09/25/2024
পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হচ্ছে, সে নিজেই। যদিও আমরা বলে থাকি যে আমার মা, বাবা, সন্তান, স্বামী, স্ত্রী, আমার সবচেয়ে আপন মানুষ। তো বিষয়টা ঠিক আছে, কিন্তু সেটা আপনার নিজের পরেই৷ আমাদের আপন সেই মানুষটা হয়, যার কাছে মানুষ তার নিজের আনন্দ খুঁজে পায়। সাধারনত মানুষ নিজের সুখ বা আনন্দ যার কাছে বেশি পেয়ে থাকে সেই তার আপনজন, সেই মানুষটা সে নিজেই ৷ আসলে মানুষের মস্তিষ্ক সবসময় তার নিজের সুখ খুঁজতে চেষ্টা করতে থাকে।