24/11/2023
♥শীতের আগমন♥
মোহাম্মদ ওসমান গনি প্রবাসী
----------------------------------------------
হেমন্তের আগমনে প্রকৃতির আমূল পরির্বতন,
হিমেল হাওয়ায় কনকনে শীত বিপর্যস্ত জনজীবন।
ভোরবেলায় কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠঘাট চারদিক,
সাধারণ মানুষ কর্ম হারিয়ে বিপাকে রয় অধিক।
শীতের হাত থেকে রেহায় পেতে কেহ খড়কুটো জ্বালায়,
কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় কাঁপছে দেশ হচ্ছে অসহায়।
প্রতিটি অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত,
কোথা ও সূর্যের দেখা নেই ঘরে বসে সবাই ক্লান্ত।
ঘাসের বুকে শিশির ছোঁয়া অন্যরকম অনুভূতি,
শীতের দিনে কারো পৌষ মাস কারো বেড়ে যায় দুর্গতি।
বিস্তীর্ণ মাঠে সোনালি ধান কাটতে ব্যস্ত রয় কৃষাণ,
পাকা ধানের মৌ মৌ গন্ধে মহা আনন্দে জুড়ায় প্রাণ।
ঝরা শিউলি কুঁড়িয়ে এনে ছোটরা খেলছে খেলা,
বিলে-ঝিলে শীতের পাখি উড়ছে দেখি সারাবেলা।
রাস্তার ধারে খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাঁড়ি,
খেজুর রসের মন মাতানো গন্ধ নিয়ে আসে বাড়ি।
ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠা বানানোর ব্যস্ততা,
শীতের দিনে পিঠা ছাড়া আসে না কোন পূর্ণতা।
শীত মানে পিঠা রস গুড় তৃপ্তি ভরে খাওয়া,
শীত আসলে এত আনন্দ কোথাও যায় না পাওয়া।