29/09/2022
🌹🌹🌹 কে এই মুফতি আব্দুল মাতিন সাহেব ? 🌹🌹🌹
বাদুড়িয়া থানার অন্তর্গত বৈকারা গ্রামের বাসিন্দা মোঃ সামছুর রহমান সাহেবের মেজ পুত্র মোঃ আব্দুল মাতিন,৪/৫ বছর বয়স থেকে আব্বা মায়ের কাছে ইসলামী শিক্ষা পেয়েছেন,৬ বছর বয়সে প্রাইমারি স্কুলে পড়ার সাথে সাথে আব্বার প্রতিষ্ঠিত বৈকারা আদর্শ হিফজুল কুরআন মাদ্রাসায় পড়েছেন,ছোট থেকেই ইসলামী শিক্ষা সুন্নাতি আদর্শে আস্তে আস্তে বড় হয়েছেন,সম্ভাব্য তিনি ১৮/২০পারা কুরআন হিফজ করেছেন,হিফজ পড়ার সাথে সাথে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করতেন,বসিরহাট আমিনিয়া থেকে ফাজিল পাশ করে কলকাতা আলিয়াতে ভর্তি হন,এবং আলিয়া থেকে টাইটেল পাশ করেন,ছাত্র জীবনে তিনি হাড়োয়া ফেরিঘাট জামে মসজিদে ইমামতি করতেন,অত্যান্ত মেধাবী ও সুস্পষ্ট বক্তব্য রাখতেন,তার তিঘ্ন জ্বালালি বক্তব্যে মানুষের মন জয় করে নিতেন,মাদ্রাসা ছাত্র ইউনিয়ন এর সাথে যুক্ত হয়ে জাতির শিক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন ৷
👉 হাড়োয়া ফেরিঘাট জামে মসজিদে ইমামতি করা কালিন,হাড়োয়া সঙ্করপুর ও পাশ্ববর্তি গ্রামের বাসিন্দা দের নিয়ে তৈরি করেন হাড়োয়া জুলফিক্কারিয়া খারিজিয়া মাদ্রাসা ( ছোট হুজুর পীরকেবলার নামে মাদ্রাসা হয় এবং উক্ত মাদ্রাসার সভাপতি ছিলেন পীর ওমর ছিদ্দিকী সাহেব) উক্ত মাদ্রাসা আজ ফুলে ফলে সুশোভিত আলহামদুলিল্লাহ ৷
👉 তিনি টাইটেল পাস করে মুফতী পড়েন,সঙ্গে ওয়াজ নসিহত করতে করতে বক্তা জগতে খ্যাতি সম্পর্ণ হয়ে উঠেন সিলসিলায়ে মোজাদ্দাদে জামানের মতাদর্শের উপর,তিনি সরকারি কাজী সাহেব ডিগ্রি অর্জন করেছেন,সঙ্গে তিনি জাতি শিক্ষা নিয়ে সমাজে ঝাপিয়ে পড়েছিলেন,বক্তব্যের মাধ্যমে,বাংলার বিভিন্ন প্রান্ত,বিভিন্ন জেলা,বিভিন্ন রাজ্যে সময়ের চুক্তিতেও লেখনির মাধ্যমে বঙ্গনূর পত্রিকা প্রকাশিত করেন প্রথমে মাসিক,বর্তমানে সাপ্তাহিক চলছে আলহামদুলিল্লাহ ৷
👉 যখন তিনি দেখলেন- ওয়াজ মাহফিল ধর্ম প্রচারের নামে চলছে ব্যাবসা,ছুটছে টাকার পিছনে,মানুষের মন জয় করে চলছে(কিছু)বক্তা রা,তিনি নতুন তরুন বক্তাদের নিয়ে তৈরি করলেন মাগরিবী বাঙ্গাল আঞ্জুমানে ওয়েজিন সংগঠন,উক্ত সংগঠন এ ২৫০ মত ওয়েজিন বক্তা ওয়াজ নসিহত মাহফিল করছেন,বিনা চুক্তি তে,ন্যায় সত্য হকের উপর,আলহামদুলিল্লাহ ৷
👉 তিনি দেখলেন,ভাবলেন যে,ক্ষনস্থায়ী প্রচার প্রসারে জাতি,সমাজ,শিক্ষার উন্নতি হচ্ছে না,,,
তখন তিনি স্থায়ী খেদমত তথা মাদ্রাসা তৈরি-র দিকে মানুষদের নিয়ে ঝাপিয়ে পড়লেন,ছেলেদের মাদ্রাসা ৮০টার উর্দ্ধে,৯টা মেয়েদের মাদ্রাসা ও এতিমখানা,গ্রামে গ্রামে কেরালা মডেল স্কুল,এই মুহূর্তে কমবেশি ৩০হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন,আলহামদুলিল্লাহ ৷
👉 তিনি ইসলাম ধর্ম অবলম্বি মানুষ এবং ধর্ম প্রচারক। তবে তিনি সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নের কাজ করতে ভালোবাসেন। মানবজাতির কল্যাণ তানার কল্যান,এবং মানবজাতির অকল্যাণ তানার অকল্যাণ বলে মনে করেন তিনি। তিনি সাধারণত শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার কাজ করে থাকেন। অনাথ এবং অসহায় ব্যক্তির কান্না ওনাকে বিব্রত করে তোলে। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চমৎকার আদর্শের চেতনায় তিনি বিশ্বাসী। তিনি তানার জীবনকে তাঁর আদর্শের উপরে উৎসর্গ করতে চান। যারা স্বার্থপর,আত্ম কেন্দ্রিক ও অর্থ লোলুপ তাদের কিভাবে নিঃস্বার্থবান, উদার ও অল্পে সন্তুষ্ট করা যায় সেই চেষ্টায় তিনি যত্নবান। যাঁরা উদার ও মুক্তমনা তিনি তাদের সাথে নিয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা লক্ষ্য দিবানিশি কাজ করে যাচ্ছেন।
মহান আল্লাহ হুজুর কে সুস্থ রাখুন সফলতা নসিব করুন,আমিন 🤲 ছুম্মা আমিন 💚
Muhammad Abdul Matin