SN Islamic Knowledge

SN Islamic Knowledge লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পেজের সাথে - ই থাকুন ❤️❤️

27/05/2024

ধৈর্যের পুরস্কার আল্লাহ দিবেন..
এটা ভেবনা কখন দিবেন.
যখন দিবেন ভরপুর দিবেন..!
ইন শা আল্লাহ 🌻

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি আশ্রয় নিন জায়নামাজে! দেখবেন হঠাৎ করেই আগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে!ইন শা আল্লাহ 🌻...
27/05/2024

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি আশ্রয় নিন জায়নামাজে! দেখবেন হঠাৎ করেই আগোছালো সবকিছুর সমাধান মিলে গেছে!
ইন শা আল্লাহ 🌻

~

06/05/2023
Today's The Best Photo ❤️🥰🥰🥰🥰
06/05/2023

Today's The Best Photo ❤️🥰🥰🥰🥰

Today's The Best Photo 🥰❤️❤️❤️
06/05/2023

Today's The Best Photo 🥰❤️❤️❤️

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে...
21/09/2022

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"
(সূরা আয-যুমারঃ ১০)

আপনি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড, যা মনে আসে সরাসরি মুখের উপর বলে দেন, বন্ধু মহলে ঠোটকাটা স্বভাবের হিসেবে পরিচিত, সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!?
কিন্ত ইসলামে এটাকে বলা হচ্ছে - "লুমাযাহ"
যে ব্যক্তি সরাসরি
- কাউকে লাঞ্চিত ও তুচ্ছ তাচ্ছিল্য করে।
- কারও প্রতি তাচ্ছিল্য ভরে নির্দেশ করে (আঙুল,চোখ, মাথা বা ভ্রু দ্বারা)
- কারও অবস্থান নিয়ে তাকে ব্যাঙ্গ করে।
- কারো বংশের নিন্দা করে।
- কাউকে হেয় করে কথা বলে, অপমান করে।
- কারও মুখের উপর তার সম্পর্কে বিরুপ মন্তব্য করে।
- সরাসরি বাজে কথা দিয়ে আঘাত করে।
তারাই মূলত "লুমাযাহ" এর অন্তর্ভুক্ত।
আল্লাহ্‌ তায়ালা এই মানুষদেরকে পরিবর্তন হতে বলেছেন, নয়তো অনিবার্য ধ্বংসের সতর্কতা বাণী দিয়েছেন।
আসুন, আমরা একটু নরম হই এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি।

"কুদৃষ্টি যত বেশি পরিমাণেই করা হোক, এমনকি যদি হাজার হাজার নারী পুরুষকে ঘন্টার পর ঘন্টা সময় নিয়েও দেখা হয়, তবুও তাতে তৃপ্...
20/09/2022

"কুদৃষ্টি যত বেশি পরিমাণেই করা হোক, এমনকি যদি হাজার হাজার নারী পুরুষকে ঘন্টার পর ঘন্টা সময় নিয়েও দেখা হয়, তবুও তাতে তৃপ্তি লাভ হবে না।
কুদৃষ্টি এমন পিপাসার জন্ম দেয় যা কখনো নিবারণ করা যায় না। পানিশূন্যতার রোগীকে যতই পানি পান করানো হোক, যদি তার পেট ফেটে যাবারও উপক্রম হয়, তবুও তার পিপাসা দূর হয় না।
আল্লাহ তাআলা একজনকে অপরজন থেকে অধিক সৌন্দর্য দান করেছেন। মানুষ যত বড় সুন্দরীকেই দেখুক না কেন, একজনকে দেখবে তো আরেকজনকে দেখার আগ্রহ সৃষ্টি হবে। এটি এমন এক সমুদ্র, সারা জীবন সাঁতার কেটেও যার তীরে পৌঁছা সম্ভব নয়। কেননা এটি হচ্ছে কূলহীন দরিয়া"
আশরাফ আলী থানভী রহঃ [ এখন যৌবন যার]

এক বৃদ্ধা মহিলাকে দেখলাম আজানের কিছুক্ষণ আগেই ওজু করছেন। জিজ্ঞেস করলাম, আজান দিয়েছে?
বৃদ্ধা বললেন - আমাকে ডাকার আগেই রবের কাছে হাজির হয়ে যাচ্ছি।

বৃদ্ধার কথা শুনে বুঝতে পারলাম, আমি এখনো ভাল বান্দা হয়ে উঠতে পারিনি।
- আল্লামা ইবনুল জাওযী (রহ.)

Address

Uttar Khan

Alerts

Be the first to know and let us send you an email when SN Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SN Islamic Knowledge:

Videos

Share