SM jarin Mondol

SM jarin Mondol বাবা♦মার আদরের ছোট রাজকুমারী

02/04/2024

- I don't have ego.😊

- তুমি কথা বল্লে আমিও বলব🙂

- তুমি ignore করলে আমিও করবো।🙃🤗 sm

মৃত্যু অনিবার্য জেনেও আমি প্রতিনিয়ত  বেঁচে থাকার জন্য যুদ্ধ করিতোমাকে আষ্টেপৃষ্ঠে রাখতে পারব না জেনেও ভালোবাসতে চাই, কাছ...
28/03/2024

মৃত্যু অনিবার্য জেনেও আমি প্রতিনিয়ত
বেঁচে থাকার জন্য যুদ্ধ করি
তোমাকে আষ্টেপৃষ্ঠে রাখতে পারব না
জেনেও ভালোবাসতে চাই, কাছে
আসতে চাই আবার ।

মৃত্যু একবার আলিঙ্গন করে নিলে
মানুষ আর ফিরে আসে না যেমন
তেমন সম্পর্ককে একবার বিচ্ছেদ
আলিঙ্গন করে নিলে দুটো মানুষ আর
আগের মতো এক হয় না।

এই কঠিন সত্যটা জেনেও আমি সবকিছু
ঠিক হওয়ার অপেক্ষা করি, বীজ বুনে
বৃষ্টির অপেক্ষায় থাকে যেমন চাষি ।

ঝড়ে তাণ্ডবে দুটো পাখি আলাদা হয়ে গিয়ে
ফিরবে না জেনেও একজন নিরাপদ স্থানে
পৌঁছে যেমন অপেক্ষা করে আরেকজনের।

অভাবের সংসারের চুলোর উপরের
গরম পানিটা যেমন অপেক্ষা করে
একমুঠো চালের।

আবার সবকিছু ঠিক হোক, বন্ধ দুয়ারে
তোমার করাঘাত পড়ুক, শ্যাওলা জমা
রাস্তাটা দিয়ে আবার যোগাযোগ
হোক অভিমান ভুলে ভালোবাসা হোক।

অপেক্ষা
___sm mondol___🙂

13/03/2024

সবাইকে রমজানের শুভেচ্ছা 🕌🕌🕋

13/03/2024

কিছু জিনিস অপূর্ণই সুন্দর।
সব পেলে জীবন নষ্ট হয়,অপূর্ণতা আছে বলেই এই উপন্যাসটাএত উপভোগ্য.! সবকিছুকে পূর্ণতা দিতে নেই 🙂🙃💔।।।

রানি পায়নি আব্দুলকে,মৃদুল পায়নি পূর্ণাকে,তৃধা পায়নি লিখনকে,লিখন পায়নি পদ্মজাকে,আর পদ্মজা পায়নি আমির কে!!চারিদিকে শুধু না পাওয়ার আক্ষেপ 🥀🥀

লেখিকা চাইলে পূর্ণা আর মৃদুলের ভালোবাসার পূর্ণতা দিতে পারতেন। 🖤

কিছু উক্তি মনে দাগ কেটে গেছে 💝

# শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই। কারণ মানুষ আঘাত করে কাঁদানোর জন্যই। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করল তাকে কেন শান্তি দিবি? (হেমলতা)👌👌👌
# থাক না দুই একটা কলঙ্ক!
ক্ষমা করো পৃথিবী,,আমি তাকে ঘৃণা কর'তে পারি'নি,,নিষ্টুর মৃত্যু দিতে পারি'নি,,যেমন সত্য চন্দ্র-সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি!💔 (পদ্মজা)

#তুমি নিষ্ঠুর আমি মায়াবতী! তুমি ধ্বংস আমি সৃষ্টি! তুমি পাপ আমি পবিত্র! এত অমিলে কেন হলো মিলন, কেন কালো অন্তরে ছড়িয়ে ছিলে ফুলের সুবাস??আমাকে ধ্বংস করার জন্য কি অন্য কোনো অস্ত্র ছিলো না৷💔

# আমার সারা অঙ্গ কলংকে ঝলসে যাক তবু তুই বন্ধু আমারই থাক।🙂🥀❤️‍🩹sm

10/03/2024

অভিমানের পর নিঃসঙ্গতার দিন আসুক!
তুমি শুধু কথা দাও–
আমি ছাড়া তুমি আর কারো প্রেমে পড়বে না।
আমার না থাকায় তুমি অন্যকারো মায়ায় জড়াবে না। 🖤~~`sm`~~🖤

05/03/2024

মানুষ শুরুতে যে টান দেখায়, তা যদি শেষেও থাকতো; হয়তো গল্পটা অন্য রকম হতো..!!
🖤✨sm✨💔

05/03/2024

😜😜😜🫠🥰😘🫣

 #আমিরের_সম্পূর্ণ_চিঠি 📝📜আমির প্রেমীদের জন্য এই পোস্টটি... 🖤"এক ছিল দুষ্টু রাজা! নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি।...
02/03/2024

#আমিরের_সম্পূর্ণ_চিঠি 📝📜
আমির প্রেমীদের জন্য এই পোস্টটি... 🖤

"এক ছিল দুষ্টু রাজা! নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করতো না। কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক! সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তুলে প্রাসাদের পর প্রাসাদ! একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা। শর্তমতে,ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি। সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওৎ পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ইষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্খিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়। ভয় পেয়ে যায়। কাঁপা স্বরে প্রশ্ন করে "'কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন?" সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না। ধনুকের ছোঁড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান। যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নেশাগ্রস্তের মতো উচ্চারণ করলো নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমলো না। পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থাকে মুহূর্তের পর মুহূর্ত৷ সেদিনই ঘটে গেল দূর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে এক সঙ্গে দেখে ফেললো। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্তা করলো। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ডও শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করলো যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহবা ছিঁড়ে ফেলা হয়,যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেয়া হয়, যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোররাতে দুষ্টু রাজা খবর পেল, রাজকন্যার মাতা সেই অমানুষ দের হত্যা করেছে। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবলো না। রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না। তাকে যে করেই হউক পেতে হবে৷ নয়তো জীবন বৃথা। রাজা তার পিতাকে আদেশ করলো, মায়াবতী রাজকন্যাকে তার চাই ই চাই। নয়তো সে বাঁচবে না। এই পৃথিবী তোলপাড় করে দিবে৷ রাজার পাগলামি দেখে অবাক তার পরিবার। সালিশ বসে। সালিশে সেই দুষ্টু রাজা রাজকন্যার মাতার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে,জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিতে রাজি হলেন। আনন্দে রাজার বুকে উথাল ঢেউ শুরু হয়। কী অসহ্য সুখময় যন্ত্রণা! রাজা এর আগে এতো খুশি হয়েছে নাকি জানা নেই! যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম তার পদ্মবতী। ফুলের মতো পবিত্র সে,সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ। রাজা ভুলে গেল নারী সঙ্গের কথা,ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যানজ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মবতীতে। পদ্মবতীর একেকটা কদম রাজার বুকে ঢেউ তুলে,পদ্মবতীর প্রতিটি নিঃশ্বাস থেকে যেন ফুল ঝরে পড়ে। পদ্মবতীর পায়ে চুমু দেয়ার সময় রাজার চিৎকার করে বলতে ইচ্ছে হয়,'পদ্মবতী...আমার রানী,আমি কাঁটা বিছানো বাগানে শুয়ে থাকি তুমি আমার বুকে হেঁটে বেড়াও।'

ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারলো, তার পদ্মবতী পবিত্র। এতোই পবিত্র যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না।
এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেললো। সেই সাথে রাজা ভয় পেল,তার কালো অন্তরের খবর যদি পদ্মবতী জেনে যায়
তখন কী হবে? কেলেঙ্কারি হয়ে যাবে। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না। নির্ঘাত মরে যাবে। যে ভালোবাসা নিজ ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তুলে,সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মবতীর থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো৷ তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত,তাও তার পাপের জন্য পদ্মবতীকে হারাতে চায় না।
যথাসম্ভব পদ্মবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে। সেই প্রাসাদে রাজা আর তার পদ্মবতী ছাড়া কেউ নেই! ভালোবাসার সোহাগ ও খুনসুটিতে ভরে উঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে! কোনো নারী আর তাকে টানতে পারলো না। প্রতিটি প্রহর পদ্মবতীকেই নতুন করে অনুভব করে। নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল। কিন্তু নারী ব্যবসা রয়েই গেল। সৎ পেশার অজুহাতে অসৎ পেশা জ্বলজ্বল করে তখনো জ্বলছিল। মাঝেমধ্যে রাজার ভয় হতো,পদ্মবতী সব জেনে যাবে না তো? রাজা সব রকম পট্টি বেঁধে দিল পদ্মবতীর চোখে। পদ্মবতী সেই পট্টিসমূহ ভেদ করে পৌঁছাতে পারলো না গভীরে! ভালোবাসার বেড়াজালেই আটকে রইলো।

বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতোই সুন্দর। আকাশে একটা চাঁদ উঠে,কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ! ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুক কেঁপে উঠে। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে। তার প্রথম ভালোবাসা তার মা,দ্বিতীয় ভালোবাসা স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা! রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত, বুকে একটা ব্যথা অনুভব করতো। বার বার মনে হতো, আমার জগৎ-সংসার একটু সাধারণ হতে পারতো না? এই চিন্তা তার অসৎ কাজে বিঘ্ন সৃষ্টি করে। সে অন্যমনস্ক হয়ে পড়ে। তার দলবল চিন্তিত হয়ে পড়ে। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্ব ক্ষোভের জেদ ধরে তারা রাজার দূর্বলতা লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে! পদ্মবতী ভেঙে গুড়িয়ে যায়। পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই। শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে। তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও,খুনের আদেশ দাতাদের হত্যা করতে পারলো না। জানতে পারলো তার পিতা,চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেছে! ততদিনে রাজা এটাও বুঝে গেল, যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনের আদেশ দাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে৷ ব্যবসার খুঁটি সে হলেও, আদেশ দাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসার পতন মানে পদ্মবতীর সব জেনে যাওয়া। সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া। যে রাজাদের সাথে মিলে দুষ্টু রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে। আর তারা দুষ্টু রাজার উপর ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মবতীরও। এতোজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্টু রাজার নেই। আবার মাথার উপর আছে শাসকের আদালত! একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনীদের ধ্বংস করতে। কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না। পদ্মবতীর সাথে সারাজীবন বাঁচতে চায়। তাই রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা! বাবা হিসেবে হেরে গেল,চুপসে গেল। অভিশাপ সেই রাজাকে। অভিশাপ!
"

পদ্মজা চিঠির উপর হাত বুলিয়ে দিল। যখন সে প্রথম এই বাস্তব রূপকথা পড়েছিল,সাদা অংশে শুকনো রক্ত লেগে ছিল। তার প্রিয় স্বামীর রক্ত! আমিরের শরীরে পাওয়া গেছে অগণিত কামড়ের দাগ,চাবুক মারার দাগ,ছুরির আঘাতের দাগ। সে নিজেকে শেষ দিনগুলোতে অনেক আঘাত করেছে। নিজেকে রক্তাক্ত করে পাতালঘরে আর্তনাদ করেছে। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে দ্বিতীয় চিঠিটি হাতে নিল। ভাঁজ খুললো,

"
প্রিয়র চেয়েও প্রিয় পদ্মবতী,
আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল। যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো,আমার হৃৎপিণ্ড থমকে যায়। চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়।

আমার চোখের মণি পদ্মজা,তোমার ওই দুচোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্নভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়। আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই,আমার বুক পুড়ে যায়। আমার মস্তিষ্ক ফেটে যায়!

তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায়। তোমার চোখের জল দেখে সমুদ্র আছড়ে পড়ে মাথার উপর। আমার মিথ্যাচার, আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে। বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে দেয়ার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজলকালো আঁখি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়েমুছে সাফ করে দিতাম।

আমার প্রথম ও শেষ ভালোবাসা, তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেয়ার ইচ্ছে পুষি, সেই আমি পরিষ্কার দেখতে পেলাম,তোমার-আমার পথচলা এখানেই শেষ! আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই। গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। আম্মার সাথে তখন যোজন যোজন দূরত্ব। তোমার ঘৃণাভরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয়৷ তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয়, প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি।

সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি। যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক,পোকামাকড় খাক! তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই। ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না। যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম ,নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসাথে গ্রহণ করতাম না। দুই সত্ত্বা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে।

আমি নিষ্ঠুর,তুমি মায়াবতী
আমি ধ্বংস,তুমি সৃষ্টি
আমি পাপ,তুমি পবিত্র

এতো অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না? এমন কঠিন কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে? তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না,তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলে। মনে হয়,মাথার ভেতর পোকারা কিলবিল করছে৷ বিচ্ছেদের বিষাক্ত ছোবলে নীল হয়ে যাচ্ছি আমি। আমাকে বাঁচাও!

শূন্য আকাশে গাঙচিল যেমন একা আমিও তেমন একা। প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে। একাকী নীরবে সহ্য করি। এটাই তো আমার প্রাপ্য। মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি। বুকের উপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে। যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুন চোখে তাকিয়ে ছিল। ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে, তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে! কিন্তু তখন আমার আর সামর্থ্য ছিল না।

আমার জীবনের বসন্তকাল তুমি। তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল। তোমার আর্তনাদ করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। সত্যি যদি পারতাম,পালিয়ে যেতে! কিন্তু তা আর সম্ভব নয়। আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না। আজীবন দৌড়াতে হবে। এক দন্ডও শান্তি মিলবে না।

মেঘলা বরণ অঙ্গের সাম্রাজ্ঞী, তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম শত জনম। হলো না। তোমার চোখের খাদে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন। তাও হলো না। সময় এসেছে আমার বিদায়ের! আমাদের পথচলা এতটুকুই। আমি ছিলাম দূর্গের মতো কঠিন। সেই দূর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছো। ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই। শেষ বারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই। আমার প্রেম তুমি,আমার ভালোবাসা তুমি। সত্যি বলছি,আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে। তাদের আমি কিনে নিয়েছি। শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে। তাও আমি অপরাধী। আমি তাদের ঠকিয়েছি, প্রতারণা করেছি,খুন করেছি। আমি অনুতপ্ত। বড্ড আফসোস হচ্ছে,বড্ড আক্ষেপ থেকে গেল৷ ওপারেও আমি তোমাকে পাবো না! আমার মতো ঘৃণিত ব্যাক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না। আমার জায়গা হবে,জাহান্নামের কোনো এক দুর্গন্ধময় জগতে! তোমাকে দেখার তৃষ্ণা , তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটলো না। হয়তো সহস্র বছরেও মিটবে না।

আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য দুঃখিত। তুমি মুক্ত হবে। পাখির মতো উড়বে। শুধু আমি থাকবো না পাশে। আফসোস!

চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। এই পৃথিবীতে আমি আরেকটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আরেকটু দীর্ঘ হলে কী এমন হতো? আমাদের প্রেমের পরিণতি এতো নিষ্ঠুর কেন হলো?
তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু যেতে হবেই। আর থাকা যাবে না। সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে,আমাকে সব কীটদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে।

আমার আঁধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেয়া হয়৷ এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়৷
পৃথিবীর বুকে তো জায়গা, সম্পদের অভাব নেই। আরেকটা জীবন কি পেতে পারি না? তখন আমি কঠিন পরীক্ষা দেব৷ তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাঁটবো, ভাঙা কাচের ধারে পা ছিন্নভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি,তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান৷ আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে ওঠবে।

আমাদের আবার দেখা হবে। কোনো না কোনো ভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে। নিজের খেয়াল রেখো৷ ঠিকমতো খাওয়া দাওয়া করো। পূর্ণা,মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে৷ চিন্তা করো না। পারলাম না আরো কয়টা দিন তোমাকে আগলে রাখতে। ক্ষমা করো আমায়। অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি।

"

~ইলমা বেহরোজ ~

SO R RY
কালেক্টঃ SM jarin Mondol

17/02/2024

🙂🙃

14/02/2024

আজ অনেক দিনপর লিখতে ইচ্ছে করছে!!!
এখন বাজে রাত ১:৪০.....কারো কাছে স্বাভাবিক আবার কেউ নিদ্রা আচ্ছন্ন,,, কেউবা প্রেম কথোপকথন এ মনোনিবেশ করছে.....কিন্তু আমি মানুষ জেগে লিখতে বসলাম, ডাইরি নয় অনলাইনের একটা মাধ্যম.... আমরা মানুষ জন্মটা একবার হয়... জীবনের কিছু অধ্যায় পেন্সিল এর লেখাহতো কালো অতীত গুলো মুছে ভুলগুলো সংশোধন করতাম,,,,.... কিন্তু তা সম্ভব না, পূর্ণ জন্ম বলে কিছু নেই যদি থাকতো আল্লাহ কাছে নিজের ভিক্ষা চাইতাম নতুন জীবনের আশ্রয় এর আশায়। তবে আজকাল দীর্ঘশ্বাস ফেলে যারা নিজেকে শান্তনা দিতে শিখে গেছে তাদের ক্ষত মলিন হাসিতে অক্ষত থেকে যায়। তার মধ্যে আমিও হয়তো বাত যাই না!! মানুষ তো কষ্ট আমারও হয় ভুলগুলো যদি পিছনে সবকিছু নতুন করে আবার এই পযন্ত আসতে পারতাম না এটা কখনোই হবার নয়!! সময় চলমান এক মুহূর্তের জন্য থেমে নেই..... ঠিক একইভাবে জিভে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে।Use it carefully.🖤 কিছু মানুষের মুখের বাণী.... দাঁড়ালো ছুড়ির চেয়ে ও দাঁড়ালো.....,, জীবিত মানুষকে বেঁচে থাকতে মিত্যুর সাত পাওয়ায়....মানের মাঝে হাজারো প্রশ্ন উওর বিহীন, কল্পনায় ছন্দরা ডানা মেলতে চায় বাস্তবতায় তা ছাইরঙা রুপনেয়,, এই ছোট জীবনে অনেক কিছু দেখলাম!! মুখোশ এর আড়ালে বৈচিত্র্য সুন্দর মুখ.... দেখাহলো হাজারো রঙিন মুখ পিছনে তার আবার কালো অভয়প,,, লাল,নীল আবৃত তার প্রকাশিত রুপ.....সবাই স্বাথে কাছে আসে মিশে ভালোবাসে ও বটে তবে ওই সীমাবদ্ধতা দক্ষ হাতে নৃকিষ্ট মস্তিষ্কের খুনি!!, 😅 হাসলাম কেনো আজকাল কেউ কিছু বললেই হাসি পায়,,!! তাই ......................... বেশ খানিকটা সময় এখন বাজে রাত ২:০৫ লিখলাম বেশখানিকটা কথা.... কিন্তু প্রশ্ন তো রয়েই যায় কি লিখলাম...... খোলা বই আমি মাঝের পাতাগুলো নেই!!! তারমধ্যে যতগুলো রয়েছে.... সবকিছু কি আর প্রকাশ হয় প্রকাশিত এর ভাজে অপ্রকাশিত ছন্দ তো রয়েই যায় 🙂...... লিখলাম বহুদিনপর আবাও লিখলাম!sm......✍️

11/02/2024

Promise Day তে প্রমিসটা না হয় নিজের সাথে হোক অল্পতে ভেঙে পড়বো না যা হয়েছে, নিজেকে স্ট্রং হতে হবে নিজেকে নিজের ভালো থাকার দায়িত্ব নিতে হবে পরিবারের সবার খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠিত হতে হবে, অনেক স্বপ্নপূরণ বাকি! ❤️
© SM jarin Mondol

10/02/2024

""ব্লক করে দিলেই যদি সব ভুলে যাওয়া যেতো,,,
আর ডিলেট করে দিলেই যদি সব মুছে ফেলা যেতো,,,
তাহলে হয়ত যন্ত্রণা গুলি এত ভারি হত না,,,

সবার মাঝে বসে থেকেও হটাৎ এত একা লাগতো না,,,
মধ্য রাতে বুকের বাম পাশে ব্যথা হতো না,,,

একপাশে শুয়ে থেকে হয়তো বালিশ ভিজতো না,,,
বাথরুমে ডুকে শাওয়ার ছেড়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করা লাগতো না😭💔sm🥀🙂

এক কাপ "চা"মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে যদি "চা" নামক অমৃত না থাকতো, তাহলে আমাদের মতো দুশ্চিন্তায় ডুবে থাকা চা খোরদের কি অ...
09/02/2024

এক কাপ "চা"
মাঝে মধ্যে মনে হয় পৃথিবীতে যদি "চা" নামক অমৃত না থাকতো, তাহলে আমাদের মতো দুশ্চিন্তায় ডুবে থাকা চা খোরদের কি অবস্থা-টাই না হতো!
মাঝে মধ্যে এক কাপ "চা" হাতে নিয়ে চেনা পথেও হারিয়ে যাওয়ার মতো অনুভূতি জন্ম নেয়,
মনে হয় সব অসুখের ঊর্ধ্বেও কল্পনায় আমি বড্ড সুখী একজন ব্যক্তি। এখন আমার কথা শুনে মানুষ হাসলে হাসুক কিন্তু চা আমার নিকট এক প্রকার ঔষধ -বিশেষ ঔষধ ☕

~©SM jarin Mondol ~

একটা মানুষ থাকুক, যে আমাকে ভালোবাসার আগে, আমাকে সহ্য করার হ্মমতা রাখবে।🖤🍁✨sm💫
09/02/2024

একটা মানুষ থাকুক, যে আমাকে ভালোবাসার আগে, আমাকে সহ্য করার হ্মমতা রাখবে।🖤🍁✨sm💫

07/02/2024

কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অব্দি থেকে যায়।💚🌸✨sm🖤💫

🥰🥰💫sm💫🥰🥰
07/02/2024

🥰🥰💫sm💫🥰🥰

আজকে নাকি গোলাপ দিবস তাই এ গ্রুপের যেসব মেম্বারদের গোলাপ দেওয়ার কেউ নাই,,,,তাদের সবার জন্য গোলাপ নিয়ে আসলাম🥰🥀 Happy rose...
07/02/2024

আজকে নাকি গোলাপ দিবস তাই এ গ্রুপের যেসব মেম্বারদের গোলাপ দেওয়ার কেউ নাই,,,,তাদের সবার জন্য গোলাপ নিয়ে আসলাম🥰🥀
Happy rose day everyone... 🥀🥀😇

🎞️ Ek Jibone (2024)📺 YouTubeFarhan Ahmed Jovan 🫶 Tanjim Saiara Totini
07/02/2024

🎞️ Ek Jibone (2024)
📺 YouTube
Farhan Ahmed Jovan 🫶 Tanjim Saiara Totini

06/02/2024

মানুষ কখনো একা থাকতে ভয় পায় না ✨
ভয় তখন'ই পায়, কারোর সাথে মিশে যাবার পর একা হয়ে গেলে....❤️sm🖤🥀

তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে যাবে😅       অন্য কেউ একদিন তাকেই......? অসাধারন করে কাছে টেনে নেবে..🏵️☺sm💝💝
05/02/2024

তুমি যাকে সাধারণ ভেবে ছেড়ে যাবে😅
অন্য কেউ একদিন তাকেই......?
অসাধারন করে কাছে টেনে নেবে..🏵️☺sm💝💝

04/02/2024

The Power Of " সূরা মূলক

" মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )The Power Of " সূরা মূলক

04/02/2024

টাফনিল ট্যাবলেট কে শান্তি তে নোবেল পুরষ্কার দেওয়া উচিত। কারণ অধিকাংশ মানুষের ম'স্তিষ্কের শান্তি এতেই নিহিত।🙂 sm

03/02/2024

🥰🫠😍

আমি একটু বেশি jealous ফিল করি!কারণ আমি আমার ব্যক্তিগত জিনিসের প্রতি আর কারো নজর সহ্য হয় না🌸sm🌸
02/02/2024

আমি একটু বেশি jealous ফিল করি!
কারণ আমি আমার ব্যক্তিগত জিনিসের প্রতি আর কারো নজর সহ্য হয় না🌸sm🌸

31/01/2024

জীবনে যত দুঃখ দিয়েছো খোদা বিনিময়ে একটা এমন মানুষ পাঠিও যাকে বিশ্বাস করলে মরতে হবে না। এমন একটা মানুষ দিও যার সমস্ত সত্ত্বার ভাগ আমার, যার ভাবনার একচ্ছত্র দখল আমার।

বেশি কিছু না তো, আমার মন খারাপের সন্ধ্যায় খালি হাত ধরে বসে থাকুক; আর কখনো মুঠো আলগা হওয়ার কাল্পনিক সম্ভাবনায়ও, তার পৃথিবীতে ঝড় উঠুক। এই তো এতটুকুই…🖤

________________ 31 January | 5:50AM

ডোরেমন ৮০ বছর ধরে নবিতার সাথে ছিল,মারা যাওয়ার আগে নবিতা ডোরেমন কে বলেছিল : আমি চলে যাওয়ার পরে, তোমার নিজের জায়গায় ফি...
22/01/2024

ডোরেমন ৮০ বছর ধরে নবিতার সাথে ছিল,মারা যাওয়ার আগে নবিতা ডোরেমন কে বলেছিল : আমি চলে যাওয়ার পরে, তোমার নিজের জায়গায় ফিরে যাওয়া উচিত!
ডোরেমন এতে রাজি হয়😊
নবিতার মৃত্যুর পরে ডোরেমন টাইম মেশিন ব্যবহার করে ৮০ বছর আগে ফিরে আসে এবং বাচ্চা নবিতাকে বলে, হ্যালো নবিতা !
আমার নাম ডোরেমন, আমাকে যতই সুযোগ দেওয়া হোক না কেন আমি বার বার তোমাকেই দেখতে চাই।😊
কারণ, তুমি আমার নিজের জায়গা, আর সেখানেই আমার থাকা উচিত।
বন্ধুত্ব, কিংবা ভালোবাসা রাখতে পারলেই সুন্দর 😊💙🤍sm🤎🖤

নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার। আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ; যাকে সে ভালোবাসে।sm..💔🥀
21/01/2024

নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার। আর বাকি অর্ধেক দেয় সেই পুরুষ; যাকে সে ভালোবাসে।sm..💔🥀

যেটা আমি খুব করে চেয়েছি-সেটা আমি নির্মম ভাবে হারিয়েছি !অবশেষে নিজের মনকে এটা বলে শান্তনা দিয়েছি যে,হয়তো সেটা আমার জন...
20/01/2024

যেটা আমি খুব করে চেয়েছি-
সেটা আমি নির্মম ভাবে হারিয়েছি !
অবশেষে নিজের মনকে এটা বলে শান্তনা দিয়েছি যে,
হয়তো সেটা আমার জন্য মঙ্গল নই!
কেননা আমার রব জানেন -
আমার জন্য কোনটা শোভনীয়!
তারপরও অবুঝ মন আশা করে যাই -
এই রঙের দুনিয়ায় রহস্যের ভিড়ে,
হারিয়ে ফেলি অবিরত দিশাহীন!
রাত যতই গভীর হয় -
লুকিয়ে থাকা ছোট্ট মনে অজস্র ভাবনায়
গুনতে থাকি জীবনের অধ্যায়!!

______ sm ______🖤🥀

Address

Gazipur, Sign Board , Member Bari Road
Tongi
JARIN1300

Website

https://vt.tiktok.com/ZSL4LBGF4/

Alerts

Be the first to know and let us send you an email when SM jarin Mondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SM jarin Mondol:

Videos

Share