22/07/2023
এই পৃথিবীতে প্রায় ৮৪ লক্ষ প্রাণী/প্রজাতি বাস করে । এর মধ্যে একমাত্র মানুষ ছাড়া কেউ কিন্তু আয় রোজগার করে না। খায় আর ঘুমায় । মানুষ ছাড়া কেউ না খেয়ে মারা যায় না ।
কারো স্বাভাবিক মৃত্যু হয় । কারো অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যু হবে এটা সবাই জানে । যতদিন বাঁচি, ততদিন শুধু খাবার অন্বেষণের জন্যই বাঁচি। কিভাবে অঢেল সম্পদ করা যায়, সে ভাবনায় মগ্ন থাকি। পিছনে ফিরে তাকাতে চাই না । সবাই মনে করে আমিই সেরা ।
আমি ছাড়া সংসার চলবে না । আমি ছাড়া এই দেশ চলবে না । আসলে কি তাই ?
আপনার দাদা-বাবা কেউ নাই । তাই বলে কি আপনার সংসার কি অচল হয়ে গেছে ?
আপনার গ্রামের ৫০ বছর আগের সেই ভালো চেয়ারম্যান এখন আর নাই । তাই বলে কি গ্রামের উন্নয়ন কি থেমে আছে । কারো জন্য কোন কিছু থেমে থাকে না। একবার ভাবুন , আপনার পূর্বপুরুষের মতো আপনিও যদি না থাকেন পৃথিবীতে, তাহলে কারো কিছু যায় আসবে না । সংসারের জন্য অনেক বাজার করেছেন । কোনটাই নাই, সব শেষ হয়ে গেছে। আখেরাতের জন্য বাজার করুন ,সেটা কখনো শেষ হবে না ।
মহান আল্লাহতালা- সবাইকে সুস্থতার সাথে ভাল রাখুন, আমিন।