TurjaTales

TurjaTales আমি আসছি আমাদের জার্মান জীবনশৈলী আর ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন শহরের ভিডিও নিয়ে।

16/04/2024
15/04/2024

জার্মানিতে আমাদের প্রবাসের ঈদ ❤️😍
পরিবার ছাড়া ঈদ :(

#ঈদ #প্রবাসে #প্রবাসী #জার্মানী
#বার্লিন ্দ #প্রবাসের_ঈদ

10/04/2024

সুবহান আল্লাহ, জার্মানির বার্লিনে কী অপূর্ব টার্কিশ মসজিদ। 🕌

09/04/2024
09/04/2024
09/04/2024
07/04/2024

জার্মানির বার্লিনে টার্কিশ ইফতার বাজার 😍

#জার্মানি #প্রবাসী #প্রবাস_জীবন #ইফতার

05/04/2024

জার্মানির বুকে বাংলাদেশি মসজিদে ইফতার পার্টি।

#জার্মানি #প্রবাসী #ইফতার

01/04/2024

মদিনার মসজিদে নববী এর সামনে ইফ্তারের সময় কেউ একজন তাকে কিছুটা টক দই দিয়েছে।
আরেকজন খুব চেষ্টা করছে কিভাবে উপরে উঠে সেটাতে ভাগ বসাতে 😅

অসাধারণ❤️

আবু হুরায়রা এর ইসলাম গ্রহণের আগে নাম ছিলো আবদু শামস। ইসলাম গ্রহণের পরে মুহাম্মাদ তার নাম পরিবর্তন করে রাখেন আবদুর রহমান। আবু হুরায়রা নামটিতে একটি মজার কাহিনী রয়েছে। একদিন হযরত আবু হুরায়রা জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলের দরবারে উপস্থিত হন। বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল তাঁকে রসিকতা করে- ‘হে বিড়ালের পিতা'!বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। আরবি ভাষায় হুরায়রা স্ত্রী লিঙ্গ আর হিররিন পুং লিঙ্গ। হুরাইরাহ শব্দের অর্থ বিড়ালছানা। আবু হুরায়রা শব্দের অর্থ বিড়ালছানার পিতা।

আমার খুব আনন্দের শখ হলো রান্না করা।একজনের শখ রান্না করা হলেই যে তাকে শেফ লেভেলের রান্না করতে হবে ব্যাপারটা এমন না। নিজের...
15/03/2024

আমার খুব আনন্দের শখ হলো রান্না করা।
একজনের শখ রান্না করা হলেই যে তাকে শেফ লেভেলের রান্না করতে হবে ব্যাপারটা এমন না। নিজের রান্না নিজের কাছে ভালো লাগলেই হল ;)

12/03/2024

কি একটা অদ্ভুত সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের মাঝে। ইফতার এর ছবি না দিলে যেন রোজার পরিপূর্ণতা পায়না (নাউজুবিল্লাহ)
নিজেকে জিজ্ঞেস করুন এই রোজা, সেহরি কিংবা ইফতার আসলে কার জন্য করেন?
আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে।

02/03/2024

জার্মানিতে দেশি মধু মাস শুরু 😍 সব আমাদের দেশি ফল 😍

পশু পাখি খুব সহজে মানুষের ভালোবাসা বুঝতে পারে,তাদের সেই ভালোবাসায় সন্দেহ থাকেনা। মানুষই শুধু ভালো কিছু হতে দেখলে সন্দেহ ...
19/02/2024

পশু পাখি খুব সহজে মানুষের ভালোবাসা বুঝতে পারে,তাদের সেই ভালোবাসায় সন্দেহ থাকেনা। মানুষই শুধু ভালো কিছু হতে দেখলে সন্দেহ প্রকাশ করে। যেন সহজ ভাবে ভালবাসা পাওয়াটাই সন্দেহজনক।

আমাদের জার্মানীতে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে 😉কিন্তু আমি এখনও তুষার শুভ্র সাদা থেকে বের হতে পারিনি 😅😉
18/02/2024

আমাদের জার্মানীতে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে 😉
কিন্তু আমি এখনও তুষার শুভ্র সাদা থেকে বের হতে পারিনি 😅😉

22/01/2024

আমরাই হয়ত শেষ জেনারেশন যাদের বউ আসলেই মেয়ে।

19/01/2024

বাংলাদেশে বেশি ঠাণ্ডা নাকি ইউরোপে বেশি ঠাণ্ডা?


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

05/01/2024

মানুষের কথার মাঝেই তার মন মানসিকতা বোঝা যায়। আর বোঝা যায় মানুষ গুলো আপনাকে নিয়ে কী ভাবে।
সাবধান, এই সব মানুষ থেকে যারা badbuzz দিবে সবসময়।

31/12/2023

জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাস মার্কেট (পর্ব - ৩)


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

24/12/2023

জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাস মার্কেট (পর্ব - ২)


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

21/12/2023

ঠাণ্ডার দেশে সাইনাস ইনফেকশন কতটা অভিশাপ এর মতো 😰
এর মাঝে ডাক্তার আবার গেছে ক্রিসমাসের ছুটিতে। তাই প্রেসক্রিপশন ছাড়াই কিনলাম ঔষধ 🤦🏻


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

18/12/2023

জার্মানির রাজধানী বার্লিনে ক্রিসমাস মার্কেট (পর্ব - ১)


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

আজ মাগরিবের সময় হঠাৎ করে আকাশ যেন রক্তবর্ন ধারণ করল। সুবাহান আল্লাহ। দেশে থাকলে নানু দাদুর দুষ্টুমি করে বলে আজ খেকশিয়া...
17/12/2023

আজ মাগরিবের সময় হঠাৎ করে আকাশ যেন রক্তবর্ন ধারণ করল। সুবাহান আল্লাহ। দেশে থাকলে নানু দাদুর দুষ্টুমি করে বলে আজ খেকশিয়ালের বিয়ে হচ্ছে 😅

16/12/2023

ভিডিওটা ২০১৮ সালে করা। দেখতে দেখতে ৫ বছর হয়ে গেল -

“জার্মানি তে আছি এখনও বছর পূর্ণ হয়নি, কিন্তু এই অল্প কয়দিনে নিজের মাটি কে মিস করা কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর যখনই সুযোগ হয় তখনই আমি চেষ্টা করি বিদেশীদের কাছে আমাদের বাংলাদেশের ভাল দিক গুলো গুছিয়ে প্রকাশ করতে। আমার জার্মান বান্ধবী কে এত এত গল্প শুনিয়েছি,সে একরকম একটা আবদার করল বাংলাদেশ নিয়ে একটা গান গাইবো।
বিশাল বিপদ! সে প্রফেশনাল মিউজিশিয়ান হলেও আমি তো ভাই বাথরুম সিঙ্গার!!! আমি তো ভাই এত ইন্সট্রুমেন্ট নিয়ে গাইতে পারিনা। সে সাহস দিয়ে বলল শুধু একটা গিটারের তারে টুং টাং করবে আর আমাকে শুধু দেশ কে ভালোবেসে গলা ছেড়ে গাইতো হবে।
চেষ্টা করেছি আমি আমার সাধ্যমত। জানিনা কতটুক পেরেছি।
স্ট্রাগল শুধু আমার ছিল তা কিন্তু না, তার ও ছিল। সাধারণ ভাবে জার্মান রা 'র' কে 'গ' এর মত উচ্চারণ করে। তাই ' সারা বিশ্বের বিস্ময়' লাইন টা বলতে তার আধ ঘন্টা প্র্যাকটিস করতে হয়েছে!!!
তাই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর ভাবে দেখবেন।
#বিজয় #দিবস
আমাদের বিজয়ের শেষ না হোক ।
#সারা_বিশ্বের_বিস্ময়_তুমি_আমার_অহংকার 🇧🇩

নওশাদ তূর্য
১৫/১২/২০১৮
মাগদেবুর্গ,জার্মানি”


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

12/12/2023

কিছুদিন আগে জার্মানির রাজধানী বার্লিনে হয়ে গেল হেমন্ত উৎসব। আর সেই প্রোগ্রামের প্রধান আকর্ষণ ছিল ওপার বাংলার জনপ্রীয় গায়িকা মৌসুমী ভৌমিক।

আর সাথে ছিল গ্রাম বাংলার পিঠাপুলির স্টল আর বাংলাদেশি খাবার এর স্টল।


#বাংলাদেশি #প্রবাসী #বার্লিন #বিদেশ #জার্মানি #ইউরোপ

06/12/2023

তুষারপাত মানেই কি শুধু রোমান্টিক? প্রতিদিন এত ওজন এর জ্যাকেট পরে বাইরে যেতে কী আসলেই খুব ভালো লাগে? আসলে আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটাই নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সেই ভালো টা দেখার জন্য কী আমরা ধৈর্য ধরতে পারি ?

শুকরিয়া করুন যে যেখানে যে অবস্থায় আছেন। সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন।

কে কে আছেন আমার মতো রেডি হওয়ার আগেই ফটোগ্রাফার ভালো ছবি তুলে ফেলে? 🤦🏻আর এর পর রেডি হওয়ার পর কোন ভালো ছবি উঠেনা 🙂
05/12/2023

কে কে আছেন আমার মতো রেডি হওয়ার আগেই ফটোগ্রাফার ভালো ছবি তুলে ফেলে? 🤦🏻
আর এর পর রেডি হওয়ার পর কোন ভালো ছবি উঠেনা 🙂

ছোট বেলায় প্রথম আমি যখন শাহরুখ খানের মোহাব্বতিন সিনেমা দেখলাম তখন প্রেম ভালোবাসা বুঝার কিংবা উপলব্ধি করার বয়স ই আমার হ...
30/10/2023

ছোট বেলায় প্রথম আমি যখন শাহরুখ খানের মোহাব্বতিন সিনেমা দেখলাম তখন প্রেম ভালোবাসা বুঝার কিংবা উপলব্ধি করার বয়স ই আমার হয়নি। কিন্তু ওই সিনেমার একটা দৃশ্য আমার মনে দাগ কেটেছিল। শাহরুখ খান যখন তার ভালোবাসার ঐশ্বর্য কে ম্যাপেল পাতায় প্রেম পত্র লিখল। কি অদ্ভুত এক দৃশ্য। হয়ত নব্বই দশকের অনেক তরুণ তরুণী এমন করতে চেয়েছিল। কিন্তু আরেকটু বড় হয়ে যখন অনুভূতি গুলো আরও গভীর হল, তখন এই দৃশ্যের মিষ্টতা আমি বুঝলাম।
দেশে বসে ভাবতাম না জানি কত সুন্দর এই গাছ। 🥹

হয়ত এই পাতার প্রেমে পড়ে কানাডা যাওয়ার ইচ্ছেও জেগেছিল।😅এখন যখন আমাদের জার্মানিতে শীত আসি আসি করছে। গাছের পাতা হলুদ, লাল, কমলা রং ধারণ করেছে, আর যেদিকে তাকাই সেদিকে যেন এই ম্যাপেল পাতা ঝরে পড়ে আছে তখন যেন সেদিকে খেয়াল ও যায়না।
হয়তো মানুষের জীবন টাই এমন। কোন সৌন্দর্য ধরা ছোয়ার বাইরে থাকলেই সেটা বেশি সুন্দর, বেশি আকর্ষণীয় ঠেকে। ধরা ছোয়ার মাঝে এসে পড়লে হয়ত, অনুভূতি গুলো সেভাবে কাজ করেনা।

যাই হোক ম্যাপেল পাতা বলুন কিংবা ভালোবেসে মোহাব্বতীন পাতা বলুন। এর সৌন্দর্য্যকে আপনার প্রশংসা করতেই হবে।🍁🍁🍁

12/10/2023
12/10/2023
09/10/2023

হেমন্তের এক ছুটির সকালে চমৎকার আবহাওয়া আর গাছের মরা পাতার মড়মড় শব্দ সব যেন শীতের আগমনী বার্তা দেয়। চারিদিকে সবুজ থেকে কমলা হয়ে গিয়ে প্রকৃতি যেন তার আপন রূপে নিজের রূপ বদলে ফেলে। 🍁🍂🥮

আর সেই সাথে মিষ্টি রোদ গায়ে মেখে আজ আমার ছোটখাটো একটা আড্ডা ভ্লগ।

পরবর্তী নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থাকুন।

#ইউরোপ #জার্মানি #বিদেশ #জার্মানি_ভ্লগ #প্রবাসী #প্রবাস_জীবন #হেমন্ত #শীত

Adresse

Berlin

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von TurjaTales erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie


Andere Digital Creator in Berlin

Alles Anzeigen