02/10/2024
আপনি আমি কখন মারা যাবো তার কিন্তু ঠিক নাই আল্লাহ ছাড়া আর কেউ জানে না তা।
তাই ক্ষনিকের জীবনে প্রিয় মানুষ গুলোকে গুরুত্ব দিন হয়তো সে আপনার আগে চলে যাবে নতুবা আপনি। কিন্তু থেকে যাবে কারো না কারো বুকে আকাশ পরিমান আকাঙ্ক্ষার শূন্যতা। তাই সময় থাকতেই নিজেকে এবং প্রিয় মানুষকে ভালোবাসুন ,সময় দিন ,অনেক অনেক ভালো স্মৃতি সঞ্চয় করুন।
®মাহ জাবিন।