সুমন আহমাদ

সুমন আহমাদ শুকনো রুটিকে সম্বল ক’রে
যে ঈমান আর যে প্রানের জোরে
ফিরেছে জগত মন্থন ক’রে
সে শক্তি আজ ফিরিয়ে আন।
(14)

বোরকাওয়ালী হলেই পাগল হয়ে যাইয়েন না।
09/12/2024

বোরকাওয়ালী হলেই পাগল হয়ে যাইয়েন না।

08/12/2024

What a Coincidence!

Asad family - 1971-2024 [Syria]
Mujib family - 1971-2024 [Bangladesh]

08/12/2024

আসাদ তাঁর জনগণের সঙ্গে যা করেছেন।
দামেস্কের সেডনায়া কারাগারে বছরের পর বছর বন্দি থাকা একজন ব্যক্তি ভয়াবহ নির্যাতনের শিকার হন।

মুক্তি পাওয়ার পর তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।

নিজের পরিচয় তো দূরের কথা, এমনকি “তোমার নাম কী?” এই প্রশ্নের উত্তরও দিতে পারেননি।

08/12/2024

পৃথিবীতে প্রতিনিয়ত কত মর্মান্তিক কাণ্ডের কথা শুনছেন আপনারা। কিন্তু, আমি ব্যক্তিগতভাবে জীবনের অন্যতম মর্মান্তিক পরিস্থিতি আজ এখন পর্যবেক্ষণ করছি। দয়া করে শেষ পর্যন্ত পড়বেন। অনুরোধটি আজ করতে বাধ্য হলাম।

সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে সিদনায়া কারাগার নামে একটি ভয়ঙ্কর Prison Facility রয়েছে। বাশার আল-আসাদের পিতা হাফিজ আল-আসাদের সময়কাল থেকে অপারেশনে থাকা সিরিয়ান মিলিটারির এই Detention Facility এর সদর দরজায় আজ বিপ্লবী সেনারা আঘাত হেনেছেন। ভেঙে ফেলেছেন কারাগার। তবে, হয়তো না ভাঙলেই ভালো করতেন!

Facility তে ঢোকার পর সেখানকার Isolation Cell কে মুক্ত করতে গিয়ে আজ মাত্র কিছুক্ষণ পূর্বে বিপ্লবী কমাণ্ডোরা এক নির্মম, নৃশংস ও আবেগঘন পরিস্থিতির মুখোমুখি হন। সেখানকার নিবিড় অন্ধকারে পড়ে থাকা বন্দিরা মুক্তি পাওয়ার পর তাঁদের মুক্তির নায়কদের পরিচয় ধারণা করার চেষ্টা করেন।

তাঁরা HT$ এবং FSA কমাণ্ডোদের সাদ্দাম হুসেইনের Iraqi Ground Forces ভেবে বসেছিলেন! তাঁরা মনে করেছিলেন যে, সিরিয়ার ওপর ইরাক হামলা চালিয়েছে। এবং তাঁদের উদ্ধার করতে এসেছে ইরাকি সেনারা!

তাঁরা এটাও জানতেন না যে, বাশার আল-আসাদের পিতা, হাফিজ আল-আসাদ মারা গিয়েছে! তাঁরা জানেন না যে, তাঁদের বন্দীত্ব বরণের পর কত দশক পেরিয়ে গেছে দুনিয়ার বুকে! তাঁরা জানেন না, ইরাকে আমেরিকা কি করেছে। এভাবেও মানুষকে এমন করে দেওয়া যায়, সেটা তাঁরাও জানতেন না, আমরাও জানতাম না!

এই নির্মমতা প্রকাশের ভাষা নাই৷ এই ছিল আল-আসাদের শাসন। এমন ছিল সিরিয়া! এটা গল্প না। এটা কিছুক্ষণ আগে ঘটেছে। এখন, লেখা পড়বার সময় ঘটছে।

মানুষ এত নৃশংস হতে পারে, তা না জানলেও চলতো আমাদের!

- Revan M
Join: https://t.me/withsumonahmed

স্বৈরাচারদের আলাদা কোনো ধর্ম নেই। তারা সবাই অত্যাচারী এবং দিন শেষে তাদের সবার'ই পতন হয়..
08/12/2024

স্বৈরাচারদের আলাদা কোনো ধর্ম নেই। তারা সবাই অত্যাচারী এবং দিন শেষে তাদের সবার'ই পতন হয়..

08/12/2024

সিরিয়ান শিশুরা যেভাবে স্বৈরাচারকে ভাসিয়ে দিচ্ছে..

08/12/2024

আল্লাহু আকবার
আল্লাহু আকবার
লা-ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার
আল্লাহু আকবার
ওয়া লিল্লাহিল হামদ।

বিজয়ের পরে দামেস্কের মসজিদ গুলো থেকে তাকবির এর আওয়াজ ভেসে আসছে..

05/12/2024
এগ্লা মানা যায়...
05/12/2024

এগ্লা মানা যায়...

যাদের উপর অর্থনীতি নির্ভর করে তাদের সাথেই বৈষম্যDon’t Angry reactVideo proof in comment.
04/12/2024

যাদের উপর অর্থনীতি নির্ভর করে তাদের সাথেই বৈষম্য
Don’t Angry react
Video proof in comment.

03/12/2024

৮১% হিন্দু নিয়ে নেপালও ভারতের শত্রু, সমস্যাটা কোথায় বুঝতে হবে!

  Reference in comment section.
03/12/2024


Reference in comment section.

02/12/2024

নয়াদিল্লির নির্দেশে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রকাশ্যে লংঘনের প্রথম পদক্ষেপ হিসাবে আজ কিছুক্ষণ পূর্বে আগরতলার বাংলাদেশ হাই-কমিশনে আক্রমণ পরিচালনা করা হয়েছে।

দূতাবাস বিদেশের মাটিতে একটি দেশের স্বাধীন সার্বভৌম ভূখণ্ড। পুলিশ ও প্যারা-মিলিটারি ফোর্সের উপস্থিতিতে এমন একটি স্থানে হামলা চালানো এবং দূতাবাসের কর্মকর্তাদের শারীরিক নির্যাতন করাটা দূত বিষয়ক হাজার বছরের আন্তর্জাতিক নীতির চূড়ান্ত লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল। এর মাধ্যমে বাংলাদেশের ওপর সরাসরি আগ্রাসন পরিচালনা শুরু হলো।

- Reven M

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুমন আহমাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুমন আহমাদ:

Videos

Share