Sojag Tripura

Sojag Tripura News means truth

22/05/2024

আগরতলায় যাত্রা শুরু করলো কাঠিয়া বাবা মিশন কলেজ। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কলেজ কর্মকর্তারা এখবর জানান।

জিবিপি হাসপাতালের রক্তদানসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ মে : আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাত...
22/05/2024

জিবিপি হাসপাতালের রক্তদান

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ মে : আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে মঙ্গলবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী মিলে ৫০ জন রক্তদান করেন।

এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) অনুপ কুমার সাহা, ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডাঃ) সঞ্জীব কুমার দেববর্মা, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপরিনটেনডেন্ট ডাঃ শংকর চক্রবর্তী, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সদস্য সচিব ডাঃ বিশ্বজিৎ দেববর্মা, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা ডাঃ সমর্পিতা দত্ত প্রমুখ। শিবিরে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বছরে যে পরিমাণ রক্ত প্রয়োজন তা বিবেচনায় রেখে স্বেচ্ছা রক্তদানের ক্যালেন্ডার তৈরি করছে দপ্তর। চিকিৎসক, প্যারামেডিক্যাল স্টাফরাও রক্তদানে এগিয়ে আসার মতো শুভ উদ্যোগ গ্রহণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্য সচিব নিয়মিত স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।

  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা করা ...
22/05/2024

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২৪ মে। পর্ষদের তরফে এখবর জানানো হয়।

ছন্দনীড়ের কবি প্রণাম : দারুণ সাড়াসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৫ মে : নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মঙ্...
16/05/2024

ছন্দনীড়ের কবি প্রণাম : দারুণ সাড়া

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৫ মে : নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শুরু ছন্দনীড়ের দুদিনব্যাপী দ্বিতীয় পর্বের কবি প্রণাম অনুষ্ঠান। আগরতলা টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের শিল্পীদের পাশাপাশি বহি:রাজ্যের খ্যাতনামা শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে তোলে উপস্থিত দর্শক শ্রোতাদের মন।

মঙ্গলবার সন্ধ্যায় ছন্দনীড়ের শিল্পীদের সমবেত সংগীতের মধ্য দিয়ে ছন্দনীড়ের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত দেশের খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পী মনোময় ভট্টাচার্য। অনুষ্ঠানে গান ও কবিতায় নববোধন, কাব্যলোক, সবুজকলি ও আনন্দধারা'র শিল্পীদের পাশাপাশি শিল্পী ববিতা দেবনাথ, গুরুদীপন আচার্য, অভিজিৎ সেন দেবাশিস এন্দ, মধুরিমা ভট্টাচার্য, মৌরিতা রায় প্রমুখ শিল্পীরা। প্রত্যেকে নিজ নিজ সংস্কৃতিক পরিবেশনায় ভরিয়ে তোলেন গোটা টাউন হল। এদিনের অনুষ্ঠানে ছন্দনীড় আয়োজিত সংগীত, শুদ্ধ বাংলা বানান, স্বরচিত গল্প ও আবৃত্তিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠানকে ঘিরে দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

আগরতলা টাউনহলে আয়োজিত এই অনুষ্ঠানে বুধবার ছিলো সমাপ্তী সন্ধ্যা। এদিন ছন্দনীড়ের শিল্পীদের কন্ঠে সমবেত সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীতে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট শিল্পী শিরিন সোরাইয়া। অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করে নালন্দা, দক্ষিণী, কবিতালোক, মঞ্জিরসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠীর পাশাপাশি শিল্পী কমলবরণ চক্রবর্তী, রীতা চক্রবর্তী, দেবাশীষ বর্দ্ধন রায়, সুব্রত দেবনাথ। প্রত্যেকে নিজ নিজ সংস্কৃতিক পরিবেশনায় ভরিয়ে তোলেন গোটা টাউন হল। এদিনের অনুষ্ঠানে ছন্দনীড় আয়োজিত নৃত্য, বসে আঁকো, বসে চিঠি লেখ, ক্যুইজ এবং অণুনাটক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

10/05/2024

শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রাজধানীর বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরে ধর্মপ্রাণ মানুষের সমাগম।
🛑LIVE

১-৩ মে পর্যন্ত রাজ্যে ভারী থেকেঅতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৩০ এপ্রিল : আগামী ১ মে থেক...
30/04/2024

১-৩ মে পর্যন্ত রাজ্যে ভারী থেকে
অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৩০ এপ্রিল : আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করলো আবহাওয়া দপ্তর। এক বিবৃতিতে দপ্তর জানিয়েছে, আগামী ১ মে উত্তর, ঊনকোটি ও ধলাই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্র বিদ্যুৎসহ দমকা হওয়ারও সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তাছাড়া, আগামী ২ মে পশ্চিম ত্রিপুরা, গোমতী, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় প্রতি ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া। তেমনি, ৩ মে উত্তর, ধলাই ও গোমতী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

৫ দিনের সর্তকতা জারিকরল আবহাওয়া দপ্তরসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২৩ এপ্রিল : পাঁচ দিনের সর্তকতা জারি করল আবহাওয়...
23/04/2024

৫ দিনের সর্তকতা জারি
করল আবহাওয়া দপ্তর

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২৩ এপ্রিল : পাঁচ দিনের সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে তাপমাত্রা উর্ধ্বমুখী। কিন্তু আশঙ্কা রয়েছে আরও ৫ দিন সাধারণ ডিগ্রী থেকে অনেকাংশে বেশি থাকবে।

এ বিষয়ে আবহাওয়া দপ্তরের সাইন্টিস্ট ডাক্তার ডা. পার্থ রায় জানান, আগামী ৫ দিন সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষে থেকে। সাধারণ তাপমাত্রা থেকে কয়েক ডিগ্রী বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ ৩৫ ডিগ্রি উর্ধ্বে থাকার সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলাতে। সোমবার আগরতলা শহরে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা সাধারন থেকে ৩.৭ ডিগ্রী সেলসিয়াস বেশি। তবে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ধলাই জেলা, উত্তর জেলা ও ঊনকোটি জেলায়। তাই পরিস্থিতির দিকে নজর রাখার জন্য আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সৌজন্যেঃ লংতরাই গুড়ো মশলা
14/04/2024

সৌজন্যেঃ লংতরাই গুড়ো মশলা

শুভ বাংলা নববর্ষে "সজাগ ত্রিপুরা''র সকল দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা রাখছি আগ...
14/04/2024

শুভ বাংলা নববর্ষে "সজাগ ত্রিপুরা''র সকল দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা রাখছি আগামী দিনে পাশে থাকবেন, সাথে থাকবেন। Sojag Tripura

এগিয়ে চলো সংঘের বসন্ত উৎসবে উদ্দীপনাসজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ২৪ মার্চ : শনিবার অনুষ্ঠিত হয় এগিয়ে চলো সংঘ আয়োজিত...
27/03/2024

এগিয়ে চলো সংঘের বসন্ত উৎসবে উদ্দীপনা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ২৪ মার্চ : শনিবার অনুষ্ঠিত হয় এগিয়ে চলো সংঘ আয়োজিত ৫ম বসন্ত উৎসব "রঙে রঙে ভরায়ে ভুবন..."। রাজ্যের প্রথিতযশা শিল্পী ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এদিন নৃত্য ও সংগীতে মাতিয়ে তোলেন এই বসন্ত উৎসবকে।

এগিয়ে চল সংঘের প্রাঙ্গণে বসন্ত উৎসবের শুরুতে কচিকাচা থেকে শুরু করে উপস্থিত নর-নারী সকলে একে অপরকে আবিরে রাঙিয়ে তোলেন। স্বাগত ভাষণ রাখেন এগিয়ে চলো ক্লাবের সাধারণ সম্পাদক সুমন্ত গুপ্ত। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংঘের শিল্পীরা। এরপর একে একে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। কলকাতা নিবাসী রাজ্যের মেয়ে বিশিষ্ট সংগীত শিল্পী তমা দে চৌধুরী লোকসংগীতের আঙ্গিকে মনোজ্ঞ বসন্তের গানের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন বসন্ত উৎসবকে।

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ১৭ মার্চ : বেশ উৎসাহ ও উদ্দীপনা...
20/03/2024

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ১৭ মার্চ : বেশ উৎসাহ ও উদ্দীপনায় ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

রবিবার পুরোনো জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। অনুষ্ঠানে পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সম্পাদক রমাকান্ত দে, স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ। শেষে ধন্যবাদসূচক ভাষণ রাখেন কনভেনার অভিষেক দে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য ও ১২ বছরের উর্ধের ছেলে মেয়েদের স্প্রিন্ট, শাটল রান, স্পুন রেস্, কিক দ্য বল ইত্যাদি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। বড়দের মধ্যে কিক দ্য বল, মিউজিকেল বল, টিপ্ পড়ানি, পাতিল ভাঙ্গা, মিউজিকেল বলসহ কুড়িটি ইভেন্টে খেলা হয়। প্রতিটি খেলায় আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিযোগিতা শেষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সম্পাদক রমাকান্ত দে, যুগ্ম সম্পাদক অভিষেক দে, কমল চৌধুরী, কোষাধ্যক্ষ রঞ্জন রায়, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, টেকনিক্যাল ডিরেক্টর সুপ্রভাত দেবনাথ প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তোলার পেছনে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের বেশ কয়েকজন ফিজিক্যাল ইন্সট্রাকটর এবং প্রেস ক্লাবের একাধিক কর্মীবৃন্দের অবদান এবং ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অনস্বীকার্য। প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁদের প্রত্যেককে স্মারক উপহারে সম্মানিত করা হয়েছে। শেষে ক্লাব সম্পাদক রমাকান্ত দে এবং কনভেনার অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

রাজ্যের প্রথম এয়ার ট্রাফিককন্ট্রোলার বিপাশা রাংখলসজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ১৬ মার্চ : ত্রিপুরার প্রথম মহিলা ATC...
17/03/2024

রাজ্যের প্রথম এয়ার ট্রাফিক
কন্ট্রোলার বিপাশা রাংখল

সজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ১৬ মার্চ : ত্রিপুরার প্রথম মহিলা ATC (এয়ার ট্রাফিক কন্ট্রোলার) হিসাবে কাজে যোগ দিলেন খোয়াইয়ের রাঙ্গামুরা গ্রামের বিপাশা রাংখল। তিনিই ত্রিপুরার প্রথম মহিলা এয়ার ট্রাফিক কন্ট্রোলার।

🛑🛑 দিনক্ষণ ঘোষিত হলো লোকসভা নির্বাচনের। ত্রিপুরায় দুই দফায় হবে নির্বাচন। প্রস্তুতি চূড়ান্ত।
16/03/2024

🛑🛑 দিনক্ষণ ঘোষিত হলো লোকসভা নির্বাচনের। ত্রিপুরায় দুই দফায় হবে নির্বাচন। প্রস্তুতি চূড়ান্ত।

16/03/2024

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৬তম জন্ম মহোৎসব উপলক্ষ্যে জোলাইবাড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা।।

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা রবিবার আগরতলা, ১৫ মার্চ : আগরতলা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগাম...
16/03/2024

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা রবিবার

আগরতলা, ১৫ মার্চ : আগরতলা প্রেস ক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ মার্চ রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আগরতলা প্রেস ক্লাবের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে এখবর জানান ক্লাবের কর্মকর্তারা।

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় পুরোনো জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯.৩০ মিনিটে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তাছাড়াও উপস্থিত থাকবেন স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। উক্ত প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য সদস্যাসহ সকল সাংবাদিক ও তাদের পরিবার অংশগ্রহণ করতে পারবেন। রবিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য থাকছে স্পিন্ট, স্কিপিং, শাটল রান, স্পুন রেস্, টার্গেট দ্যা বল ইত্যাদি। বড়দের জন্য রয়েছে মিউজিকেল বল, টিপ্ পড়ানি, পাতিল ভাঙ্গা, মিউজিকেল বল ইত্যাদি। প্রতিটি খেলায় থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সকলকে আগামী ১৭ মার্চ রবিবার সকাল ৯ টার মধ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে রিপোর্ট করতে অনুরোধ করা হচ্ছে।
# Agartala Press Club

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট!সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। নয়াদিল্লি, ৫ মার্চ : নিজের থেকেই লগ আউট হয়ে গিয়ে ফেসবুক এবং ইন্সটাগ...
05/03/2024

বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট!

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। নয়াদিল্লি, ৫ মার্চ : নিজের থেকেই লগ আউট হয়ে গিয়ে ফেসবুক এবং ইন্সটাগ্রামে বিভ্রাট দুনিয়া জুড়ে! সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইনস্টাগ্রাম মঙ্গলবার সন্ধ্যায় ভারত এবং বিশ্বের অন্যান্য অংশে বিভ্রাট তৈরি হয়।

এদিন ব্যবহারকারীরা এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে লগ ইন সমস্যার বিষয়ে অভিযোগ করেছেন। এদিন আচমকাই দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একাউন্ট লগ আউট হয়ে যায় এবং লগ ইন করতে গেলে "session expired" দেখাতে থাকে।‌ কেউ কেউ Instagram পেজ রিফ্রেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়। ফেসবুকের ক্ষেত্রে ৩০০,০০০ টিরও বেশি বিভ্রাটের রিপোর্ট ছিলো‌এবং ইনস্টাগ্রামের জন্য ২০,০০০ টিরও বেশি রিপোর্ট হয়েছে। কি জন্য এই বিভ্রাট তা এখনও পর্যন্ত স্পষ্ট করে জানায়নি মেটা কর্তৃপক্ষ।

ভবনস্ ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজে জাতীয়সেবা প্রকল্প এবং অ্যালামনির উদ্যোগে কর্মসূচিসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২...
29/02/2024

ভবনস্ ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজে জাতীয়
সেবা প্রকল্প এবং অ্যালামনির উদ্যোগে কর্মসূচি

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২৮ ফেব্রুয়ারি : সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে'-এই স্লোগানটিকে ব্রত হিসাবে ধরে এগিয়ে এসেছে আনন্দনগরস্থিত ভবনস্ ত্রিপুরা টিচার ট্রেনিং কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাগন।

২৩ ফেব্রুয়ারি মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প এবং অ্যালামনির উদ্যোগে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উড়িয়া পাড়ার (মহাবিদ্যালয় কর্তৃক দত্তক গ্রাম) ২৭ জন গ্রামবাসী স্বাস্থ্য শিবিরে চিকিৎসা সংক্রান্ত সুযোগ গ্রহণ করেন। উক্ত স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই শিবিরে মহাবিদ্যালয়ের তরফে ফল মিষ্টি ইত্যাদি সকলকে প্রদান করা হয়।

ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসবেব্রততী বন্ধ্যোপাধ্যায়ের পরিবেশনাসজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : "সকল ভাষার ...
29/02/2024

ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসবে
ব্রততী বন্ধ্যোপাধ্যায়ের পরিবেশনা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি।। আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : "সকল ভাষার সম্মানে, সকল ভাষার বিকাশে" এই আহ্বানে সোমবার অনুষ্ঠিত হয় এগিয়ে চলো সংঘ নিবেদিত শ্রুতি আয়োজিত ৮ম ভারত বাংলাদেশ আবৃত্তি উৎসব।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ আবৃত্তি উৎসবের সূচনা হয় সংগীত ও নৃত্য সহযোগে। স্মিতা ভট্টাচার্যের পরিচালনায় সংগীতে ছিলো 'সুরারন্য' ও নৃত্যে 'তনুশ্রী ক্রিয়েশন'। পরিবেশনায় ছিলো কবিতালোক, অর্কদ্যুতি ও সৃষ্টি'র মনোজ্ঞ সমবেত আবৃত্তি। নৃত্য সহযোগে শ্রুতি'র শিল্পীদের কবিতা কোলাজ 'আমরা তো অল্পে খুশী' মাতিয়ে তোলে উপস্থিত সকলকে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো বিশিষ্ট আবৃত্তি শিল্পী ব্রততী বন্ধ্যোপাধ্যায়ের উপস্থিতি ও তার নজরকাড়া উপস্থাপনা। এছাড়া একক আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম ও সাইদুল হাসান। সেইসাথে আবৃত্তি শিল্পী স্মিতা ভট্টাচার্য ও শিল্পী অমর ঘোষের যৌথ পরিবেশনা ছিলো এই আবৃত্তি উৎসবে।

নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের১ম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিতসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : শু...
27/02/2024

নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের
১ম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : শুরু হলো নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের ১ম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। রবিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে এক দিনের এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাজ্যের বিশিষ্ট শিশু সাহিত্যিক বিমালেন্দ্র চক্রবর্তী। সম্মেলনের শুরুতে সংসদের পতাকা উত্তোলন করেন তিনি। শোক প্রস্তাব পাঠ করেন টিংকুরঞ্জন দাস।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের গীতালি শাখার শিশু শিল্পীরা। স্বাগত ভাষণ রাখেন সম্মেলন কমিটির যুগ্ম আহ্বায়ক ছড়াকার রতন আচার্য্য। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সংসদের সম্পাদক শিশু সাহিত্যিক অনিল কুমার নাথ। এদিন সম্মেলন মঞ্চে প্রকাশিত হয় কবি ছড়াকার অপাংশু দেবনাথ সম্পাদিত রাজ্য কমিটির মুখপত্র 'আলোর ফুলকি'। সেইসাথে একঝাঁক কবি-ছড়াকার স্ব-রচিত কবিতা ও ছড়া পাঠ করেন খুদে শিল্পীরা। সম্মেলনে সংসদের পুরনো রাজ্য কমিটি ভেঙ্গে নতুন রাজ্য কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে রাজ্যের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ড. বীথিকা চৌধুরী, বিশিষ্ট ছড়াকার রতন আচার্য এবং বিশিষ্ট কবি-ছড়াকার অপাংশু দেবনাথ।

৪২তম আগরতলা বইমেলার উদ্বোধনসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ ফেব্রুয়ারি : বুধবার সন্ধ্যায় রাজধানীর হাঁপানিয়াস্থিত আ...
22/02/2024

৪২তম আগরতলা বইমেলার উদ্বোধন

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ ফেব্রুয়ারি : বুধবার সন্ধ্যায় রাজধানীর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে উদ্বোধন হয় ৪২তম আগরতলা বইমেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

উল্লেখ্য, এবারের আগরতলা বইমেলায় ১৯১টি স্টল খোলা হয়েছে। এর মধ্যে ত্রিপুরার ১১০টি স্টল ছাড়াও পশ্চিমবঙ্গের ৬৬টি, আসামের ৬টি, উত্তর প্রদেশের ২টি, দিল্লির ২টি স্টল রয়েছে। এছাড়া প্রতিবেশী দেশ বাংলাদেশের ৫টি স্টলও রয়েছে। অনুষ্ঠানে অতিথিরা ৪২তম আগরতলা বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ও গোমতীর বিশেষ সংখ্যার আবরণ উন্মোচন করেন।

শ্যামসুন্দর কোং জুয়েলার্সের 'সোনারকেল্লা'র সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাড়াসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ ফেব্রুয়ারি...
22/02/2024

শ্যামসুন্দর কোং জুয়েলার্সের 'সোনার
কেল্লা'র সুবর্ণ জয়ন্তী উদযাপনে সাড়া

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ২১ ফেব্রুয়ারি : শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রয়াসে ৫০ বছর পর মুকুল ফিরল তার পাড়ায়, সঙ্গে তোপসে আর সন্দীপ রায়। সোনার কেল্লার পঞ্চাশ বছর পূর্তির উদযাপনে এক অভিনব উদ্যোগ - ক্যালেন্ডার প্রকাশ।

১৯৭১ সালে প্রকাশিত গোয়েন্দা গল্প, বড় পর্দায় ছবি হিসেবে মুক্তি পেলো। ফেলুদাকে প্রথম বার বড় পর্দায় দেখা গেল। নিয়ে এলেন সত্যজিৎ রায়। শুধু ফেলুদাই নন সঙ্গে তোপসে, লালমোহন বাবু, সিধু জ্যাঠা আর ছোট্ট মুকুল। এক জাতিস্মরের পূর্ব জন্মের কথা মনে পড়ে যাওয়ায় তার উপর কি কি বিপদ এসে পড়ে এ ছবির গল্পে সেই কথাই উঠে‌ আসে। আর ফেলুদা তার তীক্ষ্ণ মগজাস্ত্রের সাহায্যে কি সুন্দরভাবে সেই রহস্যের সমাধান করে ফেলেন।ছবিটি জাতীয় পুরস্কারের মঞ্চে অনেক গুলো ক্ষেত্রে পুরষ্কৃত হয়। এর মধ্যে সেরা বাংলা চলচ্চিত্র, সেরা পরিচালক, চিত্রনাট্যসহ সেরা শিশু শিল্পী, সিনেমাটোগ্রাফি উল্লেখযোগ্য। দেশের বাইরেও তেহরানে সেরা শিশু এবং কিশোরদের ছবি হিসেবে পুরস্কার পায়। মাঝে পঞ্চাশটা বছর কেটে গেছে। আজও রয়ে গেছে বাঙালির মনের মণিকোঠায় সোনার কেল্লা এক অদ্ভূত মুগ্ধতা নিয়ে। ছবির পঞ্চাশ বছর পর মুকুল আবার ফিরলো তার নিজের পাড়ায় একটি ক্যালেন্ডার প্রকাশের হাত ধরে। ক্যালেন্ডারের বিষয় "সোনার কেল্লা ৫০"। মূল ভাবনায় সুদীপ্ত চন্দ (দ্যা ড্রিমারস, নিবেদনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স)। সোনার কেল্লার পঞ্চাশ বছর উপল়ক্ষ্যে ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায়, তোপসে- সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মুকুল- কুশল চক্রবর্তী এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা প্রমুখ।

সৌজন্যেঃ তথ্য ও সংস্কৃতি দপ্তর
22/02/2024

সৌজন্যেঃ তথ্য ও সংস্কৃতি দপ্তর

শিল্প ও বাণিজ্য মেলায় সেরাস্টল : পুরস্কৃত লংতরাই ব্র্যান্ডসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১২ ফেব্রুয়ারি : শিল্প ও ব...
16/02/2024

শিল্প ও বাণিজ্য মেলায় সেরা
স্টল : পুরস্কৃত লংতরাই ব্র্যান্ড

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১২ ফেব্রুয়ারি : শিল্প ও বাণিজ্য মেলায় সেরা স্টলের জন্য পুরস্কৃত হলো লংতরাই ব্র্যান্ড। শনিবার মেলার সমাপ্তি দিনের অনুষ্ঠানে লংতরাই ব্র্যান্ডের কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ৩৪ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস ইন্ডাস্ট্রি তথা লংতরাই ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে সেরা স্টল প্রদর্শন করার জন্য পুরস্কৃত করা হয়। ৩৪ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তণ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিকসহ শিল্প ও বাণিজ্য দপ্তর এবং শিল্প উন্নয়ন নিগমের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সেরভালবাসার উৎসবে সাড়াসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : শ্যাম সুন্দর কোং জু...
16/02/2024

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের
ভালবাসার উৎসবে সাড়া

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এক সফল প্রয়াসের নাম এই 'স্বর্ণগ্রাম '। ২০০৯ সাল থেকে ত্রিপুরার গোমতী জেলার ওয়ারেংবাড়িকে এক আদর্শ গ্রাম প্রকল্প হিসেবে তুলে ধরার জন্য পদক্ষেপ করা হয়।

এই স্বর্ণগ্রামে বর্তমানে ২৫০টি পরিবারের বসবাস। ১৪ই ফেব্রুয়ারি ভালবাসা দিবসে স্বর্ণগ্রামের ভালবাসার মানুষদের সাথে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করে ভালবাসার উৎসবের I গ্রামবাসীদের ফুল ও মিষ্টি দিয়ে প্রথমে বরণ করে নেওয়া হয়। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী ও প্রত্যেক পরিবারের জন্য একটি করে কম্বল। এদিন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আগরতলা শোরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামী বোধিসত্যানন্দজী মহারাজ। তিনি স্বর্ণগ্রামের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা।

বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাএখন কলকাতার মেডিকায়সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১১ ফেব্রুয়ারি : বিশ্বমানের ক্যান্সার ...
12/02/2024

বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা
এখন কলকাতার মেডিকায়

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১১ ফেব্রুয়ারি : বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পরিসেবা এখন কলকাতার মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এখবর জানান মেডিকার কর্মকর্তারা।

সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, সর্ববৃহৎ বেসরকারি হাসপাতালের এবং পূর্ব ভারতে উন্নত ক্যান্সার চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। মেডিকার অনকোলজি টিম স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই উদ্যোগগুলি ক্যান্সার সনাক্তকরন মেডিকার কলকাতায় ২৫০ শয্যা বিশিষ্ট ক্যান্সার ইউনিট পূর্ব ভারতের অন্যতম উন্নত শ্রেষ্ঠ স্বাস্থ্য প্রতিষ্ঠান। মেডিকার ১২ তলা ভবনটিতে রয়েছে সবচেয়ে আধুনিক এবং উন্নত ক্যান্সারের চিকিৎসা সুবিধা ভবনটি বিশেষ করে বিশেষ করে প্রাপ্তবয়স্ক, নারী ও শিশুদের যত্নের উপর জোর দিয়েছে মেডিকা ক্যান্সার ইউনিটটি অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং সার্জেনদের টিম যারা টাটা মেমোরিয়াল বোম্বে থেকে প্রশিক্ষিত। মেডিকা ক্যান্সার হসপিটাল প্রত্যেক মাসে ১২০০ বেশি রোগীর সিকিৎসা করে। এছাড়াও মেডিকা ক্যান্সার হসপিটালের বহির্বিভাগে ১৫০০ এর বেশি ক্যান্সার রোগের চিকিৎসা হয়।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনএবং অফিসার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন শুরুসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতল...
10/02/2024

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
এবং অফিসার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন শুরু

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ১০ ফেব্রুয়ারি : শনিবার শুরু হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের ৩য় দ্বিবার্ষিক যৌথ রাজ্য সম্মেলন। রাজধানীর সুপারী বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে দুদিনব্যাপী এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। গোটা রাজ্য থেকে ৪৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এই সম্মেলনে।

এদিন সকাল ১১টায় উভয় সমিতির পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান ও শোক প্রস্তাব পাঠ করেন নেতৃবৃন্দ। সেইসাথে সভাপতিমণ্ডলী গঠনের মধ্য দিয়ে শুরু হয় প্রকাশ্য অধিবেশন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সারা ভারত আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির মহাসচিব এস ভেঙ্কটেশ্বর রেড্ডি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। এছাড়াও উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান বিপ্রজিত পুরকায়স্থ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার রাউত, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়,‌ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি কৃষানু দাস, কেন্দ্রীয় নেতৃত্ব ওডিসি চক্রবর্তী, বিজন ধর ও রবীন্দ্র প্রসাদ সরকার।

08/02/2024

শিল্প ও বাণিজ্য মেলায় লংতরাই
ব্র্যান্ডের সম্মাননা অনুষ্ঠানে সাড়া

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৭ ফেব্রুয়ারি : প্রত্যেক বছরের মতো এবারও লংতরাই ব্র্যান্ড ৩৪ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলাকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে বেশ কিছু গুরুপ্তপূর্ণ ভাবনা নিয়ে সকলের সামনে হাজির হয়েছে। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার মেলার ত্রয়োদশ সন্ধ্যায় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। যারা প্রতিদিন সমাজকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। তাদের মধ্যে রয়েছেন দর্জি, হরিজন, কর্মকার, রিক্সাচালক, মৃৎশিল্পী, মৎস্যজীবি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, চর্মশিল্পী ইত্যাদি বিভিন্ন পেশার সাথে জড়িত লোকজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, লংতরাই ব্র্যান্ডের ডিরেক্টর রতন দেবনাথ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভবেশ দেবনাথ।

আগরতলায় কিসনা ডায়মন্ডঅ্যান্ড গোল্ড জুয়েলারির সূচনাসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৭ ফেব্রুয়ারি : বুধবার এক অনুষ্ঠ...
08/02/2024

আগরতলায় কিসনা ডায়মন্ড
অ্যান্ড গোল্ড জুয়েলারির সূচনা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৭ ফেব্রুয়ারি : বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার বুকে পথচলা শুরু করলো কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি। এটা দেশের মধ্যে কিসনা-এর ১৮ তম এবং উত্তর-পূর্বের ১ম এক্সক্লুসিভ ব্র্যান্ড শোরুম।

রাজধানীর মন্ত্রীবাড়ি রোডস্থিত কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি ত্রিপুরার আগরতলায় তার প্রথম একচেটিয়া ফ্র্যাঞ্চাইজি শোরুমের জমকালো উদ্বোধন হয় বুধবার৷ উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার এবং কিসনা-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ঘনশ্যাম ঢোলাকিয়া, ফ্র্যাঞ্চাইজ পার্টনার স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপাল নাগসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ নতুন শোরুম সূচনার মাধ্যমে কিসনা-এর লক্ষ্য সারা দেশে সমস্ত আধুনিক ভারতীয় মহিলাদের কাছে হীরার গহনা বিনিময় করার প্রতিশ্রুতি পূরণ করা। কিসনা-এর নতুন শোরুমটি প্রতিটি বয়সের জন্য সেরা এবং সবচেয়ে পছন্দের আসল হীরা এবং সোনার সংগ্রহ অফার করার জন্য ডিজাইন করা হয়েছে। অতুলনীয় শৈলী, উদ্ভাবনী ধারণা এবং অনবদ্য কারুকাজসহ শো-রুমের প্রতিটি অংশ তৈরি করা হয়েছে বর্তমান প্রবণতা ভোক্তাদের পছন্দের ভিত্তিতে। উল্লেখ্য, ২০০৫ সালে এদেশের বুকে সূচনা হয় এইচ কে গ্রুপের ফ্ল্যাগশিপ হীরার গহনা ব্র্যান্ড কিসনা।

শিল্প ও বাণিজ্য মেলায় লংতরাইব্র্যান্ডের বসে আঁকো প্রতিযোগিতাসজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৪ ফেব্রুয়ারি : প্রতি বছ...
05/02/2024

শিল্প ও বাণিজ্য মেলায় লংতরাই
ব্র্যান্ডের বসে আঁকো প্রতিযোগিতা

সজাগ ত্রিপুরা প্রতিনিধি ।। আগরতলা, ৪ ফেব্রুয়ারি : প্রতি বছরের মতো এবারও লংতরাই ব্র্যান্ড ৩৪ তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা-২০২৪ কে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে বেশ কিছু গুরুপ্তপূর্ণ ভাবনা নিয়ে সকলের সামনে হাজির হয়েছে। তারই অঙ্গ হিসাবে শুক্রবার সকাল ১১টায় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে লংতরাই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৪ টি বিভাগে হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৪টি বিভাগ মিলিয়ে শহর ও শহরতলীর মোট ৩৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীদের দেওয়া হয় অভিজ্ঞানপত্র এবং ৯ ফেব্রুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিটি বিভাগ থেকে সর্বশ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কৃত করা হবে। লংতরাই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী প্রতিযোগিনীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

Address

Agartala

Telephone

+919862148951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sojag Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sojag Tripura:

Videos

Share