Md. Mahim Muntasir Emon

Md. Mahim Muntasir Emon Hello!Welcome to the official page of Md. Mahim Muntasir Emon. I am also a Digital Marketer.

প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো?
20/03/2023

প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো?


“সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”
03/03/2023

“সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়”



“যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”
18/02/2023

“যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”


“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”
11/02/2023

“সৎ কর্ম যত ছোটই হোক, তা কখনও বৃথা যায় না”



“যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”
10/02/2023

“যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো”



“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”
09/02/2023

“অতীতকে বিদায় জানাতে সাহস লাগে। সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে”


“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”
07/02/2023

“খারাপ মানুষের সঙ্গের চেয়ে একা থাকাও অনেক ভালো”



“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”
06/02/2023

“চোখ নিজেকে বিশ্বাস করে; কান বিশ্বাস করে অন্যকে”


তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
04/02/2023

তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।


“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”
03/02/2023

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”

“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”
23/01/2023

“শুধু সামনে এগিয়ে যাও। কে কি বলছে – তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে, করতে থাকো”

“অতীতের ভুল নিয়ে আফসোস করো না।  সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”
22/01/2023

“অতীতের ভুল নিয়ে আফসোস করো না। সামনের কাজগুলো নির্ভুল ভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও”

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
31/12/2022

“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”

“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”
26/12/2022

“বিশ্বাস মানে হল সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া, সময়ে সবকিছুই পরিস্কার দেখা যাবে”

মোবাইল আর ইন্টারনেটের যুগে হারিয়ে গেছে সেই ছোট্ট বেলা।মনে পরে সেই ঝগড়া। আউট হলে সেটা নিয়েও ঝগড়া, যদি কারো (ব্যাট/বল) থাক...
17/12/2022

মোবাইল আর ইন্টারনেটের যুগে হারিয়ে গেছে সেই ছোট্ট বেলা।

মনে পরে সেই ঝগড়া। আউট হলে সেটা নিয়েও ঝগড়া, যদি কারো (ব্যাট/বল) থাকতো তাহলে সে বলতো ব্যাট নিয়ে চলে যাবো😆😆।
কে কে মিস করেন সেই ছোট্ট বেলা।😊😊

🥱🥱😆😆
16/12/2022

🥱🥱😆😆

15/12/2022

পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না

14/12/2022


আমরা বলতে থাকি, আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে। নীচের ছবিটি দেখুন। এই লোক তার প্রাপ্য বুঝে নিয়েছে।  অন্য ভাগের...
13/12/2022

আমরা বলতে থাকি, আমরা তো স্বাধীন, যা খুশি করার অধিকার আছে। নীচের ছবিটি দেখুন। এই লোক তার প্রাপ্য বুঝে নিয়েছে। অন্য ভাগের সমানই সে নিয়েছে হিসাবে পরিমানে, কিন্তু তা করতে যেয়ে সে অন্যের প্রাপ্য গ্রহনে বিঘ্ন সৃষ্টি করেছে। এ ছাড়াও সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যাতে অন্যেরা মানসিক ভাবেও বিরক্ত হচ্ছে।
তার স্বাধীনতার চর্চা অন্যের মানসিক পীড়নের কারন।
এটা হচ্ছে Bad practice of exercising freedom.
এবং এটা আপনি করতে পারেন না। এই ধরনের স্বাধীনতার চর্চা করার অধিকার আপনার নাই।
আপনি given even situation এ যেখান থেকে খুশি আপনার টুকরোটি তুলে নিন - ডান বাম উত্তর দক্ষিণ, কিন্তু ডিজাইন ভেংগে অন্যের স্বস্তি চর্চায় বিঘ্ন ঘটিয়ে নয়। বুদ্ধিমানদের জন্য আছে এতে নিদর্শন!
আমরা স্বাধীনতা আর উচ্ছৃঙ্খলতার পার্থক্যটাই বুঝিনা।
©

12/12/2022
“ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হত...
10/12/2022

“ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না"

Success is not always what you see.
05/12/2022

Success is not always what you see.

“সফল মানুষেরা কাজ করে যায়। তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”
16/11/2022

“সফল মানুষেরা কাজ করে যায়।
তারা ভুল করে, ভুল শোধরায় – কিন্তু কখনও হাল ছাড়ে না”

আমরা সবাই সবার কাছে আলাদা!!বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন...
11/11/2022

আমরা সবাই সবার কাছে আলাদা!!
বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।
ঢাকায় যখন সকাল ৬ টা বাজে,লন্ডনে তখন রাত ১২ টা। সময়ের হিসেবে লন্ডন,ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে,এতে কিন্তু প্রমাণ হয় না যে,লন্ডন ঢাকার থেকে মন্থর গতি।
পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে, কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!
অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে,মারা যান ৫০ বছর বয়সে। আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে,মারা যান ৯০ বছরে। কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!
মনে হতেই পারে,পরিচিতদের মধ্যে আপনার থেকে,কেউ অনেক এগিয়ে আছেন,আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল,প্রত্যেকেই তার নিজ নিজ সময়,অবস্থান এবং গতিতে আছেন।সামনে এগিয়ে যাওয়াদের হিংসা না করি,পিছিয়ে থাকাদের অবহেলা না করি।সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই,পিছিয়েও নেই! আপনার পথ আপনার,অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান। আজ নয়তো কাল সফলতার দেখা দিবে। ইনশাআল্লাহ্

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা।চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
07/11/2022

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা।
চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও”
05/11/2022

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে,
তবে নতুন একটি দরজা বানাও”

“যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”
15/10/2022

“যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে”

“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”
12/10/2022

“ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছ”

“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”
09/10/2022

“জীবন বাই সাইকেল চালানোর মত একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে”

যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ,যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ,যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নি...
07/10/2022

যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ,
যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ,
যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে –
ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না”

টাকা
05/10/2022

টাকা

আলহামদুলিল্লাহ   সার্টিফিকেট অর্জন।
04/10/2022

আলহামদুলিল্লাহ
সার্টিফিকেট অর্জন।


সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
01/10/2022

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।
১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!
৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।
গল্প কিন্তু এখানেই শেষ নয়
চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এ

~সংগৃহীত

Why You need to learn Digital marketing!? 🌍
27/09/2022

Why You need to learn Digital marketing!? 🌍

25/09/2022

Address

Thakurgaon Sadar
Thakurgaon

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mahim Muntasir Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Mahim Muntasir Emon:

Videos

Share