সুমন আহমাদ

সুমন আহমাদ শুকনো রুটিকে সম্বল ক’রে
যে ঈমান আর যে প্রানের জোরে
ফিরেছে জগত মন্থন ক’রে
সে শক্তি আজ ফিরিয়ে আন।

মুতা ধরেছে তবুও ঘুমানোর ভান ধরে শুয়ে আছি।
01/01/2025

মুতা ধরেছে তবুও ঘুমানোর ভান ধরে শুয়ে আছি।

আল্লাহ্‌ যেন আমাদেরকে আবার এমন কোন জালিমের যুগে ফিরিয়ে নিয়ে না যায়, যেখানে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে বলা হবে - "আপ...
01/01/2025

আল্লাহ্‌ যেন আমাদেরকে আবার এমন কোন জালিমের যুগে ফিরিয়ে নিয়ে না যায়, যেখানে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে বলা হবে - "আপনি অনেক সুন্দর, আমাদের সঙ্গে থাকেন, আপনার স্বামীকে ছেড়ে দেব"। এবং স্ত্রী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে লাশ হয়ে ফিরে আসতে হয়!
আমরা এমন যুগে ফিরে যেতে চাই না, যেখানে স্বামী-স্ত্রী রাতের বেলা গল্প করা অবস্থায়, পাশের কলেজ থেকে সোনার ছেলেরা এসে স্ত্রীকে তুলে নিয়ে যাবে এবং স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সারারাত...
আমরা চাইনা সুবর্ণচর আমাদের জীবনে দ্বিতীয়বার ফিরে আসুক।

টেলিগ্রামে আমরা: t.me/withsumonahmed

01/01/2025

শীতকালে গোসলের পর স্ত্রীর মাধ্যমে নিজেকে উষ্ণ করা প্রসঙ্গে

·
ইবরাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহ বলেন, “উমার রাদিয়াল্লাহু আনহু গোসলের পর তাঁর স্ত্রীর মাধ্যমে নিজের শরীর উষ্ণ করতেন।” [১]

উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা বলেন, “আবু দারদা গোসল করতেন। এরপর তিনি কাঁপতে কাঁপতে এসে আমার মাধ্যমে নিজের শরীর গরম করতেন।” [২]

ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, “আমি অপবিত্রতার কারণে গোসল করি, তারপর (আমার) স্ত্রী গোসল করার পূর্বে তার মাধ্যমে নিজেকে গরম করি।” [৩]

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, “শীতকালে এমনই ছিল কুরাইশদের জীবনযাপন।” [৪]

·
❏ পাদটীকা :

[১]. ইবনু আবি শাইবা, আল-মুসান্নাফ (তাহকিক : সাদ আশ-শাসরি), হা. ৮২৯, বর্ণনার মান : মুনকাতি (বিচ্ছিন্ন)।

[২]. ইবনু আবি শাইবা, আল-মুসান্নাফ, হা. ৮৩০, বর্ণনার মান : মুনকাতি (বিচ্ছিন্ন)।

[৩]. ইবনু আবি শাইবা, আল-মুসান্নাফ, হা. ৮৩১, বর্ণনার মান : সহিহ (তাহকিক : শাসরি)

[৪]. ইবনু আবি শাইবা, আল-মুসান্নাফ, হা. ৮৩২, বর্ণনার মান : হাসান (তাহকিক : শাসরি)।

[সংগৃহীত]

31/12/2024

অভিশাপ ফটকাবাজদের উপর||

31/12/2024

জুলাই আন্দোলন কিন্তু কোনো খগেন, রাম আর বামেরা করে নাই। আন্দোলন বেগবান করার জন্য ছাত্র আর সমন্বয়করা শুরু থেকেই আলেম ওলাম এবং মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নামার জন্য ডাকাডাকি করতেছিলো।

তারপর মাদ্রাসার ছাত্ররা কালেমার পতাকা নিয়ে, নারায়ে তাকবিরের ধ্বনি দিয়ে রাস্তায় নামলো। রাস্তা আটকে নামাজের দৃশ্য, মোনাজাতের দৃশ্যগুলাতো তারপর আপনারাই দেখলেন।

অথচ আজকে তোরা কোন মুখে কইতাছোস কালেমার পতাকা নামায়া ফেলতে। নাকি মরলে- শহীদ বাঁচলে- কালেমার পতাকা নামায়ে ফেলো! ওরে বান্দিরপুত।

31/12/2024

তা বাবা এক্কেতিরিশ তারিখে কি জানি হইবো হুনছিলাম। আসলে যেই হ্লায় ক্ষমতা পায় ওই হ্লাই স্বৈরাচার।

টাংগাইলের কিছু দ্বীনি ভাইয়েরা তাদের গ্রামে কোনো দ্বীনি প্রতিষ্টান না থাকায় তারা একটি মাদ্রাসা দেওয়ার কাজ হাতে নিয়েছেন। এ...
31/12/2024

টাংগাইলের কিছু দ্বীনি ভাইয়েরা তাদের গ্রামে কোনো দ্বীনি প্রতিষ্টান না থাকায় তারা একটি মাদ্রাসা দেওয়ার কাজ হাতে নিয়েছেন। এবং সামনে রমাদ্বান থেকে মহিলা হিফজখানা চালু হবে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাদের এই কাজে ভরপুর বারাকাহ দান করুন।

তাদের এই কাজে আপনিও শরিক হয়ে দ্বীন প্রচারে সাহায্য করুন। মাদ্রাসা পরিপূর্ণ দাঁড়াতে আরো অনেক আর্থিক সাহায্যের প্রয়োজন। আপনাকে আপনার সাধ্যমতো সাহায্যের জন্য অনুরোধ জানাচ্ছি।

বিকাশ পারসোনাল: 01727910086
নগদ পারসোনাল: 01976-726716

30/12/2024

শিবিরের সাইন্স ফেস্টে পেঁচাও নাই, পুতুলও নাই, হাতাকাটা ব্লাউজ সম্বলিত বিশ্রী গঠনের মেয়েও নাই। এগুলো না থাকলে এটা বিজ্ঞান কিভাবে হলো?

- Muhammad Mahfuz

এই বছরে আমার পড়া বিভিন্ন জনরার কিছু বইয়ের তালিকা::(১) সিক্রেটস অফ জায়োনিজম by হেনরি ফোর্ড।(২) পারমানেন্ট রেকর্ড by এডওয়...
30/12/2024

এই বছরে আমার পড়া বিভিন্ন জনরার কিছু বইয়ের তালিকা::

(১) সিক্রেটস অফ জায়োনিজম by হেনরি ফোর্ড।
(২) পারমানেন্ট রেকর্ড by এডওয়ার্ড স্নোডেন।
(৩) রিথিংকিং ওয়ার্ল্ড হিস্ট্রি by মার্শাল জি এস হডসন।
(৪) সম্রাজ্যের ত্রাস by মাইকেল শইয়ার।
(৫) মাইন্ড ওয়ারস by মেরি ডি জোনস এন্ড ল্যারি ফ্লাক্সম্যান।
(৬) ইসলামের ইতিহাসে যুদ্ধ (নববী যুগ থেকে বর্তমান) by সাদিক ফারহান।
(৭) আমরা অজেয় (অনিবার্য বিজয়ের হাতছানি) by ড. রাগিব সারজানি।
(৮) ফিতনার ইতিহাস by ড. রাগিব সারজানি।
(৯) ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা (ওল্ড ওয়ার্ল্ড অর্ডার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার) by হেদায়েতুল্লাহ মেহমান্দ।
(১০) বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের ইতিবৃত্ত by মাওলানা ইসমাইল রেহান।
(১১) মুসলিম উম্মাহর ইতিহাস (১ম খন্ড) by মাওলানা ইসমাইল রেহান।
(১২) নববি কাফেলা by মাহমুদ শীত খাত্তাব।
(১৩) ঘোড়ার খুরে পদানত করলো যারা সম্রাজ্যের সিংহাসন by ইমরান রাইহান।
(১৪) মুঘল আমলে বাংলায় মুসলিম শাসনের ইতিহাস by ড. মুহাম্মদ মোহর আলী।
(১৫) ইহুদি ও খ্রিস্টান জাতীর ইতিহাস by ড. জিয়াউর রহমান আজমী।
(১৬) ইন সার্চ অফ অ্যা সিক্রেট হিস্ট্রি by আব্দুল বারি আতওয়ান।
(১৭) বা(ভ)রতে সন্তাস বাদের আসল চেহারা।
(১৮) R A W বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভরতের গোপন মিশন by যদিশ যাদব।
(১৯) উমর ইবনুল খাত্তাব by ড. আলি মুহাম্মদ সাল্লাবি।
(২০) আধুনিক প্রাচ্যবাদের কবলে মুসলিম নারী সমাজ by হাসান বিন সাবিত।
(২১) সংশয়বাদী by ড্যানিয়েল হাকিকাতযু।
(২২) অভিশপ্ত রঙধনু by আসিফ আদনান, শামসুল আরেফিন...।
(২৩) মানসাঙ্ক by ড. শামসুল আরেফিন।
(২৪) অবাধ্যতার ইতিহাস by ড. শামসুল আরেফিন।
(২৫) ব্যাটল ফর পাওয়ার (তেল রাজনীতি ও পরাশক্তির উত্থান পতন) by সোহেল রানা।
(২৪) জান্নাতের সবুজ পাখি by আলী হাসান উসামা।
(২৭) ফেমিনিস্ট প্রোপাগাণ্ডা by বব লুইস।
(২৮) হে যুবক জান্নাত তোমার প্রতিক্ষায় by ড. শাইখ মুস্তফা আহমদ মুতাওয়াল্লী।
(২৯) ইসলামি মনোবিজ্ঞান by মোহাম্মদ হেমায়েত উদ্দীন।
(৩০) পাওয়ারফুল ফোকাস by থিবো মেরিস।
(৩১) আল ওয়ালা ওয়াল বারা by শাইখ আবু হাফস আস শামী।
(৩২) ‘How to talk to anyone'_by Leail Londec.
(৩৩) আল মুকাদ্দিমাহ by ইবনে খালদুন।
(৩৪) ব্লাড এন্ড টীয়ার্স- কুতুবউদ্দিন আজিজ।
(৩৫) আরব্য রজনীর নতুন অধ্যায়- সাইয়্যাদ সেলিম।
(৩৬) অবক্ষয়কাল- আসিফ আদনান।
(৩৭) আল্লাহর আইন পরিবর্তনে পৃথিবীর কি ক্ষতি হলো- উমর সুলাইমান আশকার।
(৩৮) প্রটোকলস অফ জায়োনিজম- মোহাইমিন পাটোয়ারী।
(৩৯) আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি- মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
(৪১) লাইফ অফ মোল্লা ওমর- ফকিরুল্লাহ ওয়ারদাগ।
(৪২) শ্বেত সন্ত্রাসের এই সময়- সাইদ মোহাম্মদ আবরার।
(৪৩) ইসলামি বিচার ব্যাবস্থার ইতিহাস- আয যুহাইলি।
(৪৪) মেইক টাইম- জ্যাক নেপ, জন জেরাস্কি।
(৪৫) ডিপ ওয়ার্ক- নুরুন আজম
(৪৬) ট্রান্সজেন্ডার - মুফতি ফিদাউল্লাহ
(৪৭) সিন্দু থেকে বঙ্গ- মনযুর আহমাদ।
(৪৮)ইসলামে দাসদাসীর ব্যাবস্থা- শামসুল আরেফিন শক্তি।
(৪৯) ডিভাইন রিয়েলিটি- হামজা জার্জিস।
(৫০) ইসলামি শিক্ষাব্যবস্থার ইতিহাস - ড. আহমদ সালাবী
(৫১) পাশ্চাত্যের কালিমা - খালেদ এইচ আরমান
(৫২) দ্যা আর্ট অব থিংকিং ক্লিয়ারলি- রোলফ ডোবেল্লি।
(৫৩) দ্যা সাইকোলোজি অফ মানি- মর্গান হাউসেল।
(৫৪) ম্যানস সার্চ ফর মিনিং- ভিক্টর ই ফ্রাঙ্কেল
(৫৫) সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোন- সিফাত ঈ মুহাম্মদ।
(৫৬) আহ্বান- মিজানুর রহমান আজহারী।

(৫৭) ইমাম আজমের আকিদা- মিজান হারুন।
(৫৮) ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ- মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন।
(৫৯) ইসলামি আকিদার ব্যাখ্যা- সাইয়িদ আবুল হাসান আলি নাদাবি রাহিঃ।
(৬০) আকিদাতুত তহাবী- অনুবাদ তানজিল আরেফিন আদনান।

(৬১) বিয়ের আগে- তানজিল আরেফিন আদনান।
(৬২) তালাক: মানব জীবনের এক দুঃস্বপ্ন- তানজিল আরেফিন আদনান।
(৬৩) মিলনতত্ব- শামসুল আরেফিন শক্তি
(৫৪) পুশিদারাজ- হাকিম আল্লামা আশরাফ আমরহবি।

(৬৫) আমি মেজর ডালিম বলছি- মেজর ডালিম।
(৬৬) দেয়াল- হুমায়ুন আহমেদ।
(৬৭) তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা - শারমিন আহমদ
(৬৮) তিনটি সেনা অভ্যুত্থান ও না বলা কিছু কথা - লে কর্নেল হামিদ।
(৬৯) Bangladesh: A Legacy of Blood - নেভিল অ্যান্থনি ম্যাসকারেনহাস।
(৭০) যা দেখেছি যা শুনেছি যা করেছি- মেজর ডালিম।
(৭১) মূলধারা ৭১।
(৭২) বাংলাদেশে 'র'- আবু রুশদ।
(৭২) আমার ফাশি চাই- রেন্টু
(৭৪) Raw & CIA- মাসুদুল হক।
(৭৫) স্বাধীনতা উত্তর বাংলাদেশ- পিনাকি ভট্টাচার্য।
(৭৬) যা ঘটেছে যা ঘটছে যা ঘটবে- করিম শাওন।
(৭৭) ইসলামি আইনে কার কি লাভ ক্ষতি- আবুল খায়ের।

(৭৮) মেডিটেশন- মার্কাস অরেলিয়াস।
(৭৯) মনের উপর লাগাম- ইবনুল জাওযি রাহি:
(৮০) লস্ট ইসলামিক হিস্ট্রি- ফিরাস আল খতিব।
(৮১) বিশ্ব রাজনীতির ১০০ বছর- ড. তারেক শামসুর রহমান।
(৮২) মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো- সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)
(৮৩) মুসলিমবিশ্বে ইসলাম ও পাশ্চাত্যের সংঘাত- সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

(৮৪) ইসলামি ব্যাংক: ভুল প্রশ্নের ভুল উত্তর: ড. মুহাম্মাদ যাহিদ সিদ্দিকী মুঘল
(৮৫) ইসলামের অর্থনীতি- মাওলান আব্দুর রহিম
(৮৬) ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতিঃ সমস্যা ও সমাধান- শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি হাফি:।
(৮৭) ইসলাম ও আধুনিক অর্থনীতি - শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফি:।
(৮৮) ডলারের খেলা ও রাষ্ট্রের দেউলিয়াত্বের রহস্য- মোহাইমিন পাটোয়ারী।
(৮৯) বিশ্ব বাণিজ্য ও আধিপত্যবাদ- মোহাইমিন পাটোয়ারী।
(৯০) গল্পে গল্পে অর্থনীতি- মোহইমিন পাটোয়ারী।
(৯১) ব্যাংকব্যবস্থা ও টাকার গোপন রহস্য - মোহাইমিন পাটোয়ারী।
(৯২) ইসলামি অর্থ ব্যাবস্থার ইতিহাস- আহমেদ আল আশকার

এবং অর্ডার করা আছে দুটি বই: দ্য গ্রেট গেইম- শায়েখ আতিকউল্লাহ
হাউ টু এনালাইজ পিপল লাইক শার্লক- প্যাট্রিক লাইটম্যান।

- সুমন আহমাদ

29/12/2024

আসাম, ত্রিপুরা অন্য রাষ্ট্রের বলতে যেমন কিছু নেই এগুলা আমাদের এই বাংলার৷ তেমনি পাকিস্তান বইলা কিছু নেই। ব্রিটিশরা ‘ডুরান্ড লাইন' চুক্তির মাধ্যমে জোর করে আ/ফ/গ|নিস্তান থেকে ভুমি দখল করে। আ/ফ/গ|ন মূল জাতি পশতুনিদেরকে তারা বিভক্ত করে ফেলে।

৪৭-এ ব্রিটিশরা চলে যাওয়ার সময় আ/ফ/গ|নিদের ভুমি ফেরত না দিয়ে অন্যায়ভাবে পাকিস্তান নামক আলাদা রাষ্ট্র বানিয়ে সেখানে দিয়ে যায়।

তাই মোল্লাদের পূর্ন অধিকার আছে তাদের জমি ফিরিয়ে নেওয়ার। আর যদি মোল্লারা সত্যি সত্যি তাই করে তাহলে, পাকিস্তান আপনার বাড়ির উঠান হয়ে যাবে।

- সুমন আহমাদ

28/12/2024

[১]
পারভেজ মোশাররফদের আপনারা ভুইল্লা গেলেন! আ*গানে আ/মে=রিকার ২১ বছরের ধ্বংসযজ্ঞে সবথিকা বড় সহযোগী আছিলো মুরতাদ পাকিস্তানি সরকার ও সেনাবাহিনী। আ/মে=রিকা বছরের পর বছর আ*গানে নিরিহ মানুষগুলার উপর হ|মলা চালাইয়া ঽত্যা করছে পাকিস্তানের আকাশ ও ভূমি ব্যাবহার কইরা। এই ইতিহাস গুলা এত্ত তাড়াতাড়ি কেমনে ভুইলা যান ভাই.?

[২]
আ*গানদের বিরুদ্ধে আ/মে=রিকাকে সাহায্য করার কারনে পাকিস্তানের কয়েকশো আলেম ২০০৬ সালে নাপাকিস্তান আর্মিকে ক*feর মুরত|দ ঘোষনা দিছিলো তা কি মনে নাই আপনাগো। এই নাপাকিস্তানি মুনাফিক, গাদ্দার, ডলারের গোলাম, লিবারেল ফৌজ বিগত দুই দশকে লক্ষ লক্ষ নিরিহ আ*গানি ঽত্যা কইরাই ক্ষান্ত হয় নাই বরং এখনো মাঝে মাঝে আ*গানের অভ্যন্তরে বিমান ঽ|মলা চালায়া মানুষ ঽত্যা করে। একই সাথে নাপাকিস্তান দায়েশকে ব্যবহার কইরা আ*গানকে ইনস্ট্যাবল করার সর্বাত্মক চেষ্টা চালায় যাইতাছে।

[৩]
আপনাকে তাই আগে বুঝতে হইবো, পাকিস্তানের সাধারণ মানুষ ধর্মপ্রিয়। তাগোর লগে ত|//লিবানের না বিরোধ আছিল,আর না সামনে থাকবো। মোনাফেকি এরা করে নাই ,করেনা। মোনাফিক হিলো নাপাকিস্তানি এলিট সোসাইটি যাগোর রক্তে আ\মে=রিকান দাসত্ব মিশা আছে এবং আছে ডলারের প্রতি লালায়িত মানসিকতা।

[৪]
তাই অন্ধ হবেন না, নাপাকিস্তান বিমান হামলায় ৭৬ জন সাধারণ আ*গানি জনগনকে ঽত্যা করছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। কিন্তু ত|\লিব/রা তার প্রতিশোধে ১৯ পাকিস্তানি সেনা আবার ও কইতাছি নাপাকিস্তানি ১৯ সৈন্যকে জাহান্নামে পাঠাইছে (ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা)। জ্বী হ্যাঁ এটাই ত|/লিব|ন এরাই মু=জাহিদ।

তাই ভাই ভাই কে ম|রছে মাদখালিগোর বয়ানে গলা মিলাবেন না অনুরোধ। আগে কে ভাই আর কে মুদির ভাই তা বুইঝা লন।

- সুমন আহমাদ

28/12/2024

মিজানুর রহমান আজহারীর মাহফিলে রেকর্ড সংখ্যক জনতার সমাবেশ হয়েছে। এতে আমাদের দ্বীনি ভাইদের সমস্যা কোথায় বুঝতেছিনা। সেলিব্রিটিজমের ফিতনা বলতে আসলে এরা কি বুঝায়?

নাকি ন্যারো ব্র‍্যান্ড মাইন্ডসেট! এত লক্ষ লক্ষ লোকের মাঝে কি কেউ'ই হেদায়েত পাবে না? নাকি ইতিপূর্বে কেউ আজহারীর ওয়াজ শুইনা হেদায়েত পায় নাই? নাকি আজহারীর মাহফিলে আজকেই এত লোক হইলো আগে এর ছিটেফোঁটাও হয় নাই? আজহারীকে নতুন করে সেলিব্রিটিজমে আর কিভাবে পাবে ঠিক জানিয়েন তো?

legit
28/12/2024

legit

হে যুবক! বিয়ে করো ৷৷
28/12/2024

হে যুবক! বিয়ে করো ৷৷

United by Tawhid
27/12/2024

United by Tawhid

27/12/2024

ফেসবুকে ছবি পোস্ট করা মেয়েদের বিয়ে করা থেকে বির‍ত থাকুন.....

কইলে তো কইবেন কইলো
26/12/2024

কইলে তো কইবেন কইলো

দেখেন এক পাশে ইলিয়াস আর অন্য পাশে পিনাকি কিভাবে আগুন ধরিয়ে দিলো। ভিডিও লিংক: https://t.me/withsumonahmed
26/12/2024

দেখেন এক পাশে ইলিয়াস আর অন্য পাশে পিনাকি কিভাবে আগুন ধরিয়ে দিলো।
ভিডিও লিংক: https://t.me/withsumonahmed

Address

Wari

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুমন আহমাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুমন আহমাদ:

Videos

Share