ABIS MEDIA

ABIS MEDIA Educational Documentary and Media Site - helping with multiple charity projects.

08/08/2024

Dr. Yunis takes lead of the new Bangladesh. Reforming the administration, and handling the Intrim government for peace and integrity.

05/08/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।
- কেন্দ্রের জরুরি নির্দেশনা, সবাইকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

09/07/2024

প্রকল্প নম্বর ১৯:

আমরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে জানাচ্ছি যে, সম্প্রতি আমরা একটি টিউবওয়েল দান করেছি এক অসহায় বৃদ্ধা মহিলাকে। তিনি একজন বিধবা এবং অত্যন্ত খারাপ অবস্থায় বসবাস করেন। তার পুত্র একজন রিকশাচালক হিসেবে সামান্য উপার্জন করেন, এবং তাদের বাড়িতে বিশুদ্ধ পানির কোনো উৎস ছিল না, যা তাদের দৈনন্দিন জীবনকে অত্যন্ত কঠিন করে তুলেছিল।

বিশুদ্ধ পানির অভাবের কারণে, এই বৃদ্ধাকে প্রতিদিন অন্য বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হতো। এটি শুধু শারীরিকভাবে কষ্টদায়ক ছিল না, বরং স্বাস্থ্যগত ঝুঁকিও বহন করত।

Wirral Community, Wirral, Merseyside, England এর দয়ালুতা ও সহায়তার কারণে, আমরা এই অত্যাবশ্যকীয় টিউবওয়েল প্রদান করতে পেরেছি। এই উপহারটি তার জীবনকে বদলে দিয়েছে, তাকে সম্মান এবং সহজে বিশুদ্ধ পানির সুবিধা প্রদান করেছে, যা তার দৈনন্দিন জীবনের দরজায় পৌঁছে দিয়েছে। Wirral Community-কে আমাদের হৃদয় থেকে অসীম কৃতজ্ঞতা, তারা এমন একজন সবচেয়ে দরিদ্র ব্যক্তিকে সাহায্য করেছেন। আল্লাহ তাদের উদারতাকে বহু গুণে পুরস্কৃত করুন।

Project Number 19:

We are deeply moved to share the story of our recent donation of a tubewell to a very deserving elderly widow. Living in impoverished conditions, she had no reliable source of clean water, making her daily life incredibly challenging. Her son earns a humble living as a rickshaw driver, and their household struggled without a nearby water source.

The absence of clean water meant that this elderly woman had to endure the arduous task of collecting water from another household every day. This was not only physically demanding but also posed significant health risks.

Thanks to the generosity of the Wirral Community from Wirral, Merseyside, England, we were able to provide this essential tubewell. This gift has transformed her life, offering her the dignity and ease of access to clean water, right at her doorstep. We are immensely grateful to the Wirral Community for their kindness and support in helping one of the most vulnerable members of our society. May their generosity be rewarded manifold.

08/07/2024

টিউবওয়েল প্রকল্প নং ১৮:

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে এক বৃদ্ধা মহিলার জন্য একটি টিউবওয়েল সফলভাবে স্থাপন করা হয়েছে, যিনি খুবই দরিদ্র অবস্থায় জীবনযাপন করছিলেন। তার কোন পানির উৎস ছিল না এবং তিনি কিছু ছাগল থেকে দুধ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। ভিডিওতে তার বাড়ির করুণ অবস্থা এবং তার দৈনন্দিন জীবনের পরিস্থিতি দেখা যায়।

এই টিউবওয়েলটি তামিম সৈয়দের নামে দান করা হয়েছে, যা তার জীবনের মান উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ যে আমরা তার জীবনে পরিবর্তন আনতে পেরেছি।

Tubewell Project No. 18:

We are pleased to announce the successful installation of a tubewell for an elderly lady living in very poor conditions. She had no access to clean water and relied on a few goats for her livelihood, which provide milk. The video highlights the dire state of her home and daily life.

This tubewell, donated in the name of Tamim Syed, will significantly improve her quality of life. Alhamdulillah, we are grateful for the opportunity to make a difference. May Allah grant Tamim Syed Jannah and accept the prayers and dua of the donors.

07/07/2024

টিউবওয়েল প্রকল্প নং ১৭:

আমরা সাবরিনা শাহিদের উদার অনুদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা একটি টিউবওয়েল প্রকল্পের মাধ্যমে একটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করেছে। এই ব্যক্তি অনেক বছর ধরে পরিষ্কার পানির অভাবে ছিলেন যতক্ষণ না এই টিউবওয়েলটি ইনস্টল করা হয়। উপকারভোগী, একজন বয়স্ক ব্যক্তি, স্থানীয় সম্প্রদায় থেকে আমাদের কাছে রেফার করা হয়েছিল। আল্লাহ সাবরিনা শাহিদের উদার দান কবুল করুন, তার ইচ্ছা এবং প্রার্থনা পূর্ণ করুন এবং তাকে যথেষ্ট পুরস্কৃত করুন। আমিন।

Tubewell Project 17: We extend our heartfelt gratitude to Sabreena Shahid for her generous donation towards a tubewell project for an individual in dire need. This recipient had been without access to clean water for many years until the installation of this tubewell. The beneficiary, an elderly person, was referred to us from their local community. May Allah accept Sabreena Shahid's generous contribution, fulfill her wishes and prayers, and reward her abundantly. Ameen.

06/07/2024

টিউবওয়েল প্রকল্প সংখ্যা ১৬

দানকারীদের (মোহাম্মদ রেজাউল সাঈদ) উদারতার জন্য আন্তরিক ধন্যবাদ এবং দোয়া রইল। আল্লাহ তাদের দোয়া কবুল করুন। আমীন।

Tubewell Project Number 16

We extend our heartfelt thanks and prayers to the generous donors (Rezaul Syed). May Allah accept their prayers. Ameen.

09/05/2024

Impact of Technology on Education: Enhancing Learning Through Technological Integration

05/05/2024

Thailand 2004 Tsunami: The Hard Lessons We Had to Learn From It

01/05/2024

America's War in Vietnam: Why Did The United States Fail?

27/04/2024

Haunted Hotels UK: Eerie Encounters and Bone-Chilling Ghost Stories!

23/04/2024

A Super Quick History of Ancient Morocco

18/04/2024

Pulsars: What You Should Know About the Fastest-Spinners in the Universe

19/02/2024

How Can Super Volcanoes Kickstart the Next Mass Extinction?

18/02/2024

What is a Black Hole: Unraveling the Enigmatic Celestial Object

03/02/2024

Increase in UK Wildfires: What Does Climate Change Have to Do With It?

02/02/2024

The latest discoveries about exoplanets and their potential for sustaining life

31/01/2024

Aerobics vs Anaerobic: Unleash Their Potential Benefits!

Address

3a Bridgewater Street
Liverpool
L10AR

Alerts

Be the first to know and let us send you an email when ABIS MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share