Uk Bangla News

Uk Bangla News Uk Bangla News its an online newspaper. keep in touch with us for updated news every day or visit our website www.ukbanglanews.co.uk

03/09/2024

সোয়ান্সি আওয়ামিলীগ এর আয়োজনে জাতীয় শোক দিবস এবং প্রতিবাদ সমাবেশ হয়ে গেলো গত ২৭ আগস্ট রোজ মঙ্গলবার স্থানীয় একটি রেস্তোরাঁয় । সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব খালেদ সিকদারের সভাপতিত্বে সোয়ান্সি আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরীর কোরআন তেলাওয়াত ও পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কাজি মোহাম্মদ শাহজাহান , ফারুক আহমেদ ,মঞ্জুর আহমদ , আনছার মিয়া ,সফিক মিয়া,এস আই চৌধুরী বাবলু , এহিয়া হাসান , লায়েক চৌধুরী ,আব্দুল তোয়াহিদ সেলু ,রুহুল আলম , জয়নুল ইসলাম চৌধুরী ,আকবর মিয়া রাসেল,,বাবুল খান,অকিল মিয়া (সাবেক মেম্বার),মতিউর রহমান লালন প্রমুখ ।
সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তাগন আওয়ামিলীগ এর ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন । দেশে সব ধরনের নৈরাজ্যের তীব্র প্রতিবাদ করা হয় । একটি গনতান্ত্রিক সরকারকে যেভাবে অসাংবিধানিক ভাবে হটিয়ে ক্ষমতা নেওয়া হয় তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দেশ বাসিকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয় । এতো বছর যেভাবে শেখ হাসিনাকে বুলেট বোমা আর গ্রেনেড তাড়া করেছিলো চাইলে তিনি ভয়ে দেশ ছেড়ে অন্য কোন দেশে গিয়ে শান্তিতে জীবন যাপন করতে পারতেন। তিনি শুধু বাংলার মানুষের ভাগ্যউন্নয়নে জন্য নিবেদিত ছিলেন । বুঝতে হবে ভয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে জাননি তাঁকে যেতে বাধ্য করা হয়েছে । ইনশাআল্লাহ সময় বদলাতে লাগেনা সময়। সেদিন দুরে নয় স্ব-সম্মানে জনগণের নেত্রী বাংলাদেশের উন্নয়নের দিশারি শেখ হাসিনাকে যোগ্য মর্যাদা দিয়ে দেশের আপামর জনগণ দেশে ফিরিয়ে আনবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে'র মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি ...
01/05/2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে'র মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকশিনার পরিদর্শন ও প্রবাসীদের স্বার্থ সংল্লিষ্ট বিষয়য়াদি নিয়ে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর সাথে বৈঠকে---

গ্লোবাল  বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যা...
28/12/2023

গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওর্য়ার্ড-২০২৩’ প্রদান করা হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি উদ্যোক্তা ব্যবসায়ীরা পরস্পর ব্যবসায়ীক সম্পর্ক স্থাপনের সুযোগ লাভ করে এবং এতে করে উদ্যোক্তা ব্যবসায়ীদের বিজনেস সংযোগ স্থাপন দ্রæত সম্ভব হবে। সেখানে ‘মোস্ট ইনফ্লুয়েনটিয়াল ক্লাউড একাউনটেন্ট এন্ড ট্রেনার অব দ্য ইয়ার’ অর্জন করেন ক্লাউড বিপিও অ্যান্ড তাজ অ্যাকাউন্ট্যান্টস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুলহায়াত নুরুজ্জামান । এই স্বীকৃতি তার সফল উদ্যোগ এবং শিল্পে ক্লাউড বুককিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের ফলে আসে।
নতুন প্রজন্মের দক্ষ পেশাজীবী তৈরির প্রত্যয় নিয়ে দুবাইতে শেষ হয়েছে ‘গেøাবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে। দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২-২৪ ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি ওহঃঁরঃ ছঁরপশনড়ড়শং অপপড়ঁহঃধহঃ ঈড়ঁহপরষ এর সদস্য। অও এর প্রতি গভীর আগ্রহ এবং অ্যাকাউন্টিং শিল্পের সুবিদা নিয়ে, আবুল হায়াত নুরুজ্জামান একটি নতুন প্রজন্মের ক্লাউড অ্যাকাউন্ট্যান্ট তৈরি করতে প্রতিশ্রæতিবদ্ধ যারা ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্নের সাথে সারিবদ্ধ। তিনি বিশ্বাস করেন যে দেশে উচ্চ শিক্ষিত স্নাতকদের একটি বিশাল জনশক্তি রয়েছে তারা বিশ্বব্যাপী কর্মশক্তিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
তিনি তার গ্রহণযোগ্য বক্তব্যে অ্যাকাউন্টিং এবং ফিনান্সে যারা বিশেষ করে ক্লাউড বুককিপিংয়ে আগ্রহী তরুণ প্রজন্মকে গাইড করার জন্য তার ক্লাউড বুককিপিং সম্পর্কে বলেন। তার স্বপ্ন হল তাদের দক্ষ ক্লাউড অ্যাকাউন্ট্যান্ট হতে সাহায্য করা যারা ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।
এছাড়াও তিনি ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশের রূপকল্পে অবদান রাখতে সারা বিশ্বের পেশাদার ও বিশেষজ্ঞদের উৎসাহিত করেন। তিনি বিশ্বাস করেন যে সহযোগিতা, প্রশিক্ষণ এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ তার লক্ষ্য অর্জন করতে পারে এবং যুবকদের জন্য একটি সমৃদ্ধ কাজের সুযোগ তৈরি করতে পারে।
২০২৩ সালের বেস্ট ইনফ্লুয়েনটিয়াল ক্লাউড অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাকাউন্টিং প্রশিক্ষক হিসাবে আবুল হায়াত নুরুজ্জামানের স্বীকৃতি এই ক্ষেত্রে তার উদ্ভাবন এবং নেতৃত্বকে তুলে ধরে। তিনি বলেন এই কনফারেন্সে থাকতে পেরে নিজকে সম্মানিত বোধ করে, যেখানে তিনি তার অনন্য ধারনা শেয়ার করেছেন, যা সারা বিশ্বের তরুণ উদ্যোক্তাদের কাছে অনুপ্রাণিত করে।
আবুল হায়াত নুরুজ্জামান তার আসন্ন প্রশিক্ষণ ব্যাচ শুরুর ঘোষণাও দিয়েছেন, যা ২০২৪ সালে মার্চের ১ তারিখে শুরু হবে। কোর্সের ব্যাপক জনপ্রিয়তার আলোকে, তিনি উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিশদ বিবরণের জন্য ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেন।

If you are a British citizen, have EU settlement status, hold an ILR,or have refugee status, you may be eligible for stu...
12/10/2023

If you are a British citizen, have EU settlement status, hold an ILR,
or have refugee status, you may be eligible for student finance.

https://youtu.be/p8-Ee_SzU_k
10/04/2023

https://youtu.be/p8-Ee_SzU_k

অভিনয়ে : ফারুক খান কয়েছ, প্রিয়াংকা, দিদার, kona miah , ফাহিম, লিমা, সায়লা, কামাল.....এটি একটি খাঁটি বাঙালি বিনোদন চ্যানেল, আমর....

gorom_chanachur
14/09/2022

gorom_chanachur

গরম চানাচুর Singer: Gamcha palash & Salma ানাচুর ...

08/09/2022

British Bangladesh chambers of commerce industry (BBCC1) newly elected Committee inauguration programme at Copthorne tara Hotel Kensington in London.
08 09 22

https://youtu.be/qj2YQAIxNzE
18/08/2022

https://youtu.be/qj2YQAIxNzE

অভিনয়ে : সাহেদ মোশারফ, ফারুক খান কয়েছ, shamim...

01/05/2022

Cast: Faruk Khan Koyes, mou, hiron miah, Akram, poly, shathi and many more. ...

https://youtu.be/DxzDoNIyXOM
31/03/2022

https://youtu.be/DxzDoNIyXOM

এটি একটি খাঁটি বাঙালি বিনোদন চ্যানেল, আমরা তাজা বাঙালি নাটক, সিলেটি নাটক এবং টেলিফিল্ম ইত্যাদি ত.....

যুক্তরাজ্যে ফ্রেন্ডস ফাউন্ডেশন এর কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত*ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে 13-03-2022 তারিখ 7 ঘট...
22/03/2022

যুক্তরাজ্যে ফ্রেন্ডস ফাউন্ডেশন এর কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত*

ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে 13-03-2022 তারিখ 7 ঘটিকার সময় স্থান লন্ডন ,,,,,,,,,,,,,,,,।
ফ্রেন্ডস ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ডাইরেক্টর মোহাম্মদ শোয়েব আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ড ফাউন্ডেশন এর সম্মানিত ডাইরেক্টর বৃন্দ:-
জনাব সৈয়দ ইমরান
জনাব আব্দুল মালেক
জনাব দিলাল মিয়া
জনাব সানোয়ার আলী
জনাব সৈয়দ সাইফুল ইসলাম মিজান
জনাব হিরন মিয়া
জনাব মিনার আবেদীন
জনাব হারুনুর রশীদ হারুন
এবং সুদূর আমেরিকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন জনাব ফখরুল ইসলাম মিসলু
বক্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সংগঠনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য উপস্থিত ডাইরেক্টর দের মত বিনিময়ের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সংগঠনের কার্যক্রম সুন্দরভাবে সম্পাদন করার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সংগঠনের ডাইরেক্টর মোহাম্মদ শোয়েব আহমেদ কে *চেয়ারপারসন* এবং মোহাম্মদ দিলাল মিয়া কে *সেক্রেটারি জেনারেল*। সানোয়ার আলী কে *ফাইন্যান্স ডাইরেক্টর* হিসেবে মনোনীত করা হয়।

*ফ্রেন্ডস ফাউন্ডেশনের কার্যকরী কমিটির নিম্নলিখিত গৃহীত সিদ্ধান্ত গুলি*

*১* নতুন পরিচালনা কমিটির মেয়াদ দুই বছর এবং প্রত্যেক দুই বছর পর পর নতুন কমিটি গঠন করা হবে!

*২* যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেন্ড ফাউন্ডেশন এর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুরোধ

*৩* ব্যাংক একাউন্ট খোলার পর প্রত্যেক মাসে ডাইরেক্ট ডেভিডের মাধ্যমে 10 পাউন্ড করে ডিপোজিট রাখার অনুরোধ
*৪* ভার্চুয়াল আলাপ-আলোচনার মাধ্যমে সংগঠনের জন্য একটি সংবিধান রেডি করা যাহাতে আগামীতে সংগঠনটি *charity registered* করার জন্য সহায়ক হয়।

https://youtu.be/ZPadAFCb06Q
10/02/2022

https://youtu.be/ZPadAFCb06Q

এটি একটি খাঁটি বাঙালি বিনোদন চ্যানেল, আমরা তাজা বাঙালি নাটক, সিলেটি নাটক এবং টেলিফিল্ম ইত্যাদি তৈরি করছি আমাদের স....

বিজয়ের ৫০ বছর উপলক্ষে নিউপোট ইসলামিক কালচ্যারেল সেন্টার এ-র আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুস্টিত হয়  । সেন্টারের ...
26/12/2021

বিজয়ের ৫০ বছর উপলক্ষে নিউপোট ইসলামিক কালচ্যারেল সেন্টার এ-র আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুস্টিত হয় ।
সেন্টারের চেয়ারম্যান হারুন -অর-রশীদ এর সভাপতিতে ও ইমাম মেীলানা জিয়াউর রহমানের পরিচালনায় অনুস্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি ফারুক আহমেদ,
সহ সভাপতি বেলায়েত হোসেন খান,সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, হাফিজ শরিফুল ইসলাম, আলী আহমদ ও ফয়ছল আহমদ প্রমুখ।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://youtu.be/MILpWyF4Bjo
05/12/2021

https://youtu.be/MILpWyF4Bjo

এটি একটি খাঁটি বাঙালি বিনোদন চ্যানেল, আমরা তাজা বাঙালি নাটক, সিলেটি নাটক এবং টেলিফিল্ম ইত....

01/12/2021

South Wales Business Seminar and Lunch by Wales Chamber of Commerce

12/10/2021

WBCC Reception of Foysol Chy MSP for Scotland.

03/08/2021

Abdul Hashimor Koruna | আব্দুল হাসিম অর করোনা #কটাই_মিয়া _...

https://youtu.be/gvUv10fEfJc
11/07/2021

https://youtu.be/gvUv10fEfJc

অভিনয়ে: ফারুক খান কয়েছ ( #তেরা মিয়া), #শোভা, #কনা-মিয়া, ত্নময় প্রমুখ। Starring: , , -Miah, and many more.এটি একটি খাঁটি ...

Address

86 Whitchurch Road
Cwmbran
CF143LY

Alerts

Be the first to know and let us send you an email when Uk Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uk Bangla News:

Videos

Share


Other News & Media Websites in Cwmbran

Show All

You may also like