নিস্তব্ধ শহর

নিস্তব্ধ শহর "ওহে জীবন, তোমার কাছে প্রচুর অভিযোগ আছে। কিন্তু, তুমি যা দিয়েছো আমাকে, বহুজনের ভাগ্যে সেটাও জুটে না।" কিন্ত সবার সাথে মিলেমিশে

24/05/2024

আরার আমলত বিয়া এত কঠিন ন আস্সিল

24/05/2024

ভালোবাসা না দাও অন্তত একটা মামলা দিও তারিখে তারিখে আমাদের দেখা হবে

23/10/2023

আল্লাহ সর্বশক্তিমান❤️❤️

জিদ্দা সমুদ্র সৈকত❤️❤️🥰  কি নাই এখানে?
23/10/2023

জিদ্দা সমুদ্র সৈকত❤️❤️🥰
কি নাই এখানে?

06/10/2022
04/10/2022

অনেক সুন্দর জায়গায় ❤️

02/10/2022

মাশাআল্লাহ অনেক সুন্দর হাসি

27/09/2022

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা

আমাদের টিকটিকার Sabbir Rahman
26/09/2022

আমাদের টিকটিকার Sabbir Rahman

25/09/2022

যারা সামনে বিবাহ করতে যাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, যত কম পারেন তত কম বরযাত্রী নিয়ে শুভ বিবাহের কাজটা সেরে ফেলুন।

বাজারে জিনিসপত্রের যে দাম, অনেক মধ্যবিত্ত পরিবার পারিবারিক খরচ চালাতে হিমশিম খাচ্ছে। তার উপর মেয়ের বিয়ের বাড়তি খরচ বাড়তি চাপ তৈরি করবে নিশ্চিতভাবে।

হতে পারে মান-সম্মানের দিকে তাকিয়ে আপনার হবু শ্বশুর ধার-দেনা করে অনেক বরযাত্রী খাওয়ানোর আয়োজন করতে হবে। পরে সেই পরিবারের ধার-দেনার জালে আটকা পড়ে নিঃশেষ হয়ে যাবে। অথবা তাকে বাড়তি টেনশনে পড়তে হবে।

আপনার যদি বন্ধু-বান্ধব কিংবা আত্নীয়-স্বজন বেশি থাকে, নিজের বাড়িতে কিংবা রেস্টুরেন্টে নিজের খরচে দাওয়াত করে খাওয়াতে পারেন। তারপরও মধ্যবিত্ত কনের পিতার উপর বাড়তি চাপ তৈরি করবেন না, প্লিজ♥

25/09/2022

মরিয়ম মান্নান ওয়েবসিরিজ সাবস্ক্রিপশন ছাড়াই দেখলাম।

আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন।😃😃

25/09/2022

ল্যাপটপ কিনে না দেয়ায় যে মেয়েটি তার বাবাকে ঘুমের মধ্যে ছু'রি দিয়ে একটানা ১৩টি স্টেপ মারলো শরীরের বিভিন্ন অংশে, তার বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।।।

এমতাবস্থায় তার বাবা পুলিশকে অনুরোধ করলো, "স্যার আমার মেয়েরে থানায় নিয়েন না দয়া করে, অন্ধকার ঘরে সে ভয় পাবে, বাচ্চা মানুষ ভুল করেছে। তার সামনে ভাসির্টির এডমিশন পরীক্ষা। তার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে, চাকরি পাবেনা আর। আমার মেয়ে টারে ছেড়ে দিয়েন, আর তাকে বইলেন, যদি আমি বেঁচে থাকি, তবে এই মাসের বেতনটা পেলেই আমি তারে নতুন ল্যাপটপ কিনে দিবো। আর যদি মা'রা যাই, আমার আলমারিতে আমার জমানো ৪০ হাজার টাকা আছে, সেটা তার হাতে দিয়ে বইলেন, তার পছন্দের ল্যাপটপ কিনে নিতে।"

এটাই হলো বাবা...

৩০ দিন ধরে এতো চেষ্টা করলাম নিজেকে লুকাই রাখার আপনাদের জন্য আর পারলাম না!!!হতাশআমি খুবই হতাশ 🥲
25/09/2022

৩০ দিন ধরে এতো চেষ্টা করলাম নিজেকে লুকাই রাখার
আপনাদের জন্য আর পারলাম না!!!

হতাশ
আমি খুবই হতাশ 🥲

24/09/2022

সবচেয়ে বড় সফলতা হলো, সবসময় নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা!
আলহামদুলিল্লাহ 🤍

24/09/2022

প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে,
নিজের ইচ্ছে মত,পছন্দ মত বাঁচার অধিকার আছে
যতক্ষণ না সেটা অন্য কারও ক্ষতির কারণ হচ্ছে ,
আপনার আশেপাশের মানুষকে নিজের মত থাকতে দিন,
বাঁচতে দিন,নিঃশ্বাস নিতে দিন তার খোলা আকাশে 🖤

24/09/2022

একটা মানুষকে লাশ বানাতে ২৭ দিন লেগে গেলো!
নাকি জন্মদিনে মায়ের লাশ উপহার দিবে বলে ভেবেছিলো!....

14/09/2022

জেনেছিলাম মানুষ মরে গেলে আর ফিরে আসে না,
এখন জেনেছি কেউকেউ ছেড়ে গেলেও ফিরে আসে না।

10/09/2022

আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে
আল্লাহর রহমত

31/08/2022

অবহেলার গভীরতা আরও বাড়াও,
এসমস্ত অবহেলা আমি সইতে পারি।

31/08/2022

বৃষ্টির সাথে তোমার এতো কি!
বৃষ্টি এলেই পুরানো দিনগুলো দেয় উঁকি।

30/08/2022

- কিছু কিছু সম্পর্ক আছে.!😪
- যেগুলো জোর করে ভা,ঙা যায় না.!😘

- যেমন: আমি আর আমার ঘুম.!😎🤣

25/08/2022

সবাইকে মনোযোগ সহকারে শুনার অনুরোধ রইলো

23/06/2022

আমি হাত দিয়ে যা চুই তা দুঃখ হয়ে যায় 😭

23/06/2022

মানবতার ফেরিওয়ালা

🥰🥰
23/06/2022

🥰🥰

19/06/2022

যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো

#ভুল ট্রেনে উঠে পড়লে যতদুর যাবে ফেরার পথ তত কঠিন হবে সময় থাকতে নিজেকে বদলে নেওয়াই উওম

Adresse

Malta
Berlin

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von নিস্তব্ধ শহর erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Videos

Teilen

Kategorie


Andere Digital Creator in Berlin

Alles Anzeigen

Sie können auch mögen