Zulfa's Vlog

Zulfa's Vlog It's all about the update of life style, Different types of cooking Recipi & Full of Entertainment.

শুভো সকাল
09/06/2024

শুভো সকাল

অনেকে জমজ অনেক কিছু দেখেছেন এখন জমজ আম দেখেন,আমি এই প্রথম জমজ আম দেখলাম😊😊😊😊
08/06/2024

অনেকে জমজ অনেক কিছু দেখেছেন এখন জমজ আম দেখেন,আমি এই প্রথম জমজ আম দেখলাম😊😊😊😊

08/06/2024

জীবনের প্রথমবারের মতো আজকে একাজ করলাম

ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।
08/06/2024

ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে।

এগুলা কি চেনা যায়!!যারা চেনেন তাতের শৈশব অনেক আনন্দের ছিলো
07/06/2024

এগুলা কি চেনা যায়!!যারা চেনেন তাতের শৈশব অনেক আনন্দের ছিলো

উত্তরবঙ্গের মানুষের জন্য জায়গাটা খুবই পরিচিত
03/06/2024

উত্তরবঙ্গের মানুষের জন্য জায়গাটা খুবই পরিচিত

03/06/2024

প্রিয়জনদের টানে শহরের দালান বাড়ি ছেড়ে চলে আসলাম গ্রামের মাটির বাড়িতে❤️❤️

তুমি ফুল তোমার সৌন্দর্যের উপমা তুমি নিজেই
03/06/2024

তুমি ফুল তোমার সৌন্দর্যের উপমা তুমি নিজেই

02/06/2024

শুক্রবারে বরেদের অফিস ছুটি থাকলেও কিন্তু মেয়েদের কাজ দ্বিগুণ হয়ে যায়

31/05/2024

সুস্থতা যে আল্লাহর দেওয়া কতো বড় নেয়ামত তা অসুস্থ হলেই বুঝা যায়।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন।

30/05/2024

আল্লাহর দেওয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সু-সন্তান,যার মুখের দিকে তাকালেই চক্ষু শীতল হয়ে যায়,মনে প্রশান্তি আসে❤️❤️❤️

With Fun with Gulliver's Travels – I just got recognized as one of their top fans! 🎉
30/05/2024

With Fun with Gulliver's Travels – I just got recognized as one of their top fans! 🎉

গরমে আরামের খাবার,এই ফলের আঞ্চলিক নাম কি??
30/05/2024

গরমে আরামের খাবার,এই ফলের আঞ্চলিক নাম কি??

আমার শশুড় বাড়ির এলাকার প্রধান ফসল এই পান,এই পান চাষ করেই অনেকের জীবিকা চলে।এটি পান বরজের ভিতরের ছবি,বাইরে থেকে কিন্তু ভি...
26/05/2024

আমার শশুড় বাড়ির এলাকার প্রধান ফসল এই পান,এই পান চাষ করেই অনেকের জীবিকা চলে।এটি পান বরজের ভিতরের ছবি,বাইরে থেকে কিন্তু ভিতরের কিছুই দেখা যায় না,বাইরে থেকে দেখলে মনে হয় খড়ের ঘর❤️❤️❤️

25/05/2024

অল্প উপকারণ দিয়ে মজাদার চিচিঙ্গা ভাজি

আম লাগবে আম
25/05/2024

আম লাগবে আম

লজ্জাবতী ফুল,,,
24/05/2024

লজ্জাবতী ফুল,,,

এ মাছেরআঞ্চলিক নাম কি,আমরা শিং মাছ বলি
23/05/2024

এ মাছেরআঞ্চলিক নাম কি,আমরা শিং মাছ বলি

একদম ফ্রেশ শোল মাছ❤️❤️❤️
22/05/2024

একদম ফ্রেশ শোল মাছ❤️❤️❤️

এটা খাবারের নাম কি বলেন তো,?আমাদের উত্তরাঞ্চলের জনপ্রিয় খাবার এটা
21/05/2024

এটা খাবারের নাম কি বলেন তো,?
আমাদের উত্তরাঞ্চলের জনপ্রিয় খাবার এটা

17/05/2024

ভুল এবং ফুল

টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'

ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।

কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'

বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'

'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !

মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।

বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'

বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'

কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'

অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'

হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'

এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'

কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!

যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!

পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!

কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

তাই আসুন আমরা ভুল কে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করে ফুলের মত জীবন গড়ি।

-সংগৃহীত

07/05/2024

টাকায় না কি সুখ কেনা যায়না,কথাটা বর্তমানে একদম ভুল,টাকা থাকলে আজকাল সবই পাওয়া যায়,সম্মান,সম্পর্ক, সুখ,মুখের হাসি সব কিছুই পাওয়া সম্ভব🙁🙁🙁

ইতিহাসের সাক্ষী।আমি আমার দাদার কাছ থেকে শুনে আসছি এই বট বৃক্ষ না কি আমার দাদারাও এমনই দেখে আসছে যুগ যুগ থেকে।এর কোনো পরি...
06/05/2024

ইতিহাসের সাক্ষী।আমি আমার দাদার কাছ থেকে শুনে আসছি এই বট বৃক্ষ না কি আমার দাদারাও এমনই দেখে আসছে যুগ যুগ থেকে।এর কোনো পরিবর্তন হয়নি এমনিই আছে।

30/04/2024

আমরা আমাদের সন্তানকে ঠিক যেমন ব্যবহার দিয়ে মানুষ করবো সন্তান বড় হয়ে সেই ব্যবহারই পিতামাতার সাথে করবে।তাই আমাদের উচিৎ বাচ্চাকে সময় দেওয়া,ছোটো হলেও সম্মান দেখানো,কথা বলার সময় বাচ্চার সাথে হাসিমুখে কথা বলা।বাচ্চা একটু বড় হলে মায়েদের বাবাদের আর বেশি টেনশন থাকেনা,কিন্তু আমাদের করা ব্যবহার বাচ্চার সাথে সারা জীবন থেকে যাবে।

29/04/2024

হযরত মুসা (আঃ) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আঃ) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পরে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আঃ) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন

- আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আঃ) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আঃ) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
- আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা জিজ্জসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- 'যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।'

অথচ আমরা নিজেরা পাপী হয়ে ও প্রতিদিন, প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন, আমিন।

মাঝে মাঝে কিছু গল্প পড়লে রূহ পর্যন্ত কেঁপে উঠে।

সুবহানাল্লাহ ❤

28/04/2024

মাশকালায়ের ডালের খিচুড়ি

বৃষ্টি বিলাস
25/02/2024

বৃষ্টি বিলাস

কিছুক্ষণের মধ্যেই আলোচনা সভা শুরু হবে,সবাই একটু ধৈর্য ধরুন😁😁😁😁
11/12/2023

কিছুক্ষণের মধ্যেই আলোচনা সভা শুরু হবে,সবাই একটু ধৈর্য ধরুন😁😁😁😁

প্রথমবার পাউরুটি তৈরিতে সফলতা
09/12/2023

প্রথমবার পাউরুটি তৈরিতে সফলতা

গ্লাস ম্যাট🥃🥃🥃
08/12/2023

গ্লাস ম্যাট🥃🥃🥃

Address

Dhaka
Uttar Khan
1230

Alerts

Be the first to know and let us send you an email when Zulfa's Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like