে অসুরীয় সভ‍্যতার বিকাশ ঘটেছিল। সম্রাটরা কৃষি,জঙ্গল,গবাদিপশু রক্ষা করে অধিবাসীদের লালন পালন করেছেন।প্রাণ রক্ষা হেতু অধিবাসীরা সম্রাটদের অসুর জ্ঞানে পরম্পরায় পুজো করেন এখনো।
অসুরীয় সভ‍্যতার সবথেকে শক্তিশালী সম্রাট অসুর মহিষাসুর।। পূর্ব মধ‍্য,দক্ষিণ ভারতের প্রাচীন নিদর্শন গুলি প্রমাণ করে দিয়েছে মহিষাসুর কতখানি জীবন্ত ঐতিহাসিক চরিত্র। যদিও প্রাচীনত্বের আড়ালে আজ তা মিথে পর্যবসিত। অপভ্রংশের শিকার 'মহিষাসুর' শব্দের শব্দগত/ভাষাগত মূল‍্যও অপরিসীম।যদিও আমরা অনেকেই এবিষয়ে সম‍্যক জানি না।প্রচলিত অর্থে মহিষ কালো রঙের একটি গবাদি পশু।বর্ণবাদী রাষ্ট্রে এই প্রাণীটি ঘৃণার শিকার। পরে আসছি সে বিষয়ে।
মহিষাসুর একটি যৌগিক শব্দ। প্রথমটি মহিষ/মহীয়স ; "দ্বিতীয়টি অসুর। সন্ধিযোগে মহিষাসুর। মহিষ শব্দের অর্থ শক্তিশালী।শব্দটি গুণবাচক 'মহ' থেকে উৎপন্ন হয়েছে। বাংলা শব্দ ভান্ডারে এরকম অনেক শব্দ রয়েছে।যেমন-মহিম,মহিমা,মহাত্মা, ইত‍্যাদি।পরবর্তী সময়ে রাষ্ট্রচেতনা গড়ে উঠলে এই শক্তিশালীরা দলনেতা বা সম্রাট শব্দের সমার্থক হয়ে দাঁড়ায়। এই কারণে প্রাচীন ভারতে সম্রাট বা রাজাদের স্ত্রীকে মহিষী বলা হোত।"linguistic view-R.P.sing
সাংস্কৃতিক বা ধর্মীয় সাম্রাজ‍্যবাদ এক বিষম বস্তু। এক্ষেত্রে অল্প সংখ‍্যক যেমন বহুসংখ‍্যকে পরিণত হতে পারে, তেমনি শিকারী শিকারকে মনুষ‍্যতের পর্যায়ে নামিয়ে দেয়।আবার শিকারের অজ্ঞতার পূর্ণ সুযোগে শিকারী পূজিতও হয়। ব্রাহ্মণ‍্যধর্ম তার প্রকৃষ্ট উদাহরণ। তাইতো বর্ণবাদী রাষ্ট্রে গরু/গাভী রাষ্ট্রবাদের প্রতীক। কালো চামড়ার অসুর সন্তানরা সহ কালো চামড়ার মহিষ রাষ্ট্রবাদ বিরোধী প্রতীক।তাইতো সাংস্কৃতিক,সামাজিক আগ্রাসনের বিরোধীতা করলে রাষ্ট্রবাদীরা সারান্ডা,কালাহান্ডির ভূমিতে নির্বিচারে মহান অসুর সন্তানদের 'বধ' করে উল্লসিত হয়। উৎসব;মোচ্ছব পালন করে।

Rajiv Mandal ©

পেরিয়ার কিভাবে ব্রাহ্মণ্যবাদের উপর চটে গেলেন?পেরিয়ার তামিলনাড়ুর একটি বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন। ইরোডে তা...
13/10/2023

পেরিয়ার কিভাবে ব্রাহ্মণ্যবাদের উপর চটে গেলেন?

পেরিয়ার তামিলনাড়ুর একটি বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সদস্য ছিলেন।
ইরোডে তার পরিবারের বিশাল মশলার ব্যবসা ছিল। মতিলাল নেহেরু এবং ত্রাভাঙ্কোরের মহারাজা তাঁর বাড়িতে থাকতেন। চেন্নাইয়ে তার বাড়িটি একটি রাজকীয় প্রাসাদের মত, দেয়ালে ঝুলছে অসংখ্য তরবারি।
যৌবনে যখন তিনি সন্ন্যাস গ্রহণের কথা ভাবলেন, তখন তিনি দুই ব্রাহ্মণ বন্ধুর সাথে তিনি কাশী পৌঁছান।
টাকা তাড়াতাড়ি ফুরিয়ে গেল, কারণ একজন সন্ন্যাসী হওয়ার ভাবনা নিয়ে বেরোলে বেশী টাকা নিয়ে বেরোনোর কথা নয়।
ব্রাহ্মণ বন্ধুরা মন্দির ও মঠে খাবার পেতেন। সম্ভ্রান্ত পেরিয়ার ক্ষুধার্ত থাকতেন।

একবার তিনি ব্রাহ্মণদের লাইনে বসেছিলেন,
পৈতা না থাকার কারনে ও বিশাল গোঁফের কারনে চিহ্নিত হয়ে যেতেন যে তিনি ব্রাহ্মণ নন এবং সেখান থেকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হত তাকে।

বাইরে এসে যখন তিনি মন্দিরের দাতাদের তালিকা দেখলেন, তখন তিনি দেখলেন প্রায় সব দাতাই শুদ্র তথা আজকের ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ।

তখনই তার মস্তিষ্কের তালা খুলে যায় এবং এইভাবে ইভি রামাস্বামী নাইকারের জায়গায় পেরিয়ারের জন্ম হয়।
বর্তমানের ওবিসিদের মস্তিষ্কের তালা কবে ও কিভাবে খুলবে আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানান।

Collected
13/10/2023

Collected

গীতা সহ বিভিন্ন শাস্ত্রে বর্ণব্যাবস্থাকে ঈশ্বরের সৃষ্টি বলা হয়েছে। বলা হয়েছে বর্ণব্যাবস্থা শাশ্বত ও চিরন্তন সত্য। কিন্...
12/10/2023

গীতা সহ বিভিন্ন শাস্ত্রে বর্ণব্যাবস্থাকে ঈশ্বরের সৃষ্টি বলা হয়েছে।
বলা হয়েছে বর্ণব্যাবস্থা শাশ্বত ও চিরন্তন সত্য।
কিন্তু মহান সম্রাট অশোকের শত শত শিলালিপিতে জাত ও বর্ণের উল্লেখ নেই কেন?

অর্থাৎ জাতিব্যাবস্থা এসেছে মৌর্য যুগের পরে, এবং দেবতাদেরও জন্ম হয়েছিল মৌর্য যুগের পর!
আপনাদের কি মনে হয়?
কমেন্টে জানাতে ভুলবেন না।

যারা মনে করেন জাতি গণনা করলে জাতপাত বাড়বে, তারা ভুলে যাচ্ছেন যে একটা সময় ছিল যখন উচ্চবর্ণের নিজস্ব স্কুল ও হোস্টেল ছিল...
11/10/2023

যারা মনে করেন জাতি গণনা করলে জাতপাত বাড়বে, তারা ভুলে যাচ্ছেন যে একটা সময় ছিল যখন উচ্চবর্ণের নিজস্ব স্কুল ও হোস্টেল ছিল;
শিক্ষকরাও একই বর্ণের হতেন।

ওবিসি ও এসসি স্কুল ছিল না। জাতপাত শিখিয়েছে উচ্চবর্ণের লোকেরা।

এটি যারা শুরু করেছে তারা শেষ করবে না ।

জাত একটি রোগ। জাতি শুমারি এন্টিবায়োটিক।

মুলনিবাসী বহুজন সাথীদের এবিষয়ে মনযোগ দেওয়া উচিত, সমাজকে এবিষয়ে সতর্ক করা উচিত। ভালো করে পড়ে দেখুন শর্তগুলো।
11/10/2023

মুলনিবাসী বহুজন সাথীদের এবিষয়ে মনযোগ দেওয়া উচিত, সমাজকে এবিষয়ে সতর্ক করা উচিত।
ভালো করে পড়ে দেখুন শর্তগুলো।

আজ দিল্লিতে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স কভার করতে আসা প্রায় 250 সাংবাদিকদের মধ্যে একজনও ওবিসি বা এসসি/এসটি ছিল না।বিষ...
10/10/2023

আজ দিল্লিতে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স কভার করতে আসা প্রায় 250 সাংবাদিকদের মধ্যে একজনও ওবিসি বা এসসি/এসটি ছিল না।

বিষয়টিকে কীভাবে দেখছেন?
85% বহুজন মুলনিবাসীরা মতামত তৈরির সাথে জড়িত নয়!
আপনার মতামত তথাকথিত উচ্চবর্ণ দ্বারা তৈরী হয়,
তারা আপনার চিন্তা ভাবনার মালিক হয়ে গেছে! আপনি কি ভাববেন, কেন ভাববেন, কোন বিষয় সম্পর্কে চিন্তা করতে হবে তা তারা নির্দেশ করছে।
ভেবে দেখুন
আপনি এবং আপনার সমাজ ধীরে ধীরে রোবটে পরিনত হচ্ছেন না তো??

অক্ষয় কুমারের ছবি আর সেরকম চলে না তাই বিজ্ঞাপনে গুটখা বিক্রি করে গরিব লোকটা রোজগার করছে চার পয়সা। পরিবার আছে খরচ আছে স...
10/10/2023

অক্ষয় কুমারের ছবি আর সেরকম চলে না তাই বিজ্ঞাপনে গুটখা বিক্রি করে গরিব লোকটা রোজগার করছে চার পয়সা।
পরিবার আছে খরচ আছে সেটা আমরা বুঝি

কিন্তু শাহরুখ খানের ছবি ভালোই চলছে।
তবুও যখন তিনি গুটখা বিক্রির পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তখন প্রশ্ন উঠতে শুরু করে তিনি তার অর্থ কোথায় ব্যয় করেন?

লজ্জা বলে আর কিছু নেই।
বাচ্চারাও যে ক্রিকেট দেখে সেটাও এরা খেয়াল করবে না।

পশ্চিম বর্ধমানের হরিপুরের তিথি তিনমাস হয়ে গেল এখনো নিখোঁজ। এস সি এস টি ওবিসি ঘরের মেয়েরা নিখোঁজ হয়ে বছর বছর পেরিয়ে গেলেও...
09/10/2023

পশ্চিম বর্ধমানের হরিপুরের তিথি তিনমাস হয়ে গেল এখনো নিখোঁজ।
এস সি এস টি ওবিসি ঘরের মেয়েরা নিখোঁজ হয়ে বছর বছর পেরিয়ে গেলেও প্রশাসন মাথা ঘামায় না।
তারা ধর্ষিত হয় খুন হয় তবুও বিচার পায় না।
তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া এই নিয়ে প্রশ্ন করা তো দূর খবর টাও তুলে ধরে না।

যদি উত্তর প্রদেশে জাতিভিত্তিক জনগননা করা হয়, তাহলে ব্রাহ্মণ বা ঠাকুর অধ্যুষিত 125টিরও বেশি আসন ওবিসি অধ্যুষিত হবে।ইউপিত...
08/10/2023

যদি উত্তর প্রদেশে জাতিভিত্তিক জনগননা করা হয়, তাহলে ব্রাহ্মণ বা ঠাকুর অধ্যুষিত 125টিরও বেশি আসন ওবিসি অধ্যুষিত হবে।

ইউপিতে তথাকথিত উচ্চবর্ণ অধ্যুষিত একটি গ্রামও নেই। উচ্চবর্ণের অধ্যুষিত বিধানসভা আসন তো দূরের কথা।

জাতপাত বানানোর পর তারাই  শীর্ষে বসল এবং যখন জাতি ভিত্তিক জনগণনা ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর কথা উঠে এল  তখন তারা বুক চ...
05/10/2023

জাতপাত বানানোর পর তারাই শীর্ষে বসল এবং যখন জাতি ভিত্তিক জনগণনা ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর কথা উঠে এল তখন তারা বুক চাপড়ে কাঁদতে শুরু করল।
চিটিংবাজি চলবে না..
জাতি বানিয়েছ তার ফল তো ভুগতেই হবে।

10/09/2023

২১ তম রাজ্য অধিবেশন,
বামসেফ পশ্চিমবঙ্গ।
Song
Sanajit Ruidas

10/09/2023

২১ তম রাজ্য অধিবেশন,
বামসেফ পশ্চিমবঙ্গ।

১০ সেপ্টেম্বর আসনসোলে।
29/08/2023

১০ সেপ্টেম্বর আসনসোলে।

ঈশ্বর নেই ! ঈশ্বর নেই ! ঈশ্বর হল কাল্পনিক।ভারত তথা বিশ্বে ঈশ্বরের নাম নিয়ে ও ধর্ম নিয়ে দেশের জনগণকে মূর্খ, বোকা ,গোলাম...
25/06/2023

ঈশ্বর নেই ! ঈশ্বর নেই ! ঈশ্বর হল কাল্পনিক।

ভারত তথা বিশ্বে ঈশ্বরের নাম নিয়ে ও ধর্ম নিয়ে দেশের জনগণকে মূর্খ, বোকা ,গোলাম বানিয়ে দেশের সম্পদকে কয়েকটি জাতির মধ্যে বিলিয়ে দেওয়ার নামই হল ধর্ম।

ঈশ্বর ,ভগবান যদি থাকতো তাহলে সাধু সন্ন্যাসীরা ধর্মস্থল ছেড়ে কখনোই পার্লামেন্টে আসতো না। অর্থাৎ বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ,সমাজ ব্যবস্থায় রাজনীতিই হলো ক্ষমতার উৎস।
এটা সাধারণ মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, ততোই তাদের পরবর্তী প্রজন্ম সুরক্ষিত থাকবে।

04/06/2023

পুলিশি অত্যাচারে কর্মীর মৃত্যু। প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহল।
থানা ঘেরাও, রাস্তা অবরোধ।
ফুসছে আদিবাসীরা।

03/06/2023
হাওড়া থেকে তামিলনাড়ু যাবার করমন্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির সাথে মুখোমুখি ধাক্কার ফলে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি। শতাধিক ...
02/06/2023

হাওড়া থেকে তামিলনাড়ু যাবার করমন্ডল এক্সপ্রেস এবং মালগাড়ির সাথে মুখোমুখি ধাক্কার ফলে লাইনচ্যুত হয় বেশ কয়েকটি বগি।
শতাধিক মৃত্যুর আশঙ্কা।

কিছু দালাল ইতিহাসকার রাজপুত ঠাকুরদের মুলনিবাসী দাবী করছে,মুলভারতীয় বহুজন বিচারধারাকে শেষ করার চক্রান্ত করছে।  এটা প্রমান...
02/06/2023

কিছু দালাল ইতিহাসকার রাজপুত ঠাকুরদের মুলনিবাসী দাবী করছে,
মুলভারতীয় বহুজন বিচারধারাকে শেষ করার চক্রান্ত করছে।
এটা প্রমানিত হওয়া স্বত্তেও যে তারা বহিরাগত তবুও মুলনিবাসী মহামানবদের সাহিত্য সিদ্ধান্তকে বিকৃত করার কাজ করে চলেছে কিছু দালাল।
মুলনিবাসীদের কাছে না আছে প্রচুরটাকা না আছে একতা, বিদেশিরা ভয় পায় শুধু মুলনিবাসী বহুজন সমাজের মহাপুরুষদের বিচারকে তাকেও শেষ করতে চায় কিছু দালাল সংগঠক শুধু মাত্র ব্যাক্তিগত উচ্চাকাঙ্খার কারনে।
মুলনিবাসী বহুজন সমাজের মানুষকে এর যোগ্য জবাব দেওয়া একান্তই প্রয়োজন।

সাম্প্রতিকীঃচিত্র-১আন্তর্জাতিক পদকে সম্মানিত  কুস্তিবীরেরা দ্বিতীয়বার দিল্লীর যন্তর মন্তরে ধর্নায় বসল। মালিক,পুনিয়া,ফ...
02/06/2023

সাম্প্রতিকীঃ
চিত্র-১
আন্তর্জাতিক পদকে সম্মানিত কুস্তিবীরেরা দ্বিতীয়বার দিল্লীর যন্তর মন্তরে ধর্নায় বসল। মালিক,পুনিয়া,ফোগাটরা কুস্তিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম সারীর কুস্তিগীর। ন্যায়ের জন্য তাদেরকে রাস্তায় বসতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রীড়াবিদ থেকে নাগরিক সমাজ।এতে আন্তর্জাতিক স্তরে ভারতের মুখ পুড়েছে।
অভিযোগ, কুস্তি ফেডারেশনের সভাপতি বি জে পি সাংসদ বৃজেশ সিং মহিলা সহ নাবালিকা কুস্তিবীর দের লাগাতার যৌন নির্যাতন,শোষণ করে এসেছেন। প্রশাসন সহ কেন্দ্র সরকারের ক্রীড়ামন্ত্রককে এ বিষয়ে লিখিত দিলেও তারা ইতিবাচক পদক্ষেপ করে নি। দিল্লী পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টিও উঠে এসেছে।সুপ্রীমকোর্টের হস্তক্ষেপে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

চিত্র ২
হিন্ডেনবার্গ পর্দাফাঁস এবং আদানী গ্রুপের শেয়ার পতনে বি জে পি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার আদানী গ্রুপকে বাঁচাতে ২০০০০কোটি টাকা লগ্নী করেছে। কেন্দ্র সরকার জাতীয়তাবাদের ধুঁয়ো তুলে আদানী-অম্বানী গ্রুপকে বাঁচাতে মরিয়া। তবে এই টাকা কিভাবে কোন খাত থেকে এসেছে তার হদিশ এখনো দিতে পারে মোদী নেতৃত্বাধীন ক্যাবিনেট। বিরোধীদলগুলোর অভিযোগ কেন্দ্রীয় সরকার মরিয়া হয়ে উঠেছে আদানী-অম্বানী গ্রুপকে বাঁচাতে।
স্বল্পমূল্যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শেয়ার বিক্রি করেছে বি জে পি সরকার।

চিত্র ৩
পশ্চিমবঙ্গের স্কুলসার্ভিস কমিশন সহ শিক্ষাদপ্তর নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।স্কুল সার্ভিস কমিশনের সচিব,প্রাথমিক শিক্ষাসচিব, শিক্ষামন্ত্রী সহ শাসক দলের নেতা মন্ত্রী দুর্নীতিতে অভিযুক্ত ।তদন্ত চলছে। এই দুর্নীতিতে কম-বেশি পঞ্চাশ হাজারের বেশি উপযুক্ত,যোগ্য প্রার্থীরা চাকুরি থেকে বঞ্চিত হয়েছেন বলে খবর।
অন্যদিকে গরুপাচার এবং কয়লাপাচার কান্ডে শাসকদলের সভাপতি অনুব্রত মন্ডল ও তার কন্যা ইডির হেফাজতে রয়েছে। অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু নেতা কর্মীও এতে জড়িত রয়েছে। বিরোধীদের অভিযোগের তির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সভাপতি/সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের দিকে।

চিত্র ৪
পুল ওয়ামা বিষ্ফোরণ বিষয়ে মুখ খুললেন জম্মু কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক। অভিযোগ করেন
পুলওয়ামা কান্ডে বেশ কিছু প্রশ্নের প্রেক্ষিতে তাকে চুপ থাকতে বাধ্য করেছিলেন স্বয়ং মোদীজি।
অভিযোগ শহীদ জওয়ানরা আকাশ পথ ব্যবহার করতে কপ্তার চাইলেও তা কোনো অজ্ঞাত কারণে মেলেনি। আই বির রিপোর্ট থাকা সত্ত্বেও পদক্ষেপ করে নি গৃহমন্ত্রক। গুজরাটের গাড়ির নং থেকে বিস্ফোরক আসার বিষয়টি সন্দেহ জনক।
রাজ্যপাল মালিক, প্রাক্তন সেনাপ্রধান রায়চৌধুরী বি জে পি কে দায়ী করেছেন।
শাসকদল ২০১৯ এর নির্বাচনে মাইলেজ পেতে এসব করেছে।

চিত্র ৫
ঋণখেলাপী উদ্যোগপতিদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া শুরু করতে আগ্রহী নয় মোদী নেতৃত্বাধীন সরকার। ব্রিটেন অভিযুক্তদের প্রয়োজনীয় নথি চেয়ে পাঠালেও ভারত সরকার তা পাঠায় নি।

চিত্র ৫
সামাজিক ন্যায়ে পুরোপুরি ব্যর্থ বর্তমান কেন্দ্র সরকার। St,SC,Obc, minority দের মানবাধিকারে আন্তর্জাতিক সূচকে পতন। দেশে ক্রম বর্ধমান সাম্প্রদায়িক অসহিষ্ণুতা,ধর্মীয় ধ্রুবীকরণ,সাম্প্রতিক দাঙ্গা কারণে মাইনরিটিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত পিছড়াবর্গ সহ দলিতবর্গের মানুষেরা। দিনের পর দিন অ্যাট্রোসিটি বেড়েই চলেছে।জাতিবাদী,বর্ণবাদী হিংসা জাতীয় স্তরে একটি গুরুত্বপূর্ণ জলন্ত ইস্যু।

চিত্র ৬
জাতীয় শিক্ষা নীতি২০২০ এই মুহুর্তে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত বিষয়।
সারাদেশের বুদ্ধিজীবি,বিজ্ঞানীরা বিজেপির এই শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয়েছেন। দ্বাদশ শ্রেণি থেকে আট নং চ্যাপ্টার(মুঘল ইতিহাস), ডারউইনবাদ বাদ পড়েছে। সর্বোপরি শিক্ষানীতিতে কুসংস্কারাচ্ছন্ন ব্রাহ্মণী সমাজশাস্ত্র- রামায়ণ,মহাভারত,গীতা,মনুস্মৃতির অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ মহলকে হতাশ করেছে।
তাঁদের ধারণা এই শিক্ষানীতি দেশের প্রগতীর অন্তরায়।অদূর ভবিষ্যতে ভারত আন্তর্জাতিক স্তরে পিছিয়ে পড়বে।
অন্যদিকে শিক্ষায় বেলাগাম বেসরকারীকরণ ভাবাচ্ছে শিক্ষাবিদ বুদ্ধিজীবিদের।

✍️✍️Collected from
Rajiv L Mandal

31/05/2023

অহল্যাবাঈ হোলকর জয়ন্তী।

05/05/2023

পন্ডিত রঘুনাথ মুরমু র জন্মজয়ন্তী উপলক্ষে বক্তব্য রাখলেন রাজীব মন্ডল।

শালতোড়া ব্লকের শ্যামপুর গ্রামের চিত্র।
05/05/2023

শালতোড়া ব্লকের শ্যামপুর গ্রামের চিত্র।

মহামানব জন্মজয়ন্তী উদ্ যাপন অনুষ্ঠান ছাতনা ব্লক।
05/05/2023

মহামানব জন্মজয়ন্তী উদ্ যাপন অনুষ্ঠান ছাতনা ব্লক।

Address

Bankura

Website

Alerts

Be the first to know and let us send you an email when News 85 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category