21/07/2024
সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ব্রিটেন ও বাংলাদেশের অর্থনীতিতে নবীনরাই যুগান্তকারী ভুমিকা রাখতে সক্ষম।
২১শে জুলাই রবিবার বাংলাদেশ থেকে আগত স্টুডেন্ট ও স্কিল ওয়ার্কারদের নিয়ে স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর সেন্টারে অনুষ্ঠিত হলো ব্রিটেনের প্রথম ব্যতিক্রমী এক নবীন বরণ অনুষ্ঠান। সংগঠনের সভাপতি হাফিজ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে , সাধারণ সম্পাদক ও নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে এর সেক্রেটারি জেনারেল নুরুল আমিন তারেকের পরিচালনায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশন ইয়োর্কশায়ার এন্ড হাম্বার রিজিওনের সমাজ সেবা সম্পাদক আবুল কাশেম খান। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল খালিক শরিফ উদ্দিন, কমিউনিটি ডাইভার্স চ্যানেলের সিইও লতিফ মিয়া কামালি, নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে এর সভাপতি ফখরুল হুসেন, স্কানথর্প অডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ নোমান চৌধুরী, একাউন্ট্যান্ট জিয়ায়ুল হক বিপুল, বারাকাহ ট্যাক্সির স্বত্তাধিকারী আব্দুর রকিব, কমিউনিটি নেতা অএ সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মখলিছুর রাহমান এবং ইয়াওর মিয়া। এছাড়াও বিপুল সংখ্যাক নবীনদের আগমনে সংবর্ধনা অনুষ্ঠান এক বাংলাদেশি মিলন মেলায় পরিনত হয় ।
নবীনদের থেকে বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী সুলতান খান, এডভোকেট মিনহাজ, কাওসার আলম, এডভোকেট মোঃ আরব আলী ,মাওলানা সামসুল ইসলাম, প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন বর্তমান বিশ্বের কঠিন পরিস্থিতিতে নিজেদের সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে ব্রিটেন ও বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী যোদ্ধারা বিশেষ ভুমিকা পালন করছেন। প্রবাস জীবনের প্রথম ধাপে কিছুটা কষ্টের হলেও একদিন সোনালী বীজবপন হবে ইনশাআল্লাহ ।আমাদেরকে শত কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করে আমাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে কমিউনিটির সেবায় এগিয়ে আসতে হবে ।শুধুমাত্র আল্লাহর জন্য দুনিয়ার জীবনকে আখেরাতের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্কানথর্প এডুকেশন এন্ড কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে নবীনদের সকল সমস্যায় হাতে হাত রেখে সমস্যা সমাধানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সংগঠনের সেক্রেটারি নুরুল আমিন তারেক নবাগতদের জন্য আমাদের কমিউনিটির পক্ষ থেকে কিছু সুযোগ সুবিধা তুলে ধরেন, তার মধ্যে মার্কেট এশিয়ায় অল শপিং ৫% ডিসকাউন্ট এবং প্রতি ২০ কেজি চালের বস্তায় ৫পাউন্ড ডিসকাউন্ট, মদিনা স্টোর ৫% ডিসকাউন্ট, বারাকাহ ট্যাক্সি ২৫% ডিসকাউন্ট, টাইম ট্যাক্সি ২০%, ড্রাইভিং প্রাকটিকাল লেসন প্রতি ৫ পাউন্ড ডিসকাউন্ট, রাহাত ফ্যাশন এন্ড মানি ট্রান্সফার ৫০% কমিশন ডিসকাউন্ট প্রথম ট্রান্সফারে, ফ্রি ল্যাংগুয়েজ ক্লাব, ই-ভিসা এপ্লাই হেল্প, নিও ট্রেনিং এর পক্ষ থেকে ফ্রি ফুড হাইজিন এবং সার্টিফিকেট প্রধান।
সর্বশেষে মহান আল্লাহর শুকরিয়া জানিয়ে মধ্যাহ্নভোজের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘটে!