12/06/2022
...
রক্তযোদ্ধা সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন আলিপুরদুয়ার জেলা কমিটি (২০২২-২০২৩) গঠন। ব্লাড ডোনার অর্গানাইজেশন রাজ্য কমিটির সম্পাদক রাজা বৈদ্য এর উপস্থিতিতে এই কমিটি তৈরি করা হলো আলিপুরদুয়ারের। কমিটির মেয়াদ ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। আজ নতুন ও পুরাতন সদস্য দের নিয়ে বাৎসরিক কাজের পর্যালোচনা করা হয়েছে।
নবাগত কমিটির পর্যবেক্ষক এর দায়িত্ব পেলেন রঞ্জিত মিশ্র, সভাপতি দীপঙ্কর ধর সহ সভাপতি সুজিত সরকার। সম্পাদক সায়ন্তি দাস সরকার, সহ সম্পাদক প্রতীক রায়। কোষাধক্ষ্য দেবস্মিতা দেব সিংহ। ডুয়ার্স পর্যবেক্ষক এর দায়িত্ব দেওয়া হলো অপরুপ পাল কে।
সাংস্কৃতিক পর্যবেক্ষক সঙ্গমিত্রা বসু, সুপর্ণা বিশ্বাস,রূপালী ঘটক।
উপদেষ্টা কমিটির সদস্য টুকাই দেব, ,সুস্মিতা সরকার,বিকাশ দাস, মহুয়া ঘোষ, উর্মি বর্মা, সাস্বতি বিশ্বাস,সুজাতা পাল দাস, পার্থ প্রতিম দাস, অরিন্দম বিশ্বাস, সুকান্ত ধর, ঝন্টু রবিদাস, সুমন দাস, নন্দ দুলাল সাহা,দেবু সাহা, উজ্জ্বল বর্মন, জ্যোতির্ময় বিশ্বাস, দীপরাজ কুন্ডু, তথাপি প্রামাণিক, শ্রীরুপ রায়, অয়ন নাইডু।
মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে, রক্তযোদ্ধা দের নিয়ে তৈরি আলিপুরদুয়ারের সংগঠনের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান সংগঠনের কোর কমিটির সম্পাদক রাজা বৈদ্য।
পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় প্রত্যেক মাসে কমপক্ষে ১৫ টি রক্তদান শিবির করার অঙ্গিকার বদ্ধ হয়েছেন এই সংগঠন।
বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে রক্তদান শিবিরে করার আর্জি জানানোর পাশাপাশি ভ্রাম্যমাণ রক্তদান শিবির এর পাশাপাশি সুন্দরবনের লঞ্চে রক্তদান শিবিরের পাশাপাশি আগামীতে সান্ধ্যকালীন একটি রক্তদান শিবিরের একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।