আমি তোমারই তুমি আমারই

আমি তোমারই তুমি আমারই ধৈর্যের সাথে সহ্য থাকলে
বিজয় সুনিশ্চিত,
চেয়ে দেখো শত্রুরা ও
গাইবে তোমার গীত।
(53)

♥শীতের আগমন♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------হেমন্তের আগমনে প্রকৃতির আমূল পরির্ব...
24/11/2023

♥শীতের আগমন♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
হেমন্তের আগমনে প্রকৃতির আমূল পরির্বতন,
হিমেল হাওয়ায় কনকনে শীত বিপর্যস্ত জনজীবন।
ভোরবেলায় কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠঘাট চারদিক,
সাধারণ মানুষ কর্ম হারিয়ে বিপাকে রয় অধিক।

শীতের হাত থেকে রেহায় পেতে কেহ খড়কুটো জ্বালায়,
কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় কাঁপছে দেশ হচ্ছে অসহায়।
প্রতিটি অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত,
কোথা ও সূর্যের দেখা নেই ঘরে বসে সবাই ক্লান্ত।

ঘাসের বুকে শিশির ছোঁয়া অন্যরকম অনুভূতি,
শীতের দিনে কারো পৌষ মাস কারো বেড়ে যায় দুর্গতি।
বিস্তীর্ণ মাঠে সোনালি ধান কাটতে ব্যস্ত রয় কৃষাণ,
পাকা ধানের মৌ মৌ গন্ধে মহা আনন্দে জুড়ায় প্রাণ।

ঝরা শিউলি কুঁড়িয়ে এনে ছোটরা খেলছে খেলা,
বিলে-ঝিলে শীতের পাখি উড়ছে দেখি সারাবেলা।
রাস্তার ধারে খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাঁড়ি,
খেজুর রসের মন মাতানো গন্ধ নিয়ে আসে বাড়ি।

ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠা বানানোর ব্যস্ততা,
শীতের দিনে পিঠা ছাড়া আসে না কোন পূর্ণতা।
শীত মানে পিঠা রস গুড় তৃপ্তি ভরে খাওয়া,
শীত আসলে এত আনন্দ কোথাও যায় না পাওয়া।

♥সোনার দেশ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ---------------------------------------------জন্ম নিয়ে ধন্য হলাম সোনার বাংলাদেশে,দ...
22/11/2023

♥সোনার দেশ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------
জন্ম নিয়ে ধন্য হলাম সোনার বাংলাদেশে,
দেশটা আমার মায়ের মত যাবো ভালোবেসে।
মনের মত দেশটা গড়ি থাকি মিলেমিশে,
দেশটা আমার কত সুন্দর সবুঝ শ্যামল শস্যে।

গাছে গাছে ভরে আছে আম কাঁঠাল আর লিচু,
মৌসুমি ফলের অভাব নেই নাগালে সবকিছু।
বহতা নদীর কূল ঘেঁষে সাপ্তাহিক বসে হাট,
কিছুদূর এগিয়ে গেলে দেখিবে খেলার মাঠ

নির্মল প্রাকৃতিক পরিবেশ মনোহর ঐ দৃশ্য
গাছের ছায় সুশীতল বাতাস দুলতে থাকে শস্য।
পাশে সবুজ বন বনানী ঝোপঝাড়ে তে ভরা,
ভোর বিহানে পাখি ডাকে শান্ত স্নিগ্ধ ধরা।

বিস্তীর্ণ মাঠ ফসল ফলায় পরিশ্রমী কৃষাণ,
নতুন ধানে গোলা ভরে জুড়িয়ে যায় মন প্রাণ।
সবার ভেতর দেশাত্মবোধ প্রেম আছে অন্তরে,
অন্যায় দেখে লড়তে জানে কাউকে নাহি ডরে।

ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা পেলাম,
পাক বাহিনীর অন্যায় আবদার মোরা রুখে দিলাম।
দেশের তরে জীবন দিতে করিনি দ্বিধাবোধ,
দেশকে নিয়ে খেলছে যারা নিয়েছি প্রতিশোধ।

আমরা সবাই ঐক্যবদ্ধ নেইকো দলাদলি,
বজায় রাখি সুসম্পর্ক হিংসা নিন্দা ভুলি।
ফুল ফসলে ভরে উঠুক বাংলা মায়ের ভূমি,
বীর শহীদের শ্রদ্ধা জানায় ইতিহাসে চুমি।

ঘরে ঘরে শান্তির হাওয়া উন্নয়নের পথে,
অবাক বিশ্ব থাকিয়ে রয় দেশের উন্নতি তে।
এমন সুন্দর দেশের কথা শেষ হবে না বলে,
ধন্য আমি জন্ম নিয়ে বাংলা মায়ের কোলে।

♥হেমন্তের ছোঁয়া♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------------বিস্তীর্ণ ফসলের মাঠে পাকছে ...
21/11/2023

♥হেমন্তের ছোঁয়া♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------------
বিস্তীর্ণ ফসলের মাঠে পাকছে আমন ধান,
শিশির ভেজা স্নিগ্ধ সকাল জুড়িয়ে যায় প্রাণ।
দোল দিয়ে যায় ধানের শীষে দখিনা বাতাস,
হেমন্তে জানান দেয় তীব্র শীতের পূর্বাভাস।

হেমন্তের রূপ উপভোগের সময় নাই হাতে,
ধানের গোছায় কাঁচি ধরে স্নিগ্ধ প্রভাতে।
কাস্তে হাতে মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা,
ধান কাটার ঐ উৎসব চলে আনন্দের বারতা।

কুয়াশার চাদরে ঢাকা গ্রাম বাংলার পথ ঘাট,
নতুন সাজে সাজছে দেখো ফসলের ঐ মাঠ।
মেঘমুক্ত ঐ দূরের আকাশ পাখির কলকাকলি,
নানান জাতের ফুল ফুটেছে কামিনী আর শিউলি।

বিলে ঝিলে পদ্ম ফোটে সৌন্দর্যের বারতা,
শিশির ঝরে টুপটাপ শব্দে মৃদু শীতলতা।
শীতের প্রখর বাড়ার সাথে খেজুরের রস বাড়ে,
রস দিয়ে গুড় তৈরি হয় বিক্রি হয় বাজারে।

গায়ের বধূর তোড়জোড় শুরু নানান পিঠা তৈরিতে,
নতুন চালে গরম পিঠা বিলাই সকল বাড়িতে।
হেমন্তে প্রকৃতির বদল অন্যরকম দৃশ্য,
এমন দেশটি যায় না দেখা খু্ঁজে সারা বিশ্ব।

♥ বিশ্বকাপ ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------কাঁধে করে নিয়ে এলো বিশ্বকাপের ট্রফি,...
19/11/2023

♥ বিশ্বকাপ ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
কাঁধে করে নিয়ে এলো বিশ্বকাপের ট্রফি,
ঘটনাটা কেউ দেখেনি ঘটছে চুপি চুপি।
নতুনের কেতন উড়িয়ে বিশ্বকাপটা কাঁধে,
ট্রফি জেতার ম্যাচ না দেখে দর্শকরা তাই কাঁদে।

সাকিবের দল খেলে আনছে ক্রিকেট বিশ্বকাপ,
লাখো ভক্তের মন জয় করছে ওরে বাপের বাপ।
প্রতিপক্ষ নাস্তানাবুদ বিশ্বকাপ ময়দানে,
একের পর এক ছক্কা-চারে জয় ছিনিয়ে আনে।

হাফ সেঞ্চুরির পাশাপাশি আছে ডাবল সেঞ্চুরি,
আগ্রাসী ব্যাটিংয়ে দুর্গম পথটা দিয়েছে পাড়ি।
রান পাহাড়ে চাপা পড়ছে প্রতিপক্ষের দল,
হার না মানা যুদ্ধ জয়ে বাড়ছে মনোবল।

প্রতিপক্ষের বোলারদের কে শাসন করেছে তারা
ব‍্যাটের আঘাত বল টাকে গ্যালারি করছে ছাড়া।
বোলাররা ও দেখিয়েছে নিজেদের কেরামতি,
প্রতিপক্ষের ব্যাটারদের কে দেখিয়েছে গতি।

গুরু দায়িত্ব পালন করে বীরের বেশে আসে,
চারিদিকে প্রশংসার ঝড় সাকিবরা তাই হাসে।
এমন করে হাসছে তারা লজ্জাকে ও হার মানায়,
নিয়ে আসো ফুলের মালা পড়াবো তাদের গলায়।

সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে,
নেচে গেয়ে বরণ করতে হবে তাদের সম্মানে।
দেশের জন্যে সম্মান বয়ে আনা বিশ্বজয়ী দল,
ওরা এগারো জন দেশের গর্ব বরণ করি চল।

বিসিবি সভাপতি কে একটা ধন্যবাদ জানাই,
তাদের দূরদর্শী সিদ্ধান্তে বিশ্বকাপে যাওয়া যায়।
জেগে জেগে স্বপ্ন দেখি স্বপ্ন পূরণ হলো,
টাইগাররা নাকি বিশ্বকাপ বাংলায় নিয়ে এলো।

বিমানে চড়ে আসেনি ভাই এসেছে নৌকায়,
কাঁধে করে লুঙ্গি পড়ে ট্রফিটা নিয়ে যায়।
নদী পাড়ের জেলে ছাড়া কেউ দেখেনি দৃশ্য,
সাক্ষী ছিলো নৌকার মাঝি জয় করেছে বিশ্ব।

♥  বাবার যুদ্ধ ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী---------------------------------------------সন্তান জন্ম দিতে গিয়ে নিষ্পাপ শিশ...
18/11/2023

♥ বাবার যুদ্ধ ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------
সন্তান জন্ম দিতে গিয়ে নিষ্পাপ শিশু রেখে,
মা গিয়েছে পরপারে মহান খোদার ডাকে।
জীবন দিয়ে দেখিয়েছে এই পৃথিবীর আলো,
মায়ের মতন এমন ত্যাগী কোথায় আছে বল।

পেটের দায়ে বেচারা বাব সন্তান নিয়ে কোলে,
দিনের বেলায় রিকশা চালায় সকল কিছু ভুলে।
নিজের চেষ্টায় সন্তান টাকে যত্ন করে রাখে,
দিবানিশি আপন করে আগলে রাখে বুকে।

লালন-পালন করতে গিয়ে যতই আসুক ঝড়,
জীবন থাকতে সন্তান টাকে করবে না সে পর।
রবের কাছে দুহাত তুলে জানাই ফরিয়াদ,
সন্তান যেন সুস্থ থাকে পূরণ করে স্বাদ।

বাবা নামের গাছের ছায়া যদি থাকে পাশে,
তার জীবনে কোনদিনই বিপদ নাহি আসে।
কারো কাছে স্বর্গ বাবা কারো পৃথিবী,
ভবিষ্যৎ গড়ার কারিগর সুখের চাবি।

ভুল করলেও সন্তানেরা বাবা থাকেন পাশে,
বাবার ছোঁয়ায় সন্তানেরা দুঃখ পেলেও হাসে।
এক এক করে সব সমস্যা করে নিরসন,
চাওয়ার আগে মিটিয়ে দেয় সকল প্রয়োজন।

♥কৃষক পিতা♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------কাঠফাটা রোদ সহ্য করে ধান কাটতেছে পিতা...
16/11/2023

♥কৃষক পিতা♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
কাঠফাটা রোদ সহ্য করে ধান কাটতেছে পিতা,
ছোট্ট মেয়ে মাথার উপর ধরে আছে ছাতা।
কন্যা সন্তানের মাধ্যমে ঐ পরিবারে,
সুখ ও শান্তির পাশাপাশি বরকত আসে ঘরে।

আশানুরূপ ফলন হওয়ায় উপচে পড়া হাঁসি,
কৃষক পিতার আনন্দে আজ পরিবারে খুশি।
কিনে আনবে নতুন জামা সঙ্গে আরো কত কি,
মেয়েরা হয় পরিবারের সবচেয়ে বড় লক্ষ্মী।

পরিমিত রাসায়নিক সার উত্তম পরিচর্যায়,
দ্বিগুণ ফসল উৎপাদনে বুক বেঁধেছে আশায়।
লাভের আশায় গুড়েবালি লোকসান দিয়ে,
চিন্তিত রয় সদা ধানের মূল্য নিয়ে।

অত্যন্ত পরিশ্রমী হয় এই দেশের কৃষক,
সারা বছর ফসল ফলায় তবুও যায় না দুখ।
ভালো ফলনে লাভ হয় না ঋণে জর্জরিত,
ঋণের ভারে জীবন তাদেন যেন অভিশপ্ত।

তবুও আশায় আছে স্বপ্ন একদিন পূরণ হবে,
ছেলেমেয়ে মানুষ হলে চায় না কিছু ভবে।
অর্থনীতি তে কৃষকের ভূমিকাটা বেশি,
খাদ্য সংকট দূর করে দেয় মুখে ফুটায় হাঁসি।

♥ গ্রাম মানে শান্তি♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী----------------------------------------------ছোটবেলা থেকেই আমি দুরন্ত ছিল...
14/11/2023

♥ গ্রাম মানে শান্তি♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
ছোটবেলা থেকেই আমি দুরন্ত ছিলাম,
তবু ও শীতের প্রভাবে বিচলিত হতাম।
গ্রামে আমার বেড়ে ওঠা গ্রামটা মায়ের মতন,
ইট পাথরের চার দেয়ালে মন বসে না এখন।

ভালো লাগে না অবিরাম গাড়ির ছুটোছুটি,
মনটা আমার কাছে টানে গাঁয়ের পলি মাটি।
না চাইতেও যান্ত্রিক শহরে পেটের দায়ে আসি,
গ্রামাঞ্চলে শীতের প্রভাব অনুভব হয় বেশি।

শহরে হাড়কাঁপানো শীত উপভোগ্য নয়,
তাইতো আমার ছোটবেলার কথা মনে হয়।
ফেলে আসা দিনের কথা আজোও মনে পড়ে,
শীত এলেই আজোও হৃদয়কে আনন্দিত করে।

ফিরে যেতে ইচ্ছে করে প্রকৃতির কাছে,
গ্রামেই আমার কত স্মৃতি জড়িয়ে আছে।
শীতের দিনে প্রতিবছর ফিরে যায় বাড়ি,
ইচ্ছে করে শীতের সকাল উপভোগ করি।

দৃষ্টিনন্দন সরিষা ক্ষেত ভালো লাগে দেখতে,
ইচ্ছে করে শিশির ভেজা মেঠো পথে হাঁটতে।
হলুদের চাদর বিছিয়ে হাত বাড়িয়ে ডাকে,
মনটা কোথায় হারিয়ে যায় প্রকৃতির রূপ দেখে।

গাছের পাতা থেকে টুপটাপ শব্দে শিশির ঝরে,
পাখিদের কলরবে মন আনন্দিত করে।
কনকনে শীতে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা,
হিমেল বাতাস বয়ে চলে সূর্যের নাহি দেখা।

পুবের জানালা ভেদ করে পড়ে সূর্যের আলো,
এমন দৃশ্য দেখতে আমার লাগতো ভীষণ ভালো।
উনুনে খেজুর রস জাল দেয় বসে মা চাচিরা,
নানা রকম শীতের পিঠা তৈরি করে তারা।

কৃষক মুখে হাসির ঝিলিক সোনালি ওই ধানে,
ধান কাটা ও মাড়াই চলে মিষ্টি মধুর গানে।
কৃষাণিদের সকাল বিকাল ব্যস্ততা যে বাড়ে,
স্বপ্ন নিয়ে নতুন ধানে গোলায় রাখে ভরে।

গ্রাম মানে তাই অন্যরকম সুখের অনুভূতি,
ভুলতে চাইলেও ভুলা যায় না শৈশব কালের স্মৃতি।
সাধ্য যদি থাকতো আমার আবার যেতাম ফিরে,
ভালো লাগে না কিছুতেই এই যান্ত্রিক নগরে।

♥হেমন্তকাল ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------ঋতু পরিক্রমায় চলছে এখন হেমন্তকাল,কুয়া...
14/11/2023

♥হেমন্তকাল ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------
ঋতু পরিক্রমায় চলছে এখন হেমন্তকাল,
কুয়াশার চাদর মুড়িয়ে আসছে শীতের সকাল।
প্রকৃতি তে বেজে উঠে হেমন্তকালের সুর,
জমে থাকা শিশির কণা মন ছুটে বহুদূর।

হলুদে হলুদে ছেয়ে গেছে সরিষা ফুলের ক্ষেত,
রং-বেরঙের ফুল ফুটেছে দেখতে হই সমবেত।
এই সময় খেজুর রস থেকে তৈরি করা হয় গুড়,
নানান রকম পিঠাপুলি খেতে লাগে মধুর।

ধীরে ধীরে শুকিয়ে যায় নদী নালা খাল-বিল,
যার যার কাজে ব্যস্ত সবাই অন্য রকম এক মিল।
খেজুর গাছের আগায় ঝুলে ছোট্ট রসের হাড়ি,
গাছি ভাইয়েরা রস নিতে ছুটছে তাড়াতাড়ি।

দুরন্ত কিশোর কিশোরী মেতেছে খেলায়,
মাঝে মধ্যে বকের সারি উড়তে দেখা যায়।
সন্ধ্যাকাশে উড়ে চলে অতিথি পাখির দল,
কিচিমিচির শব্দ শুনে মনটা হয় বিহ্বল।

গ্রামীণ ভোরে হেমন্তের রূপ আনে এক ভিন্নতা,
শহর মানে বন্দি জীবন প্রকৃতির শূন্যতা।
সুযোগ পেলে ঘুরে আসো গাঁয়ের মেঠো পথে,
অপার সৌন্দর্যে ভরা দেশ মন চাইবে না ফিরতে।

♥মাগো তুমি♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী------------------------------------------------মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো,তোম...
09/11/2023

♥মাগো তুমি♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো,
তোমায় ছেড়ে একলা ঘরে একটু ও নেই ভালো।
তোমায় ভেবে দুই চোখে তে অশ্রু ঢলো ঢলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

বলার মতন অনেক কথা বুকের ভেতর জমা,
বাবা তোমার মৃত্যু পরে নিয়ে আসছে সৎ মা।
সৎ মায়েরই অত্যাচারে মনটা বেজায় কালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের কথা মনে হলে লাগে হাহাকার
মা না থাকলে পৃথিবীটা বড় অন্ধকার।
মায়ের মতন কেউতো আমায় বাসে নাকো ভালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

তোমার মতন রান্না করে খাবার দেয় না পাতে,
আদর করে খাইয়ে দেয় না মায়াময় ঐ হাতে।
দিনে দিনে বাবা আমার কেমন হয়ে গেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের কোলে ভালো ছিলাম আসতো সুখে নিদ,
ঘুম পাড়াতে মা যে আমার গাইতো কত গীত।
মা থাকাটা ভাগ্যের ব্যাপার ভাগ্যে নাহি সইলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মা না থাকায় সবার কাছে হয়ে গেছি পর,
মায়ের মতন কেউতো আমায় করে না আদর।
এই পৃথিবী সুন্দর হলেও মনটা সবার কালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

মায়ের দেয়া আদর স্নেহ কেমন করে ভুলি,
সবাই করে দুর্ব্যবহার মুখে দেয় যে গালি।
ভালোবাসার নামে সবাই দুঃখই দিয়ে গেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

সাধ্য যদি থাকতো আমার মায়ের কাছে যেতে,
মায়ের কাছে চাইতাম আমি দুই মুঠো ভাত খেতে।
হয়তো সেটা হবে না আর মা যে বিদায় নিলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

কাজ না করলে ঘরে আমার জুটবে নাকো ভাত,
ক্ষুধার জ্বালায় ঘুম আসে না পেরিয়ে যায় রাত।
মা হারিয়ে বুঝি এখন মা কতটা ভালো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

দুহাত তুলে নরম সুরে দোয়া করবো সদা,
বেহেস্তেরই আরাম আয়েশ মা কে দিয়ো খোদা।
মা হারিয়ে জীবন আমার শুধুই এলোমেলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

রবের কাছে দোয়া করি এই কথাটা বলে,
বেহেস্তের সব নেয়ামতসমূহ মায়ের কাছে মিলে
মা জননীর কবর টাকে করে দিয়ে আলো,
মাগো তুমি কবর দেশে কেমন আছো বলো।

♥পরনিন্দা ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথাব্যথ...
08/11/2023

♥পরনিন্দা ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------
অন্যের ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথাব্যথা,
পরনিন্দা করে সময় যায় তালাশ করে শ্রোতা।
সময় হচ্ছে স্বর্ণের চেয়েও কত যে মূল্যবান,
সেই সময় পরচর্চা করে হারিয়েছ সম্মান।

সরলতার সুযোগ নেয়া মন্দ লোকের কাজ,
সম্পর্কে তাই ফাটল ধরে মাথায় পড়ে ভাঁজ।
চা দোকানে বসে বসে মন্দ বলে বেড়ায়,
এইসব ব্যক্তি সবার কাছে বিশ্বস্ততা হারায়।

রূপ বদলাতে সময় নেয় না দেখায় অজুহাত,
ধীরে ধীরে উঠে যাবে ভরসার ঐ হাত।
সরল মনের মানুষ এখন মোটেও নায় ভবে,
সততা ও বিশ্বস্ততা হারিয়েছে কবে,

নিজের অর্জিত নেক আমল অন্য কে দাও তুলে,
নিন্দা করা খারাপ অভ্যাস কইরো না ভাই ভুলে।
অন্যের দোষটা গোপনে ভাই কল্যাণ নিহিত,
কেয়ামতের কঠিন দিনে গোপন রাখে খু্ঁত।

অপরের দোষ গোপন রাখা মানবীয় এক গুণ,
কথাচ্ছলে গোপন কথা বলতে যে ভাই বারণ।
অর্জিত হয় বিশ্বস্ততা চরিত্র হয় উত্তম,
কারো কথা বলার আগে হবে লজ্জা শরম।

গোপন কথা গোপন রেখো যতই হোক ভুলভ্রান্তি,
তাতে করে এই সমাজে ফিরে আসবে শান্তি।
ফিরিয়ে দাও সুন্দর করে বাঁচার অধিকার
কুৎসা রটানোর বিরুদ্ধে হও না যে সোচ্চার।

♥আধুনিক প্লেনে ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী------------------------------------------------বসার সিটে পাবে তুমি সুযোগ-সুবি...
07/11/2023

♥আধুনিক প্লেনে ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
বসার সিটে পাবে তুমি সুযোগ-সুবিধা,
আরামদায়ক বিমান যাত্রায় নেই কোন বাঁধা।

নিরসন হয়েছে এখন সকল জটিলতা,
নিরাপদ দেশ ভ্রমণে আর নেই দুশ্চিন্তা।

প্লেনে করে ঘুরতে যাবার অভ্যাস যাদের আছে,
তাদের জন্যে কর্তৃপক্ষ এই সুবিধা রাখছে।

যাত্রী সেবা পেতে এখন নেই যে ভোগান্তি,
নজিরবিহীন সেবা পেয়ে মিলবে প্রশান্তি।

আগের মতন দেশ ভ্রমণে চিন্তার নাইতো কারণ,
নিশ্চিন্তে দেশ ভ্রমণ হবে খুব আরামে এখন।

রোমাঞ্চকর দেশ ভ্রমণে দারুণ অনুভূতি,
প্রিয় জনের সঙ্গ পেয়ে সময় কাটাও দিনরাত্রি।

প্লেনে চড়ে যে কেউ এখন প্রকাশ করে স্বস্তি,
পাখির মতন উড়ে বেড়াও লাগবে না ভাই ক্লান্তি।

যাত্রী সেবায় আস্থা এলো ভয়ের নাইতো কারণ,
একদেশ থেকে অন্য দেশে ভ্রমণ করো এখন।

♥ধৈয্য ও নামায♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ---------------------------------------------------নিজের হাতে কর্ম করো কর্মে ন...
06/11/2023

♥ধৈয্য ও নামায♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------------
নিজের হাতে কর্ম করো কর্মে নাইতো লাজ,
নামায তোমায় করতে দেয় না কোন খারাপ কাজ,
ঈমানের পর মুসলমানের ইবাদত হয় নামায,
নামায ছেড়ে করো না ভাই কোন মন্দ কাজ।

ধৈর্য ধরে সহ্য করার ক্ষমতা থাকে যার,
সব বাঁধা অতিক্রম করে সাফল্য আসে তার।
অল্প ব্যথায় ভেঙে পড়লে হারিয়ে ফেলে জ্ঞান,
হতাশা তার নিত্যসঙ্গী বলা যায় না সিয়ান।

জীবন মানে নিজের সাথে নিজেরই হয় যুদ্ধ,
দুঃখের সাথে পাঞ্জা লড়ে বাঁচাটাই আনন্দ।
ভাগ্যের দোষারোপ না দিয়ে কর্মঠ হওয়া চায়,
জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে এগোতে হবে ভাই।

নিজেই নিজের ভুল গুলো যে সংশোধন করে,
এই জগতে আসল জ্ঞানী বলা যায় তারে।
লোভ-লালসার স্বার্থ ছেড়ে দ্বীনের পথে চলে,
বিপদ কালেও কারো সাথে মিথ্যা নাহি বলে।

আবেগ দিয়ে কাজ করো না বিবেক দিয়ে করো,
মৃত্যু আসার আগে তুমি সঠিক রাস্তা ধরো।
অনর্থক সব কথাবার্তা পরিহার করে,
অন্যায় থেকে ফিরে আসো আল্লাহর ডরে।

♥পাঠশালায়♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''""""""""""""""...
06/11/2023

♥পাঠশালায়♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""""
শত কষ্টের মাঝেও মায়ের মুখে তৃপ্তির হাঁসি
খোকা যাবে পাঠশালায় আজকে মহা খুশি।
মহান প্রভুর সন্তুষ্টি তে সুখে ভরেছে বুক,
প্রভুর দয়ায় এই দুনিয়ায় দেখছে সন্তানের মুখ।
দুরন্ত পনায় মাতিয়ে রাখে স্বভাবসুলভ চঞ্চল,
আঁধার ঘরে আলো হয়ে পূর্ণ মায়ের রিক্ত কোল।
চিত্ত জুড়ায় কোমল স্বরে শুনি যখন মা ডাক,
হারিয়ে যায় দুঃখ গুলো ভেতরে অনুরাগ।

জ্ঞানী গুণী হয়ে একদিন বয়ে আনিবে সম্মান
মা-বাবা তার শীতল ছায়া অনুপ্রেরণা দান।
বাঁধার প্রাচীর ভেঙে চুড়ে ভবিষ্যৎ তার উজ্জ্বল,
ন্যায়ের ঝাণ্ডা উড়াবে সেই মানুষ হবে আসল।
সৎ পথে কল্যাণ নিহিত দুর্গম পথে নির্ভয়,
দেশ ও দশের কাজে দেবে সততার পরিচয়।
মেঘ সরে ওই দূর আকাশে উদয় হয় রবিকর,
দুশ্চিন্তা ঘেরা সুউচ্চ শৈল থাকবে না ভেতর।

পাঠশালায় রওনা দেবে হাতে নিয়ে বইপত্র,
আগামী দিনে হবে সেই একজন ভালো ছাত্র!
সঙ্গে যাবে মিত্র সাথী শিখবে বাংলা অক্ষর,
জ্ঞানী গুরুর সান্নিধ্যে সেই জানবে নিজের সাক্ষর!
তাকে নিয়ে স্বপ্ন দেখি মানুষ হবে যোগ্য,
কর্ম গুণে বদলাবে সেই নিজেই নিজের ভাগ্য।
প্রথম ইস্কুল যাওয়ার দিনটি খুব রোমাঞ্চকর,
খোকা আমার খুব সাহসী মোটেও নায় ভয়ডর।

♥হেমন্তের শীত♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী -------------------------------------------শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে ফি...
04/11/2023

♥হেমন্তের শীত♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
-------------------------------------------
শীতের আগমনী বার্তা নিয়ে
প্রকৃতিতে ফিরে এলো শীত,
ধান কাটার ওই ধুম পড়েছে
কৃষকেরা গাইতেছে গীত।
রাতের শেষভাগ থেকে শুরু করে
সকাল পর্যন্ত অনুভূত হয় হিমেল হাওয়া,
কুয়াশা ভেজা ঘ্রাণ জানান দেয় শীত আসছে
শিশির জমেছে ঘাস আর গাছের পাতায়।
নতুন কুড়িতে আদর বুলিয়ে দিচ্ছে
বিন্দু বিন্দু শিশির কণা,
হেমন্তের হিমেল হাওয়া বইছে
বাইরে যেতে খুব মানা।
মাকড়শার জালে বিন্দু বিন্দু শিশির জমে
তৈরি করে শিল্পকর্ম,
সকালের সোনালি ওই সূর্যটা
উদয় হতে খানিক বিলম্ব।
এতটুকু সময়ে মায়াবী আলোয়
ভরে থাকছে চারপাশ,
হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত
মিলছে না স্বস্তির আবাস।
কখনো কখনো কুয়াশার গাঢ়ো আবরণে সাথে
সূর্যের চলে লুকোচুরি,
শীতের আমেজে শীত পোশাকে
বেচাকেনা হয় পাইকারি।
শিশির ভেজা জবুথবু কাশফুল জানান দেয়
অনেক আগেই শীত চলে এলো,
বাড়ির উঠোনে ভোরের গল্প আড্ডায়
শীত বরণের প্রস্তুতি শুরু হল।
এই সময়ে চারিদিকে সবুজের মাঠ
রোপা আমন কাটতে ব্যস্ত থাকে কৃষকে,
ধান কাটা ও মাড়াই শেষে বস্তাবন্দী
হয় চোখের পলকে।
শীতের প্রখর বাড়ার সাথে সাথে
খেজুর গাছের রসে ভরে যায় হাড়ি,
ঘরে ঘরে কর্মব্যস্ততা শুরু হয়
রস দিয়ে হয় গুড় তৈরি।
নতুন ধানে ঘরে ঘরে
পালিত হবে নবান্ন উৎসব,
সাথে যোগ হবে পিঠাপুলির নানান আয়োজন,
অন্যরকম এক অনুভব।
শীত এলে গ্রাম বাংলার মানুষের
কাছে অন্যরকম এক অনুভূতি,
এই ষড়ঋতুর দেশ ছাড়া অন্য কোথাও
খুঁজে পাওয়া যায় না সুখের স্মৃতি।

♥ ব্লেডে চেয়েও♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী -------------------------------------------মুখের ভাষা ব্লেডের চেয়েও আরোও ধারাল...
03/11/2023

♥ ব্লেডে চেয়েও♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
-------------------------------------------
মুখের ভাষা ব্লেডের চেয়েও আরোও ধারালো,
কথার আঘাত খুবই ভারী মোটেও নয় ভালো।
স্বার্থে যখন আঘাত লাগে আপন মানুষও স্বার্থপর,
নিজ স্বার্থের কারণে তারা ভূতের চেয়ও ভয়ংকর।

মনের কষ্ট মনে থাকুক করতে চায় না তাজা,
শেয়ার করলে অপর জনে নিতে পারে মজা।
কথা নাকি লতার মতন দিন দুপুরে বাড়ে,
নিজের খেয়ে পরের কথা বলতে তারা পারে।

পরের কথা না বললে ভাই হজম হয় না ভাত,
বলতে পারলে মনের সুখে মিটে নাকি স্বাদ।
গল্প আড্ডায় সবখানে আজ কারণ হচ্ছে একই,
পরের কথা খুঁড়ে খুঁড়ে বলতে পারলে সুখী।

বগল তলায় নোংরায় ভর্তি শুঁকে দেখে না,
পরের বগল শুঁকতে তাদের লজ্জা লাগে না।
দেখতে তাদের সাদাসিধে চেনা যায় না মুখোশ,
আপন করে গোপন কথা টেনে আনিবে দোষ।

কুকুরের লেজ সিধে হয়না লোক মুখে তাই শুনি,
সুযোগ পেলে কামড় বসায় এদের নিয়ো চিনি।
যতই করো তাদের সাথে ভদ্র আচরণ,
দূর্বল ভেবে আঘাত করে সেই তো নয় আপন।

সৎ মানুষের সততা কে মনে করে বোকা,
এদের সাথে যুক্তি তর্কে হারতে হবে একা।
যোগ্যতা দাবিয়ে রেখে প্রচার করিবে মন্দ,
বিপদ কালে দাঁত দেখিয়ে হাসিতে পায় আনন্দ।

সাপের চেয়েও বিষাক্ত হয় স্বভাবটা উলঙ্গ,
ভুলের মাশুল দিতে হবে ত্যাগ করো ভাই সঙ্গ!
নিজের কথা পরকে বলে বিপদ আনবে টেনে,
মনের কষ্ট মনে পুষলে কেউতো নাহি জানে।

সেজন তোমার চায় না ভালো পিঠপিছে হয় দুষমন,
স্বার্থ ছাড়া এদের কাছে কেউ হবে না আপন।
নিজের সাথে নিজের যুদ্ধ ধৈর্য কিংবা চেষ্টায়,
কাউকে তুমি বিশ্বাস করে ঠকতে যেয়ো না ভাই।

এমন বন্ধু যাচাই করো কথায় কাজে সৎ,
বন্ধুত্ব সেই রক্ষা করে যতই থাক বিপদ।
তা না হলে সারা জীবন আফসোস করবে বেশি,
নিজের কাছে নিজেই তখন হতে হবে দোষী।

♥অন্তিমকাল ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ---------------------------------------------কি হবে এই অট্টালিকা কাড়ি কাড়ি টাকা,স...
02/11/2023

♥অন্তিমকাল ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
---------------------------------------------
কি হবে এই অট্টালিকা কাড়ি কাড়ি টাকা,
সবকিছু ফেলে রেখে চলে যাবো একা।
এক এক করে পূর্বপুরুষ নিয়েছে বিদায়,
একই ঘরে আমাদেরও নিতে হবে ঠাঁই।

কালো চুল ভাই সাদা হল পেকে গেছে দাড়ি,
কবর পথের যাত্রী হব মায়ার ভুবন ছাড়ি।
সফল হতে হারাম পথে করছো ধনের পাহাড়,
মৃত্যুর পরে সে সম্পদে ভাগ বসায় পরিবার

কর্ম দোষে যাবে ফেঁসে রেহায় নাইতো কারো,
দিন থাকিতে নামায কালাম সঠিক ভাবে পড়ো।
সাড়ে তিন হাত মাটি ছাড়া সবই যে ভাই ফাঁকা,
নিজের ভালো না বুঝিলে আমিতো ভাই বোকা।

পাপের পথে যাদের জন্যে রাখছো টাকাকড়ি,
একদা সব ভুলে যাবে সম্পদ টাকে ধরি।
মাটির দেহো মাটি হবে কিসের এত গর্ব,
নেক সন্তান ভাই না জন্মালে সম্মান হবে খর্ব।

যতই তুমি বাহুবলে করো জারিজুরি,
চার বেহারার পালকি চড়ে যাবে আপন বাড়ি।
দ্বীনের পথে মাথাব্যথা কুর্কমে হও লিপ্ত,
দান করিতে গতর কাঁপে রেখে দাও সব গুপ্ত।

চিরনিদ্রায় শায়িত হয় আগে পিছে সবাই,
একে একে সেই পথ ধরে যেতে হবে একাই।
মৃত্যুর আগে প্রভুর পথে প্রত্যাবর্তন করি,
সালাত শেষে তওবা করে পাপের পথটা ছাড়ি।

অন্তিমকালে সবার যেন নসিব হয় কালেমা,
আমল দিয়ে ভরাও ঝুলি রবে না পাপ জমা।
আজ থেকে মন সব বিষয়ে হও না হুশিয়ার,
সোজা পথের পথিক হয়ে হয়ে যাও দ্বীনদার।

♥জোড়ায় জোড়ায় ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী------------------------------------------------জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় কত না দম্...
01/11/2023

♥জোড়ায় জোড়ায় ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় কত না দম্পতী,
তাদের মতন আমার তো নায় চলার পথে সাথী।
দেখলে তাদের বুকের ভেতর আগুল জ্বলে উঠে,
যখন দেখি পাশাপাশি পা মিলিয়ে হাঁটে।

খোশ মেজাজে গল্প করে বলছে মনের কথা,
এমন দৃশ্য দেখলে আমার মনে লাগে ব্যথা।
তখন কিছুই ভালো লাগে না মনটা ভীষণ খারাপ,
মনের মতন মন না পেয়ে জমে নাতো আলাপ।

এমন সুন্দর দম্পতী আর দেখি নাইতো আগে,
মনে হবে দুই জোড়া ফুল ফুটেছে ওই বাগে।
কোথায় গেলে পাবো আমি মনের মতন পাত্রী,
সন্ধান করে পায়নি আজোও পার হয়ে যায় রাত্রি।

জনপ্রিয় দম্পতীরা মেলায় এসে ঘুরে,
আকর্ষণের কেন্দ্রে থাকে হাজার লোকের ভিড়ে।
কোন ঠিকানায় মনের মানুষ করছে বসবাস,
যার অপেক্ষায় পেরিয়ে যায় সাপ্তা শেষে মাস।

গভীর ঘুমে থাকি যখন স্বপ্নে দিয়ো দেখা,
একলা ঘরে তুমি ছাড়া লাগে ভীষণ একা।
দিন কাটে না রাত কাটে না কাটে না সময়,
কোন কাজে মন বসে না ক্লান্ত এই হৃদয়।

যেথায় আছে মনের মানুষ মিলাইয়া দাও রব,
মনের মতন মন না পেলে বাঁচা অসম্ভব।
মনের জমি খালি আছে আবাদ করবো মিলে,
এমন একটা সঙ্গী যদি প্রভুর দয়ায় মিলে।

ফুলে ফুলে সাজায় রাখছি আমার এই অবুঝ মন,
খাঁটি মনের মানুষ পেলে করবো তারে আপন।
আমার জন্যে রাখছে যারে ধরতে চায় তার হাত,
এই জীবনে তাকে পেলে পূরণ হবে স্বাদ।

♥ গ্রামের দস্যি মেয়ে♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------দস্যি মেয়ে দস্যি মেয়ে উঠলে...
31/10/2023

♥ গ্রামের দস্যি মেয়ে♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
দস্যি মেয়ে দস্যি মেয়ে উঠলে কেন গাছে,
মা যে তোমার লাঠি হাতে আসবে তোমার পিছে।
ইস্কুল যাওয়ার সময় হলে বই গুলো সব রেখে,
এদিক সেদিক ঘুরে বেড়াও মন্দ বলে লোকে।

মেয়ে হয়ে কেন তুমি গাছের ডালে বসো,
গাছের উপর বসে বসে মিষ্টি মিষ্টি হাসো।
মাঝে মাঝে গাছের থেকে নিচে দেয় যে লাফ,
পড়ালেখার ধার ধারে না পুকুরে দেয় ঝাঁপ।

সারাটা দিন খুঁজতে তারে বেরিয়ে যাবে দম,
কোথায় গেলো বুদ্ধিশুদ্ধি নাইতো লজ্জা শরম।
মা যে তাহার চিন্তা করে কোন বিপদে পড়ে,
তার উপরে স্বামী হারা অভাবে রয় ঘিরে।

নিজের ভালো না বুঝিলে কে বুঝাবে বলো,
পড়াশোনা না করিলে জ্বলে নাতো আলো।
বই হাতে তার মন বসে না খেলার প্রতি ঝোঁক,
প্রতিদিনই একটা করে নালিশ আনে লোক।

কোন কথা গায় লাগে না জানতে চাইলে কারণ,
যেমন খুশি তেমন চলে শুনে নাতো বারণ।
কেমন করে বোঝায় তারে তুইতো একটা মেয়ে,
দিনের পর দিন এমন করলে কেমনে দেবো বিয়ে।

♥বাঁচাও দেশের ক্রিকেট ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী --------------------------------------------------সমর্থকদের রোষানলে বা...
29/10/2023

♥বাঁচাও দেশের ক্রিকেট ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
--------------------------------------------------
সমর্থকদের রোষানলে বাংলাদেশ টাইগার,
যারা নাকি সেমিফাইনাল খেলার দাবিদার।
হতচ্ছাড়া পারফরমেন্সে স্বপ্ন হয় ধূলিসাৎ,
দেশবাসীর আশা প্রত্যাশা সবই এখন বরবাদ।

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে কেন এমন দুর্দশা,
পূরণ করতে পারতেছে না কোটি ভক্তের আশা।
ইচ্ছে মতো ক্রিকেট খেলে জেতা ম্যাচটা ও হারে,
লক্ষ কোটি ভক্তের কান্না অঝোর ধারায় ঝরে।

বিশ্বমঞ্চে প্রতিবারই লজ্জায় ডুবে মারে,
কোথায় গেলো বাঘের হুংকার দেখি নাতো ফিরে।
এইসব দেখে ক্রিকেট বোর্ডের মাথাব্যথা নেই,
কি কারণে এই অধঃপতন হারিয়েছে খেই।

দুর্বল প্রতিপক্ষের কাছেও হারতে হচ্ছে ম্যাচ,
তার উপরে একের পর এক মিস করতেছে ক্যাচ।
আত্মবিশ্বাস তলানিতে কথা বলবে বড়,
অভিজ্ঞদের উপর কেন আস্থা নাইতো কারো।

একের পর এক হারের মাঝেও উন্নতি নেই মোটে,
দল হয়ে খেলতে পারছে না এগারো জন মাঠে।
হাথুরুর পরিকল্পনা বারবার হচ্ছে ব্যর্থ,
ভালো খেলার টোটকা দিতে নাই যে তার সামর্থ্য।

জয়ের আশায় হারতে হারতে পিঠ ঠেকেছে দেয়ালে,
বিশ্বকাপটা কোনদিনই জুটবে না ভাই কপালে।
পারফরমেন্সের বিচারে কয় খালি হাতে ফিরবে,
কোটি ভক্তের কাছে তারা কি জবাবটাই দেবে।

জয় নামের ওই সুপার শপে ফিতা কাটতে ব্যস্ত,
ক্রিকেট ছেড়ে সাকিব এখন এইসবে অভ্যস্ত।
দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটে দায় সাড়া মনোভাব,
কারো কাছে দিতে হয় না সঠিক কোন জবাব।

বিসিবির সভাপতি আর নির্বাচক কমিটি,
তারা আছে সুখের ঘুমে ক্রিকেট হচ্ছে মাটি।
দেশের মানুষ মাশরাফি কে সভাপতি চায়,
তা না হলে দেশের ক্রিকেট ধ্বংস হবে ভাই।

দলের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে,
মাশরাফি ছাড়া অন্য কেউ পারবে না করতে।
পুরো দলের চেহেরাটাই বদলে দিতে পারে,
ক্রিকেট টাকে ঢেলে সাজাও আবার নতুন করে।

♥দোকানদার মামা♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------দোকানদার মামা যখনই বিয়ে করতে যায়...
28/10/2023

♥দোকানদার মামা♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
দোকানদার মামা যখনই বিয়ে করতে যায়,
চিপসের প্যাকেট দিয়ে বিয়ের গাড়িটা সাজায়।
গাড়ি দেখে যে কেউ বলে দিতে পারবে একবার
গাড়ি চড়ে বউ আনতে যায় এলাকার দোকানদার।

বিয়ে করার পাশাপাশি পণ্যের করে বিজ্ঞাপন,
দেশি পণ্যের দেশীয় স্বাদ হাতের নাগালে এখন।
বাপ-দাদার রেখে যাওয়া জমির উপরে,
ছোট্ট একটা দোকান দিয়ে ব্যবসা করে।

অল্প কিছু পুঁজি নিয়ে দাঁড় করেছে ব্যবসা,
মনের মত সঙ্গী পেলে পূরণ হবে আশা।
সবার কাছে দোয়া প্রার্থী দোয়া করবেন সবাই।
ঘরের বউটা লক্ষ্মী হলে আনন্দের সীমা নায়।

হয়তো কেহ বলতে পারে এমন কাণ্ড দেখে,
হাসতে হাসতে মুখ লুকাবে বেকুব বলবে লোকে।
মামা চলে নিজের ইচ্ছায় কারো ধার ধারেনা।
স্বপ্ন গুলো পূরণ হলে আরতো কিছু চায় না।

সব বয়সী মানুষেরা মামা বলে ডাকে,
মামা যেন মামী নিয়ে সুখ শান্তিতে থাকে।
মায়ের দোয়া দোকানটা তে সব জিনিসই রাখে,
রাত বারোটার পরেও মামার দোকান খোলা থাকে।

♥ শ্বশুর বাড়ি♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------শ্বশুর বাড়ি খেতে দিলো কত পদের রান...
27/10/2023

♥ শ্বশুর বাড়ি♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
শ্বশুর বাড়ি খেতে দিলো কত পদের রান্না,
সাথে করে নিয়ে এলো ছোট্ট একটা বদনা।
বদনা দেখে জামাই বাবু হাতটা নিলো ধুয়ে,
পুরো ঘরে হাসছে সবাই ঘটনাটা নিয়ে।

দিনের বেলায় শ্বশুর আব্বা জ্বালিয়ে দেয় বাতি,
খেলার ছলে ভুলবশত এই কাজ করছে নাতি।
শ্বাশুড়ি মা নিজ হাতে আজ রান্না করছে ঘরে,
রাগ করো না জামাই বাবা খেয়ে নাও পেট ভরে।

দেশি মুরগি জবাই করে রান্না করছে আজ,
সুস্বাদু সব খাবার খেতে পেয়ো নাকো লাজ।
সাথে আছে গাজর শসার মজাদার সালাদ,
তোমার জন্যে গরম গরম নিয়ে আসছি ভাত।

আরোও আছে গরুর মাংস আনছি ভুনা করে,
একবার খেলে স্বাদ মিটে না আহার কর ধীরে।
মলা মাছের চড়চড়িটা খেতে লাগবে ভালো
শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি মুখ করে না কালো।

লোভনীয় খাবার দেখলে জিভে আসে জল,
জ্যৈষ্ঠমাসে খেতে পারবে কত রকম ফল।
কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আমের গাছে আম,
আরোও আছে পুষ্টিদায়ক জামের গাছে জাম।

খেতে যেমন সুস্বাদু হয় দেখেই মন কাড়ে,
বসে বসে খেয়ো তুমি তৃপ্তি সহকারে।
গাছে গাছে দেখবে তুমি নানান জাতের পাখি,
রোজ প্রভাতে কিচিরমিচির করবে ডাকাডাকি।

পাখির শব্দে পাড়াপড়শি ঘুমের থেকে জাগে,
দেখবে তুমি কত রকম ফুল ফোটে ওই বাগে।
পুকুর পাড়ে হাঁটতে গেলে বাতাস লাগবে গায়,
আর কটাদিন থেকে যেয়ো যতদিন মন চায়।

♥ অসহায় ফিলিস্তিন ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ------------------------------------------------দুই ফোঁটা চোখের জল ছাড়া কি...
25/10/2023

♥ অসহায় ফিলিস্তিন ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি,
ফিলিস্তিনের জনপদে চলছে আহাজারি।
শত শত লাশের স্তূপ পড়ে আছে রাস্তায়,
বিশ্ব বিবেক ঘুমিয়েছে দেখে না কেউ তাকায়।

প্রভু ব্যতীত কে আছে ভাই সাহায্যকারী,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি----

ইসরাইলী ঐ নরপশু ধ্বংসযজ্ঞ চালায়।
কে ঠেকাবে মৃত্যুর মিছিল জনগণ তো অসহায়।
কেড়ে নিতে চাইছে তারা মসজিদুল আল আকসা,
নিরপরাধ মানুষ মেরে পূরণ করে আশা।

জালিমের বিরুদ্ধে হুংকার দাও একতা গড়ি,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি---

আকসা মসজিদ মুসলমানের প্রথম কোন কেবলা,
নিজেদেরই কাছে রাখতে খেলছে যুদ্ধ খেলা।
দুর্বলের উপর সবলের চলতেছে অবিচার,
সামরিক শক্তি দেখিয়ে করতেছে হুঁশিয়ার।

সচ্ছল মানুষ হাত বাড়িয়ে বিপদ মুক্ত করি,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

নারী কিংবা অবুঝ শিশু বাদ যাচ্ছে না কেউ
নিজের ভূমি রক্ষা করতে বইছে রক্তের ঢেউ।
বোমা হামলায় গাজার মানুষ এখন বিপর্যস্ত,
চারিদিকে কান্নার আওয়াজ রক্তে হয় রঞ্জিত।

এইসব দৃশ্য দেখার পরেও কেমনে সহ্য করি,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

একের পর এক আবাসস্থল ভেঙে গুড়িয়ে দিচ্ছে,
বড় বড় ধনকুবেরা আগুনে ঘি ঢালতেছে।
নৃশংস অমানবিক কাজ তাদের দ্বারায় সম্ভব,
নিজের চোখে না দেখিলে হবে না অনুভব।

ফিলিস্তিনিদের নিধনই মূল লক্ষ্য তাদেরই,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

বাদ যাচ্ছে না হাসপাতালও আবাসিক ভবন,
মরণাস্ত্র ব্যবহারে কেড়ে নেয় জীবন।
মাটির সাথে মিশে যাচ্ছে ফিলিস্তিন জনপদ,
দিনের পর দিন লেগে আছে একের পর এক বিপদ।

অত্যাচারের মদদদাতা করে ছলচাতুরী,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

নির্বিচারে মানুষ হত্যা আর কতদিন চলবে,
ফিলিস্তিনের পক্ষে এবার আওয়াজ তুলো ভবে।
ফিলিস্তিনি স্বাধীন করতে ঐক্যবদ্ধ হই,
ইহুদীদের খতম করে আনবো যে বিজয়।

ইহুদীরা নিপাত যাবে দেখবে তাড়াতাড়ি,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

সাধ্য যদি থাকতো আমার মুসলমানের জন্য,
যুদ্ধ করে শহীদ হতাম জীবন হত ধন্য।
মানবেতর জীবন কাটছে ফিলিস্তিন বাসী,
সাহায্যের হাত বাড়িয়ে দাও ফুটাও না হাঁসি।

মসজিদে মসজিদে দুহাত তুলে দোয়া করি,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

খোলা আকাশের নিচে ঠাঁই দেখার তো কেহ নায়,
মোদের নবীর উছিলাতে রবের করুণা চায়।
মুসলিম বাসীর দুই চোখের জল না হয় যেন বৃথা,
প্রার্থনা সব কবুল করো শুনো মোদের কথা।

প্রভু তুমি দয়ার সাগর তুমিই রক্ষাকারী,
দুই ফোঁটা চোখের জল ছাড়া কি আর করতে পারি-----

24/10/2023


ভালো লাগে বৃষ্টির জলে
পা ভিজিয়ে চলতে,
ভালো লাগে অনেক কিছু
পারি না তা বলতে।

♥মোনাজাত ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------------চলার পথে ভুল করেছি পাপ করেছি কত...
19/10/2023

♥মোনাজাত ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------------
চলার পথে ভুল করেছি পাপ করেছি কত,
ফরজ নামায কাজা করে চলছি ইচ্ছামত।
নিজ অজান্তে কত লোকের কষ্ট দিছি মনে,
কার কার নামে গীবত করছি জানি না জীবনে।

অন্যের ভালো দেখতে গেলে আফসোস করি বেশি,
মনের ভেতর সদা আমি হিংসা রাখছি পুষি।
পরের হকটা নষ্ট করে করছি আরাম আয়েশ,
তবুও আমার পূরণ হয়নি মনের সকল খায়েশ।

হালাল হারাম না মানিয়া কামায় করছি টাকা
হারাম টাকায় করছি আমি কুঁড়েঘরটা পাকা।
অন্যের জমি নিজের বলে করছি আত্মসাৎ,
টাকার জোরে মানুষ কিনে পূরণ করছি স্বাদ।

নিজ অজান্তে আরোও কত করেছিলাম পাপ,
মা কে রেখে বৃদ্ধাশ্রমে কিনছি অভিশাপ।
নেতার পিছে ছবি তুলে নিজেই সাজছি নেতা,
আত্মীয়তা ছিন্ন করে মনে দিছি ব্যথা।

এমন কোন অপরাধ নেই আমার দ্বারায় হয়নি,
কত লোকের চোখে আমি ঝরিয়েছি পানি।
ব্যাংক ভর্তি টাকা হলেও দানের বেলায় কৃপণ,
টাকা ছাড়া আমার কাছে কেউ ছিলো না আপন।

কয়েক বিঘা জমি নিয়ে রোপণ করছি গাছ,
কম খরচে পুকুর কেটে ফেলছি তাতে মাছ।
নিজের ভালো চাইতে গিয়ে করছি অন্যের ক্ষতি,
সুদের টাকায় আজকে আমি হলাম কোটিপতি।

নিজের ভুলটা বুঝতে পেরে রবের কাছে চাওয়া,
মরণ আসার আগে আমার কবুল করো তওবা।
পাপ কাজ থেকে ধীরে ধীরে মুক্তি যেন পায়,
বেশি বেশি তওবা করার তৌফিক দাও আমায়।

আমি যেন থাকতে পারি দ্বীন ইসলামের পথে,
অন্ধকার এই জীবন থেকে আসতে চায় আলোতে।
প্রভু আমার রোজ হাশরে সহজ করো বিচার,
পাপের চেয়ে প্রভুর দয়া উঁচু একটা পাহাড়।

সদা তোমার নেয়ামতের শুকরিয়া জানায়,
তুমি ছাড়া পরকালে বাঁচার উপায় নায়।
ওয়াক্ত মত নামায পড়ে সিজদায় হই নত,
আমি যেন চলতে পারি প্রভুর আদেশ মত।

♥ বাঁচাও ফিলিস্তিন ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ------------------------------------------------জেগে ওঠো সারা বিশ্বের মুস...
18/10/2023

♥ বাঁচাও ফিলিস্তিন ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------
জেগে ওঠো সারা বিশ্বের মুসলিম সমাজ,
অভিশপ্ত ইহুদীরা করতেছে রাজ।
মুহুর্মুহু বোমা হামলায় অসহায় ফিলিস্তিন,
নিজের দেশে বাস্তু হারা ফিরে নাতো সুদিন।

ছড়িয়ে ছিটিয়ে আছে পথে পথে লাশ,
বাদ যাচ্ছে না নারী শিশু মাসের পরে মাস।
গাজা এখন ধ্বংসস্তুপের রক্তাক্ত নগর,
সীমান্তে জড়ো করতেছে কত ট্যাংকবহর।

মুসলমানের এই দুর্দশা কেমনে চেয়ে থাকি,
সর্বত্রই জালিমের জুলুম নির্বাক চেয়ে দেখি।
নিরপরাধ মানুষ মেরে দেখায় তাদের রূপ,
মুসলমানের পক্ষে মোরা থেকেছি নিশ্চুপ।

ন্যায়ের পক্ষে বলতেছে না কেউ কোন কথা,
কারাগারে বন্দি এখন এই মানবতা।
ফিলিস্তিনের জনপদে ঝরিতেছে তাজা প্রাণ,
রক্ত বন্যা বয়ে যাচ্ছে দূরে বসে নিচ্ছি ঘ্রাণ।

মুসলিম বিশ্ব এক না হলে ফিরবে না সুদিন,
বন্দি থেকে মুক্ত হবে না এই ফিলিস্তিন।
নিজেদেরই হক আদায়ে হও না সোচ্চার।
মুসলমানরা মানবে না আর অন্যায় আবদার।

ফিলিস্তিন কে বাঁচাতে আজ ন্যায়ের ঝাণ্ডা ধরো
মসজিদুল আকসা আমাদের নয় তো অন্য কারো
ইহুদীদের চক্রান্ত সব ধুলায় যাবে মিশে,
এসো না আজ ঐক্য গড়ি সবাই মিলেমিশে।

♥সুমাইয়া তুমি কার♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ------------------------------------------------------ভার্সিটি তে চান্স না ...
16/10/2023

♥সুমাইয়া তুমি কার♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------------------
ভার্সিটি তে চান্স না পেলে মনটা যাবে ভেঙে,
সুমাইয়ার মন বদল হবে অন্য কারো সঙ্গে।
মনোবল তাই চাঙ্গা রাখি তারপরে ও ভয়,
যে করে হোক ভর্তি যুদ্ধে পেতে হবে জয়।

নামি-দামি ভার্সিটি তে পড়ার সুবাদে,
সরকারি সব চাকরী নাকি মিলে অবাধে।
চান্সটা পেলে ঠিকমতো ভাই পড়াশোনা করি,
ভালো একটা রেজাল্ট করে পেতে হবে চাকরী।

সুমাইয়া তাই কথা দিলো হাতটা রেখে হাতে,
সেই পর্যন্ত আমার জন্যে থাকবে অপেক্ষা তে।
চাকরিজীবী ছেলে ছাড়া ধরবে নাকো হাত,
তার বাবা-মা কোনদিনই দেবে নাতো সাথ।

ব্যত্যয় হলে অন্য কেহ গলায় দেবে মালা,
কেঁদে কেঁদে বুক ভাসাবে ভেতরে তে জ্বালা।
দুহাত ভরে কামায় করে আনবে যখন টাকা,
বিয়ের প্রস্তাব নিয়ে সেদিন করতে যেয়ো দেখা।

অতিরিক্ত টেনশনে তাই ঘুম আসে না রাতে,
খোদার উপর ভরসা রাখি সবই তাহার হাতে।
সুমাইয়া তুই অন্য কারো ভাবতে চোখে জল,
কেমন করে আমায় ছাড়া থাকতে পারবি বল।

রাত্রি জেগে ধূমপান করি হাতে নিয়ে কলম,
ভার্সিটি তে চান্স না পেলে পেতে হবে শরম।
চাকরির বাজার খুব সীমিত যোগ্যতার নেই দাম,
তার উপরে আমার তো নাই মামা খালুর নাম।

পড়ার খরচ ভর্তির খরচ কেমনে মেটায় আমি,
শেষ পর্যন্ত বেচে দিলাম বাবার দেয়া জমি।
তীরে এসে তরী যদি ডুবে যায় হঠাৎ,
স্বপ্ন গুলো স্বপ্নে রবে মাথায় পড়বে হাত।

♥ভোর বেলা♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ------------------------------------------পূর্ব দিকে সূর্য উঠে ডাকছে ভোরের পাখি,নাম...
15/10/2023

♥ভোর বেলা♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
------------------------------------------
পূর্ব দিকে সূর্য উঠে ডাকছে ভোরের পাখি,
নামায শেষে কোরআন পড়ো খুলে তোমার আঁখি।
সারা জগত জাগছে দেখো নিত্য ফজর বেলা,
জলদি করে নামায পড়তে নয় যে অবহেলা।

খালি পায়ে হাঁটো তুমি শিশির ভেজা ঘাসে,
চেয়ে দেখো সূর্যের আলোয় সারা জগত হাসে।
গামছা বেঁধে কৃষকেরা কাজ করতে যায় মাঠে,
মাঠের ফসল ঘরে এলে আহার জুটে পেটে।

শরীর থেকে ঘাম ঝরিয়ে কর্ম করে যারা,
কর্ম গুণে সফলতা পেয়েছিল তারা।
এমনই এমনই ভাগ্য ফিরে ভাবনাটা মিছে,
সামনে যেতে চাইলে তুমি রয়ে যাবে পিছে।

অলস যারা ঘুমায় তারা সুখ নাহি তার মোটে,
মনের মাঝে স্বস্তি পায় না ভাত জুটেনা পেটে।
কর্ম করলে টাকা আসে আরামের হয় ঘুম,
তা না করে মানে তারা শয়তানের হুকুম।

ভোরের আলো ফুটার আগে বিছানাটা ছাড়ো,
প্রত্যেকটা দিন নিয়ম করে হাঁটার অভ্যাস করো।
তাজা হাওয়ায় শরীর টাকে কর্মক্ষম করে,
ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

অলস হয়ে বসে থাকলে যাবে না ভাই দুখ,
অলস মানুষ কোনদিনই খু্ঁজে পায় না সুখ।
ছন্দহীন এই জীবনটা তে কেবল হাহাকার,
তার জীবনে নেমে আসে শুধুই অন্ধকার।

ভোরের হাওয়া গায়ে মেখে মেজাজ করো শান্ত,
মনটা তখন ফুরফুরে হয় দূর হয়ে যায় ক্লান্ত।
কর্মের মাঝে তৃপ্তি মিলে শান্তি আসে ফিরে,
এক নিমিষে অভাব যে তার পালিয়ে যায় দূরে।

♥ভাগ্যবান বউ♥মোহাম্মদ ওসমান গনি প্রবাসী ----------------------------------------------সংসারের সুখ শান্তির জন্যে মানুষ কি...
13/10/2023

♥ভাগ্যবান বউ♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
সংসারের সুখ শান্তির জন্যে মানুষ কি না করে,
স্বামী আমার নিজ হাতে তাই রান্না করে ঘরে।
নিজের কাজের পাশাপাশি রান্না করে ভাত,
ঘরের যাবতীয় কাজে দেয় যে আমার সাথ।

বউদের কে সহযোগীতা করা ভালো একটা গুণ,
রান্না থেকে শুরু করে খাবারটা পরিবেশন।
সারাটা দিন কাজের ফলে হই অবসন্ন,
সকল কাজে খেয়াল রাখে সুস্বাস্থ্যের জন্য।

বিছানাটা পরিষ্কার আর মশারি টাঙানো,
নিজের চোখে চেয়ে দেখি সবকিছু গোছানো।
নিজে খেয়ে সবার প্লেটটা নিজেই রাখে ধুয়ে,
জীবন আমার ধন্য হল এমন স্বামী পেয়ে।

সন্তানদের কে যত্ন করে গায়ে আসলে জ্বর,
বিছানাটা ত্যাগ করে সেই গোছায় রাখে ঘর।
সুযোগ পেলে বন্ধুর মতন আড্ডা দেবে বসে,
মজার মজার গল্পের ছলে মিষ্টি মিষ্টি হাসে।

নবীর সুন্নাত পালন করে এমন স্বামী কয়জন,
ঘরের কাজে হাতে বাড়িয়ে সুন্দর করে জীবন।
ভাবতেই যেমন ভালো লাগে শান্তি লাগে ততো,
ভাগ্য গুণে এমন স্বামী পেলাম মনের মতো।

আস্থা বিশ্বাস ছিলো বলেই ধরেছিলাম হাত,
দুঃসময়ে কোনদিনই ছাড়বো না তার সাথ।
মনের ঘরে প্রবেশ করলো জ্যোৎস্না মাখা চাঁদ,
উপছে পড়া ভালোবাসায় পূরণ করলো স্বাদ।

কমবে নাকো কোনদিনই শ্রদ্ধা ও সম্মান,
দুটি মনের ভালোবাসা থাকিবে অম্লান।
ভাগ্য ভালো তোমার মতন পেয়েছিলাম স্বামী,
এখন তুমি আমার কাছে সবার চেয়ে দামী।

স্বামীর থেকে বড় আপন পৃথিবী তে নাই,
সুখে দুখে তাকে যেন আপন করে পাই।
গুণের কথা লিখতে গেলে শেষ হবে না ভাই,
স্বামী আমার ময়নাপাখি পুষে রাখতে চাই।

স্বামীর ঘরে ভালো আছি তিনিই আমার সব,
তাকে কত ভালোবাসি জানেন আমার রব।
তাকে ছাড়া নিশ্বাস আমার বন্ধ হয়ে যায়,
তার ছোঁয়া তে নতুন করে স্বস্তি ফিরে পায়।

সে তো আমার জীবন মরণ দুঃখের দিনে চাদর,
দিনে রাতে চব্বিশ ঘণ্টা কইরো আমায় আদর।
রান্না করে খাইয়ে দিয়ো মুছে দিয়ো মুখ,
জীবন আমার ধন্য হবে পেলে এমন সুখ।

Address

Manama

Alerts

Be the first to know and let us send you an email when আমি তোমারই তুমি আমারই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like