Uttarer Sambad Saradin

Uttarer Sambad Saradin we will give all types of information which happen between us, as a news. also all type of government schemes, and government programs all we will serve.

অবশেষে পাক অধিকৃত জান্নাতের (সোহাগ)  দখল নিল ভারত ??
25/12/2024

অবশেষে পাক অধিকৃত জান্নাতের (সোহাগ) দখল নিল ভারত ??

আজ দোমোহনা গ্রিন জোন পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে।
22/12/2024

আজ দোমোহনা গ্রিন জোন পাবলিক স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে।

টেস্ট ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবীচন্দ্রন অশ্বিনের, ভারতের সর্বকালের সেরাদের একজন।  - 37 বার পাঁচ ...
19/12/2024

টেস্ট ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা রবীচন্দ্রন অশ্বিনের, ভারতের সর্বকালের সেরাদের একজন।

- 37 বার পাঁচ উইকেট শিকার।
- 3,503 রান।
- 6 টি টেস্ট সেঞ্চুরি।
- টেস্টে যৌথভাবে সর্বাধিক প্লেয়ার অব দ্যা সিরিজের পুরস্কার।

সবকিছুর জন্য ধন্যবাদ রবিচন্দ্রন অশ্বিন।

ক্রিকেট ভক্তরা আপনাকে মিস করবে।

যখন নিজের টাকায় ফুচকা খান তো প্লেটের জল পর্যন্ত ছাড়েন না।আইসক্রিম কিনলে ঢাকনা পর্যন্ত চেটে যান।তো অন্যের বাড়ির অনুষ্ঠ...
19/12/2024

যখন নিজের টাকায় ফুচকা খান তো প্লেটের জল পর্যন্ত ছাড়েন না।

আইসক্রিম কিনলে ঢাকনা পর্যন্ত চেটে যান।

তো অন্যের বাড়ির অনুষ্ঠানে খাবার নষ্ট করতে লজ্জা করে না?

তারাও তো কষ্ট করে জমানো টাকা দিয়ে আপনাদের ভালোবেসে, আপনাদের জন্যে এত কিছু আয়োজন করে।

তাহলে কেনো?

ব্যর্থ মানুষের কাছে কখনো সফলতার গল্প শুনতে যাবেন নাহ🙂 এতে নিজের প্রতি আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে...!😊আর সফল হাওয়া মানুষে...
19/12/2024

ব্যর্থ মানুষের কাছে কখনো সফলতার গল্প শুনতে যাবেন নাহ🙂 এতে নিজের প্রতি আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে...!😊
আর সফল হাওয়া মানুষের কাছে গল্প শুনতে গেলে একগুচ্ছ জ্ঞান দিয়ে আপনাকে শুধু ব্যবহার করবে। নিজের সুবিধা অনুযায়ী।

তাই কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই নিজে পরিস্থিতি কে উপলব্ধ করে নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে সৎ পথে কঠোর পরিশ্রম করুন সাফল্য একদিন আপনার পায়ের চুম্মা নেবে।

ঘন কুয়াশার চাদরে আসামের আগরতলা।
12/12/2024

ঘন কুয়াশার চাদরে আসামের আগরতলা।

লুপ্তপ্রায় বঙ্গ সংস্কৃতির সন্ধানে।চাষিভাইদের এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। মাঠে মাঠে ধান পেকে গেছে। "রাশি রাশি ভারা ভারা ধ...
12/12/2024

লুপ্তপ্রায় বঙ্গ সংস্কৃতির সন্ধানে।

চাষিভাইদের এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। মাঠে মাঠে ধান পেকে গেছে। "রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা।"
পাকা ধান গাছ কেটে গোছা গোছা আঁটি বেঁধে সাইকেল ভ্যান চালিয়ে চাষীদের ছেলে পুলেরাই হৈ হৈ করে নিয়ে চলেছে ধান কুটতে বা ধান ঝাড়াই করার মাঠে। মোষ বা বলদ টানা গাড়ির সংখ্যা এখন অনেক কমে গেছে।
বিশাল মাঠে রয়েছে সারি সারি ধান পাটা। গ্রামের প্রত্যেক ঘরের প্রয়োজন অনুসারে আলাদাভাবে গোবর-মাটি লেপে পাটা ও ধান রাখার জায়গা করা আছে। অবশ্য লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে কিম্বা মাটিতে ধানের গোছা বিছিয়ে দিয়ে তার উপরে বলদ চালিয়ে দিয়েও কোথাও কোথাও ধান ঝাড়াই করা হয়।

ছেলেদের বাপ-কাকারা আঁটি বাঁধা ধানের গোছা আছড়ে আছড়ে ধান গাছ থেকে ধান আলাদা করে নিয়ে, বস্তায় ভরে নিয়ে যাচ্ছে ঘরের ধানের গোলায় রাখতে। এর পরে শুরু হবে ধান ভানা, ধান কোটা, ধান ভানুনি পর্ব।

12/12/2024

বিনোদন

11/12/2024

শ্রাবন্তী

ভারতীয় সিনেমা জগতের শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে নাফিসা আলী একদম প্রথম দিকে থাকবেন।কোলকাতায় বাঙ্গালি পিতা আহমেদ আলী এবং  এং...
10/12/2024

ভারতীয় সিনেমা জগতের শ্রেষ্ঠ সুন্দরীদের মধ্যে নাফিসা আলী একদম প্রথম দিকে থাকবেন।কোলকাতায় বাঙ্গালি পিতা আহমেদ আলী এবং এংলো ইন্ডিয়ান মা ফিলোমেনা টরেসানের কন্যা নাসিফা ১৯৫৭ সালের ১৮ই জানুয়ারি জন্মগ্রহন করেন। তিনি ঐতিহ্যশালী একটি পরিবারে বেড়ে উঠে ছিলেন।তার পিতামহ ওয়াজিদ আলী ছিলেন একজন লেখক, এবং তার পিসি জাইব-উন-নিসা হামিদুল্লাহ ছিলেন একজন বিশিষ্ট পাকিস্তানি সাংবাদিক ও সমাজ কর্মী।বড় হয়ে, তিনি লা মার্টিনিয়ার কলকাতা থেকে পড়াশুনা করেন এবং পরে স্বামী চিন্মায়ানন্দের অধীনে বেদান্ত অধ্যয়ন করেন।নাসিফা আলী বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।একাধিক ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন নাফিসা। তিনি 1972 থেকে 1974 সাল পর্যন্ত জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন ছিলেন, এবং 1976 সালে, তিনি ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় 2য় রানার-আপ হয়েছেন। তিনি ১৯৭৯ সালে কলকাতা জিমখানায় জকিও ছিলেন।
শশী কাপুরের বিপরীতে জুনুন (১৯৭৯) সিনেমার তিনি প্রথম নজর কাড়েন।মেজর সাব (১৯৯৮) বেওয়াফা (২০০৫), লাইফ ইন এ... মেট্রো (২০০৭) সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।লাইফ ইন এ মেট্রো সিনেমায় অসাধারন অভিনয় করে ছিলেন।রাজনীতির সঙ্গে ও ছিল তার প্রত্যক্ষ যোগাযোগ।কলকাতা থেকে লড়েছেন নির্বাচনেও।ভারতীয় সেনাবাহিনীর কর্নেল,অর্জুন পুরস্কার প্রাপ্ত পোলো খেলোয়াড় আর এস সোধি কে বিবাহ করেন।একজন প্রতিভাময়ী মানুষ হিসাবে তিনি প্রথম সারিতে থাকবেন।

সংগ্রহীত

উওরপাড় সমন্বয় পরিচালিত  উওরপাড়া বই মেলার প্রথম দিনে বসে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
09/12/2024

উওরপাড় সমন্বয় পরিচালিত উওরপাড়া বই মেলার প্রথম দিনে বসে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

B.T.P.L - ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু উজ্জ্বল মুহূর্ত।।
09/12/2024

B.T.P.L - ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু উজ্জ্বল মুহূর্ত।।

08/12/2024

জলসা

08/12/2024

West Bengal Media Forum

এটা একটা শহর বলেন ত কোন দেশের হবে..?
08/12/2024

এটা একটা শহর বলেন ত কোন দেশের হবে..?

পিয়ার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে আম, জাম ও কাঁঠাল গাছের চারা তুলে দেওয়ার মূহুর্ত।...
08/12/2024

পিয়ার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের হাতে আম, জাম ও কাঁঠাল গাছের চারা তুলে দেওয়ার মূহুর্ত।
ডাঃ সুবীর কুমার ঘোষ

জেলাশাসক করণে কোচবিহার লোকাল লাইব্রেরী অথরিটির সভায়। কোচবিহার জেলা বইমেলা সহ লাইব্রেরী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচন...
04/12/2024

জেলাশাসক করণে কোচবিহার লোকাল লাইব্রেরী অথরিটির সভায়। কোচবিহার জেলা বইমেলা সহ লাইব্রেরী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায়। আগামী ২৩ শে ডিসেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর অবধি কোচবিহার রাসমেলা মাঠে জেলা বইমেলা অনুষ্ঠিত হবে। সবারে করি আহ্বান - পার্থ প্রতিম রায়, সদস্য, লোকাল লাইব্রেরী অথরিটি।

04/12/2024

মেডিকেল সম্বন্ধে বিস্তারিত তথ্য

Address

Alipurduar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttarer Sambad Saradin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share