Sottho Uk lifestyle

Sottho Uk lifestyle Ridwan Ahmed Tahmid I am a small content creator, making and posting videos on travel, food blogs, history, culture, and general topics from home and abroad.
(12)

Stay tuned by following, So that I can always give you the right entertainment news

বাংলাদেশের ভবিষ্যৎ মুশফিকুর রহিম!২০২৩ অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান স্কোরার তিনি। তিনি মূলত ওপেনার। ১৮ বছর বয়সী এই...
13/10/2024

বাংলাদেশের ভবিষ্যৎ মুশফিকুর রহিম!

২০২৩ অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান স্কোরার তিনি। তিনি মূলত ওপেনার। ১৮ বছর বয়সী এই ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যানের জন্ম ফরিদপুরে। বিসিএলে সাউথ জোনের হয়ে খেলেন।

এবারের বিপিএলে 'এফ' ক্যাটাগরিতে নাম দিয়েছেন। বিপিএলে সুযোগ পেলে নিশ্চয়ই ওপেনিংয়ে প্রতিভার স্বাক্ষর বহন করবেন।

Best of luck, Ashiqur Rahman Shibli!

গতো তিন বিপিএল পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিক ও সবচেয়ে কঠিন সময়ে বল করছিলো,,,শফিকুল ইসলাম,,,ঢাকা ডায়নামাইটস,,,ফরচুন বর...
08/10/2024

গতো তিন বিপিএল পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিক ও সবচেয়ে কঠিন সময়ে বল করছিলো,,,শফিকুল ইসলাম,,,ঢাকা ডায়নামাইটস,,,ফরচুন বরিশাল, তারপর গতো আসরে সিলেটের হয়ে অসাধারণ বোলিং করেছেন বাহাতি পেস বোলার শফিকুল ইসলাম,,, তার মধ্যে সব রকমের বৈচিত্র্য আছে,,, আমার কাছে T20 ফর্মেটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্মার্ট বোলার তাকে মনে হয়।

একদম পানির দামে তাকে যে কোন টিমে নিতে পারবে,,,১০ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা লাগবে কিনতে,,,সবচেয়ে বেশি ভালো হতো,,,বরিশালে লর্ড কামরুল লর্ড খালেদকে বাদ দিয়ে,,, তাকে নিলে,,,মোস্তাফিজ এর বিকল্প হতে পারে সে।

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ  🇧🇩
08/10/2024

হংকং সিক্সেস টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ 🇧🇩

গ্রেড সেভেনের কানাডিয়ান পাঠ্যপুস্তকে প্রফেসর মুহাম্মদ ইউনূস।
06/10/2024

গ্রেড সেভেনের কানাডিয়ান পাঠ্যপুস্তকে প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুভ জন্মদিন বাংলাদেশের সফলতম অধিনায়ক 'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি বিন মর্তুজা📷 Collected  |   |
05/10/2024

শুভ জন্মদিন বাংলাদেশের সফলতম অধিনায়ক 'নড়াইল এক্সপ্রেস' মাশরাফি বিন মর্তুজা

📷 Collected
| |

নির্বাচক নান্নুর হাতে যাদের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়েছে ✍️তালিকাটা নিঃসন্দেহে অনেক বড়। শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস,...
03/10/2024

নির্বাচক নান্নুর হাতে যাদের ক্রিকেট ক্যারিয়ার
ধ্বংস হয়েছে ✍️

তালিকাটা নিঃসন্দেহে অনেক বড়। শাহরিয়ার নাফিস, ইমরুল কায়েস, শামসুর রহমান, নাঈম ইসলাম, সাব্বির রহমান, তুষার ইমরান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, জোনায়েদ সিদ্দিকী সহ একঝাঁক ক্রিকেটার!

ওয়ার্ক ইথিকসের কোনো বালায় ছিল না। মনে না ধরলে কিংবা আদর্শে মিল না পেলেই ব্ল্যাক লিস্টেড করে দিতেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রতিটি ক্রিকেটারের সাথে যে পরিমান অবিচার হয়েছে এক পোস্টে বলা সম্ভব নয়। একদিন লাইভে এসে বলবো। ৩/৪ জনের কথা বলি। মোহাম্মদ আশরাফুল এক সিজিনে ডিপিএলে ৫ টা সেঞ্চুরি করেও দলে ফিরতে পারেননি ২০১৮/১৯ মৌসুমে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে টিনএজ পেরোনোর আগেই লঙ্গার ভার্সনে দুটো ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হতে পারতেন টেস্ট এবং ওয়ানডের লম্বা রেসের ঘোড়া! তাকে দিয়ে টি২০তে খেলানো হলো! সাব্বির, সৌম্যকে দিয়ে টেস্ট!

সবাই অলফরম্যাট ম্যাটারিয়াল নিয়ে জন্মায় না। সাদা বল এবং লাল বলে অনেক পার্থক্য আছে। শাহরিয়ার নাফিস তখন ফর্মের তুঙ্গে অথচ তাকে টেস্টে না খেলিয়ে টেস্টে খেলানো হয়েছিলো সৌম্য সরকারকে!

শেষ টেস্টে সেঞ্চুরি করেও আর দলে ফিরতে পারেননি নাঈম ইসলাম! তার জন্য কি সমবেদনা জানাবেন না?

আপনার চোখে বাংলাদেশের ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংসে বোর্ডের কর্তা ব্যক্তিদের দায় কতোটা?

Stay tuned! A sneak peek of our logo reveal video is on its way. Coming soon!
02/10/2024

Stay tuned! A sneak peek of our logo reveal video is on its way. Coming soon!

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করলেন কর্ণধার মেগাস্টার শাকিব খান ✨
02/10/2024

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচন করলেন কর্ণধার মেগাস্টার শাকিব খান ✨

💯 for Mominul Haque!Second Test Hundred at away for the left handed batsman!
30/09/2024

💯 for Mominul Haque!

Second Test Hundred at away for the left handed batsman!


Sadman starts a beautiful journey today! Wishing you both a lifetime of love and joy! ❤️
27/09/2024

Sadman starts a beautiful journey today! Wishing you both a lifetime of love and joy! ❤️

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ক্যারিয়ার ইতি টানছেন সাকিব আল হাসান 🥰🥰 বিদায় অলরাউন্ডার সাকিব আল হাসান 😭
26/09/2024

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ক্যারিয়ার ইতি টানছেন সাকিব আল হাসান 🥰🥰
বিদায় অলরাউন্ডার সাকিব আল হাসান 😭

ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছ থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী,  এখন শুধু ফিফার সবুজ সংকেতের ...
26/09/2024

ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছ থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী, এখন শুধু ফিফার সবুজ সংকেতের অপেক্ষা।🇧🇩

21/09/2024

চার তরুণের হাত ধরে প্রতিষ্ঠান 🥰🍁🍁🥰
Authentic IELTS

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ...
20/09/2024

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।
এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পারি জমিয়ে ছিলাম। ১৫ বছর আগে। ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়। একটা আমার মায়ের নামে আরেকটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি আমাকে নিষিদ্ধ করেছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে।

ঠিক বিনা কারণে বলা যাবেনা সে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাংলাদেশের ২০ দিনের মতো হোটেলে ছিলাম।আর আপন মানুষের প্রতারণা গুলো মুখ বুজে সহ্য করলাম। টাকার কাছে সবকিছু অসহায়। নিজের রক্তের বেইমানি তারপর আপন স্ত্রী বেইমানি সবকিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে। Mentally ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে।Disruptive behaviour and dissocial disorders...!

যে মানুষগুলোর জন্য জীবনে এতগুলো বছর নষ্ট করলাম বিদেশে থেকে এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মত ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।।।

এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যের লেখা।।।
আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি-তারমানে এই না আমি শেষ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি।

এরকম ফ্ল্যাট আরো দশটা কেনার ক্ষমতা সৃষ্টি কর্তা আমাকে দিয়েছে কিন্তু কোন লোভ দেয়নি কোন অহংকার দেইনি।

কারো প্রতি কোনো অভিযোগ নেই কোথাও কোন বিচার দিব না বিচার এক জায়গায় দিয়ে রেখেছি তিনি নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে নিরপেক্ষ বিচারক।।।

-

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সত্য ইউকে লাইফস্টাইল 🥰🥰 বিএনপি আবার প্রমান করলো সিলেট বিএনপির ঘাটি ??🥰
17/09/2024

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সত্য ইউকে লাইফস্টাইল 🥰🥰
বিএনপি আবার প্রমান করলো সিলেট বিএনপির ঘাটি ??🥰

🚨 ন্যাশনাল ক্রিকেট লীগ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে পেসার এবাদত হোসেন চৌধুরীর। এনসিএলে খেলবেন সিলেট...
16/09/2024

🚨 ন্যাশনাল ক্রিকেট লীগ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে পেসার এবাদত হোসেন চৌধুরীর। এনসিএলে খেলবেন সিলেট বিভাগের হয়ে, সিলেটের প্লেয়ার তালিকায় ১৮ নাম্বারে আছে এবাদত এর নাম।

🚨 টুকটাক বিপিএল আপডেট :-🔴 রংপুর,বরিশাল,খুলনা,ঢাকা ও সিলেটকে আগামীকাল শেষ দিন টাকা জমা দেওয়ার।🟢 চট্টগ্রাম কিংস ও রাজশাহী ...
16/09/2024

🚨 টুকটাক বিপিএল আপডেট :-

🔴 রংপুর,বরিশাল,খুলনা,ঢাকা ও সিলেটকে আগামীকাল শেষ দিন টাকা জমা দেওয়ার।

🟢 চট্টগ্রাম কিংস ও রাজশাহী কে বৃহস্পতিবার অবদি সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে টাকা জমা দিতে হবে

🔵 বুধবারে বসবে ফারুক আহমেদ যারা টাকা দিবে তাদের সাথে(নতুনদের জন্য প্রযোজ্য হবে না তারাও অংশ নিবে)

⚫ দল বুজে পাওয়ার পরে মিনিমাম ১৫ দিন চেয়েছে দলগুলো সব গুছিয়ে উঠতে এজন্য প্লেয়ার্স ড্রাফট অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে (৫ অক্টোবর).

🟤 বিপিএল গর্ভনিং কাউন্সিল এর জন্য একজন উপদেষ্টা নিয়োগ দিতে পারে বিসিবি।।

বাবর আউট হওয়ার পর গ্যালারির দৃশ্য 😅সবাই স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছে। এই মানুষগুলো শুধু বাবরের জন্যই আসে। ফয়সালাবাদের হ...
15/09/2024

বাবর আউট হওয়ার পর গ্যালারির দৃশ্য 😅
সবাই স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছে। এই মানুষগুলো শুধু বাবরের জন্যই আসে। ফয়সালাবাদের হাউজফুল সম্ভব হয় শুধুমাত্র বাবরের জন্যই। বাবর যে কিং! ❤️👑

মুশফিকুর রহিমের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ক্রিকেটাররা।
15/09/2024

মুশফিকুর রহিমের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ক্রিকেটাররা।

মিরাজকে এখনো নিজের ক্যাপ্টেন মানেন শান্ত
15/09/2024

মিরাজকে এখনো নিজের ক্যাপ্টেন মানেন শান্ত

বিপিএল ২৫ এ চট্টগ্রামের মালিকানায় ফিরতে যাচ্ছেন সামির কাদের চৌধুরী !! বিপিএল এর প্রথম দুই আসরে চট্টগ্রামের মালিক ছিলেন ...
15/09/2024

বিপিএল ২৫ এ চট্টগ্রামের মালিকানায় ফিরতে যাচ্ছেন সামির কাদের চৌধুরী !!

বিপিএল এর প্রথম দুই আসরে চট্টগ্রামের মালিক ছিলেন তিনি । চট্টগ্রামের বিখ্যাত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা তিনি । তার মালিকানায় ২০১৩ সালে ফাইনাল খেলে চট্টগ্রাম কিংস । ক্রিকেটের বরপুত্র ব্রাইন লারা কে চট্টগ্রামের এম্বাসেডর হিসেবে নিয়ে এসেছিলেন তিনি ২০১৩ সালে ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আখতার গ্রুপের বিরুদ্ধে প্লেয়ার দের বকেয়া বেতন না দেওয়ার অভিযোগ এবং বিশৃংখলার অভিযোগ থাকায় তাদের দল দিচ্ছে না বিসিবি। তাদের জায়গায় প্রথম দুই আসরের মালিক সামির কাদের চৌধুরীকে দিতে যাচ্ছে বিসিবি । তবে বিপিএল খেলতে হলে মঙ্গলবারের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে সামির কে ।

#বিসিবি

ঝড়ো ব্যাটিং তান্ডবে ১৩৭ রান করে জাতীয় দলে ফেরার ইঙ্গিত সাব্বিরের.!
12/09/2024

ঝড়ো ব্যাটিং তান্ডবে ১৩৭ রান করে জাতীয় দলে ফেরার ইঙ্গিত সাব্বিরের.!

৩৩ ওভার ৭ মেডেন 97/4
09/09/2024

৩৩ ওভার ৭ মেডেন
97/4

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে উড়তে থাকা টাইগারদের বিপক্ষে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষনা করলো ভ...
08/09/2024

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে উড়তে থাকা টাইগারদের বিপক্ষে ক্যাপ্টেন রোহিতের নেতৃত্বে ১৬ সদস্যের শক্তিশালী টেস্ট দল ঘোষনা করলো ভারত।

https://www.facebook.com/61565007788869/posts/122107316720500259/
07/09/2024

https://www.facebook.com/61565007788869/posts/122107316720500259/

স্পোকেন ইংলিশে আপনি এতই দুর্বল যে-
মাথায় আসে কিন্তু মুখে আসে না ❓
শাঁমুকের চেয়েও স্লো হয়ে যান❓

😲 ভুরীভুরী গ্রামার রুলস মুখস্ত ছাড়া সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলতে প্রচুর প্র্যাকটিস নির্ভর স্পোকেন ইংলিশের নতুন কোর্স "প্যারা-নরমাল স্পোকেন ইংলিশ" ✌

কেন এই কোর্সটি ব্যতিক্রম?
⛔ হাজার হাজার রুলস মুখস্ত করতে হবে না
⛔ গ্রুপে গ্রুপে স্পিকিং পার্টনার খুঁজতে হবে না
⛔ গ্রামারটিকাল ভুল করার ভয়ে থাকবে না
⛔ প্রোনান্সিয়েশনের কঠিন নিয়ম শেখা লাগবে না

এই কোর্সে আপনি:
✅ পড়ুন ❌ ভুলে যান
✅ পড়ুন ❌ ভুলে যান
✅ পড়ুন ❌ ভুলে যান
✅ জাস্ট পড়তে ভুইলেন না

✅ স্পোকেন ইংলিশ শেখার সব প্যারা দূর হয়ে যাবে, ইনশাল্লাহ।

📱আপনার সিট কনফার্ম করতে এখনই কল করুন 01306548071, 01794086654

চলে আসুন Authentic IELTS ❤
🏠 : Authentic Ielts
বাড়িঃ মদিনা মার্কেট সিলেট

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Sottho Uk lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in London

Show All