RTN BANGLA24.com

RTN BANGLA24.com We have a broad range of worldwide news, entertainment and Sporting events, many community event’s, kids entertainment, Islamic nasheed and many more.
(1)

We are based in the UK but we deliver content from all around the globe.

04/08/2024
27/07/2024

It was a pleasure to meet with the North Bangla Press Club UK and Latif Miah, representing the High Commissioner of Bangladesh.

I am so proud of our local Bangladeshi community in Scunthorpe – their hard work and culture enriches our area.

At the meeting, we talked about how we need to work together on local issues of concern, like the future of our Steelworks and Hospital. We also discussed how the new Labour Government will show international leadership to help bring about a sustainable settlement to the awful conflict in Gaza.

These are difficult issues that can only be solved if we work together.

সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশের অর্থনীতিতে নবীনরাই যুগান্তকারী ভুমিকা রাখতে সক্ষম।২১শে জুলাই রবিব...
21/07/2024

সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশের অর্থনীতিতে নবীনরাই যুগান্তকারী ভুমিকা রাখতে সক্ষম।

২১শে জুলাই রবিবার বাংলাদেশ থেকে আগত স্টুডেন্ট ও স্কিল ওয়ার্কারদের নিয়ে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সেন্টারে অনুষ্ঠিত হলো ব্রিটেনের প্রথম ব্যতিক্রমী এক নবীন বরণ অনুষ্ঠান। সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক ও নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে এর সেক্রেটারি জেনারেল নুরুল আমিন তারেকের পরিচালনায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনের সমাজ সেবা সম্পাদক আবুল কাশেম খান। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল খালিক শরিফ উদ্দিন, কমিউনিটি ডাইভার্স চ্যানেলের সিইও লতিফ মিয়া কামালি, নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে এর সভাপতি ফখরুল হুসেন, স্কানথর্প অডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ নোমান চৌধুরী, একাউন্ট্যান্ট জিয়ায়ুল হক বিপুল, বারাকাহ ট্যাক্সির স্বত্তাধিকারী আব্দুর রকিব, কমিউনিটি নেতা অএ সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মখলিছুর রাহমান এবং ইয়াওর মিয়া। এছাড়াও বিপুল সংখ্যাক নবীনদের আগমনে সংবর্ধনা অনুষ্ঠান এক বাংলাদেশি মিলন মেলায় পরিনত হয় ।

নবীনদের থেকে বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী সুলতান খান, এডভোকেট মিনহাজ, কাওসার আলম, এডভোকেট মোঃ আরব আলী ,মাওলানা সামসুল ইসলাম, প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন বর্তমান বিশ্বের কঠিন পরিস্থিতিতে নিজেদের সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে ব্রিটেন ও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী যোদ্ধারা বিশেষ ভুমিকা পালন করছেন। প্রবাস জীবনের প্রথম ধাপে কিছুটা কষ্টের হলেও একদিন সোনালী বীজবপন হবে ইনশাআল্লাহ ।আমাদেরকে শত কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে আমাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে কমিউনিটির সেবায় এগিয়ে আসতে হবে ।শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার জীবনকে আখেরাতের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে নবীনদের সকল সমস্যায় হাতে হাত রেখে সমস্যা সমাধানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সংগঠনের সেক্রেটারি নুরুল আমিন তারেক নবাগতদের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা তুলে ধরেন, তার মধ্যে মার্কেট এশিয়ায় অল শপিং ৫% ডিসকাউন্ট এবং প্রতি ২০ কেজি চালের বস্তায় ৫পাউন্ড ডিসকাউন্ট, মদিনা স্টোর ৫% ডিসকাউন্ট, বারাকাহ ট্যাক্সি ২৫% ডিসকাউন্ট, টাইম ট্যাক্সি ২০%, ড্রাইভিং প্রাকটিকাল লেসন প্রতি ৫ পাউন্ড ডিসকাউন্ট, রাহাত ফ্যাশন এন্ড মানি ট্রান্সফার ৫০% কমিশন ডিসকাউন্ট প্রথম ট্রান্সফারে, ফ্রি ল্যাংগুয়েজ ক্লাব, ই-ভিসা এপ্লাই হেল্প, নিও ট্রেনিং এর পক্ষ থেকে ফ্রি ফুড হাইজিন এবং সার্টিফিকেট প্রধান।

সর্বশেষে মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে!

19/07/2024

প্রধানমন্ত্রী আলোচনায় বসতে আহবান করেছেন আন্দোলনকারীদের। আন্দোলনকারীরা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আন্দোলনকারীরা সঠিক পথে আছেন ?

আপনার অবস্থান ও মতামত লিখুন কমেন্টে।

03/07/2024

**সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জয়ের পথে লেবার পার্টি**

আগামীকাল ৪ ঠা জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সকাল ৭টা থেকে তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। সর্বশেষ জরিপে জানা যায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শীর্ষে অবস্থান করছে স্যার কেয়ার স্টারমারের দল লেবার পার্টি।

সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় বিগত ১৪ বছরের রিশি সুনাকের দল কনজারভেটিভের শাষন আমলে অবসান ঘটতে যাচ্ছে আগামীকালের ভোটের মাধ্যমে। তবে বেশিরভাগ জনগণই মনে করেন লেবার সরকার নির্বাচিত হলে এই অবস্থার কতটুকু পরিবর্তন করতে পারবেন তা সন্দেহাতীত তবুও জনগণ পরিবর্তন চায়।

বিশেষ করে কনজারভেটিভ সরকারের ১৪ বছরের শাষণ আমলে এনএইচএস, ইমিগ্রেশন এবং দ্রব্যমূল্যের উর্ধগতি জনগণকে ভাবিয়ে তুলেছে যা এদেশের জনগণের জন্য কোনভাবে কাম্য নয়। তবে শেষ পর্যন্ত ভোটারদের মন জয় করার জন্য রিশি সুনাক আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালালেন চার আসামি: ফের গ্রেপ্তার
27/06/2024

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালালেন চার আসামি: ফের গ্রেপ্তার

সিলেটের বন্যায় তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের অনেক জায়গা।হাজার হাজার মানুষ পানি বন্দী ।
18/06/2024

সিলেটের বন্যায় তলিয়ে গেছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের অনেক জায়গা।হাজার হাজার মানুষ পানি বন্দী ।

16/06/2024
উত্তর পুর্ব দিল্লী সিটে কানাইয়া কুমারের বদলে পাব্লিক মনোজ তিওয়ারিকে আবারো জয়ী করতে যাচ্ছে। এমনকি যে রাম মন্দিরের নামে বি...
04/06/2024

উত্তর পুর্ব দিল্লী সিটে কানাইয়া কুমারের বদলে পাব্লিক মনোজ তিওয়ারিকে আবারো জয়ী করতে যাচ্ছে। এমনকি যে রাম মন্দিরের নামে বিজেপি এই ইলেকশন জীততে যাচ্ছে সেই সিটে বিজেপি হারতেছে। ইলেকশন প্রসেস আর নির্বাচন কমিশন যেভাবে সাজানো হইছে সেভাবে বিজেপি ৪০০ পার করতে চাইছিলো সেখানে এখন ২৪০ এর আশেপাশে। মোদী প্রাইম মিনিস্টার হইতে গেলে TDP আর নিতিশ কুমারের JDU কে লাগবে। বিশাল ড্রামা। ফ্রী ফেয়ার ইলেকশন হলে অবস্থা শোচনীয় হইতে পারতো। দেখে মনে হচ্ছে আবারো ধর্ম ভিত্তিক রাজনীতিই ভারতের ভাগ্য গড়বে। মোদীর মঙ্গলসুত্র দাবী আবারো নিরক্ষর ভারতীয় ভোট শেয়ার নিয়ে নিয়েছে। তবে উত্তর প্রদেশে অখিলেশ ইয়াদভের সমাজবাদী পার্টি দারুন শো দেখাইলো।

বিধানসভা ইলেকশনে ইয়োগী আদিত্যনাথ কে বিজেপি সাইড না করলে আবারো ধর্ম ভিত্তিক রাজনীতিতে হিয়তো মোদীর পর ইয়োগী হবে ভারতের প্রাইম মিনিস্টার।

যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময় যুক্তরাজ্যের নর্থ-বা...
30/05/2024

যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের মতবিনিময়

যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও এনটিভি ইউরোপের সাংবাদিক ফখরুল হোসাইনের সাথে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ) সন্ধ্যায় পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক, সাহিত্যিক, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় অনেক ঝুঁকি মোকাবেলা করে কাজ করতে হয়। আর বর্তমানে সাংবাদিকদের কন্ঠরোধে নানাবিধ আইন হয়েছে। পাশাপাশি সুবিধাবাদী গোষ্ঠী সাংবাদিকের পৃথক করে সুবিধা নিচ্ছে। তাই এ পেশায় মারাত্মক ঝুঁকি বেড়েছে। এসব মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তিই প্রভাব ফেলতে পারবে না।
অতিথির বক্তব্যে সাংবাদিক ফখরুল হোসাইন বলেন, সাংবাদিকতা তৈরির বিষয় না, সংবাদিকতার সত্তা ভেতর থেকে আসে। আর তা লালন করে যাচ্ছে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব। এ প্রেসক্লাব হলুদ সাংবাদিকতা করে না; যা আমাদের জন্য গর্বের। এ প্রেসক্লাবের প্রতিজন সাংবাদিক দেশের সকল প্রথম সারির সকল বড় বড় সংবাদ মাধ্যমে অত্যন্ত দক্ষতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। তাদের সৃজনশীল প্রতিটি সংবাদ নাড়া দিয়ে যায়, তা আমরা প্রবাসী কমিউনিটি সেটা উপলব্ধি করে যাচ্ছি।
তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব থেকে বিশ্বনাথ মডেল প্রেসক্লাব নামকরণে যথার্থ হয়েছে। নামের সাথে কাজেরও মিল রয়েছে।
প্রেসক্লাবের সভাপতি আশিক আলী (যুগান্তর/শুভপ্রতিদিন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা/এনটিভি ইউরোপ) এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল/চ্যানেল এস ইউকে), সহ-সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), সদস্য আক্তার আহমদ সাহেদ (মানবজমিন/ শ্যামল সিলেট), সংগঠক রোহেল আহমদ ও এনটিভি ইউরোপের ক্যামেরাপার্সন আফজাল মিয়া প্রমূখ।
সভাশেষে প্রবাসী সাংবাদিক ফখরুল হোসাইনকে যুক্তরাজ্যের নর্থ-বাংলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তারিখ : ৩০ মে ২০২৪

৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল নোয়াখালীর বেগমগঞ্জের ৩৮ কিশোর।
24/05/2024

৪০ দিন জামাতে নামাজ পড়ায় সাইকেল উপহার পেল নোয়াখালীর বেগমগঞ্জের ৩৮ কিশোর।

নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ। যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রচার প্রসার বাড়াতে এবং সুস্থ চিন্তা-চেতনায় সত্য ও বস...
15/05/2024

নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ।

যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রচার প্রসার বাড়াতে এবং সুস্থ চিন্তা-চেতনায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে তুলতে একঝাঁক নতুন ও পুরাতন সাংবাদিক দের সমন্বয়ে নর্থ বাংলা প্রেসক্লাব ইউকে নামে একটি সাংবাদিক সংঘটনের আত্মপ্রকাশ হয়েছে।
বুধবার এ উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কানথর্পে। টিভি ওয়ানের প্রতিনিধি লতিফ মিয়া কামালীর সভাপতিত্বে ও আর টি এন বাংলা ইউকের সিইও নুরুল আমিন তারেকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) আশরাফুল ইসলাম (আই অন টিভি) সাইফুল ইসলাম (বাংলা টিভি) সাব্বির আহমেদ (টাইম নিউজ ইউকে বিডি ডট কম) মোং ফয়সল আমীন (আরটিএন বাংলা) কামাল হোসাইন (মুক্ত বাংলা) শাহরিয়ার ইসলাম ( আর এটিএন বাংলা ডট কম) আব্দুল মোমিন ফাহিম ( আরটিএন বাংলা ২৪.কম)

সভায় সর্বসম্মতিক্রমে ফখরুল হোসাইন (এনটিভি ইউরোপ) কে সভাপতি। নুরুল আমিন তারেক (আরটিএন বাংলা) কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান মিলন (ইকরা বাংলা) কে ট্রেজারার করে কমিটি ঘোষণা করা হয়।
সভায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের জন্য একটি অফিস অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য প্রদান করেন।

08/01/2024

ফলাফল কি পেলাম ?

01/01/2024
17/09/2023

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মাবুদের কাছে চলে গেলেন সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসহাক ।তিনি আজ রাতে সিলেট কোম্পানিগঞ্জ রাস্তার মিত্রিমহল এলাকায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে।
মহানআল্লাহ তাঁর এ গোলামকে কে জান্নাতের উচ্চমাকাম দান করুন ।আমীন।

27/06/2023

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

আলহামদুলিল্লাহ কোরআনের আলোয় আলোকিত হোক সবার জীবন ।
04/06/2023

আলহামদুলিল্লাহ কোরআনের আলোয় আলোকিত হোক সবার জীবন ।

11/04/2023

বীর মুক্তিযোদ্ধা মানবতার ফেরিওয়ালা ডা: জাফরুল্লাহ চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে।
" ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি-রাজিউন"
আল্লাহ্ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

22/03/2023

সংক্ষিপ্ত সফরে স্বপরিবারে মাতৃভূমির উদ্দেশ্যে আরটিএন বাংলা টিভির সিইও নুরুল আমিন তারেক

অনলাইনের জনপ্রিয় চ্যানেল আরটিএন বাংলা টিভির সিইও, ব্রিটিশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, সিলেট বিভাগীয় ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: নুরুল আমিন তারেক স্বপরিবারে সংক্ষিপ্ত সফরে মাতৃভূমির উদ্দ্যেশ্যে আজ সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে ছোট ভাই হাবিবুর রাহমান, বোন, স্ত্রী ও কমিউনিটি চ্যাম্পিয়ন এওয়ার্ড ২০২২ বিজয়ী বড় ছেলে রিয়াদুল আমিন রাহাত, ছোট ছেলে রিদয়ানুল আমিন রিহাব ও একমাত্র মেয়ে নুসরাত আমিন তানিয়া তার সফরসঙ্গি হিসেবে রয়েছেন। উল্লেখ্য, নুরুল আমিন তারেক সিলেট শহরের জালালাবাদ থানার অন্তর্গত কান্দিগাও গ্রামের আব্দুল মন্নান সাহেবের বড় সন্তান। অনলাইন জগতে অনলাইন টিভি ক্লাবের প্রতিষ্ঠাতা ও টিভি জানালিস্ট এসোসিয়েশন এর সদস্য।
দেশে এবং বিদেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন দায়িত্বে নতুন প্রজন্মের এক উজ্জ্বল প্রতিনিধি নুরুল আমিন তারেক। বর্তমানে রাহাত মানি ট্রান্সফার ও কার্গো ব্যবসায় সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কমিউনিটিতে রয়েছে তার বিশেষ অবদান। বিশ্ব প্রবাসীদের সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী সদস্য, রোটারী ক্লাব স্কানথ্রপ এর সদস্য, স্কানথ্রপ এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর এসিস্ট্যান্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সৌদি আরবে ওমরাহ পালন শেষে বাংলাদেশে গমন করবেন, এ সময় সৌদি ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ব্যবসা বানিজ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, বিভিন্ন অনলাইন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মত বিনিময় করবেন।

নিরাপদ সফরের জন্য সকলের দোয়া প্রত্যাশী।

20/03/2023
01/01/2023

দেশ- বিদেশে সবাই কে ইংরেজি ‌নববর্ষের শুভেচ্ছা।
আগামী দিনগুলো সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও‌ শান্তি।

Address

Frodingham Road
Scunthorpe
DN157NN

Website

Alerts

Be the first to know and let us send you an email when RTN BANGLA24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Scunthorpe

Show All