ভালোবাসার নীড়

ভালোবাসার নীড় সচেতন মূলক,অনুপ্রেরণা মূলক এবং শিক্ষ?

বলিনি তো একটা কাঁচের ঘর, লক্ষ টাকার দামী খাট কিংবা থাইল্যান্ড অথবা ব্যাংককের সমুদ্রতটের কোন ঘর! সব স্বপ্ন পূরনে কোটি টাকার চেক কাটা লাগেনা, লাগে কাদা মাটির মত এক টুকরা নরম ভালবাসা। যে ভালবাসাকে ইচ্ছা মত নেড়ে চেড়ে সাজিয়ে দেয়া যায়।

03/01/2024

ফেইসবুক 🙂
যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কেউ কি খুঁজবে আমায়? হয়তো না। যদি আমার আইডি থেকে হটাৎ করে পোস্ট করা না হয় কেউ কি মিস করবে , হয়তো না। 😥🥺
ইনবক্সে হয়তো মেসেজ আসবে কিন্তু সিন হবে না রিপ্লাই যাবে না , পরে থাকবে আমার আইডি টা ঐ ভাবে। কেউ কেউ হয়তো অপেক্ষা করবে এই বুঝি অনলাইনে আসলো। আবার কেউ কেউ টেরই পাবেনা কেউ একজন হারিয়ে গেলো এই পৃথিবী থেকে । 😞😰
হঠাৎ কারো একটা সময় হয়তো মনে পরবে যে , কে জানি আর নেই কষ্ট করে নাম টা সার্চ করবে , আইডিতে আগের পুরানো প্রোফাইল টা চেক করবে আর ভাববে হুট করে মানুষটা কোথায় হারিয়ে গেলো। 😕
আবার কেউ কেউ এক্টিভ না পেয়ে হয়তো ফ্রেন্ডলিস্ট থেকে আনফ্রেন্ড করে দিবে । যখন আমি থাকবো না আমার স্মৃতি গুলি কি কারো মনে পরবে? হয়তো না আবার হয়তো হ্যাঁ ! 😥😟
তবে হারাতে হবে , হারাতে হয় কেউ আয়োজন করে হারায় কেউ হুট করে হারায় আমি না হয় হুট করে হারিয়ে যাবো 💔🥀
পৃথিবীর সব থেকে শান্তির সুখের নিদ্রা হয়তো আসবে ঐ সুন্দর স্নিগ্ধ নতুন সাদা কাপড়ে মুড়ানোর পর । শান্তির ঐ ঘুমে ঘুমানোর প্রহর যেনো কোনো ক্রমেই শেষ হচ্ছে না। অপেক্ষার প্রহর আসলেই খুব বিশ্রী 😕😞
সকল অবহেলা অবজ্ঞা থেকে মুক্তির একমাত্র সন্ধান হলো মিথ্যে মায়ার সুশ্রী পৃথিবী থেকে হারিয়ে যাওয়া । প্রশান্তির একমাত্র নিঃশ্বাস বুঝি লুকিয়ে আছে ঐ সাদা কাপড়ের বিতর ।
দিন শেষে আমরা সবাই অপেক্ষমাণ ঐ অনন্তকাল হারিয়ে যাওয়ার দিন টির জন্য... 💔🖤

29/12/2023

যা ছিলো গ্রাম্য তাই এখন লাক্সারি 🙂🖤
ভাত যাতে গরমে নষ্ট না হয় ,তাই এক সময় ভাতে পানি ঢেলে রাখা হতো । সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিনত হত। এই সমস্যা থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো। এখন মানুষ বেশী টাকা দিয়ে রেষ্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায় , ফেইসবুকে পান্তা ভাত নিয়ে আদিখ্যেতা করে।
প্লেইট সহজলভ্য ছিলো না বলে এক সময় মানুষ কলাপাতা কেটে তাতে খাবার খেতে । এখন সবার বাড়িতে প্লেইট আছে , কিন্তু নামী রেস্তোরাঁয় কিংবা কখনো বাড়িতেও কলাপাতায় খাবার খাওয়ার সজুগ হলে মানুষ সেটা কে লাক্সারিয়াস মনে করে।
লুঙ্গী পাঞ্জাবি বিংবা শাড়ি পরাটাই চল ছিলো একটা সময়।
ঘরে বাহিরে প্রতিটি যায়গায় এগুলি ছিলো স্বাভাবিক পোশাক , এগুলা পরার ঝামেলা বলে পরবর্তীকালে শার্ট-প্যান্ট জনপ্রিয় হলো মানুষের কাছে। এখনকার ছেলেমেয়েরা লুঙ্গি পাঞ্জাবি শাড়ি পরে ভীষণ স্পেশাল অকেশনে কিংবা উৎসবের সময় ।
গ্রামের জীবনযাত্রা কে অত্যাধুনিক করার জন্য এবং মানুষের জীবন কে আরামদায়ক বানানোর জন্যেই শহরের সৃষ্টি হলো। কুঁড়েঘর ভেঙ্গে ফ্ল্যাট তৈরি হলো , চাষের জমিতে কারখানা তৈরী হলো , গাছ কেটে চওড়া রাস্তা বানানো হলো। কিন্তু এখন যেকোনো শহরবাসীকে জিজ্ঞেস করুন তার শহর পছন্দ নাকি গ্রাম , বেশীরভাগই উত্তর দিবে গ্রাম। প্রাকৃতির সান্নিধ্যে পাওয়া এখন লাক্সারি । পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া এখন খরচা সাপেক্ষে। অতচ জঙ্গল কেটেই আমাদের এই নগরের সৃষ্টি । কারণ আমরা জঙ্গলের বদলে নগর চেয়েছিলাম।
এগুলি থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে গেলেই সেগুলি মূল্যবান হয়ে যায়। সাথে থাকাকালীন কেউ মূল্যই বুঝে না । কখনো নিজের গুরুত্ব বুঝানোর জন্য হারিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন .... 💔🥀©

পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনের স্থান পরিবর্তন 🙂🙃
23/09/2023

পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনের স্থান পরিবর্তন 🙂🙃

22/09/2023

পৃথিবীতে সব থেকে কঠিনতম কাজ কি???

in my opinion মানুষ চেনা 🙂

Adresse

Md Anfor Ali 199 Avenue Gallieni
Paris
93140BONDY

Heures d'ouverture

Lundi 09:00 - 17:00
Mardi 09:00 - 17:00
Mercredi 09:00 - 17:00
Jeudi 09:00 - 17:00
Vendredi 09:00 - 17:00
Samedi 09:00 - 17:00

Téléphone

+33753890317

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ভালোবাসার নীড় publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Vidéos

Partager

Type


Autres Magazine à Paris

Voir Toutes