ফালাকাটা টাইমস - Falakata Times

ফালাকাটা টাইমস - Falakata Times আপনার খবর; আপনার কলমে। সঙ্গে আমরা ফালাকাটা TIMES.
প্রতিদিনের খবর পেতে সঙ্গে থাকুন; নজরে রাখুন।

10/08/2020

Hello Everyone

আগামী ৫ জুলাই জ্যোতিষ শ্রী সৌরভ বসছেন ফালাকাটায় : বাংলার উৎসব : আগামী ৫ জুলাই ২০২০ উত্তরের নামকরা জ্যোতিষ শ্রী সৌরভ থাকছ...
26/06/2020

আগামী ৫ জুলাই জ্যোতিষ শ্রী সৌরভ বসছেন ফালাকাটায় :
বাংলার উৎসব : আগামী ৫ জুলাই ২০২০ উত্তরের নামকরা জ্যোতিষ শ্রী সৌরভ থাকছেন ফালাকাটা চেম্বার।

বুকিং নম্বর : ৯৫৯৩৭৫৪০১০ / ৭৪৭৯৩০৮৪৪০।

সুস্থ থাকুন ভালো থাকুন : শ্রী সৌরভ।

আগামী ৫ জুলাই জ্যোতিষ শ্রী সৌরভ বসছেন ফালাকাটায় বাংলার উৎসব : আগামী ৫ জুলাই ২০২০ উত্তরের নামকরা জ্যোতিষ শ্রী সৌরভ

Support it
21/03/2020

Support it

20/03/2020
We want justice..... Share করুন যাতে এই নোংরামির প্রতিবাদে র ভাষা এক হয়- এ ওঠে....
29/11/2019

We want justice..... Share করুন যাতে এই নোংরামির প্রতিবাদে র ভাষা এক হয়- এ ওঠে....

ফালাকাটার গ‍র্ব ফালাকাটা কলেজ ❤কে কে পড়েছেন এই কলেজে?কে কে মিস করেন এই কলেজকে?
26/11/2019

ফালাকাটার গ‍র্ব ফালাকাটা কলেজ ❤
কে কে পড়েছেন এই কলেজে?
কে কে মিস করেন এই কলেজকে?

26/11/2019

Hello Falakata

19/11/2019

Foggy weather at Falakata

Ready to make Complete Falakata,Grand Opening on 24 November 2019
19/11/2019

Ready to make Complete Falakata,Grand Opening on 24 November 2019

Welcome To Raymond At Falakata Now Grand Opening on 24th November 2019

 #ফলাকাটা_হাই_স্কুল 🤐সূত্র: আনন্দবাজার পত্রিকা
19/11/2019

#ফলাকাটা_হাই_স্কুল 🤐
সূত্র: আনন্দবাজার পত্রিকা

অসাধারণ পরিকল্পনা 💖💖
16/11/2019

অসাধারণ পরিকল্পনা 💖💖

11/11/2019

জিও কাকা! 🤣😂
আপনি সেরা .. 🤣🔥🔥

 #বাড়ির_জগদ্ধাত্রী_পুজোয়_অঙ্গদান_ফালাকাটা_পার্শ্ববর্তী_গ্রামের_এক_দম্পতির #ফালাকাটা_TIMES: ফালাকাটার পার্শ্ববর্তী গ্রাম ...
07/11/2019

#বাড়ির_জগদ্ধাত্রী_পুজোয়_অঙ্গদান_ফালাকাটা_পার্শ্ববর্তী_গ্রামের_এক_দম্পতির

#ফালাকাটা_TIMES: ফালাকাটার পার্শ্ববর্তী গ্রাম রামঠেঙ্গার ধর পরিবার এবছর প্রথম জগদ্ধাত্রী পুজো করছে। তবে পুজোর পাশাপাশি মরণোত্তর অঙ্গদান করে নজির সৃষ্টি করলেন ধর পরিবারের ছোট ছেলে সমীর ধর ও তার স্ত্রী রীনা ধর। কোচবিহার ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় ধর পরিবারের এই দম্পতি স্বেচ্ছায় মরণোত্তর অঙ্গদান করলেন। তারা চান তাদের মৃত্যুর পর তাদের অঙ্গ অন্য কোনও অঙ্গহীন ব্যক্তির কাজে লাগুক।

অভিনন্দন 🏅🏆আরও এগিয়ে যাও ❤
06/11/2019

অভিনন্দন 🏅🏆
আরও এগিয়ে যাও ❤

05/11/2019

Omg😍😍

★ শুভ জন্মদিন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ★ আমাদের ক্রিকেটের গর্ব ★ গুরু তুমি সেরা কলি কামাল ★ ্পটা_কোহলির... ১৭ বৎসর ব...
04/11/2019

★ শুভ জন্মদিন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ★ আমাদের ক্রিকেটের গর্ব ★ গুরু তুমি সেরা কলি কামাল ★
্পটা_কোহলির...
১৭ বৎসর বয়স তার; হঠাৎ বাবা মারা যায়। রনজি ট্রফির ম্যাচ খেলায় ৪০ রানে অপরাজিত ছিলেন। বাবার মৃত্যুর পরের দিনে তিনি মাঠে গিয়ে খেলে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান। দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করে পিতার শেষকৃত্য করে কোহলি।

তার জন্মই হয়েছে ক্রিকেটের জন্য। তার মতো ক্রিকেটকে ভালোবেসেছে খুব কম লোকই। নিজের শতভাগ তিনি উৎসর্গ করেছে ক্রিকেটের জন্যই।

তিনি বিশ্বাস করেন পরিশ্রম সবকিছু। শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমেই একটা ভালো প্রচেষ্টা একটা দুর্দান্ত ক্যাচে পরিণত হবে। আপনি কতটুকু অনুশীলন করলেন? কী পরিমাণ ঘুমালেন? তার উপর নির্ভর করে। পয়েন্ট এ থেকে বি এর নির্দিষ্ট দূরত্ব আপনি দুই সেকেন্ডে দৌড়ে কভার করলেন নাকি তিন সেকেন্ডে! দুই সেকেন্ডে কভার করলে সহজ ক্যাচ, তিন সেকেন্ডে করলে ভালো চেষ্টা। পুরোটাই নির্ভর করে আপনি ক্রিকেটের প্রতি কতটা আত্মোৎসর্গ! এমনটাই বিরাটের চিন্তাভাবনা।

শুধু ক্রিকেটার না মানুষ হিসেবেও অনন্য, অসাধারণ! শুরুর কোহলিকে কিছুটা সংশোধন করে নিয়েছে। মাঠে তার আগ্রাসন তাকে আরো বেশি অন্যতম পছন্দের ক্রিকেটার বানিয়ে তুলেছে। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন আনুশকার সাথে। বহু দিনের প্রেমের পর ক্রিকেট আর বলিউড মিলেছে এক বন্ধনে। সেখানেও সফল একজন কোহলি।

অনেকেই তার সাথে শচীনের তুলনা আনে! সে নিজেই তুলনায় বিশ্বাস করেনা। তুলনা কার সাথে করবে? তার আইডলের সাথে? যাকে দেখে সে ক্রিকেটে এসেছে তার সাথে? সে তুলনায় বিশ্বাসী না। রেকর্ডসের জন্য খেলে না। খেলে ক্রিকেটটা উপভোগ করে বলে।

ক্রিকেট ভালোবাসি, সম্মান করি আপনাকে। ক্রিকেটের জন্য আপনি, আপনার জন্য ক্রিকেট। আপনি ব্যাট হাতে সফল হতে থাকুন, সাফল্যমণ্ডিত হোক আপনার ক্রিকেটীয় ক্যারিয়ার।

হ্যাপি বার্থডে আধুনিক ক্রিকেটের রাজা, হ্যাপি বার্থডে সময়ের সেরা ব্যাটসম্যান।

04/11/2019

#রাসায়নিক_মিশে_যমুনার_জলে_তৈরি_হয়েছে_দূষিত_ফেনা, তারই মধ্যে চলছে ছট পুজো।

গতকাল ফালাকাটা ডুয়ার্স ক্রিকেট অ্যাকাডেমি বনাম তুফানগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি ম্যাচের প্রাক্কালে প্রয়াত বিধায়ক শ্রী অনি...
04/11/2019

গতকাল ফালাকাটা ডুয়ার্স ক্রিকেট অ্যাকাডেমি বনাম তুফানগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমি ম্যাচের প্রাক্কালে প্রয়াত বিধায়ক শ্রী অনিল অধিকারীর আত্মার শান্তি কামনায় নিরবতা পালন করে দুই দলের খেলোয়াড় আর অ্যাকাডেমির শিক্ষার্থীরা।

 #ফালাকাটা_মেইন_রোডের_ওপর_দীর্ঘক্ষণ_দাঁড়িয়ে_থাকছে_বাস, #বাড়ছে_যানজট,  #বাড়ছে_দুর্ঘটনার_আশঙ্কা 😱 #ফালাকাটা_TIMES: ফালাকাট...
03/11/2019

#ফালাকাটা_মেইন_রোডের_ওপর_দীর্ঘক্ষণ_দাঁড়িয়ে_থাকছে_বাস,
#বাড়ছে_যানজট,
#বাড়ছে_দুর্ঘটনার_আশঙ্কা 😱

#ফালাকাটা_TIMES: ফালাকাটা মেইন রোডের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বাস। প্রতিদিন প্রায় সারাদিনই একের পর এক বাস লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। ফালাকাটা থেকে কোচবিহারগামী বাসগুলোই এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকছে, এতে যানজট বাড়ছে তার সঙ্গে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘদিন ধরে এটা চললেও প্রশাসন নির্বিকার। এমতাবস্থায় মেন রোডে চলাচল করা মানুষজনের মধ্যে ক্ষোভ বাড়ছে, ব্যবসায়ীদেরও নাকাল হতে হচ্ছে।

 #খুঁটি_পূজার_মাধ্যমে_বিশ্ব_ডুয়ার্স_উৎসবের_সূচনা: #ফালাকাটা_TIMES: খুঁটিপূজার মাধ্যমে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড ময...
03/11/2019

#খুঁটি_পূজার_মাধ্যমে_বিশ্ব_ডুয়ার্স_উৎসবের_সূচনা:

#ফালাকাটা_TIMES: খুঁটিপূজার মাধ্যমে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড ময়দানে ১৬তম বিশ্ব উৎসবের শুভ সূচনা করা হল রবিবার। উপস্থিত ছিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, অনুপ চক্রবর্তী, সঞ্জিত ধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশ্ব ডুয়ার্স উৎসব কমিটির তরফ জানান আগামী ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বিশ্ব উৎসব চলবে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্টলের আয়োজন করা হয়।

😥😭
03/11/2019

😥😭

02/11/2019

আমরা যারা ২০০০ সালের আগে জন্মেছি।
আমরা বিশেষ কিছু ছিলাম না😉,

তবে আমরা ভাগ্যবান ছিলাম😜
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই🙋।একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🚦,

আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম🤗আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤑দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,😇সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম 😓।

রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের💡 সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎।

এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑।হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫।

স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰 দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬।

ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 আমরা যখন কোন দোকান দিতাম তখন কাঁঠাল গাছের পাতাকে টাকা হিসাবে ব্যবহার করতাম..
আর বৃস্টিতে ভিজে স্কুলে যেতাম, সকালে ঘুম থেকে উঠে মক্তবে যেতাম, আর বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার মজাই ছিল অন্য রকমের এক আনন্দের মূহুর্ত,, এখন আমরা এই গুলো খুব মিস করি যা এই বর্তমান জেনারেশনরা বুঝবেনা,, আমরা এখন হারে হারে টের পাচ্ছি ছোটবেলাটা ছিল কত সুন্দর আনন্দের সময়,, আরতো মদন কটকটির কথা ভুলতে পারবোনা কিন্ত এখন আর সেগুলো চোখে দেখতে পাইনা,, আর এখনকার জেনারেশনের ছেলে মেয়ে গুলো দেখতেও পাবেনা হয়তো,, যা আমরা পেয়েছি,,,, সত্যি সেই দিন গুলো খুব মিস করি,, আর ক্রিকেট খেলার কথাও ভুলার মতোনা।
বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে😎। নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়🤔ডিসেম্বর মাস ও শীতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল😍
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো🙄,ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি
সত্যি আমাদের সময়টা কতইনা আনন্দের ছিল। ছোটবেলাটাকে খুব মিস করছি এখন।
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??

আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি😥😥
হয়ত এখনকার Generation
এই বিনোদন গুলো আর পাবে না......♥♥♥♥

ওরা কারা , যাদের  #ঠেকুয়া খেতে হেব্বি লাগে ❤👌🥰
01/11/2019

ওরা কারা , যাদের #ঠেকুয়া খেতে হেব্বি লাগে ❤👌🥰

 #ফালাকাটার_বিধায়ক_আমাদের_খুব_প্রিয়_শ্রী_অনিল_অধিকারী_আর_আমাদের_মাঝে_নেই। ওঁনার অকাল প্রয়ানে শোকপ্রকাশ করছি সাথে তার বিদ...
31/10/2019

#ফালাকাটার_বিধায়ক_আমাদের_খুব_প্রিয়_শ্রী_অনিল_অধিকারী_আর_আমাদের_মাঝে_নেই। ওঁনার অকাল প্রয়ানে শোকপ্রকাশ করছি সাথে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি রইলো সমবেদনা।। 🙏🙏🙏🙏

#প্রয়াত_হলেন_ফালাকাটার_তৃণমূল_বিধায়ক_অনিল_অধিকারী

#ফালাকাটা_TIMES, ৩১ অক্টোবর: প্রয়াত হলেন ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী (৭০) । বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২০১১ সাল থেকে ফালাকাটা কেন্দ্রের বিধায়ক অনিলবাবু ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

 #ফালাকাটা_সুভাষ_গার্লস_স্কুলের_সামনে_আবর্জনার_স্তূপ #ফালাকাটা_TIMES: ফালাকাটা সুভাষ গার্লস স্কুলের সামনে জমেছে আবর্জনার...
31/10/2019

#ফালাকাটা_সুভাষ_গার্লস_স্কুলের_সামনে_আবর্জনার_স্তূপ

#ফালাকাটা_TIMES: ফালাকাটা সুভাষ গার্লস স্কুলের সামনে জমেছে আবর্জনার স্তূপ। এই আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ ও রোগ জীবানু। প্রায় দুই হাজার ছাত্রছাত্রী এই স্কুলে আসে, স্কুলের আশেপাসে রয়েছে অনেক বাড়ি ঘর অথচ দিনের পর দিন একদল লোক রাতের অন্ধকারে এই স্কুলের সামনে আবর্জনা ফেলে চলে যাচ্ছে। স্কুলের তরফ থেকে প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনও সুরাহা মেলেনি।

 #বঙ্গপ্রদেশ_বঙ্গরত্ন_পুরস্কার_পেলেন_কবি_রমা_প্রসন্ন_সরকার #ফালাকাটা_TIMES: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কবি রমাপ্...
31/10/2019

#বঙ্গপ্রদেশ_বঙ্গরত্ন_পুরস্কার_পেলেন_কবি_রমা_প্রসন্ন_সরকার

#ফালাকাটা_TIMES: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কবি রমাপ্রসন্ন সরকার বুধবার পেলেন 'বঙ্গপ্রদেশ বঙ্গরত্ন' সম্মান।কলকাতার 'বঙ্গপ্রদেশ' পত্রিকা গোষ্ঠী থেকে এই সম্মান পেয়েছেন তিনি। প্রায় মাসখানেক আগে ফালাকাটার কলেজপাড়ার অবসরপ্রাপ্ত রমাপ্রসন্নবাবুর 'জীবন দর্শন' নামে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়।এছাড়াও ১৯৬৯ সাল থেকে তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকা লিখেন। বুধবার কবি জানান,এটা আমার জীবনের সেরা প্রাপ্তি।

29/10/2019

বাজেট কম ক্ষতি কী ?
ভাবনা টা বরো হলেই হলো ..
#সেরা_পুজার_উদ্বোধন ❤

 #ফালাকাটা_কিশোর_সংঘের_কালি_পুজোয়_শান্তির_বার্তাফালাকাটা TIMES: ফালাকাটা গোপনগর কিশোর সংঘের এবার পুজোর মণ্ডপ হল শান্তির ...
29/10/2019

#ফালাকাটা_কিশোর_সংঘের_কালি_পুজোয়_শান্তির_বার্তা
ফালাকাটা TIMES: ফালাকাটা গোপনগর কিশোর সংঘের এবার পুজোর মণ্ডপ হল শান্তির প্রতীক নিয়ে। পুজো কমিটি জানিয়েছে, সারা ভারতের ঐক্য বজায় থাকুক আর শান্তি বজায় থাকুক এই নিয়ে তারা তাদের পুজো মণ্ডপ তৈরি করেছে। আলোক সজ্জাকে ফুটিয়ে তুলেছে তারা ধর্মীয়তার মধ্যে। এবার তারা দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণের মধ্যে দিয়ে তাদের পুজোর দিনকে শুরু করেছে। সম্পাদক জানিয়েছে, সবার মধ্যে মনের মিলন ঘটুক, হিংসা দূর হোক। এই লক্ষ্যেই তাদের এই থিম।

29/10/2019

#সুভাষপল্লি_ইউনিট, ফালাকাটা
# কালীপুজো_২০১৮

29/10/2019

#সুভাষপল্লি_ইউনিট, ফালাকাটা🔥
#কালীপুজো_২০১৯ 🌺🚩

29/10/2019

#সুভাষপল্লি_ইউনিট ✔
#ফালাকাটা🎇
#কালী_পুজো_২০১৯🌺

29/10/2019

#তরুণ_দল, ফালাকাটা কালী পুজো ২০১৯ 🚩🌺

28/10/2019
 #ফালাকাটায়_বিভিন্ন_অঞ্চলে_জলকে_অপচয়_হতে_দেখেও_সবাই_চুপ 😷😷 #কারও_কোনই_হেলদোল_নেইফালাকাটা TIMES:  চারিদিকে যখন জল অপচয় নি...
28/10/2019

#ফালাকাটায়_বিভিন্ন_অঞ্চলে_জলকে_অপচয়_হতে_দেখেও_সবাই_চুপ 😷😷 #কারও_কোনই_হেলদোল_নেই

ফালাকাটা TIMES: চারিদিকে যখন জল অপচয় নিয়ে ব্যাপক আলোড়ন, ভারতবর্ষের বেশ কয়েকটি শহর যখন জল শূন্য হয়ে পড়ছে, ঠিক তখনই ফালাকাটা শহরের নানান প্রান্তে টাইম কল থেকে অনবরত জল পড়ে অপচয় হচ্ছে। ফালাকাটা গার্লস স্কুলের সামনের একটি কল থেকে এইভাবে প্রতিদিন জল অপচয় হচ্ছে। অথচ স্থানীয় লোকজন বা প্রশাসনের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

28/10/2019

সব ভালোবাসা স্বার্থ খোঁজেনা , কিছু ভালোবাসা এমনও হয়😊
#বেঁচে_থাক_তোমাদের_ভালোবাসা ❤️

#সচরাচর_এরকম_ভালোবাসাটা_দেখা_যায়না।
#কিন্তু_কাল_STS_এ_ঠাকুর_দেখতে_গিয়ে_এরকমই_ভালোবাসার_দেখা_পাওয়া গেল! 😍😍

#ফালাকাটা_তথা_গোটা_উত্তরবঙ্গের_খবর_সব_থেকে_তারাতারি_পেতে_তারাতারি_পেতে_আমাদের_পেজ_লাইক_করুন ।✔✔🙏🙏

28/10/2019

#ꜰᴀʟᴀᴋᴀᴛᴀ
#ফালাকাটা_মহাশ্মশান_কালী_পুজো_২০১৯ 🌺🚩
#ফালাকাটা_তথা_গোটা_উত্তরবঙ্গের_খবর_সব_থেকে_তারাতারি_পেতে_তারাতারি_পেতে_আমাদের_পেজ_লাইক_করুন ।✔✔🙏🙏

 #পথের_সাথী_স্বেচ্ছাসেবী_সংগঠনের_পক্ষ_থেকে_স্বচ্ছ_ফালাকাটা_অভিযানফালাকাটা TIMES: পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে...
27/10/2019

#পথের_সাথী_স্বেচ্ছাসেবী_সংগঠনের_পক্ষ_থেকে_স্বচ্ছ_ফালাকাটা_অভিযান

ফালাকাটা TIMES: পথের সাথী স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে, রবিবার সকাল ১০টা থেকে সারাদিন ফালাকাটা মিলরোড থেকে ট্রাফিক পর্যন্ত দু'ধার দিয়ে যত নোংরা আবর্জনা ছিল, তা তারা পরিষ্কারের মধ্য দিয়ে, ফালাকাটাকে দূষণমুক্ত করার চেষ্টা করেন এবং তাদের সংস্থার সভাপতি অরূপ গোপ জানিয়েছেন, ফালাকাটা কালিপুজো উপলক্ষ্যে ফালাকাটা সমস্থ দর্শনার্থীর শরীরের সুস্থতা কামনা করি এবং সেই কারণেই আমাদের এই চেষ্টা।

#ফালাকাটা_তথা_গোটা_উত্তরবঙ্গের_খবর_সব_থেকে_তারাতারি_পেতে_তারাতারি_পেতে_আমাদের_পেজ_লাইক_করুন ।✔✔🙏🙏

Address

Falakata
Alipurduar
735211

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফালাকাটা টাইমস - Falakata Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফালাকাটা টাইমস - Falakata Times:

Videos

Share


Other News & Media Websites in Alipurduar

Show All