The Gate of News-খবর দ্বার

The Gate of News-খবর দ্বার Political review of Bangladesh about human rights & democracy
(1)

The tree of peace. যে পুরস্কার বাকু ফোরাম থেকে দেয়ার কথা বলা হয়েছে সেই একই পুরস্কার শেখ হাসিনাও পেয়েছিল। যদি এটা UNSCO এ...
03/28/2024

The tree of peace. যে পুরস্কার বাকু ফোরাম থেকে দেয়ার কথা বলা হয়েছে সেই একই পুরস্কার শেখ হাসিনাও পেয়েছিল। যদি এটা UNSCO এর সম্পর্ক না থাকে তবে বাকু ফোরামের ওয়েব সাইটে এটা কেনো লেখা আছে? ২০১৪ সালে একই পুরস্কার শেখ হাসিনাও পেয়েছিলেন। তবে প্রশ্ন হচ্ছে হেদবাসিরের তৈরী ভাস্কর্য যিনি ইসরাইলী বংশভুত ফরাসী নাগরিক যেটা পুরস্কারের অবয়ব। তবে কি হেদবাসির ২০১৪ সালে ইসরাইলী বংশভুত ছিল না???
ছবি কি কথা বলছে?????

বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট নিয়ে শে কোনো পোষ্ট বা কমেন্টস করলেই এর পিছে গালি তো শুধু পশ্চিম বঙ্গের লোকেরা দিচ্ছে না, ওদে...
03/22/2024

বয়কট ইন্ডিয়া বা ইন্ডিয়া আউট নিয়ে শে কোনো পোষ্ট বা কমেন্টস করলেই এর পিছে গালি তো শুধু পশ্চিম বঙ্গের লোকেরা দিচ্ছে না, ওদের সাথে বাঙ্গুল্যান্ডের কিছু ভারতের দালালরাও গালি দিচ্ছে যুক্তি দেখাচ্ছে। কিন্তু আমি দেখছি উৎসাহী বেশ কিছু মানুষ না বুঝে বয়কট ইন্ডিয়া আন্দোলনে যুক্ত হয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। কোন কোন পণ্য আমরা বয়কট করছি সেটা কেনো করছি এবং এই আন্দোলন কোন পর্যায়ে সেটা গুরুত্বের সাথে লক্ষ্য রাখা জরুরী।

ভারতের দাদা বাবুরা লিখছেন তোমরা এইটা নিচ্ছো কেনো? ঐটা নিচ্ছো কেনো? ভারতে চিকিৎসা করতে আসা বয়কট করো ইত্যাদি ধরনের কথার সাথে বাংলাদেশকে ছোট করে নানান গালি। আমি ঐ দাদাদের স্পষ্ট করে জানাতে চাই, তুমি বিক্রেতা আর আমি ক্রেতা তোমার দোকানের কোন জিনিসটা আমি কিনবো সেটা আমার নিজের সিদ্ধান্ত। তোমরা আমাদের বিনামূল্যে দিচ্ছো না যে সেটা নিয়ে বড় গলায় কথা বলছো। আমাদের আন্দোলন এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অর্থাৎ কনজ্যুমার আইটেমের উপর চলছে। ধীরে ধীরে অন্যসব ভারতীয় পণ্য বর্জন করা হবে। সুতরাং বেশি লাফালাফি করিও না।

রাজনৈতিক দলগুলো সংহতি এই বয়কট আন্দোলনকে উচ্চ মাত্রায় নিতে পারে আবার ভুল সিদ্ধান্ত আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অতএব সতর্ক থাকতে হবে অতি উৎসাহী হওয়া মানুষ গুলো থেকে…

চুরি ঠেকাতে বিমানের পুকুর চুরি••••••••••••••••••••••••••বিশ্বমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করতে বড়ি-ওয়ার্ন ক্যা...
01/11/2024

চুরি ঠেকাতে বিমানের পুকুর চুরি
••••••••••••••••••••••••••
বিশ্বমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করতে বড়ি-ওয়ার্ন ক্যামেরাসহ ১ হাজার কোটি টাকা মূল্যের প্রায় ৩ হাজার ৬০০ সরঞ্জাম কিনবে বিমান।

যুক্তরাষ্ট্রে যে বডি ক্যামেরাগুলো ব্যবহার করা হয় সেটার সর্বোচ্চ মূল্য ২৫০ বা ৩০০০০ টাকা।

ধরা যাক যদি এয়ারপোর্টে ১০০০ বডি ক্যামেরা লাগবে। এতে ৩০০০ ক্যামেরা হলেই যথেষ্ট ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের জন্য। সারা দেশে ধরে নিলাম আরো ২০০০ ক্যামেরা দরকার। সব মিলিয়ে ৫০০০ ক্যামেরা।

৩০ হাজার টাকা ধরে হিসেব করলে ৫ হাজার ক্যামেরার দাম দাড়ায় ১৫ কোটি টাকার মত। এডমিন খরচ ধরুন আর ৫ কোটি। তাহলে ২০ কোটি টাকাতেই মামলা চুকে যাবার কথা!!!

অথচ তাদের বাজেট ১ হাজার কোটি টাকা। যা দিয়ে কেনা যাবে ৩ লক্ষ ৩৩ হাজার ৩৩৩ টি বডি ক্যাম!!!

এ বাজেটে তো গোটা দেশ ক্যামেরার আওতায় চলে আসার কথা।

01/11/2024

বাইডেনের নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান হোয়াইট হাউসের
••••••••••••••••••••••
অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্খা সেই প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্রের কোনো নড়চড় হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি)'র স্ট্র্যাটিজিক কমিউনিকেশন সমন্বয়ক অ্যাডমিরাল জন কিরবি।

সাংবাদিক মুশফিক ফজল আনসারীর এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাইডেন প্রশাসন বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে যাচ্ছে।

বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বাংলাদেশে একতরফা নির্বাচন এবং বিরোধীদলের ওপর সরকারের অব্যাহত আক্রমণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কিরবি এসব কথা বলেন।

প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে প্রশ্নের জন্য আহ্বান জানালে ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করে হোয়াইট হাউস সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "বাংলাদেশের একতরফা নির্বাচন সমাপ্ত হয়েছে। নির্বাচনে যেভাবে বিরোধীদলের ওপর আক্রমণ করা হয়েছে তার নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব। দ্য গার্ডিয়ান এই নির্বাচনের সমালোচনা করে তাদের এক রিপোর্টে বলেছে, বিরোধীদলের ওপর সরকারের পৈশাচিক আক্রমণ। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক রিপোর্টে বলেছে, বাইডেনের গণতন্ত্র প্রচারের সীমাবদ্ধতা দেখিয়ে দিলো বাংলাদেশ। এর আগে আপনি বলেছিলেন, বাংলাদেশের জন আকাঙ্খার প্রতিফলনে যা করা দরকার তা-ই করবেন। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে আপনারা ভিসা নীতি ঘোষণা করেছিলেন। বাইডেন প্রশাসনের গণতন্ত্রের বিস্তৃতির চেষ্টা বাংলাদেশে বাধাগ্রস্ত হয়েছে মর্মে যে সমালোচনা উঠেছে সে বিষয়টিকে আপনারা কী ভাবে দেখছেন?

জবাবে কিরবি বলেন, “অবশ্যই আমরা এখনো বিশ্বজুড়ে সক্রিয় এবং গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করি। বাংলাদেশের জনগণের আকাঙ্খা পূরণের প্রত্যাশার জায়গা থেকে আমাদের কোনো নড়চড় হয়নি। আমাদের সেই প্রত্যাশা হলো একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন।"

অপর এক প্রশ্নে এই সংবাদদাতা জানতে চান, "নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেলেও ভূষিত হয়েছেন। নববর্ষের প্রথম দিনে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এটা সবার ধারণা যে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে আদালতকে এই কারাদণ্ড দেবার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা প্রাপ্ত এবং এই হোয়াইট হাউসে একাধিকবার আসা ড. ইউনূসের এই রায়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত কীনা?"

জবাবে কিরবি বলেন তিনি এই প্রশ্ন গ্রহণ করেছেন এবং লিখিতভাবে তার উত্তর জানাবেন।

Video: NBC

01/10/2024

কুষ্টিয়ায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু পক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীর মানববন্ধন। ভোট ডাকাতি ও আওয়ামীলীগকে দুইভাগে বিভক্তের অভিযোগ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। পুনরায় নির্বাচনের দাবী। স্মারকলিপি প্রদান…

নতুন এমপিদের জন্য সুখবর••••••••••••••••••••••••মাত্র নয় কোটি টাকায় ব্রান্ড নিউ হেলিকপ্টার বাজারে এসে গেছে। ৮০০ কেজি লোড ...
01/10/2024

নতুন এমপিদের জন্য সুখবর
••••••••••••••••••••••••
মাত্র নয় কোটি টাকায় ব্রান্ড নিউ হেলিকপ্টার বাজারে এসে গেছে। ৮০০ কেজি লোড নিতে সক্ষম এই হেলিকপ্টারের ওজন মাত্র ১০০ কেজি। 500 shp হর্স পাওয়ার ক্ষমতার এটি মাত্র ১৬০ লিটার Jet A1 তেলে ১ ঘন্টা চলতে সক্ষম। সম্পূর্ণ ডিজিটাল ককপিট, ডুয়েল চ্যানেল কন্ট্রোল। GT50 ইন্জিন পুরো আগামী প্রজন্মের এভিয়েশন। যুক্তরাজ্যে প্রস্তুত এই হেলিকপ্টার বর্তমান বিশ্বের সর্বাধুনিক। এখনই কিনে ফেলুন।
এটা বাড়ীর ছাদে রেখে যে কোনো সময়ে পুরো পরিবারসহ নিরাপদে ভ্রমন করতে সহায়ক হবে।
জনগন এবং স্থলের কোন শত্রুই আপনাকে স্পর্শ করতে পারবে না। এখনই সময়, কিনে ফেলুন….

US says Bangladesh elections were not free and fair•••••••••••••••••••••••••The United States shares the view that the w...
01/09/2024

US says Bangladesh elections were not free and fair
•••••••••••••••••••••••••
The United States shares the view that the weekend's elections in Bangladesh were not free and fair, the U.S. State Department said on Monday, adding that Washington was concerned by reports of vote irregularities and condemned violence that took place.
Bangladesh Prime Minister Sheikh Hasina swept to a fourth straight term in power, with her party winning almost 75% of the seats in Sunday's general election. But the main opposition Bangladesh Nationalist Party (BNP) boycotted the vote and turnout was low.
"The United States remains concerned by the arrests of thousands of political opposition members and by reports of irregularities on elections day," a U.S. State Department spokesperson said on Monday.
"The United States shares the view with other observers that these elections were not free or fair and we regret that not all parties participated."The ruling Awami League party won 222 seats out of 298, according to unofficial results released by the Election Commission. The election was Bangladesh's 12th since independence from Pakistan in 1971.
Rights groups have warned of a virtual one-party rule by Hasina's Awami League in the South Asian country of 170 million people.
The daughter of Sheikh Mujibur Rahman, founding father of Bangladesh, Hasina, 76, first became prime minister in 1996.
Hasina played down the opposition's boycott and said her aim was to boost the economy.

(REUTERS)

আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়া’র: ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসন•••••••••••••••••••বাংলাদেশে উত্তর কোরিয়া মডেলের গণতা...
01/07/2024

আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়া’র: ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসন
•••••••••••••••••••
বাংলাদেশে উত্তর কোরিয়া মডেলের গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসন। নিজেকে পর্যবেক্ষক উল্লেখ করে তিনি বলেন, আই ফাউন্ড দ্য নর্থ কোরিয়া মডেল হিয়া’র। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আঙিনায় বাংলা আউটলুকের সঙ্গে সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানী ঢাকার ৮টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। প্রচুর মানুষ। কেন্দ্রের চারপাশে তরুণ-যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক যায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছেন। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কি না? তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারেনি। অনেক লোক কিন্তু খুব কমই তাদের মধ্যে ভোটার।

জাজ কৌলসন আরো বলেন, বাংলাদেশের মানুষ খুব অতিথি পরায়ণ তারা আমাকে আপ্যায়ন করার চেষ্টা করেছে কিন্তু আমি বলেছি আমি ভোট দেখতে এসেছি। আমি আমার কাজ করছি।

জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এটা খুবই কৌতুহলের বিষয়। ‘আই ফাউন্ড হিয়া’র লং লাইন বাট মিনিমাম ভোটার্স। আই থিংক দিস মে বি এ ওয়ান পার্টি ইলেকশন। নো অপজিশন। আই ডু নট ফাইন্ড এনি কম্পিটিশন হিয়ার। বাট দ্য রুলিং পার্টি লিডার্স, সাপোর্টার্স ওয়্যার ভেরি এক্টিভ।”

বাংলা আউটলুককে তিনি আরো বলেন, যারা ভোট বর্জন করেছে তাদেরকে কোথাও আমি খুঁজে পাইনি। কোনো কেন্দ্রেই ভোটারদের বাঁধা দিতে দেখিনি।
আমি শুনেছি রাশিয়া ও চায়না এই নির্বাচনকে সমর্থন করে। আমিতো এখানে কোনো গণতন্ত্র দেখি না।

সারাদিনে যতগুলো কেন্দ্র আমি ঘুরেছি তাতে আমার ধারণা ৬ থেকে ৮ শতাংশ ভোট কাস্ট হতে পারে। এর বেশি হওয়ার সুযোগ নেই। সেই পরিমাণ ভোটারদের অংশগ্রহণ আমি পাইনি।
(সৌজন্যঃ বাংলা আউটলুক)

01/07/2024

কুষ্টিয়ার চারটি আসনে কে বিজয়ী আর কে নিকটতম, দেখে নিতে মাত্র ৩৭ সেকেন্ড লাগবে…

01/07/2024

১২টা বইএ নৌকায় সীল মারা শেষ॥ ভোটের সার্কাস চলিতেছে॥ ঈদ মোবারক..

01/07/2024

গতবার তুমি আমি মিলেই তো করেছিলাম। রাতের ভোটে বাধা। ঢাকা ৫ আসনে ট্রাক বনাম নৌকার উত্তেজনা..

01/05/2024

রাজধানীর গোপীবাগে বেনাপোল থেকে আসা ট্রেনে আগুন, ৪ জন যাত্রীর মৃত্যু
•••••••••••••••••••••••••••••••••
শুক্রবার ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর সামান্য সময় আগে রাত সাড়ে নয়টার দিকে গোপীবাগ কাঁচাবাজার এলাকায় ট্রেনে আগুনের ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
ট্রেনটির কয়েকটি বগিতে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানেই ট্রেনটি থেমে গেলে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দ্রুতই ফায়ার সার্ভিসের একাধিক দল সেখানে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি. র‍্যাব ও রেল কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত করছে, পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও এ নিয়ে কাজ করছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেনটির চারটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।এ পর্যন্ত চার জন যাত্রীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Benapole Express Tonight Near Gopibagh. Dhaka #বেনাপোল #ট্রেন

রাস্তা দিয়া হাঁটিতে হাঁটিতে হঠাৎ দীর্ঘদিন পর নন্দ ঘোষের সহিত সাক্ষাৎ হইয়া গেলো। দেখিলাম নন্দ খুবই দ্রুত হাঁটিয়া যাইতেছে।...
12/28/2023

রাস্তা দিয়া হাঁটিতে হাঁটিতে হঠাৎ দীর্ঘদিন পর নন্দ ঘোষের সহিত সাক্ষাৎ হইয়া গেলো। দেখিলাম নন্দ খুবই দ্রুত হাঁটিয়া যাইতেছে। আমাকে দেখিয়া হাঁটা থামাইয়া বলিল,
-দাদাকে অনেক দিন দেখিতে পাই নাই। সেই যে আপনি দেশান্তর হইলেন আর কোনো খোঁজ খবরই পাইলাম না। আপনার সহিত কথা বলিয়া আমি যে তৃপ্তি পাইতাম তাহা আর অন্য কারো সহিত হইতে পারে না।
এই ভাবে নন্দ ঘোষ তাহার পেটের সামগ্রীক কথা এক নিঃশ্বাসে বলিয়া ফেলিতে চাইতেছিল। আমি তাহাকে থামিয়ে দিয়ে বলিলাম,
-আপনি কেনো বিদেশে আসিয়াছেন? আর এখন এতো তাড়াহুড়ো করিয়া কোথায় যাইতেছেন?
সে বেশ গদগদ আমার দিকে তাহার চিরপরিচিত হাসি দিয়া বলিল,
-দাদা আমি তো জরুরী কাজে ব্যস্ত হইয়া পড়িয়াছি। এই যেমন, এই দেশে যাহারা আমাদের দলের জন্য কাজ করিয়া থাকেন তাহাদের আমন্ত্রণ জানাবার জন্য,যাহাতে তাহারা দেশে যাইয়া নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করিতে পারে। আমি তালিকাও করিয়া সাথে লইয়া আসিয়াছি....
এই কথা বলিয়া নন্দ তাহার পকেট হইতে একটি ভাঁজ করা কাগজ বাহির করিয়া আমাকে দেখাইতে যাইতেছে, তখনই আমি তাহাকে থামাইয়া দিয়া বলিলাম..
-থাক থাক, আমি দেখিতে চাই না। বিদেশ হইতে এত খরচ করিয়া নির্বাচনের প্রচারণায় কেনো মানুষ লইতে হইবে?
নন্দ আমার কথায় খুবই আশ্চর্য হইয়া বলিল..
-কেনো আপনি কি কিছুই অবগত নন! এই যেমন আমাদের প্রার্থী তিনি তো কখনোই জনগনের কাছে যাইতেন না। জনগন প্রয়োজনে তাঁহার কাছে আসিত। তিনি তো রাজার মত গাড়ি করিয়া আসিতেন, দুই চারটা সভা সেমিনার করিয়া আবার কেন্দ্রে চলিয়া যাইতেন।
আমি পুনরায় তাহাকে থামাইয়া দিয়া বলিলাম,
-তিনি কেন্দ্রের নেতা তিনি তো কেন্দ্রেই যাইবেন, তাহাতে অসুবিধা কোথায়?
বিরক্তি নিয়ে নন্দ বলিল..
-তা তো তিনি যাইবেনই। কিন্তু এলাকার গণমানুষের সহিত যোগাযোগ রাখিতে হইবে তো। তবে নিন্দুকরা অন্য কথা বলিতেছে। তাহারা বলিতেছে, এই নাকি নির্বাচনে ভোট ঠিকমত গনণা করা হইবে। রাতে ভোট হইবে না, বিনা প্রতিদ্বন্দিতায় কেহই সংসদে যাইতে পারিবে না। সেই জন্যই আমি এখানে আসিয়াছি।
আমি খুবই উৎসাহ লইয়া জানিতে চাইলাম…
-কেনো? নেতার কি লোকের অভাব পড়িয়া গিয়াছে? বাইরে হইতে নির্বাচন প্রচারে লোক আনিতে হইবে!
-দাদা আপনি তো দেশে থাকেন না, থাকিলে বুঝিতেন। যাহারা নেতার আশেপাশে সব সময় ঘুরঘুর করিতেন। তাহারাও একসময় এলাকায় নেতা ছিলেন। কিন্তু তাহাদের তৈলমর্দনের কারনে জনগণের থেকে দূরে চলিয়া গিয়াছেন। এখন তাহাদের ডাকে আর কেউই আসিতেছে না।
-তাহাতে সমস্যার কিছু তো দেখিতেছি না। এই যে যতগুলি স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করিয়াছে তাহারা সকলেই তো নেতারই লোক। তাহারা তো কাজ করিতে পারে?
-দাদা আপনাকে একটা গোপন কথা বলিয়া যাই। যাহারা স্থানীয় সরকার নির্বাচনে পাশ করিয়াছেন তাহারা সকলেই বিপুল পরিমান অর্থ ব্যয় করিয়া জিতিয়াছে। এমন কি কাউন্সিলর পর্যন্ত কেউই অর্থ ছাড়া জয় লাভ করেন নাই। আর যাহারা দলের কর্মী ছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু অর্থ দিতে পারেন নাই, তাহারা বিজয়ী হইতেও পারেন নাই। তাই জেতা এবং হারা কেহই মন দিয়া কাজ করিতেছেন না।
আমার মন খারাপ হইয়া গেল,
-এত উন্নয়ন করিয়াও নেতার পক্ষে লোক আনিতে বিদেশে। এটা কিন্তু খুব খারাপ কথা।
-আরে দাদা ইহাই শুধু নয় আরো খারাপ রহিয়াছে। যাহারা এখন নেতার সহিত নির্বাচনে কাজ করিতেছেন তাহারাও মন থেকে চাহিতেছে না। লোক দেখাইবার জন্য যতটুকু যাহা করিবার তাহাই করিতেছে।
নন্দ’র কথায় আমি ঠিক খুশি হইতে পারিলাম না। তারপর তাহার কাজের তাড়া রহিয়াছে দেখিলাম, তাই তাহাকে বিদায় দিয়ে বলিলাম।
-যে যাহাই করুক না কেনো, দিন শেষে নেতাকে নিশ্চয়ই ভোট দেবে। নেতা না থাকিলে আমাদের এত উন্নয়ন হইতো না।
মুখে এক ধরনের ভেংচি হাসি দিয়া নন্দ বলিল..
-খোঁজ লইয়া দেখিতে পারেন, প্রতিটি বৃহত্তর জেলাগুলোতে যাহা উন্নয়ন হইয়াছে তাহাতে আমাদের এলাকা অনেক পিছিয়ে রহিয়াছে। নিন্দুকরা বলে এলাকার উন্নয়নের থেকে ব্যক্তি উন্নয়ন হইয়াছে অনেক বেশী।
আমি এই ব্যাপারে জিজ্ঞাস করিতে চাহিয়াছিলাম। কিন্তু নন্দ ঘোষ আবার দেখা হইবে বলিয়া চলিয়া গেল..

12/17/2023

এই হচ্ছে দেশের নিম্নমধ্যবিত্তের কাহিনী
•দেনার দায়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা•

যশোরের বেনাপোল পোর্ট থানার বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় পোলট্রি ব্যবসায়ী এক দম্পতি গলায় একই দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার ১৫ ডিসেম্বর ভোরে তাদের ভাড়া নেওয়া বাসায় একই দড়িতে গলায় শাড়ি পেচানো অবস্থায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

আত্মহত্যা করা ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪) বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এই দম্পতি এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামের জনৈক আব্দুর রহিম নামে এক ব্যক্তির বাসাটি ভাড়া নেন। তার আগে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে বেনাপোল বাহাদুর গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন। দেনাগ্রস্ত এই পরিবারটি মানসিক যাতনায় আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এলাকাবাসী ধারনা করছে। এই দম্পতির ৬ মাসের একটি সন্তান রয়েছে। ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

12/13/2023

দুর্ঘটনায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত॥ নিহত ১…

দিনটি ছিল ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট PK 712. লন্ডন থেকে প্যারিস, রোম থেকে কায়রো হ...
12/10/2023

দিনটি ছিল ১৯৭১ সালের ৩ ডিসেম্বর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট PK 712. লন্ডন থেকে প্যারিস, রোম থেকে কায়রো হয়ে করাচী যাত্রা করার পর প্যারিসে বিরতির সময় ঘটে যায় ইতিহাসের এক মানবিক ছিনতাই ঘটনা। PIA বোয়িং 720-040B বিমানটি ৬ জন ক্রু এবং ২২ জন যাত্রী নিয়ে ফ্রান্সের ওরলি বিমানবন্দরে অবতরন করে। তখন সময় সকাল ১১:৫০, পাঁচ জন যাত্রী বোডিং করে যার শেষ ব্যক্তি ২৮ বছর বয়সের ফরাসি নাগরিক জ ইউজিং পল ক্যে স্বাভাবিক নিরাপত্তা তল্লাশি ভেদ করে বিমানে ঢুকে পড়ে বিমানের দরজা বন্ধ করে দেয়। ধাক্কা দিয়ে ঢুকে যায় বিমানের ককপিটে। পাইলটকে পিস্তল উচিয়ে বিমানের ইন্জিন বন্ধ করতে বলে সাথে সাথে বিমানের জ্বালানী পুরোপুরি ভর্তি করার হুকুম দেয়।

এই বিমান ছিনতাইকারী কি দাবী করেছিলেন সেটা জানলে আপনার মাথা নীচু হয়ে যাবে। তার দাবী সম্পর্ক জানতে চাওয়া হলে, জ ক্যে জানালো, পূর্ব পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেয়া শ্বরনার্থীদের স্বাস্হ্য ও চিকিৎসার জন্য ২০ টন ওষুধ এই বিমানের কার্গোতে ভর্তি করে দিতে হবে। সে তখনও বুঝতে পারেনি আর মাত্র ১৩ দিন পর বাংলাদেশ নামের নতুন একটা দেশে বিজয়ের পতাকা উড়বে।

ছিনতাইকারী জোর গলায় বলতে থাকে তার দাবী যদি পুরন করা না হয় তাহলে তার কাছে থাকা বোমা ফাটিয়ে বিমানটি উড়িয়ে দেবে। সে তার সম্পূর্ন কথা ফরাসি ভাষায় বলে চলেছে। বিমানের যাত্রী এবং ক্রু কেউ তার ভাষা বুঝতে পারছিল না। এরপর কন্ট্রোল রুমে ছিনতাইকৃত বিমানে জরুরী ওষুধ তুলে দেবার জন্য বলেন।

সে সময়ে পশ্চিম জার্মান চ্যান্সলর উইলি ব্রান্ডট ফ্রান্স সফরের কর্মসূচি বাতিল করেন ফ্রন্সের প্রেসিডেন্ট পোম্পেডু। তিনি ছিনতাইকারীর দাবী মেনে নেননি। কমান্ডো দিয়ে বিমানবন্দর ঘিরে রাখা হয়। জ ক্যে বলেন, সে তার ব্যক্তিগত স্বার্থের জন্য এই কাজ করেনি। শুধু বিপদগ্রস্ত ১০ মিলিয়ন অসহায় মানুষের জন্য তার এই প্রচেষ্টা। তিনি দাবী করেন অবিলম্বে বিমানে ২০ টন ওষুধ এবং রিলিফ সামগ্রী তুলে দেয়া হোক।

অবশেষে বিকেল ৫:১৫ মিনিটে ফ্রেন্স সরকার রাজী হয়ে ১ টন ওষুধ ৪ জন রেডক্রস কর্মিদের মাধ্যমে পাঠিয়ে পরবর্তিতে বাকি সামগ্রী পাঠানোর অঙ্গীকার করে। কিন্তু ঐ ৪ জনের মধ্যে ২ জন ছিল পুলিশ কর্মকর্তা, তারা বিমানে উঠে জ ক্যে কে আটক করে ফেলে।

তবে পরবর্তিতে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে ঐসব ওষুধ ও রিলিফ সামগ্রী পাঠানো হয়।

এদিকে বিমান ছিনতাই ঘটনায় জ ক্যে এর ৪ বছরের সাজা হয়ে যায় পরবর্তিতে ২ বছর সাজাভোগের পর তিনি মুক্তি পান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই মহান ব্যক্তি জ ইউজিং পল ক্যে আবিস্মরণীয় ঘটনাটি খুব বেশী আলোচনা হয় না।

ব্যক্তিগত জীবনে তিনি একজন ফরাসি লেখক ছিলেন। ৫ জানুয়ারী ১৯৪৩ ফ্রান্সে জন্ম নেয়া বাংলাদেশের বন্ধু ৬৯ বছর বয়সে ২০১২ সালের ২৩ ডিসেম্বর চলে গেছেন না ফেরার দেশে।

হক গ্রুপের স্বত্বাধিকারী আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তা...
12/10/2023

হক গ্রুপের স্বত্বাধিকারী আদম তমিজী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম।
ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আদম তমিজি হক মানসিকভাবে অসুস্থ হলে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হবে। আর যদি সে জেনেশুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংলগ্ন কথা বলে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। আপতত তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে এসে নানা ক্ষোভ প্রকাশ ঝাড়েন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তমিজী। তার বাংলাদেশি পাসপোর্টও পুড়িয়ে ফেলেন। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সম্পর্কেও বিভিন্ন ধরনের মন্তব্য করে দলে রোষের মুখে পড়েন। আওয়ামী লীগ তাকে স্থায়ীভাবে বহিষ্কারও করে।
গত ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।আই...
12/09/2023

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আইন পেশার পাশাপাশি রাজনীতিতে নামা ব্যারিস্টার মইনুল ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের সম্পাদক ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার বড় ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মইনুল হোসেন মারা যান বলে জানিয়েছেন তার একান্ত সচিব ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, “স্যার এভারকেয়ার হাসপাতালে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে আমাদের ছেড়ে চলে গেছেন।”

৮৩ বছর বয়সী এই সাংবাদিক, রাজনীতিক ও আইনজীবী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ওয়াশিংটনে বাংলাদেশের মিশনকে সতর্ক করে শ্রম অধিকার সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে হুমকিস্বরূপ নিষেধাজ্ঞ...
11/30/2023

ওয়াশিংটনে বাংলাদেশের মিশনকে সতর্ক করে শ্রম অধিকার সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডামে হুমকিস্বরূপ নিষেধাজ্ঞা, বাণিজ্য জরিমানা এবং ভিসা সীমাবদ্ধতার মতো কঠোর পদক্ষেপের জন্য বাংলাদেশ অন্যতম "লক্ষ্য" হতে পারে।
যদিও শ্রম-অধিকারের আদেশটি বিশ্বব্যাপী প্রযোজ্য-বিশেষভাবে বাংলাদেশের জন্য নয়-উন্নত বেতনের দাবিতে তৈরি পোশাক শিল্পে শ্রম অসন্তোষের সপ্তাহ এবং পরবর্তীতে পুলিশের সাথে সহিংস সংঘর্ষের ফলে কমপক্ষে চারজন শ্রমিক নিহত হয় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে উত্থাপন করতে প্ররোচিত করে। এটা ঢাকার জন্য এলার্ম।
মিশনটি নভেম্বরের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্টের স্মারকলিপিকে অর্থনৈতিক পরাশক্তি-বাংলাদেশের একক-বৃহৎ পোশাক-রপ্তানি গন্তব্য-যা বাংলাদেশকেও স্পর্শ করতে পারে-এর সম্ভাব্য পদক্ষেপের একটি "সংকেত" হিসেবে ব্যাখ্যা করেছে।
২০ নভেম্বর বাণিজ্য মন্ত্রকের কাছে একটি চিঠিতে, মার্কিন দূতাবাস উল্লেখ করেছে যে চিঠিতে "বাংলাদেশের শ্রম সমস্যাগুলি বিশেষভাবে সেক্রেটারি অফ স্টেট এবং শ্রম সচিবের দ্বারা উদ্ধৃত করা হয়েছিল"।
কূটনৈতিক মিশন আগে থেকেই সতর্ক করেছিল যে দেশের আরএমজি সেক্টরে যে কোনও সম্ভাব্য পরিণতি এড়াতে সরকারের উচিত মেমোরেন্ডামটি আমলে নেওয়া।
কূটনৈতিক নোটে ব্যাখ্যা করা হয়েছে: "স্মারকলিপি বাংলাদেশের পোশাক খাতেও প্রভাব ফেলতে পারে এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অগ্রাধিকার দিয়ে এটি বিবেচনায় নেওয়া উচিত।"
অভ্যন্তরীণ বিষয়ে সম্ভাব্য হস্তক্ষেপের বিষয়ে উদ্বেগের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে মন্ত্রী (বাণিজ্য) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে যে "'স্মারক' অনুসারে, মার্কিন বিদেশী মিশন সরাসরি যোগাযোগ করবে। /শ্রমিক সমস্যা মোকাবেলা করে, নীতিটি আগ্রহী মার্কিন কূটনীতিক/মিশনকে অনেক অভ্যন্তরীণ/দেশীয় সমস্যায় হস্তক্ষেপ করতে উৎসাহিত করতে পারে।"
এই ধরনের আশংকা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের একটি উল্লেখ এবং এর ন্যায্যতা ইস্যুতে বিরোধীদের অচলাবস্থার দ্বারা চিহ্নিত প্রাক-নির্বাচন সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'অতি সক্রিয়' ভূমিকাকে বোঝায়।
১৬ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্মারকে স্বাক্ষর করেন, বিশ্বব্যাপী অগ্রসরমান কর্মী, ক্ষমতায়ন, অধিকার এবং উচ্চ শ্রম মান সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন।
স্মারকের বিশদ বিবরণে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে দিয়েছিলেন যে শ্রমিক-ইউনিয়ন নেতা, শ্রমিক-অধিকার কর্মী এবং শ্রমিক সংগঠনগুলিকে হুমকি, ভয় দেখান বা আক্রমণকারী ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মিঃ ব্লিঙ্কেন কল্পনা আক্তারের উদাহরণ তুলে ধরেন, একজন বাংলাদেশী গার্মেন্টস-কর্মী-অধিকার কর্মী, যাকে তিনি মার্কিন হস্তক্ষেপের কারণে বেঁচে থাকার কৃতিত্ব দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম পোশাক ক্রেতা। বছরে ২৩ শতাংশেরও বেশি পতন সত্ত্বেও, বাংলাদেশী পোশাক রপ্তানি ২০২৩ সালের প্রথম নয় মাসে দেশটি ৫.৭৭ বিলিয়ন ডলার আয় করেছে।
মিঃ ব্লিঙ্কেনের বাংলাদেশী শ্রমিক নেতার সুনির্দিষ্ট উল্লেখ এবং তৈরি পোশাক রপ্তানিতে সম্ভাব্য বিরূপ প্রভাব ছাড়াও, বাংলাদেশ মিশন স্মারকের "রাজনৈতিক প্রেক্ষাপট" নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
চিঠিতে লেখা হয়েছে, "মেমোরেন্ডামে শ্রম অধিকার সম্পর্কে যা বলা হয়েছে তার পিছনে রাজনীতি রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উপায়ে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করার চেষ্টা করবে।"
২০২১ সালে ডেমোক্র্যাটিক বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে, ওয়াশিংটন বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচারে আরও সোচ্চার হয়েছে।
২০২১ সালের ডিসেম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB) এবং এর শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে, মার্কিন যুক্তরাষ্ট্রও সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ক্রমাগত তাগিদ দিয়ে আসছে। এই বছর একটি নজিরবিহীন পদক্ষেপে, মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী ব্যক্তিদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করবে।
ভিসা নিষেধাজ্ঞার ঘোষণায় ঢাকা-মার্কিন সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এই পটভূমিতে, ওয়াশিংটনে বাংলাদেশ মিশন বিশ্বাস করে যে শ্রম অধিকার নীতিটি ব্যক্তি, দৃঢ় বা রাষ্ট্রীয় পর্যায়ে আরোপ করা যেতে পারে যদি ওয়াশিংটন শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে বলে উপলব্ধি করে বা বিশ্বাস করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে সতর্ক করা হয়েছে যে স্মারকে বাংলাদেশের জন্য একটি "সংকেত" হিসাবে কাজ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রম সমস্যাগুলির "অজুহাতে" স্মারকলিপিতে বর্ণিত যেকোনো ব্যবস্থা নিতে পারে।
এ নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করার কোনো কারণ নেই।
তিনি বলেন, “বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে শ্রম অধিকার লঙ্ঘিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের শ্রম-অধিকার ইস্যুগুলো কেন বারবার উত্থাপিত হচ্ছে?
উদাহরণ টেনে তিনি বলেন, ভিয়েতনামে শুধুমাত্র একটি শ্রমিক সংগঠন আছে যা ভিয়েতনাম সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) অনুসারে, বর্তমানে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার, গত অর্থবছরে মোট রপ্তানি প্রায় ৯.৭৫ বিলিয়ন ইউএস ডলার, যার মধ্যে প্রায় RMG এর পরিমাণও রয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) অনুসারে।

হেনরি কিসিঞ্জার, বাস্তব রাজনীতির শিল্পের একজন নির্মম অনুশীলনকারী যিনি বিশ্বব্যাপী ঘটনাবলীতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন এবং ...
11/30/2023

হেনরি কিসিঞ্জার, বাস্তব রাজনীতির শিল্পের একজন নির্মম অনুশীলনকারী যিনি বিশ্বব্যাপী ঘটনাবলীতে ব্যাপক প্রভাব ফেলেছিলেন এবং চলতে থাকা যুদ্ধ শেষ করার জন্য নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন, তিনি মারা গেছেন।

একজন চালাক, পাণ্ডিত কৌশলবিদ যার রূপান্তরমূলক কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বকে নতুন আকার দিতে সাহায্য করেছিল, কিসিঞ্জার বয়স হয়েছিল১০০ বছর।

বুধবার ২৯ নভেম্বর কোনো কারন উল্লেখ না করেই তার মৃত্যু ঘোষণা করেছে তার পরামর্শক প্রতিষ্ঠান।
প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট রাষ্ট্রপতি রিচার্ড এম নিক্সনের সাথে সংযুক্ত ছিলেন, বিশেষ করে তিনটি ক্ষেত্রে তাদের প্রচেষ্টার জন্য: আমেরিকাকে ভিয়েতনাম যুদ্ধ থেকে বের করে আনা, চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক খোলা এবং সোভিয়েত ইউনিয়নের সাথে উত্তেজনা হ্রাস করা। এরপর কয়েক দশক ধরে, নিক্সন এবং প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে কিসিঞ্জার কাজ করেন।

নিক্সন এবং কিসিঞ্জারের "আমেরিকার দীর্ঘতম যুদ্ধ"-এ জর্জ সি. হেরিং লিখেছেন, "মধ্য আমেরিকার পেশাদার রাজনীতিবিদ এবং জার্মান বংশোদ্ভূত হার্ভার্ডের অধ্যাপক," পটভূমিতে খুব কমই আলাদা হতে পারতেন, কিন্তু তারা ক্ষমতার প্রতি ভালোবাসা ভাগ করে নেন এবং জ্বলন্ত উচ্চাকাঙ্ক্ষা একটি তরল বিশ্বকে এমনভাবে ছাঁচে ফেলার ইতিহাস প্রতিষ্ঠা করেছে।
বাংলাদেশের স্বাধীনতার পর তিনি এই দেশকে একটি “তলা বিহীন ঝুড়ির” সাথে তুলনা করেছিলেন।

১৯৭৩ সালে, কিসিঞ্জার ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি করার জন্য ভিয়েতনামী প্রতিপক্ষ লে ডুক থোর সাথে নোবেল শান্তি পুরস্কার ভাগ করে নেন। নোবেল কমিটি বলেছিল ২৭ জানুয়ারী, ১৯৭৩ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি "সমগ্র বিশ্বে শান্তির জন্য আনন্দ ও আশার ঢেউ এনেছিল"।

রাষ্ট্রদূত ফিরলেন•••••••••••••••••১০ দিনের ছুটি শেষে সোমবার ২৭ নভেম্বর ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবা...
11/27/2023

রাষ্ট্রদূত ফিরলেন
•••••••••••••••••

১০ দিনের ছুটি শেষে সোমবার ২৭ নভেম্বর ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার সকালে কলম্বো হয়ে ফিরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বহনকারী শ্রীলঙ্কান এয়ারলাইন্সের রুটিন ফ্লাইট (ইউএল-১৮৯) বিমানবন্দরে অবতরণ করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নীতি জারি রয়েছে। এমন পরিস্থিতিতে ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত ছুটিতে যান পিটার হাস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পিটার হাস ঢাকা ছাড়তে পারেন-এমন আলোচনা আছে কূটনৈতিক মহলে।

11/23/2023

Two people died Wednesday in the crash after hitting a median at the Niagara Falls International Rainbow Bridge in New York as they sped toward Canada, but Gov. Kathy Hochul said investigators found no indications of terrorism. The car flew over an eight-foot fence before it burst into a cloud of flames and oily smoke……

11/17/2023

১৬ নভেম্বর বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংএ মুখপত্র ম্যাথিউ মিলার প্রশ্ন উত্তরে জানালেন।
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। রাস্ট্রদূত পিটার হ্যাসকে আওয়ামীলীগের নেতাদের জীবননাশের হুমকি প্রসঙ্গটিও উঠে আসে….

2,597 killed in 13 years — data captures the staggering scale of extrajudicial executions, fatal shootings and custodial...
11/15/2023

2,597 killed in 13 years — data captures the staggering scale of extrajudicial executions, fatal shootings and custodial torture across Bangladesh.

After Sheikh Hasina reascended to power more than a decade ago, Bangladesh’s security forces killed at least 2,597 people in apparent extrajudicial executions, custodial torture, and by firing bullets at protesters, according to a Netra News analysis of data documented by Bangladeshi human rights researchers between 2009 and 2022.

In addition to carrying out more than half of the 2,597 killings recorded, regular police units participated in joint operations with other units or forces, such as RAB and the Border Guard Bangladesh (BGB), killing an additional 142 people.

Report by Nazmul Ahasan
On November 13th 2023

11/07/2023

ক্ষমতাসীন দলের সমালোচনার জবাবে মহাসচিবের মুখপাত্র

‘জাতিসংঘ নিয়ে সমালোচনা নতুন নয়, গণগ্রেফতারের বিরুদ্ধে আমাদের অবস্থান’

মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩

জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেস এর মুখপাত্র স্টিফেন ডোজারিক। তিনি বলেন, বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ সাজানো হয়েছে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এই মুখপাত্র বলেন জাতিসংঘ বিভিন্ন সময়ে বাংলাদেশ ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করে কথা বলেছে। চলমান গণগ্রেফতার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধীকর্মীদের ওপর সরকারের অব্যাহত নিপীড়ন, জাতিসংঘের আহবান প্রত্যাখান করা এবং সংস্থাটি নিয়ে সরকারি দল আওয়ামী লীগের কড়া সমালোচনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডোজারিক।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "সহিংসতা, অতিরিক্ত বল প্রয়োগ এবং ইচ্ছেমতো গ্রেফতার থেকে বিরত থাকার জন্য জাতিসংঘ মহাসচিব যে আহবান জানিয়েছেন তা প্রত্যাখান করেছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘জাতিসংঘ অকার্যকর একটি সংস্থা। কিছু সুন্দর কথা বলা ছাড়া বিশ্বে তাদের আর কোন ভূমিকা নেই।’ ৮হ ৮ হাজারেরও বেশী বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিদিনই পুলিশের গুলিতে মানুষ নিহত হচ্ছে। এবিষয়ে জাতিসংঘের অবস্থান কী?"

জবাবে ডোজারিক বলেন, "জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ সাজানো হয়েছে। আপনি (এই প্রতিবেদক) জাতিসংঘে যেসব অভিযোগ উত্থাপন করেছেন একই বিষয় নিয়ে আমারও প্রশ্ন রয়েছে (কথা রয়েছে)। গত সপ্তাহে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বলেছি সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অবস্থান একই। বিষয়টি স্পস্ট করে বলতে হয়, গণগ্রেফতার এবং চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।"

#মুশফিকুল ফজল আনসারী..

11/06/2023

হেলমেটের ইস্যু বাদ দিয়েই ম্যাথিউস ২ মিনিট পার করে ফেলেছিল। আর এই ক্রিকেটের জন্য ২ মিনিট করা হয়েছে ট্রাঞ্জিশন টাইম।
টাইমড আউট হয়ে ফিরে গেছেন ম্যাথিউস। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এটাই প্রথমবার। ০ বলে ০ করে তাই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এঞ্জেলো ম্যাথিউসকে।

ক্রিকেটের আইন এর আইন ৪০.১.১ এর বিধানে বলা হয়েছে যে আগত ব্যাটসম্যানকে অবশ্যই নজর রাখতে হবে যে শেষ উইকেটটি পড়ার দুই মিনিটের মধ্যে তাঁকে গার্ড নিতে হবে অথবা তাঁর সঙ্গীকে পরের বলটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি এই প্রয়োজনীয়তা পূরণ না করা হয় তবে আগত ব্যাটসম্যানকে আবেদন এর ভিত্তিতে টাইমড আউট দেওয়া হবে। এঞ্জেলো ম্যাথিউস সময়মতো মাঠে ঢুকলেও হেলমেটের সমস্যার কারণে নির্ধারিত ২ মিনিটের মধ্যে বল খেলেননি। নিয়ম অনুযায়ী সাকিব আপিল করেছেন, আম্পায়ার আউট দিয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হলেও ক্রিকেটের আইন অনুযায়ী আউট।
সাকিব আল হাসান রাইট ছিলো। এই সময়ে ভদ্রতা দেখানো টাইম নাই। ম্যাচটা ছিল জায়জায় অবস্থা ।
যদি হেলমেট ইস্যু ব্যতিতই ম্যাথিউস ট্রাঞ্জিশন টাইমিং ক্রস করে ফেলে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাথিউসের দায় আছে। সেক্ষেত্রে, তার দায়ের বিপরীতে আমাদের দয়া দেখানোর মানে দেখি না। যদি হেলমেট ইস্যুতেই হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। কারণ সে তার প্রয়োজনেই সময় নিয়েছে। কিন্তু যদি হেলমেট ইস্যুর আগেই সে টাইম পার করে ফেলেছে।

দ্বিতীয়ত, ক্রিকেট তো ভদ্রলোকের খেলা। ভদ্রলোকেরা তো অবশ্যই স্লেজিং করে না। সেই সুবাদে স্লেজিং-ও ক্রিকেট স্পিরিটের বাইরে হওয়া উচিত। কিন্তু স্লেজিং-এর উদাহরণ তো হাজার হাজার। এমনকি, বর্তমানে যাকে 'কিং কোহলি' বলা হয়, তিনিই তো স্লেজিং-এর অন্যতম রূপকার। তবে তিনিও কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে অবস্থান করছেন?
রানিং বিটুইন উইকেটে কেউ যদি আছাড় খেয়ে পড়ে যায়, তবে অনেকেই ইচ্ছে করেই রান-আউট করে না। স্টাম্পিং-এর ক্ষেত্রেও এমন উদাহরণ দেখা গিয়েছে। এই শ্রীলঙ্কাই ইংল্যান্ডের বিরুদ্ধে করেছে। কারণ, এটা অনেকটাই একজনের দুর্বলতার সুযোগ নেওয়া। কিন্তু কেউ যখন তার জন্য বেঁধে দেওয়া সময় পার করে 'ল্যাক অফ পাংচুয়ালিটি'র পরিচয় দেয়, এটা কি নিতান্তই ইরেস্পন্সিবল আচরণ না?
ক্রিকেট ছাড়াও, প্রতিটি খেলাতেই কিছু বুদ্ধিভিত্তিক বিষয় থাকে। দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে এটা এর আগে হয় নি। এটার ৩টা কারণ হতে পারে।
১. এর আগে কেউ এমন দেরী করে নি।
২. দেরী করেছে, কিন্তু ফিল্ডিং-টিমের ক্যাপ্টেন এই বিষয়টা কাউন্ট করে নি বা এই রুলটা এক্সিকিউট করতে ভুলে গিয়েছে।
৩. ফিল্ডিং-টিমের ক্যাপ্টেন তার মহানুভবতা দেখিয়েছে।
এতদিনে এই রেকর্ড হয়নি বলে একবারেই ৩ নাম্বারটাকে মূল কারণ না ধরে, ১ ও ২-কেও কন্সিডারেশনে আনা উচিত।

যেভাবে এক্সাইটেড হয়ে সাকিবকে ধিক্কার দেয়া হচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাছে বিষয়টাকে এতোটা সিরিয়াস মনে হয় নি।

আরো কথা আছে, তিনি বাংলাদেশকে টিমই মনে করে নাই। ম্যাথিউজ কোন কিছু তোয়াক্কায় করেন নাই। আম্পায়ার বা সাকিব এর সাথে কথা বলতে পারতেন সময়ের জন্য। সাকিবের তার সম্পর্ক আনডার ১৯ থেকে। যেখানে আইন আছে সেটা না মানা ভদ্রতা নাকি আইন মানা উচিত। প্রথম বারে ঘটেছে ঠিক কিন্তু ১৪৬ বছরের ইতিহাসে এই আইন কেউ ব্যবহার করে নাই বলে আইনের গ্রহনযোগ্যতা নেই। এমন ভাবা ঠিক না। আমার দেশকে ক্রিকেট টিম বলেই মনে করেন নাই ম্যাথিউস। মনে পড়ে ইংল্যান্ডের সাথে এই শ্রীলঙ্কা নন স্ট্রাইক ব্যাটসম্যান কে আউট কি করেন নাই?? আইন মেনে ইতিহাস হয়েছে।
সাবাশ সাকিব..
(যদিও আমি সাকিবকে পছন্দ করি না)

Address

2055 Ruesaint Mathieu
Montreal, QC
H3H2J2

Telephone

+15145706848

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Gate of News-খবর দ্বার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Gate of News-খবর দ্বার:

Videos

Share