Tanzina’s Moments

Tanzina’s Moments Hello All,
Welcome to my Page where I will be sharing my upcoming all update,videos about makeup and lifestyle. xx
(5)

03/07/2024

যত ইচ্ছা তত খেতে পারবে স্টুডেন্ট রা। পাকিস্তানি শর্ষে শাক রেসিপি

02/07/2024

GRWM || একটু গল্প করতে করতে আজকে রেডি হলাম একটা evening party এর জন্য। Makeup সবাই এক্সপার্ট না হলেও নিজের জন্য সাজুগুজু করি। আজ ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোট বাচ্চা ঘুমে থাকলে সহজেই রেডি হওয়া যায়।

01/07/2024

সারপ্রাইস পেয়ে কি খুশি আমার বাবাটা।সব সার্থক😇 ভাবিনি ও আসলেই এত খুশি হবে। অনেক অনেক এনজয় করলাম নাচ গান গল্প আরও কত কি করে। পার্টি করতে না চেয়েও কেনো last minute এ সব অ্যারেঞ্জ করলাম। এক হাতে মাত্র ৩ ঘণ্টায় সব তৈরি

30/06/2024

মেঝো ছেলের জন্মদিন ডিমান্ডে কিছু জিনিস অর্ডার করলাম আর কি কি প্রিপারেশন নিলাম 🎉

29/06/2024

রাসেল ভাইপার তো আছেই কিন্তু এই জন এমন মোচড় মারে যে গাঁ শিওরে উঠে রে | মনের ভয় বড় ভয়। মা*নুষ এর থেকেও ভয়ং*কর। আজকের ভিডিও তে এই চেলেঞ্জ তা নিয়েছিলাম এবংকি করেছিও পুরা, যদিও জান আত্মা সব গায়েব হয়ে গিয়েছিল 😅😂
#রাসেলভাইপার

28/06/2024

Polish Friend এর বাড়িতে গেলাম ওর ছেলের প্রথম জন্মদিনে। সুন্দর একটা সন্ধা ছিল।

27/06/2024

Aymaan’s Birth Story. Gestational Diabetic pregnancy experience.
আজকে ওর ৫ বছর পুরো হয়ে ৬ বছরে পা রাখলো। বেচারা জন্মদিনের দিনও অসুস্থ ☹️
সবাই দোয়া তে মনে রাখবেন। আজকের ভিডিও তে আমার প্রেগন্যান্সি সময় আর ডেলিভারি সময় কিভাবে পার করেছি শেয়ার করলাম। Emotional হয়ে গেছি আর মনটাও খারাপ তারপরেও আল্লাহ এর কাছে লাখ লাখ শুকরিয়া

26/06/2024

আরাশের জন্মদিনে কি কি করলাম। বড় পার্টি করলেই যে বিশেষ দিন উপভোগ করা যায় কে বলেছে। সপ্তাহের মাঝে বলে কাউকে বলিনি। কিন্তু পার্টি না হলেও আমাদের আরাশ বাবা সারাদিন খুব খুশি ছিল এইভেবে আজ তার জন্মদিন।

25/06/2024

বাচ্চা এক হি আচ্ছা 😅 বলতে বলতে আমাদের ঘরে ৩ টা রাজকুমার। আলহামদুলিল্লাহ।আজ আরাশ এর ৩ বছর জন্মদিন। কিছু picture আর raw footage নিয়ে আসলাম। একসাথে বসে বসে ভিডিও গুলা দেখলাম আমি আর আরাশ, আর edit করলাম। বিকেলে সবাই মিলে দেখব আর একটা সুন্দর সময় কাটাবো। আজ থেকে কয়েকবছর পর এগুলা অমূল্য স্মৃতি হয়ে থাকবে।
সবাই আমার ছেলেদের জন্য দোয়া রাখবেন 🙏🏼❤️

25/06/2024

এই গানটা কার কার মনে আছে ?

24/06/2024

ভাইএর বাড়ি মজার খিচুরি খেয়ে শপিং করে বাড়ি ফিরে চিকেন ফ্রাই আর ক্রিমি স্পিন্যাচ বানালাম সবার জন্য। স্টুডেন্ট থাকা কালিন এই স্পিন্যাচ টা এত প্রিয় ছিল 🤤| দুটো lawn এর কামিজ সেট কিনলাম কেমন হল বলবেন, আজকাল দিন এত ব্যস্ত যাচ্ছে যে ঠিক মতো ভিডিও দিতে পারছি না। পেজ টা ফললো আর ভিডিও সার্ল করে পাহি থাকবেন।

22/06/2024

সমুদ্র পাড়ে একদিন।কি সুন্দর একটা দিন কাটালাম ঈদ এর দ্বিতীয় দিন

21/06/2024

আমার নাম দিয়েছে চাট মসলা আপু😅 আজকে ফ্রুট চাট বানাবো আরেকটা Secret Ingredient দিয়ে। যারা ফ্রুট খেতে চাননা তারাও সব ফ্রুটস মজা করে খাবেন।

20/06/2024

আপনার বউ ফ্রি থাকে তাহলে একটা বাচ্চা দিয়ে দেন। বাইরের মানুষের কথা শুনে বউদের পরিচালিত করা কি ঠিক। বউ আপনার, ডিসিশন নিবে বাইরের মানুষ 😅

19/06/2024

ঈদ এর দিনে iontv তে একটা live interview এর সময় কিছু মুহূর্ত

18/06/2024

পরিবারের সাথে ঈদ কাটানো রহমত।সুন্দর একটা দিন কাটালাম। সুন্দরএকটা সন্ধা ion Tv তে লাইভ সাক্ষাৎকার এ। অনেক দিন পর চ্যানেল এর ষ্টুডিও তে গিয়ে একটু কেমন যেন লাগছিলো।

17/06/2024

Last Minute কিছু শপিং করে, ডাল ভাত খেয়ে ঈদের খাবার রেডি করতে করতে মেহেন্দি লাগালাম। আমার ডাল এর প্রশংসা শুনে আমার চেহারা অনেকটা এমন হয় ☺️☺️☺️ মানে পুরাই 😅😂 ঈদ মুবারক সবাইকে 🌙

16/06/2024

বিরইয়ানি কম্পেটিশন😅 কোনটা কে খেলো। ছেলে Fathers Day card বানালো। এভাবে করোল্লা রাঁধলে অনেক মজা হয়। ছেলেরা বোঝেও না করল্লা খাচ্ছে।

15/06/2024

দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই। Funtime

14/06/2024

Step by Step Pakistani Karela Keema Recipe| তিতা ছাড়া করল্লা কিভাবে বানালাম 😀 এটা কি শুধু রুটি দিয়ে খায় নাকি ভাত দিয়েও খাওয়া যায়? প্যাকেজিং এ আজকে কি আসলো।

13/06/2024

Zannat Bristi ঈদ আয়োজন মেলায় সবাই একসাথে মহা আনন্দ Sheza’s Mom এর মজার তেহারি, ফুচকা,ঝালমুড়ি এর সাথে ছিল আঙ্কেল এর চা। হা হা হিহি করে জম্পিস একটা সন্ধা।

12/06/2024

অথেন্টিক সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস পাবেন কোথায়? একসাথে চলেন window শপিং করি

11/06/2024

মাঝে মাঝে নিজের জন্য বাঁচুন। মেয়ে, বোন, মা, বউ, ভাবি আরো কত সম্পর্কের মাঝে আমরা কিছু সময় ভুলে যাই যে দিন শেষে আমরা একজন মানুষ। নিজের জন্য কিছু না করে অন্যের কথা ভাবি, মাঝে মাঝে অন্যে কী বলল এই ভয়ে বাচাই ছেড়ে দিয়ে অদৃশ্য শিকল নিজেই পড়ি। আজকে গিয়েছিলাম বাঙালি ঈদ মেলা তে, আবারও একটু আনন্দ করলাম।
আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন প্লিজ ❤️🙏🏼

11/06/2024

Mini Shopping Haul | এদের কাছে এখন সব কিছুই পাওয়া যায়। কিছু জিনিস কিনেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও এই জিনিস সহ আরও অন্যান্য ঘরের জিনিস, কাপড়, বাচ্চাদের জিনিস, ভিটামিন সহ সব পাবেন আমার টিক* টক একাউন্ট এ গেলেই। আমার প্রোফাইল এর শোকেস এ সব আছে।

10/06/2024

কি বা*জে একটা এক্সপেরিয়েন্স হলো চুল কাটতে গিয়ে। হাসব্যান্ড এর কথা শুনলেই ভালো ছিল। বড় ছেলের চুলটা একদম কেমন করে দিয়েছে 🙁

09/06/2024

মানুষের ন*জর বলে কিছু অবশ্যই আছে। ভালো মন্দ নিয়েই জিবন তাই খারাপ কিছু হলেও হাল ছাড়তে নেই।কিন্তু গত দুই সপ্তাহে দুটো জিনিস এমন face করেছি। আল্লাহ সবাইকে সব খারাপ জিনিস থেকে বাঁচিয়ে রাখুন

08/06/2024

মজার কিছু খাবার বানালাম আজ। আমাদের ইনকাম কোথা থেকে আসে শেয়ার করলাম। দিন আসে দিন যায় এত দ্রুত গতিতে। বুঝে উঠার আগেই সময় শেষ। আর এজন্যই তো প্রতিটা খারাপ জিনিস কে উপেক্ষা করে ভালো টাকে নিয়ে জীবনে চলছি।

08/06/2024

মধ্য রাতে যে কি কি করতে ইচ্ছা হয় 😓🤤 আমি একটু খাবার প্রিয় মানুষ 😉 এমন অনেক হয়েছে জামাই বউ মিলে Ramsgate থেকে London এসেছি মাঝ রাতে শুধুমাত্র Fish পাকোরা খেতে 😂 আজকের এটা তো কিছুই না। কার কার সাথে এমন হয় ? যখন যা ইচ্ছা বানিয়ে খেয়ে ফেলবেন। অন্যের ভরসাই বসে থেকে লাভ নেই

Address

Ilford

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanzina’s Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Ilford media companies

Show All