৩য় লন্ডন বিশ্বনাথ

৩য় লন্ডন বিশ্বনাথ দ্বিতীয় লন্ডন সিলেট হলে, তৃতীয় লন্ডন বিশ্বনাথ ।

(The Third London Biswanath)
(1)

পেইজটি বিশ্বনাথে বসবাসরত দেশী-বিদেশী সহ সবার বিনোদন ও নিউজ ম্যাগাজিন ভিত্তিক একটি পেইজ আশা করি সবাই সহযোগিতা করে পাশে থাকবেন ।
ধন্যবাদ
তৃতীয় লন্ডন বিশ্বনাথ

01/07/2024

আর অপেক্ষা নেই বিপৎসীমার ১৬ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জের সুরমার পানি।
নিরাপদে থাকুন

আপডেট: ১ জুলাই ২৪ইং রাত ১১টার

এমনিই তারিখটা মনে করে দিলাম🥴🙏🏻
01/07/2024

এমনিই তারিখটা মনে করে দিলাম🥴🙏🏻

টি-২০ বিশ্বকাপ ২০২৪ ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত ।
29/06/2024

টি-২০ বিশ্বকাপ ২০২৪
ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত ।

বিশ্বনাথ উপজেলায় প্রবেশ গেইট বিশ্বনাথ, সিলেট।
29/06/2024

বিশ্বনাথ উপজেলায় প্রবেশ গেইট বিশ্বনাথ, সিলেট।

24/06/2024

আফগানদের ৬২ রানে অথবা ১৩ ওভারের ভিতর জিততে পারলে
বাংলাদেশ সেমিতে খেলবে

20/06/2024

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

19/06/2024

সিলেট বিভাগের বেশ কিছু উপজেলা ব-ন্যা-য়
প্লা-বি-ত
আপনার উপজেলার পানির অবস্থা কি কমেন্ট করে জানিয়ে দিন

19/06/2024

বিশ্বনাথে চাউলধনি হাওরের পানি বাড়তেছে

19/06/2024

তীব্র গরমে মক্কায় অন্তত ৫৫০ জন হজযাত্রীর মৃত্যু।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, সোমবার মক্কার বড় মসজিদে ছায়ার মধ্যে তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আল্লাহপাক নিহত সবাইকে জান্নাত দান করুন।

18/06/2024

বিশ্বনাথে বন্যার জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত

18/06/2024

বিশ্বানাথে অনেক এলাকা পানির নিচে

18/06/2024

সিলেট ওসমানী বিমানবন্দরে পানি

18/06/2024

বিশ্বনাথের বন্যা পরিস্থিতি,পানি বন্দী ও অসহায় মানুষের পাশে বিত্তবানরা এগিয়ে আসার আহ্বান

18/06/2024

সিলেটে হয়ে গেলো ২০২২ সালের মতো ভ য়া ব হ বন্যা! আজ সকাল থেকে সিলেটজুড়ে চলছে বৃষ্টি ঝড়

18/06/2024

সিলেটে বন্যা মানুষ পানিবন্দি

18/06/2024

ঈদুল আযহা + বন্যা
সিলেট

17/06/2024

বিশ্বনাথের ব'ন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট

টানা ব'র্ষণ ও ভা'রত থেকে নেমে আসা ঢ'লে সিলেটের বিশ্বনাথে সৃ'ষ্ট বন্যায় পানিব'ন্দী রয়েছেন ৩৭ গ্রামের ১১২৮ পরিবারের ৫৬৪০ জন মানুষ। এই উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৫৮টি আ'শ্রয় কেন্দ্র। এসব কেন্দ্রের মধ্যে আ'শ্রয় নেওয়া মানুষের সংখ্যা ৫১।

14/06/2024

লব্বাইক ধন্নিতে মুখরিত হজ্ব ময়দান ।
আজ থেকে হজ্ব শুরু ।

13/06/2024

🔺 সতর্ক হোন - সাবধান থাকুন ..

ভারতের চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘন্টায় (৯-৯) ৩৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। ফলে চেরাপুঞ্জির ঢল দ্রুত নেমে আসছে। সিলেটেও (৬-১২) আজ এখন পর্যন্ত ১৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সারাদিন এভাবেই মুষলধারে বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। পাশাপাশি বজ্রপাতের কথাও বলা হয়েছে।
প্রকৃতির এই বিরুপ সময়ে সবাই সতর্ক হোন। সাবধানে থাকুন ।

কপি: সিনিয়র সাংবাদিক কাউছার চৌধুরীর টাইমলাইন থেকে

13/06/2024

বিশ্বনাথের লামাকাজীতে সড়ক দু র্ঘ ট না য় ঘটনাস্হলে ২ জন নি হ ত। আ হ ত অনেক

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল প্রায় ৬.৩০ ঘটিকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন পূর্বে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোডে সিলেট গামী লেগুনার সাথে সুনামগঞ্জ গামী শ্যামলী বাসের মুখামুখি স ং ঘ র্ষে ঘটনাস্হলে দুইজন নি হ ত। আহত হয়েছেন অনেক।

তথ্যঃ সিরাজপুর কাজীবাড়ী দাখিল মাদরাসার সহকারি শিক্ষক বরেন্য ইসলামিক উপস্থাপক মাওলানা ফারুক মাহদি।

10/06/2024

সহজ ম্যাচে বাংলাদেশের হার
আফ্রিকার বিপক্ষে

10/06/2024

লাক্কাতুরায় অ গ্নি কা ণ্ডে দোকান-অটোরিকশা পুড়ে ছাই

10/06/2024

বৃষ্টিতে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় টিলার মাটি ধসে ৩ জন মারা গেছেন।

09/06/2024

৩ ঘন্টার মেঘে সিলেট বন্যা

09/06/2024

সিলেটে “রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় নগরীতে ২২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”

07/06/2024

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সকাল ৬.৩০ মাঠে নামবে টাইগারর্সরা

07/06/2024

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

সংগৃহীত

07/06/2024
07/06/2024

আলহামদুলিল্লাহ.
সৌদি আরবে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে।
আগামী ১৬ জুন রবিবার মধ্যপ্রাচ্যে,ইউরোপে
পবিত্র ঈদুল আদ্বহা.

Address

Bishwanath
London

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৩য় লন্ডন বিশ্বনাথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Magazines in London

Show All