Mofiz.com

Mofiz.com Our aim is to collect orders and deliver products according to the demand letter.

12/04/2024

মফিজ নামের ছোট্র ইতিহাস : রংপুর বিভাগের গাইবান্ধা জেলার এক প্রত্যন্ত গ্ৰামের স্বল্প শিক্ষিত ব্যাক্তির নাম মফিজ। কেউ কেউ বলার চেষ্টা করেন তিনি ছিলেন বাস কন্ডাক্টার বা পেসেঞ্জারদের দালাল। কিন্তু অথেন্টিক এক সোর্স বলছে তিনি ছিলেন একজন সৎ ড্রাইভার। তিনি তার শেষ জীবনের সঞ্চয় এবং পৈতৃক সুত্রে প্রাপ্ত জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করেন এবং ঢাকা -গাইবান্ধার রুটে বাসটি চালু করেন। মংগা কবলিত গরীব দরদী মফিজ সাহেব সে সময় দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে আসতেন।
মফিজ সাহেব বয়সের ভারে একসময় অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্না দেয়া শুরু করলেন। তাদের জন্য ঐ সময় সাদা কাগজে মফিজ ভাড়া কম নেওয়ার কথা লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদের নাম মাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা ব্যবস্থা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষর যুক্ত কাগজ পেলে কম ভাড়া আদায় করতেন।
তখন সুপারভাইজার বলতেন ছাদে কয়জন মফিজ আছো? অর্থাৎ কয়টা স্লিপ মফিজ সাহেব দিয়েছেন তা জানার জন্য উচ্চস্বরে ডাকতেন, কয়জন মফিজ আছে। আর এইভাবে গরিবের বন্ধু হিসাবে মফিজ নামটি চালু হয় যা বর্তমানে বলা চলে একটি ব্রান্ড নামে পরিচিতি পেয়েছে। আজ আমরা হাসি, তামাশা, ঠাট্টা করে অনেক সময় মফিজ শব্দটি উচ্চারণ করি। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন তো, মফিজ হওয়ার যোগ্যতা কি আমার আপনার আছে ?

Adresse

Dortmund

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Mofiz.com erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen


Andere Social Media-Agentur in Dortmund

Alles Anzeigen