আজকের আপডেটস

আজকের আপডেটস প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।

  :  আগরতলায় খুব শীঘ্রই আসছে  #বন্দে ভারত!!!  জেনে নিন টিকিটের মূল্য?আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সবচে...
06/12/2024

: আগরতলায় খুব শীঘ্রই আসছে #বন্দে ভারত!!! জেনে নিন টিকিটের মূল্য?

আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সবচেয়ে প্রতীক্ষিত বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে একটি কারণ এটি ত্রিপুরার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হবে।

আগরতলা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যত তাড়াতাড়ি সম্ভব চালু করার সমস্ত সম্ভাবনা নিয়ে কাজ করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। আগরতলা এবং গুয়াহাটি উত্তর পূর্ব ভারতের দুটি গুরুত্বপূর্ণ শহর। এই স্টেশনের মধ্যে বন্দে ভারত ট্রেন লক্ষ লক্ষ যাত্রীদের উপকৃত করবে। বর্তমানে, আগরতলা এবং গুয়াহাটির মধ্যে দ্রুততম ট্রেন হল তেজস এক্সপ্রেস, যা আগরতলা এবং গুয়াহাটির মধ্যে ৫৭০ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করতে প্রায় ১২ ঘন্টা সময় নেয়।

বর্তমানে, আগরতলা এবং গুয়াহাটির মধ্যে প্রতিদিন কোনো ট্রেন চলে না। বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরে, ভ্রমণের সময় কমে যাবে মাত্র ৭ ঘন্টা, যা যেকোনো ট্রেনের বর্তমান ভ্রমণ সময়ের চেয়ে ৫ ঘন্টা দ্রুত। গুয়াহাটি ২৯ মে ২০২৩ তারিখে তার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেয়েছিল, যা নিউ জলপাইগুড়ি জং, নিউ কোচবিহার জং, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও জং, কামাখ্যা জং এবং গুয়াহাটি সংযোগ করে। আগরতলা থেকে গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস হবে আসামের জন্য দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এবং ত্রিপুরার জন্য প্রথম বন্দে ভারত এক্সপ্রেস।

আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস স্টপ :
আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস আগরতলা এবং গুয়াহাটির মধ্যে হোজাই, বদরপুর জংশন, নিউ করিমগঞ্জ, ধর্মনগর এবং আমবাসায় থামবে।
আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সময়সূচী :
খবরে বলা হয়েছে, ট্রেনটি আগরতলা থেকে সকাল ৬টায় শুরু হবে এবং দুপুর ১:৩০ টায় গুয়াহাটি পৌঁছাবে। একই ট্রেন দুপুর ২টা নাগাদ গুয়াহাটি ছেড়ে রাত সাড়ে ৯টার দিকে আগরতলায় পৌঁছাবে। যাত্রা শেষ করতে প্রায় সাড়ে ৭ ঘন্টা সময় লাগবে।

আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস টিকিটের মূল্য:
আগরতলা গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস টিকিটের মূল্য AC চেয়ার কার ক্লাসে একক ভ্রমণের জন্য প্রায় ১৩৮০ টাকা এবং Exec-এর জন্য ২৩৯৫ টাকা। চেয়ার কার (ইসি)।

জয়গুরু🙏🏻🙏🏻পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেবের ত্রিপুরা উৎসব উপলক্ষে, লক্ষাধিক লোকের সমাগম হতে চলেছে আগামী ২...
10/11/2024

জয়গুরু🙏🏻🙏🏻
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেবের ত্রিপুরা উৎসব উপলক্ষে, লক্ষাধিক লোকের সমাগম হতে চলেছে আগামী ২৪ শে নভেম্বর ।।

ত্রিপুরা উৎসব ২০২৪-এ যে দাদা ও মায়েরা আসবেন, তাদের জন্য accommodation-এর ব্যবস্থা করা হয়েছে। নিচে দেওয়া link-এ গিয়ে বা ছবিতে দেওয়া QR Code scan করে আপনারা accommodation apply করতে পারেন।

Joy Guru. An accommodation link has been generated for Tripura Utsav 2024. Please click on the link below or scan the QR Code given in the image and proceed to apply for accommodation.

N.B. 1)Accommodation is subject to availability. You will be contacted in case of confirmation.
2) Please carry light bedding in case of confirmation.

Accommodation Link: https://forms.gle/7CmEBWY2FzqaezQV9

দীপাবলিতে দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী তিন দিনের জন্য রাজ্যের দুই প্রান্তে দুই জোড়া ট্রেন চালু করা হলো।
30/10/2024

দীপাবলিতে দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী তিন দিনের জন্য রাজ্যের দুই প্রান্তে দুই জোড়া ট্রেন চালু করা হলো।

5% DA ঘোষণা করলো ত্রিপুরা সরকার অর্থাৎ এখন মোট 30% DA পাবে রাজ্যের সরকারী কর্মচারীরা তবে ইতিমধ্যে পাশ্ববর্তী রাজ্য আসামে...
30/10/2024

5% DA ঘোষণা করলো ত্রিপুরা সরকার অর্থাৎ এখন মোট 30% DA পাবে রাজ্যের সরকারী কর্মচারীরা তবে ইতিমধ্যে পাশ্ববর্তী রাজ্য আসামে 53% DA ও কেন্দ্রীয় সরকারও 53% DA ঘোষণা করেছে।

30/10/2024

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫% DA ঘোষণা করল রাজ্য সরকার

চিন্তা-চেতনা- মননের উৎসব!! ৪৩-তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে আগামী  ২ জানুয়ারি ২০২৫ থেকে। চলবে ১৪ জানুয়ারি২০২৫ পর্যন্ত।
29/10/2024

চিন্তা-চেতনা- মননের উৎসব!!
৪৩-তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে আগামী ২ জানুয়ারি ২০২৫ থেকে। চলবে ১৪ জানুয়ারি২০২৫ পর্যন্ত।

📌📌বিজ্ঞপ্তিএই বছর দেওয়ালি মেলা ৩১/১০/২০২৪ইং দুপুর ২.০০টা থেকে ৩/১১/২০২৪ইং সকাল ০৮.০০ টা পর্যন্ত ০৩ (তিন) দিনের জন্য অনুষ...
29/10/2024

📌📌বিজ্ঞপ্তি

এই বছর দেওয়ালি মেলা ৩১/১০/২০২৪ইং দুপুর ২.০০টা থেকে ৩/১১/২০২৪ইং সকাল ০৮.০০ টা পর্যন্ত ০৩ (তিন) দিনের জন্য অনুষ্ঠিত হবে। মেলার দিনগুলিতে উদয়পুর মহকুমার অধীনস্থ মাতাবাড়ি এবং তার সংলগ্ন এলাকায় সমস্ত ধরণের মোটর যান চলাচল বজায় রাখার জন্য নিম্নলিখিত বিকল্প রাস্তা গুলি ব্যবহার করা হবে।

1. আগরতলা হইতে আগত সমস্ত নিয়মিত যাত্রী পরিবহনকারী যানবাহন রাজারবাগ মোটরস্ট্যান্ড আসিতে পারিবে এবং রাজারবাগ মোটরস্ট্যান্ড হইতে পুনরায় আগরতলার দিকে যাইতে পারিবে, কিন্তু যানবাহনগুলি রমেশ চৌমুহনীর দিকে যাইতে পারিবেনা।

2 আগরতলা হইতে আগত বেসরকারী গাড়ী ও রিজার্ভ বাসগুলি রাজারবাগ ষ্ট্যান্ডে যাত্রী নামিয়ে রমেশ স্কুলের মাঠে গাড়ি পার্কিং করিতে পারিবে।

3. ছোট বড় যানবাহনগুলি রাজারবাগ মোটরস্ট্যান্ডে স্থান সংকুলান যদি না হয় তাহা হইলে রমেশ চৌমুহনী হইয়া কে.বি.আই স্কুলের মাঠে রাখিতে পারিবে।

4. উদয়পুর টাউন এবং রমেশ চৌমুহনী হইতে ব্রহ্মাবাড়ী হইয়া কেবল প্যাডেল রিক্সা ম্যাচ ফ্যাক্টরী পর্যন্ত যাইতে পারিবে এবং ত্রিপুরা সুন্দরী স্কুল হইতে ম্যাচ ফ্যাক্টরী পর্যন্ত প্যাডেল রিক্সা আসিতে পারিবে। যন্ত্রচালিত কোন প্রকার রিক্সা উক্তস্থান দিয়ে চলাচল করিতে পারিবেনা।

5. উল্লেখ থাকে যে, পরিস্থিতি স্বাপেক্ষে বিবেচনা করিয়া ত্রিপুরাসুন্দরী স্কুল এবং ব্রহ্মাবাড়ী হইতে প্যাডেল রিক্সা চলাচল বন্ধ হইতে পারে।

6. মেলাঘর, সোনামুড়া, কাকড়াবন ও তুলামুড়া এর দিক হইতে আগত সমস্ত ধরনের যানবাহন পার্কিং করার জন্য রমেশ স্কুলের মাঠ ব্যবহার করিতে পারিবে।

7. ইমার্জেন্সি রোড রমেশ চৌমুহনী হইয়া রাজধরনগর রেল ব্রীজ, উদয়পুর রেলষ্টেশন হইয়া মেলা পার্ক এর জায়গায়

পৌছাইবে। এই রোডে একমাত্র VIP, VVIP এবং অনুমতিপ্রাপ্ত গাড়ি (Pass) চলিতে পারিবে। তাছাড়া অন্য কোন ধরনের যানবাহন ৩১/১০/২০২৪ ইং তারিখ দুপুর ২টা হইতে ০৩/১১/২০২৪ ইং তারিখ সকাল ৮টা পর্যন্ত চলাচল করিতে পারিবেনা। মাতাবাড়ি কো-অপারেটিভ গ্রাউন্ড ও মাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডটিকে VIP/VVIP দের গাড়ি পার্কিং এর জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে।

৪ অনুমতি প্রাপ্ত গাড়িগুলি রমেশ চৌমুহনী, রাজধরনগর রেল ব্রীজ, উদয়পুর রেলষ্টেশন, ব্রাহ্মণ পাড়া হয়ে যাত্রীগণকে মাতাবাড়ি শপিং কমপ্লেক্সের কাছে নামিয়ে গাড়িগুলিকে রেলওয়ে স্টেশানের ইয়ার্ডে পার্কিং করিতে হইবে।

৪. রোগী, অগ্নি নির্বাপক দপ্তর, বিদ্যুত দপ্তর ও আরস্কা দপ্তরের গাড়ি গুলির জন্য ইমার্জেন্সি রোড ব্যবহার করা যাইবে। 10. সাক্রম, বিলোনীয়া এবং শান্তিরবাজার থেকে দর্শনার্থীদের নিয়ে আগত গাড়ীগুলি চন্দ্রপুর কলোনী স্কুলের কাছে দর্শনার্থীদের

নামাবে এবং গাড়ীগুলি পার্কিং করবে চন্দ্রপুর স্কুলের মাঠে।

11 . সাক্রম, বিলোনীয়া এবং শান্তির বাজার এর দিক হইতে আরভলাগামী গাড়ীগুলি পেরাতিয়া বাজার, গঙ্গাছড়া, মগপুষ্করিনী,

জামজুরি ফরেষ্ট বীট অফিস, রমেশ চৌমুহনী এবং রাজারবাগ হইয়া আগরতলা যাইবে। 12. আগরতলা হইতে দক্ষিণ ত্রিপুরা জেলাগামী গাড়ীগুলি রমেশ চৌহনী, আমজুরী, মুড়াপাড়া, জয়ন্তী বাজার এবং চন্দ্রপুর

ভিলেজ বাজার হইয়া দক্ষিণ ত্রিপুরার দিকে যাইবে।

13. অমরপুর, যতনবাড়ী, অম্পির দিক হইতে দর্শনার্থীদের নিয়ে আনত গাড়িগুলি ত্রিপুরা সুন্দরী মাঠে পার্কিং করিতে হইবে।

14. অমরপুর, যতনবাড়ী, অম্পির দিক হইতে আগরতলাগামী গাড়ি গুলি ধ্বনিসাগর এর পশ্চিম পাড় হইয়া ফরেষ্ট অফিস হইয়া উদয়পুর নিউ টাউন রোড, সুভাষ ব্রীজ হইয়া আগরতলা যাইবে। আগরতলা হইতে আগত গাড়িগুলি উদয়পুর সেন্ট্রাল রোড হইয়া পলট্রি রোড, ত্রিপুরা সুন্দরী স্কুলের পাশ দিয়ে অমরপুরের দিকে যাইবে।

15. উদয়পুরের ধনীসাগর ড্রপ গেইট পার হইয়া কোন প্রকার গাড়ি মাতার বাড়ীর দিকে যাইতে পারিবেনা।

16. উদয়পুর সেন্ট্রাল রোডে ও নিউ টাউন রোডে দুপুর ১২:০০ ঘটিকার পর কোন প্রকার মাল গাড়ি। লোডিং এবং আনলোডিং করিতে পারিবেনা।

17. রমেশ চৌমুহনী হইতে ব্রহ্মাবাড়ী পর্যন্ত (NH-8) (কান প্রকার যানবাহন চলাচল করিতে পারিবেনা। উল্লেখ থাকে, যানবাহন জাতীয় সড়কে উঠিতে পারিবেনা।

18. সকল শ্রমিক সংঘ হইতে নির্দিষ্ট সংখ্যায় স্বেচ্ছাসেবী ব্রহ্মাবাড়ী, রমেশ চৌমুহনী, রাজারবাগ, সুভাষ ব্রীজ, চন্দ্রপুর কলোনীস্কুল, চন্দ্রসাগর ড্রপ গেইট এবং ত্রিপুরা সুন্দরী স্কুল ড্রপগেইটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে।

19. আগামী ৩১/১০/২০২৪ ইং তারিখ দুপুর ২টা হইতে ০৩/১১/২০১৪ইং তারিখের সকাল ৮টা পর্যন্তরহ্মাবাড়ী হইতে চন্দ্রপুর কলোনি পর্যন্ত NHB এর উপর যানবাহন চলাচল করিতে পারিবেনা।

20. রাজারবাগ হইতে সমস্ত অটো এবং মারুতী ভ্যান গাড়ী রমেশ চৌমুহনী হইয়া জগন্নাথ দিঘীর পশ্চিমপাড় সেন্ট্রাল রোড হইয়া পশু হাসপাতাল পর্যন্ত আসিতে পারিবে এবং পশু হাসপাতাল হইতে সমস্ত অটো এবং মারুতী ভ্যান গাড়ী নিউ টাউন রোড-জগন্নাথ দীঘির পূর্বপাড় হইয়া রমেশ চৌমুহনী হইয়া রাজারবাগ পর্যন্ত যাইতে পারিবে।

21. যানবাহনের গ্যাস সংগ্রহ করার জন্য ১০ টি অটো এবং ৫টি করে ছোট গাড়ি আই.এস. (I/S) কর্ণার হইতে সি.এন.জি স্টেশন এর দিকে NHB এর দক্ষিণ দিকে সারিবদ্ধভাবে দাঁড়াইতে পারিবে।

৩১শে অক্টোবর, ২০২৪ইং সকাল ০৮.০০টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ থাকবে। দেওয়ালী মেলা কর্মসূচিতে নিয়োজিত দপ্তরের কর্মচারী/ অস্থায়ী স্টলের কর্মকর্তা/ মালিক এবং তাদের যানবাহনকে ৩১শে

অক্টোবর, ২০২৪ইং তারিখে দুপুর ২.০০ টা পর্যন্ত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সে তাদের কাজের প্রস্তুতির জন্য যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।

তড়িৎ কান্তি চাকমা, আইএএস)
(জেলা শাসক ও সমাহর্তা
গোমতী জেলা, উদয়পুর
(সেবায়িত ও সচিব, মাতা ত্রিপুরা সুন্দরী টেম্পল ট্রাস্ট)

বাড়লো  ঊণকোটি জেলায় ইন্টারনেটে বন্ধের সময়সীমা।
08/10/2024

বাড়লো ঊণকোটি জেলায় ইন্টারনেটে বন্ধের সময়সীমা।

সমগ্ৰ বাঙালি জাতির জন্য আজ এক গৌরবের দিন... আমাদের সুমধুর মাতৃভাষা 'বাংলা' সহ মারাঠি, পালি, প্রাকৃত এবং অহমীয়া ভাষাকে ম...
03/10/2024

সমগ্ৰ বাঙালি জাতির জন্য আজ এক গৌরবের দিন...

আমাদের সুমধুর মাতৃভাষা 'বাংলা' সহ মারাঠি, পালি, প্রাকৃত এবং অহমীয়া ভাষাকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ধ্রুপদী ভাষা (Classical Language) হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

রাজ্য সরকার  এবছর বিভিন্ন স্তরের কর্মীদের জন্য উৎসব অনুদান বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ব...
21/09/2024

রাজ্য সরকার এবছর বিভিন্ন স্তরের কর্মীদের জন্য উৎসব অনুদান বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বিভিন্ন স্তরের কর্মচারীগণ।

আগামী ৩ দিন তীব্র দাবদাহের সতর্কতা জারী রাজ্যে !
21/09/2024

আগামী ৩ দিন তীব্র দাবদাহের সতর্কতা জারী রাজ্যে !




20/09/2024
১ সেপ্টেম্বর রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থার বিমান নতুন করে আগরতলা সেক্টরে চালু হল।রাজ্যে দীর্ঘ ৬০...
01/09/2024

১ সেপ্টেম্বর রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থার বিমান নতুন করে আগরতলা সেক্টরে চালু হল।

রাজ্যে দীর্ঘ ৬০ বছর ধরে বিমান পরিষেবা চালু রাখা এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই ১ সেপ্টেম্বর রবিবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামক বিমান সংস্থার বিমান নতুন করে আগরতলা সেক্টরে চালু হল।

এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বেসরকারী একই মালিকানাধীন টাটা কোম্পানির।আগে এয়ার ইন্ডিয়া ছিল কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন। গত দু’বছর আগে অনেক আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাটা কোম্পানির কাছে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেয়।এদিকে এয়ার এশিয়ার সব বিমান কিনে নিয়ে ও নতুন কিছু বিমান কিনে এনে টাটা কোম্পানি নতুন করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে বিমান সংস্থা গঠন করে।সেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ১ সেপ্টেম্বর থেকে আগরতলা সেক্টরে পরিষেবা চালু করল।

১৮২ আসনের বোয়িং বিমান চালাবে।আগরতলা- কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে ও আগরতলা ভায়া গুয়াহাটি-দিল্লীর মধ্যে যাতায়াতেও বিমান চালু করছে ১ সেপ্টেম্বর থেকে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা থেকে প্রতিদিন আইএক্স- ১৫৯০ সকাল ৭ টা ৩০ মিনিটে রওয়ানা হবে।আগরতলায় পৌঁছবে সকাল ৮ টা ৩০ মিনিটে।ফিরতি বিমানটি আইএক্স ১৫৯১ আগরতলা থেকে সকাল ৯ টায় কলকাতায় রওয়ানা হবে। কলকাতায় বিমানটি পৌঁছবে সকাল ১০ টায়।দিল্লী থেকে প্রতিদিন আইএক্স ১১৯১ সকাল ৭ টা ৩০ মিনিটে রওয়ানা হয়ে ভায়া গুয়াহাটি-আগরতলা পৌঁছবে বেলা ১১ টা ২০ মিনিটে। গুয়াহাটি থেকে এই বিমানটি বেলা ১০ টা ১৫ মিনিট নাগাদ রওয়ানা হবে।আগরতলা থেকে ফিরতি বিমানটি প্রতিদিন আইএক্স-১১৯২ বেলা ১১টা ৫০ মিনিটে দিল্লীর উদ্দেশে গুয়াহাটি রওয়ানা গুয়াহাটি হয়ে বিমানটি বিকাল ৪টায় দিল্লী পৌঁছবে। আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে এয়ার ইন্ডিয়া ১৮২ আসনের একটি বোয়িং বিমান দিলেও এই রুটে আর কোন বিমান দেয়নি।তবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আগরতলা বিমানবন্দর সূত্র জানিয়েছে এই রুটে বিমান আরও বাড়ানো হবে।কবে আরও বিমান দেওয়া হবে সেই বিষয়ে সূত্রটি কিছু জানাতে পারেনি।

আগরতলা সেক্টরে নতুন বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এলে রাজ্যের মানুষের তথা বিমানযাত্রীদের মধ্যে তেমন কোন স্বস্তি বা খুশি পরলিক্ষত হচ্ছে না।তার কারণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আসায় আগরতলা সেক্টর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান গুটিয়ে নিচ্ছে টাটা কোম্পানি।তবে এখনই এয়ার ইন্ডিয়ার বিমান পুরোপুরি ভাবে গুটিয়ে নিচ্ছে না।১ সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার আগরতলা-কলকাতা রুটের উভয় দিকের ১৮৬ আসনের এয়ারবাস এআই-৭৪৫ ও এআই ৭৪৬ বিমান গুটিয়ে নিচ্ছে।এই রুটের উভয় দিকে এয়ার ইন্ডিয়ার দুপুরের ১৮৬ আসনের এয়ারবাস এআই- ৭৪৩ ও এআই ৭৪৪ বিমান এখনই গুটিয়ে নেওয়ার কোন ঘোষণা নেই।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কোন দিন এই বিমানও গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হতে পারে।এদিকে ১ সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার সন্ধ্যার বিমানটি গুটিয়ে নেওয়া হলেও এই জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও এখন পর্যন্ত কোন বিমান দেয়নি।তাতে এই রুটে যাতায়াতে সমস্যা বেড়ে গেছে।এদিকে কেন এয়ার ইন্ডিয়ার বিমান আগরতলা সেক্টর থেকে গুটিয়ে নেওয়া হচ্ছে তার কোন ব্যাখ্যা দেয়নি টাটার তরফে।রাজ্য সরকারও এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু রাখার বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে।কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, মন্ত্রী বা টাটা কোম্পানির সঙ্গে বিমান না উঠিয়ে নেওয়ার ব্যাপারে কোন কথা বলেছেন এমন সংবাদ নেই।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

22/08/2024

FLOOD - Emergency Number রাজ্যে বন্যা পরিস্থিতিতে জলবন্দী মানুষদের উদ্ধার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের জরুরী সহায়তার জন্য ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আগরতলায় কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার জেলাশাসক কার্যালয়ে District Emergency Operation Center চালু করেছে। ত্রিপুরার ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি অপারেশন সেন্টারে যোগাযোগের ফোন নাম্বার গুলি হল - ১০৭৭, ১০৭০,১১২, ০৩৮১ ২৪১ ৬০৪৫, ০৩৮১ ২৪১ ৬২৪১ । জেলাশাসক কার্যালয়ে ইমারজেন্সি অপারেশন সেন্টার এর নম্বর গুলি হল,
পশ্চিম জেলায় - ০৩৮১ ২৩২ ২৯৭১.
উত্তর জেলায় - ০৩৮২২ ২৩৪ ৩৪৯, দক্ষিণ জেলায় - ০৩৮২৩ ২২২ ০৩৩,
ধলাই জেলায়- ০৩৮২৬ ২৬৭ ২৬১.
খোয়াই জেলায় ইমারজেন্সি অপারেশন সেন্টার এর নাম্বার হল -০৩৮২৫ ২২২ ০৩৩,
সিপাহীজলা জেলায় - ০৩৮১ ২৮৬ ৭৩০৩.
ঊনকোটি জেলায় - ০৩৮২৪ ২২২ ৩৮৯, এবং
গোমতী জেলায় - ০৩৮২১ ২২৬ ৫৫৮ ।

📌 প্রকাশিত হলো তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত Half-Yearly পরীক্ষার রুটিন।
12/08/2024

📌 প্রকাশিত হলো তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত Half-Yearly পরীক্ষার রুটিন।

02/08/2024

#সরকারী রেশন দোকানে চিনি সরবরাহ বন্ধ করেদিলো রাজ্য সরকারের খাদ্য দপ্তর। ফের মিলবে কি চিনি? নেই তার নিশ্চয়তা।

আমাদের ব্রেইন কতটুকু ক্ষমতাশালীএই ছবিতে কোনো লাল রঙ নেই।কিন্তু আপনি দেখছেন— আছে। এটা ব্রেইনের কারসাজি আপনার ব্রেইনে সেট ...
22/07/2024

আমাদের ব্রেইন কতটুকু ক্ষমতাশালী

এই ছবিতে কোনো লাল রঙ নেই।কিন্তু আপনি দেখছেন— আছে। এটা ব্রেইনের কারসাজি আপনার ব্রেইনে সেট হয়ে আছে যে কোকাকোলার ক্যান লাল। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ব্রেইনে কিছু সেট করে রাখবেন না। এই পুরো ছবিটিতে আছে শুধুমাত্র হালকা-নীল, কালো, এবং শাদা রঙ। জুম করে দেখুন।

উইয়ার্ড, স্ট্রেঞ্জ এণ্ড ইন্টারেস্টিং থিংজ থেকে।

News, Tripura news, Bollywood news, Tollywood news, North East, Sports news, Jobs News, Education, health, lifestyle

Address

Agartala

Alerts

Be the first to know and let us send you an email when আজকের আপডেটস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share