Mukto Bangla Channel

Mukto Bangla Channel বিশ্বজুড়ে বাংলার আওয়াজ

30/07/2024

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত ব্রাডফোর্ড এর সম্মেলন অনুষ্ঠিত

30/07/2024

MSB fishing Trip 🎣 2024 whitby, uk
🇬🇧লন্ডনের সাগরে মাছ ধরার দৃশ্য 👌👇

28/07/2024

Khothma Nobuth Conference @ Bradford, uk

24/07/2024

বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে জামায়াতের বিবৃতি।
বিস্তারিত কমেন্টে..

22/07/2024
21/07/2024

🇧🇩 বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-ছাত্রী হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের ব্র্যাডফুডে প্রতিবাদ সভা 👇

20/07/2024

🇧🇩দেশে লাশের মিছিল
গণহারে গ্রেফতার
স্কুল-কলেজ ব্যাংক বন্ধ, সোমবার সর্ববৃহৎ ছাত্র গণজমায়েত 👇

20/07/2024

নিউজফিডটাও এখন ছাত্র-ছাত্রীদের দখলে। অতি তাড়াতাড়ি রেকর্ড হতে চলেছে, সবাই হ্যাশট্যাগ ইউজ করে প্রতিটি জায়গায় একটা করে পোস্ট করতে থাকুন।
আলহামদুলিল্লাহ!
3.5 M done, It will be 5M very soon Inshallah.
যে যত পারুন হ্যাশটেগ( #) ব্যবহার করুন।





























19/07/2024

দেশে কারফিউ জারি 🇧🇩
CLICK ON THE COMMENT 👇

18/07/2024

কোটা বিরুধী আন্দোলনের শিক্ষার্থীদের কম্পলিট শাটডাউনের প্রথম দিনে সিলেট - বিয়ানিবাজার রোড..

07/07/2024

প্রায় ৯ বছর আগের কথা। আমার সন্তানের কোমরে চিন-চিন পেইন, মাঝে-মধ্যে কোমর থেকে হাটু পর্যন্ত ক্রমান্নয়ে যায় সেই পেইনট...

🎤বৃটেনে নিরঙ্কুশ জয় লেবার পার্টির পরাজয় স্বীকার করে দায় নিলেন সুনাক🇬🇧১৪ বছর পর ক্ষমতায় ফিরছে লেবার। টানা পঞ্চম বারের মতো...
05/07/2024

🎤বৃটেনে নিরঙ্কুশ জয় লেবার পার্টির
পরাজয় স্বীকার করে দায় নিলেন সুনাক

🇬🇧১৪ বছর পর ক্ষমতায় ফিরছে লেবার। টানা পঞ্চম বারের মতো এমপি হয়ে
সিলেটের রুশনারা আলীর চমক।
সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা
----------------------------------

👇আব্দুল কাদের তাফাদার : বৃটেনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। বাংলাদেশ সময় দুপুর ১টা পর্যন্ত ৪১০টি আসনে জয় পেয়েছে দলটি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১১৯টি আসন। লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৭১টি আসন, এসএনপি ৮, এসএফ পেয়েছে ৭টি এবং অন্যান্যরা পেয়েছে ২৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন।

এদিকে জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টির শোচনীয় পরাজয়ের দায় স্বীকার করে নিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। লেবার পার্টির কাছে ভয়াবহ পরাজয়ের পর তিনি সমর্থকদের বলেছেন, বৃটিশ জনগণ একটি দুঃখজনক রায় দিয়েছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। এই পরাজয়ের দায় নিচ্ছি আমি। এই পরাজয়ের ফলে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

ওদিকে লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আনন্দিত।’
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত।
এবারের নির্বাচনে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়।

৩৫টি রাজনৈতিক দল মাত্র একজন করে প্রার্থী দেয়।
রেকর্ড ভেঙে এবার ৪ হাজার ৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একেকটি আসনে গড়ে ৭ জন করে প্রার্থী। ৩১৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী ৪৫৯ জন।

যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনিত প্রার্থীসহ ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যাদের মধ্যে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) আবারো জয় পেয়েছেন লেবার পার্টির প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ সিদ্দিক। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। এছাড়া আরেক বাংলাদেশি পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির আপসানা বেগম ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন ৫ হাজার ৯৭৫, কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডউনিং ৪ হাজার ৭৩৮, স্বতন্ত্র প্রার্থী আপসানার সাবেক স্বামী এহতেশামুল হক ৪ হাজার ৫৫৪ ভোট পেয়েছেন।

অন্যদিকে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয় পেয়েছেন তিনি। দেশটির পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। তার জন্ম সিলেটে।
এবারের সরকারে তার মন্ত্রীত্ব লাভের সম্ভাবনা রয়েছে।

এর আগে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলকে সরকার গঠন ও দলের নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানাবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস।
দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবে। আর দলটির নেতা প্রধান বিরোধীদলীয় নেতা হবেন।

৯ জুলাই নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

04/07/2024

সিলেটের সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার উপরে...

01/07/2024

এটি সিলেট সিটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া একমাত্র ছরা, যার মধ্য দিয়ে সারা শহরের পানি সুরমা নদীতে নিষ্কাশিত হয়...

ব্রেকিং নিউজ! কবি আসাদ বিন হাফিজ (১৯৫৮-২০২৪) রাত ১২.৫৫ সময় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তিনি ছ...
01/07/2024

ব্রেকিং নিউজ!

কবি আসাদ বিন হাফিজ (১৯৫৮-২০২৪) রাত ১২.৫৫ সময় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনি ছিলেন ইসলামি সাংস্কৃতিক আন্দোলনের অন্যাতম পুরোধা, বাংলা সাহিত্যের অন্যতম কবি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, ছড়াকার ও সাহিত্যিক, প্রকাশক এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক (৩য়) পরিচালক।

মহান আল্লাহ তায়ালা প্রিয় কবিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দিন। আমিন।

24/06/2024

মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ১৯৮০ সালে নিখোঁজ টংগির দত্তপাড়ার রোশনাকে পাওয়া গেছে পাকিস্তানে। লাইভটি ব্যাপক শেয়ার করে তাঁকে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরে যেতে সহায়তা করুন ||

23/06/2024

একটি জরুরী প্রাপ্তি সংবাদ!
এই বাংলাদেশি মহিলাকে পাকিস্তানে পাওয়া গিয়েছে।
উনার ঠিকানা শুধু দত্তপাড়া, টংগি, বাংলাদেশ, এতোটুকুই জানেন।
একটি দুষ্কৃতিচক্র ১৯৮০ সালে ১০ বছর বয়সে এই মহিলাকে পাকিস্তানের করাচিতে বিক্রি করে দিয়েছিলো। পাকিস্তানের একটি ইউনিভার্সিটির একজন প্রফেসর উক্ত মহিলার ভিডিও ধারণ করে মুক্তবাংলার কাছে পাঠান।
এই ভিডিওটি উনার কোনো ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনের নজরে আসলে দয়াকরে কমেন্টবক্সে মোবাইল নাম্বার দেয়ার জন্য অনুরোধ করা হলো।

18/06/2024

ঈদের আনন্দটা পানিতে ভাসিয়ে নিল
Click on the Comments

16/06/2024

14/06/2024

সিলেটে নজিরবিহীন বৃষ্টি...

13/06/2024

সিলেটে আজ বৃষ্টি আর বৃষ্টি..!

11/06/2024

এম এস বি এর উদ্যোগে ব্র্যাডফোর্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

10/06/2024

"ব্র‍্যাডফোর্ডে এমএসবি এর পরিচ্ছন্নতা অভিযান"
--বিস্তারিত কমেন্টে--

07/06/2024

"বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা ১৭ই জুন"
বিস্তারিত কমেন্টে....

06/06/2024

সিলেটে দুই কোটি টাকার ভারতীয় চিনি আটক!
লিংক কমেন্টে..

02/06/2024
31/05/2024

Queens House jummah Kuthba

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Mukto Bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like