Sohag Hossen - সোহাগ হোসেন

Sohag Hossen - সোহাগ হোসেন SOHAG PLZ BREAK THE SOME RULES,AND MAKE A SOME MEMORIES.
(5)

জীবন টা কেনো জানি খুবই কঠিন, স্ট্রাগল করতে করতে জীবনে এখন কোন চাওয়া পাওয়া কাজ করে না। এখন কোন সখ, আল্লাদ কাজ করে না,প্রথ...
03/05/2024

জীবন টা কেনো জানি খুবই কঠিন, স্ট্রাগল করতে করতে জীবনে এখন কোন চাওয়া পাওয়া কাজ করে না। এখন কোন সখ, আল্লাদ কাজ করে না,প্রথমে ভাবতাম আমার লাইফেই এতো প্রোবলেম, পরে দেখি এটা সকল মধ্যেবিত্ত ছেলেদের সেইম সমস্যা। আগের মতো এখন আর চিল্লাফিল্লাহ করি না সমস্যার কথা বলি না।জীবনকে সহজ করার জন্য ছোট ছোট কিছু প্রচেষ্টা এগুলো মাত্র। এগুলো করতে ভালোই লাগে।

01/05/2024

Age - 22
Salary - 8k
Your turn?

একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোকউষর জমিনে,নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন,মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্...
16/04/2024

একবার বৃষ্টি হোক, অবিরাম বৃষ্টি হোক
উষর জমিনে,
নিরীহ রক্তের দাগ মুছে নিক জলের প্লাবন,
মুছে নিক পরাজিত ব্যর্থ বাসনার গান, গ্লানির পৃথিবী।

15/03/2024

কাল রাতে আমার বাবার এক্সিডেন্ট হয়,বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।সকলের কাছে দোয়া কামনা করি,উনি যেন সুস্থ হয়ে তারাতারি বাসায় ফেরেন।

পাহাড় বা বর্ডারে গুরতে গেলে মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য ভারত নিয়ে নিছে।
23/02/2024

পাহাড় বা বর্ডারে গুরতে গেলে মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য ভারত নিয়ে নিছে।

21/01/2024

Prai 30min dore tar girlfriend er Sathe jogra kortase 😁avar mukhe bole amra just friend

03/01/2024

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ অবলা প্রাণী,৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷

সন্তানের জন্য যে মায়ের নিঃস্বার্থ স্নেহময় ভালোবাসা, তা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না,দেখা যায় না,এটা অবলা প্রাণীদের ও আছে।এখানে ঘটনা হচ্ছে, এই মুরগির ডিমগুলো আমরা খাইয়া ফেলছি,তাই মুরগীটা আলু পেঁয়াজ, আর টমেটোরে নিজের ডিম ভাবছে। তা-ই ওখানে বসে পরছে।ডিমের জন্য মা রে ঠোকর দেয়, জিজ্ঞেস করে তার সন্তানরা কই?

Writer :  hossainএবছর চল্লিশ হতে যাচ্ছি।এই চার দশকে শেখা বিশটা "মহাসত্য*" নীচে উল্লেখ করছিঃ১) টাকাপয়সা প্রচন্ড দরকারী জি...
13/12/2023

Writer : hossain

এবছর চল্লিশ হতে যাচ্ছি।এই চার দশকে শেখা বিশটা "মহাসত্য*" নীচে উল্লেখ করছিঃ

১) টাকাপয়সা প্রচন্ড দরকারী জিনিস। পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে।

২) বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ, স্বার্থপর, সুবিধাবাদী, সুযোগ সন্ধানী।

৩) অধিকাংশ মানুষ অপরাধ করেনা সাহসের অভাবে। এভরিবডি ইজ আ পটেনশিয়াল ক্রিমিনাল।

৪) মানুষ কাজ থাকলে আপনারে পঞ্চাশ বার কল করবে, কাজ শেষ হবার পর কল করে এটুকুও জানাবেনা যে কাজটা হয়ে গেসে।

৫) কার্মা বলে কিছু নাই, সব বোগাস। সারাজীবন অন্যের হক মেরে, অন্যের উপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলেমেয়েও বড় পজিশনে যায়, ভাল মানুষও হয়, সে নিজেও মরে পরম শান্তিতে, স্বাভাবিকভাবে।

৬) মানুষ প্রচন্ড দুর্বল প্রাণী। সবচেয়ে বড় গাধা সেই ব্যক্তি যে ভাবে লাইফ তার কনট্রোলে আছে, কারণ কনট্রোল পাল্টাইতে এক সেকেন্ডও লাগেনা।

৭) মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নাই আসলে। মৃত্যুকে ভুলে থাকা, দু:খময় এ জীবনকে নানারকম ছলাকলায় সাজিয়ে তোলাই তার উদ্দেশ্য। একেকজন এইটা একেক ভাবে করে।

৮) মানুষ খুবই নিকৃষ্ট প্রাণী। পশুপাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক।

৯) কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে তার সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা করবে। আপনি তাদের কোনো ক্ষতি করেন নাই, জানেনও না যে এদের অস্তিত্ব আছে, তাও কোনোভাবে এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে।

১০) অপরের অপমান দেখে মানুষ যে আনন্দ পায়, শ্রেষ্ঠতম সুন্দরীর সাথে রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায়না।

১১) নিজেরটা নিজে করে খাইতে না পারলে কেউ আপনাকে দেখবেনা, পরিবার সবার আগে লাথি মারবে।

১২) বন্ধু বলে কিছু নাই, আপনার বন্ধু আপনি নিজে। পুরাটাই স্বার্থ। অনেক দিনের পুরানো বন্ধু ফোন করে পিরীতের আলাপ শুরু করার মানে ধরে নিবেন একটু পরেই আপনারে কোনো কাজের কথা বলবে।

১৩) শুধুমাত্র একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে মারা খাবেন। বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সাথে মানায় নিতে পারেন কিনা এইটা দেখে প্রেম করলে ওইটা টিকবে।

১৪) সেক্স প্রচন্ড জরুরি, সেক্স বিশ্বের সবচেয়ে আনন্দের অনুভূতি। সেক্স লাইফ খারাপ হওয়া মানে জীবন বরবাদ। এজন্য সেক্স এডুকেশন জরুরি, এবং তা সব বয়েসে।

১৫) লাইফে দুইটা জায়গায় মারা খাইয়েন না প্লিজ। ১) প্রফেশন চুজ করতে ২) পার্টনার চুজ করতে। এর মধ্যে প্রথমটা ভুল করলে পোষায় হয়ত নেয়া যায়, দ্বিতীয়টায় ভুল করলে লাইফ শেষ।

১৬) পৃথিবীটা একটা খুবই কুৎসিৎ জায়গা, এই কুৎসিৎ জায়গাতে টিকে থাকতে হইলে আপনাকে নিজের একটা সুন্দর জগৎ বানায়ে নিতে হবে। এই জগৎটা দূর্গের মত আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে। আমার ক্ষেত্রে এই জগৎটা হচ্ছে বই।

১৭) বেশিরভাগ সময়ে যেইটা ভাববেন, ওইটা হবেনা। কোনো প্ল্যান কাজ করবেনা। মানে, করলেও যেভাবে চান ওইভাবে হবেনা।

১৮) রাতে শান্তির ঘুম, দুশ্চিন্তাহীন একটা বোরিং দিন- এই দুইটা জিনিস অমূল্য সম্পদ।

১৯) শরীরের এবং মনের যত্ন নিন। এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নাই।

২০) এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে- আপনার চাইতেও অসহায় কারো সাধ্যমত উপকার করলে। লোকদেখানো, ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেয়া উপকার না, কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যিকারের উপকার। এই অন্ধকার পৃথিবীরে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মত শান্তি আর কোথাও নাই।

[ *এইগুলা একেবারেই ব্যক্তিগত মতামত। একমত হবার বাধ্যবাধকতা নাই]

Collected

সঠিক উত্তর নিচে আছে।নিচে দেখুন।
04/12/2023

সঠিক উত্তর নিচে আছে।
নিচে দেখুন।

26/11/2023

আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পাইছি।

বাস্তবতা খুব কঠিন  ৷ নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ*খাদ্য চাহিদাঃ১)২টা গাভী।২)...
24/11/2023

বাস্তবতা খুব কঠিন ৷ নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

*খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগা।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

*বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

*আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

*চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

বন্ধু কম থাক অসুবিধা নায়,তবে স্বার্থপর বন্ধু না থাকুক।
23/11/2023

বন্ধু কম থাক অসুবিধা নায়,তবে স্বার্থপর বন্ধু না থাকুক।

28/10/2023

ইসরায়েলের স্থলঅভিযানে এই মুহূর্তে গাজা জাহান্নামে পরিনত হয়েছে।

26/10/2023

দুঃখ শেষ হলেই বিয়ে করে ফেলবো বন্ধুরা🙂

22/10/2023

ঘুষখোর সবখানেই, যাবো তো যাবো, কোথায় যাবো?

আমার লেখায় ভুল ও হতে পারে পারে তার জন্য আগেই মাফ চাচ্ছি।আপনারা যদি লক্ষ্য করেন, ওয়েস্টার্ন মিডিয়ার পাশাপাশি  ইন্ডিয়ান মি...
21/10/2023

আমার লেখায় ভুল ও হতে পারে পারে তার জন্য আগেই মাফ চাচ্ছি।আপনারা যদি লক্ষ্য করেন, ওয়েস্টার্ন মিডিয়ার পাশাপাশি ইন্ডিয়ান মিডিয়া এবং সরকার পুরোপুরি প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করছে।বেশিদিন আগের কথা না, ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলো,কিন্তু এর আগে তারা ব্রিটিশদের আন্ডারে ছিলো, যারা ভারতে ব্যাপসা করতে এসে পুরো ভারত দখল করেছিলো। এবং ২০০ বছর শাসন করেছিলো। কতো অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল ভারতীয়দের, এবং কতো রক্তাক্ত আন্দোলনের পর একটি স্বাধীন রাস্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে।ঠিক একই ভাবে ইহুদিদের দুঃসময়ে পেলেস্টাইনরা আশ্রয় দিয়েছিল, যা তাদের জন্য কাল হয়ে দারায়,যারা দুঃসময়ে পাশে ছিলো, তাদেরকে সরিয়ে দিয়ে আজ পুরো দেশ দখল করেছে, অনেকটা ব্রিটিশদের মতোই।ভারতীয় অতিত ইতিহাসের সাথে পেলেস্টাইনের এতো মিল থাকলেও কেনো তারা পেলেস্টাইনের সাথে না থেকে ইসরায়েল এর পাশে। শুধু মাত্র কি মুসলিম হওয়ার কারনে?ধর্ম দিয়ে বিচার না করে নিরপেক্ষ বিচার করেন।যদি পেলেস্টাইন রাস্ট্র প্রতিষ্ঠা করার জন্য যদি সন্ত্রাসী বলেন,তাহলে আপনাদের ভারত রাস্ট্র টাও অবৈধ, এবং যারা ভারত প্রতিষ্ঠার জন্য আন্দোলন, সঃগ্রাম করছে তারাও সন্ত্রাসী।

সোহাগ আহম্মেদ রাজ

26/09/2023

যাদের জন্ম ১৯৯৮-২০০২ সালে হয়েছিল,

তাদের যে বিয়ে আর বাচ্চা জন্ম দেওয়ার বয়স চলে যাচ্ছে সেইদিকে খেয়াল আছে।🤐🐱

লোকের কোন কোন সিনেমা এত পছন্দ হয় যে প্লাস্টিক সার্জারি করে সেই সিনেমার চরিত্রর মত দেখতে হয়।।অ্যামি জ্যাকসনের যে ওপেনহাইম...
22/09/2023

লোকের কোন কোন সিনেমা এত পছন্দ হয় যে প্লাস্টিক সার্জারি করে সেই সিনেমার চরিত্রর মত দেখতে হয়।।
অ্যামি জ্যাকসনের যে ওপেনহাইমার এত পছন্দ হয়েছে ভাবি নি 👀

পুনশ্চ- ছোটবেলায় রূপকথার গল্প পড়েছি। এক ডুবে সুন্দরী হয়েও লোভী রাজকুমারী দুই ডুব দিয়ে কুশ্রী হয়েছিল। এই প্লাস্টিক সার্জারি হল সেই দুই ডুব

My Newsfeed Rights NOW.
15/09/2023

My Newsfeed Rights NOW.

25/08/2023

তারপর একদিন বিকেলবেলায় আমরা খেলার মাঠ থেকে ফিরলাম, আর বিকেলে খেলার মাঠে নামা হলো না।

🖤

আমার টাকা কামানোর বিনিময় মূল্য, আমার শৈশব 🖤😓আর তোমার?
24/08/2023

আমার টাকা কামানোর বিনিময় মূল্য, আমার শৈশব 🖤😓আর তোমার?

Address

Tongi

Telephone

+8801817494677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohag Hossen - সোহাগ হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohag Hossen - সোহাগ হোসেন:

Videos

Share