29/10/2024
📌📌বিজ্ঞপ্তি
এই বছর দেওয়ালি মেলা ৩১/১০/২০২৪ইং দুপুর ২.০০টা থেকে ৩/১১/২০২৪ইং সকাল ০৮.০০ টা পর্যন্ত ০৩ (তিন) দিনের জন্য অনুষ্ঠিত হবে। মেলার দিনগুলিতে উদয়পুর মহকুমার অধীনস্থ মাতাবাড়ি এবং তার সংলগ্ন এলাকায় সমস্ত ধরণের মোটর যান চলাচল বজায় রাখার জন্য নিম্নলিখিত বিকল্প রাস্তা গুলি ব্যবহার করা হবে।
1. আগরতলা হইতে আগত সমস্ত নিয়মিত যাত্রী পরিবহনকারী যানবাহন রাজারবাগ মোটরস্ট্যান্ড আসিতে পারিবে এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড হইতে পুনরায় আগরতলার দিকে যাইতে পারিবে, কিন্তু যানবাহনগুলি রমেশ চৌমুহনীর দিকে যাইতে পারিবেনা।
2 আগরতলা হইতে আগত বেসরকারী গাড়ী ও রিজার্ভ বাসগুলি রাজারবাগ ষ্ট্যান্ডে যাত্রী নামিয়ে রমেশ স্কুলের মাঠে গাড়ি পার্কিং করিতে পারিবে।
3. ছোট বড় যানবাহনগুলি রাজারবাগ মোটরস্ট্যান্ডে স্থান সংকুলান যদি না হয় তাহা হইলে রমেশ চৌমুহনী হইয়া কে.বি.আই স্কুলের মাঠে রাখিতে পারিবে।
4. উদয়পুর টাউন এবং রমেশ চৌমুহনী হইতে ব্রহ্মাবাড়ী হইয়া কেবল প্যাডেল রিক্সা ম্যাচ ফ্যাক্টরী পর্যন্ত যাইতে পারিবে এবং ত্রিপুরা সুন্দরী স্কুল হইতে ম্যাচ ফ্যাক্টরী পর্যন্ত প্যাডেল রিক্সা আসিতে পারিবে। যন্ত্রচালিত কোন প্রকার রিক্সা উক্তস্থান দিয়ে চলাচল করিতে পারিবেনা।
5. উল্লেখ থাকে যে, পরিস্থিতি স্বাপেক্ষে বিবেচনা করিয়া ত্রিপুরাসুন্দরী স্কুল এবং ব্রহ্মাবাড়ী হইতে প্যাডেল রিক্সা চলাচল বন্ধ হইতে পারে।
6. মেলাঘর, সোনামুড়া, কাকড়াবন ও তুলামুড়া এর দিক হইতে আগত সমস্ত ধরনের যানবাহন পার্কিং করার জন্য রমেশ স্কুলের মাঠ ব্যবহার করিতে পারিবে।
7. ইমার্জেন্সি রোড রমেশ চৌমুহনী হইয়া রাজধরনগর রেল ব্রীজ, উদয়পুর রেলষ্টেশন হইয়া মেলা পার্ক এর জায়গায়
পৌছাইবে। এই রোডে একমাত্র VIP, VVIP এবং অনুমতিপ্রাপ্ত গাড়ি (Pass) চলিতে পারিবে। তাছাড়া অন্য কোন ধরনের যানবাহন ৩১/১০/২০২৪ ইং তারিখ দুপুর ২টা হইতে ০৩/১১/২০২৪ ইং তারিখ সকাল ৮টা পর্যন্ত চলাচল করিতে পারিবেনা। মাতাবাড়ি কো-অপারেটিভ গ্রাউন্ড ও মাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডটিকে VIP/VVIP দের গাড়ি পার্কিং এর জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে।
৪ অনুমতি প্রাপ্ত গাড়িগুলি রমেশ চৌমুহনী, রাজধরনগর রেল ব্রীজ, উদয়পুর রেলষ্টেশন, ব্রাহ্মণ পাড়া হয়ে যাত্রীগণকে মাতাবাড়ি শপিং কমপ্লেক্সের কাছে নামিয়ে গাড়িগুলিকে রেলওয়ে স্টেশানের ইয়ার্ডে পার্কিং করিতে হইবে।
৪. রোগী, অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুত দপ্তর ও আরস্কা দপ্তরের গাড়ি গুলির জন্য ইমার্জেন্সি রোড ব্যবহার করা যাইবে। 10. সাক্রম, বিলোনীয়া এবং শান্তিরবাজার থেকে দর্শনার্থীদের নিয়ে আগত গাড়ীগুলি চন্দ্রপুর কলোনী স্কুলের কাছে দর্শনার্থীদের
নামাবে এবং গাড়ীগুলি পার্কিং করবে চন্দ্রপুর স্কুলের মাঠে।
11 . সাক্রম, বিলোনীয়া এবং শান্তির বাজার এর দিক হইতে আরভলাগামী গাড়ীগুলি পেরাতিয়া বাজার, গঙ্গাছড়া, মগপুষ্করিনী,
জামজুরি ফরেষ্ট বীট অফিস, রমেশ চৌমুহনী এবং রাজারবাগ হইয়া আগরতলা যাইবে। 12. আগরতলা হইতে দক্ষিণ ত্রিপুরা জেলাগামী গাড়ীগুলি রমেশ চৌহনী, আমজুরী, মুড়াপাড়া, জয়ন্তী বাজার এবং চন্দ্রপুর
ভিলেজ বাজার হইয়া দক্ষিণ ত্রিপুরার দিকে যাইবে।
13. অমরপুর, যতনবাড়ী, অম্পির দিক হইতে দর্শনার্থীদের নিয়ে আনত গাড়িগুলি ত্রিপুরা সুন্দরী মাঠে পার্কিং করিতে হইবে।
14. অমরপুর, যতনবাড়ী, অম্পির দিক হইতে আগরতলাগামী গাড়ি গুলি ধ্বনিসাগর এর পশ্চিম পাড় হইয়া ফরেষ্ট অফিস হইয়া উদয়পুর নিউ টাউন রোড, সুভাষ ব্রীজ হইয়া আগরতলা যাইবে। আগরতলা হইতে আগত গাড়িগুলি উদয়পুর সেন্ট্রাল রোড হইয়া পলট্রি রোড, ত্রিপুরা সুন্দরী স্কুলের পাশ দিয়ে অমরপুরের দিকে যাইবে।
15. উদয়পুরের ধনীসাগর ড্রপ গেইট পার হইয়া কোন প্রকার গাড়ি মাতার বাড়ীর দিকে যাইতে পারিবেনা।
16. উদয়পুর সেন্ট্রাল রোডে ও নিউ টাউন রোডে দুপুর ১২:০০ ঘটিকার পর কোন প্রকার মাল গাড়ি। লোডিং এবং আনলোডিং করিতে পারিবেনা।
17. রমেশ চৌমুহনী হইতে ব্রহ্মাবাড়ী পর্যন্ত (NH-8) (কান প্রকার যানবাহন চলাচল করিতে পারিবেনা। উল্লেখ থাকে, যানবাহন জাতীয় সড়কে উঠিতে পারিবেনা।
18. সকল শ্রমিক সংঘ হইতে নির্দিষ্ট সংখ্যায় স্বেচ্ছাসেবী ব্রহ্মাবাড়ী, রমেশ চৌমুহনী, রাজারবাগ, সুভাষ ব্রীজ, চন্দ্রপুর কলোনীস্কুল, চন্দ্রসাগর ড্রপ গেইট এবং ত্রিপুরা সুন্দরী স্কুল ড্রপগেইটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে।
19. আগামী ৩১/১০/২০২৪ ইং তারিখ দুপুর ২টা হইতে ০৩/১১/২০১৪ইং তারিখের সকাল ৮টা পর্যন্তরহ্মাবাড়ী হইতে চন্দ্রপুর কলোনি পর্যন্ত NHB এর উপর যানবাহন চলাচল করিতে পারিবেনা।
20. রাজারবাগ হইতে সমস্ত অটো এবং মারুতী ভ্যান গাড়ী রমেশ চৌমুহনী হইয়া জগন্নাথ দিঘীর পশ্চিমপাড় সেন্ট্রাল রোড হইয়া পশু হাসপাতাল পর্যন্ত আসিতে পারিবে এবং পশু হাসপাতাল হইতে সমস্ত অটো এবং মারুতী ভ্যান গাড়ী নিউ টাউন রোড-জগন্নাথ দীঘির পূর্বপাড় হইয়া রমেশ চৌমুহনী হইয়া রাজারবাগ পর্যন্ত যাইতে পারিবে।
21. যানবাহনের গ্যাস সংগ্রহ করার জন্য ১০ টি অটো এবং ৫টি করে ছোট গাড়ি আই.এস. (I/S) কর্ণার হইতে সি.এন.জি স্টেশন এর দিকে NHB এর দক্ষিণ দিকে সারিবদ্ধভাবে দাঁড়াইতে পারিবে।
৩১শে অক্টোবর, ২০২৪ইং সকাল ০৮.০০টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ থাকবে। দেওয়ালী মেলা কর্মসূচিতে নিয়োজিত দপ্তরের কর্মচারী/ অস্থায়ী স্টলের কর্মকর্তা/ মালিক এবং তাদের যানবাহনকে ৩১শে
অক্টোবর, ২০২৪ইং তারিখে দুপুর ২.০০ টা পর্যন্ত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সে তাদের কাজের প্রস্তুতির জন্য যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।
তড়িৎ কান্তি চাকমা, আইএএস)
(জেলা শাসক ও সমাহর্তা
গোমতী জেলা, উদয়পুর
(সেবায়িত ও সচিব, মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্ট)