Ashik The Little Traveller

  • Home
  • Ashik The Little Traveller

Ashik The Little Traveller ট্রাভেলার ব্লাড! 🫶✨

বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাবন রাতারগুল। 🤍
14/05/2024

বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির জলাবন রাতারগুল। 🤍

চারদিকে সৌন্দর্যে অভিভূত কাপ্তাই লেক, দুপাশে ছোটছোট পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা কাপ্তাইয়ে একবার হলেও ভ্রমণ করুন। 📌কাপ...
26/04/2024

চারদিকে সৌন্দর্যে অভিভূত কাপ্তাই লেক, দুপাশে ছোটছোট পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলা কাপ্তাইয়ে একবার হলেও ভ্রমণ করুন।

📌কাপ্তাই লেক, রাঙামাটি।

বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান, মালিনীছড়া চা বাগান। চা বাগানের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে সকালে। 📌 মালিনীছড়া চা বাগান, ...
26/04/2024

বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান, মালিনীছড়া চা বাগান।

চা বাগানের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে সকালে।

📌 মালিনীছড়া চা বাগান, সিলেট।

বাংলাদেশের সবচেয়ে বড় মিঠাপানির জলাবন রাতারগুল! দেখতে যেনো অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। আবারো বর্ষার সিজনে তার প...
25/04/2024

বাংলাদেশের সবচেয়ে বড় মিঠাপানির জলাবন রাতারগুল! দেখতে যেনো অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি।

আবারো বর্ষার সিজনে তার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে। 🖤

📌 সিলেট রাতারগুল! 🌸

25/04/2024

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। 🖤

24/04/2024

ট্রলার পথে সেন্টমার্টিন! এ যেনো এক অনন্য অনুভূতি। 🖤

📌 সেন্টমার্টিন।

সেন্টমার্টিন গিয়ে যদি আপনি বীচ পাড়ে সাইকেল না চালান তবে আপনি সেন্টমার্টিন উপভোগ করতে পারেননি। পরবর্তীতে গেলে অবশ্যই সা...
27/02/2024

সেন্টমার্টিন গিয়ে যদি আপনি বীচ পাড়ে সাইকেল না চালান তবে আপনি সেন্টমার্টিন উপভোগ করতে পারেননি।

পরবর্তীতে গেলে অবশ্যই সাইকেল চালানোর চেষ্টা করবেন, এতে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এবং আনন্দ পাবেন।

সমুদ্র বিলাশ! সেন্টমার্টিন। 🖤
26/02/2024

সমুদ্র বিলাশ!
সেন্টমার্টিন। 🖤

খুমের রাজা দেবতাখুম এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি থেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন। 😍 #দেবতাখুম
18/01/2024

খুমের রাজা দেবতাখুম এর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

২৩ জানুয়ারি থেকে পর্যটকরা প্রবেশ করতে পারবেন। 😍

#দেবতাখুম

বৃষ্টিভেজা চা বাগান। 🫶
29/09/2023

বৃষ্টিভেজা চা বাগান। 🫶

22/09/2023

রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের সিলেটে অবস্থিত মিঠাপানির জলাবন।

এখানকার গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন ২০–৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর, পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে-চলা পথ।

লেখা: Ashik Nur
তথ্যসূত্র: উইকিপিডিয়া।

20/09/2023

ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারবার কাছে টানে,
তার তাক লাগানো সৌন্দর্য ই তার কাছে ফিরে ফিরে আনে!

> ঝর্ণা এতো অপরূপ সুন্দর হয় কেন?

রূপসী ঝর্না, মিরসরাই, চট্টগ্রাম। 🖤

সীতাকুন্ড, রূপসী ঝর্না। 🖤
20/09/2023

সীতাকুন্ড, রূপসী ঝর্না। 🖤

দুঃখ-কষ্ট,অভাব-অনটন,পাওয়া,না-পাওয়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।কাজেই হতাশ হওয়ার কিছু নাই।হাসি-খুশি থাকলে কাজেও গতি আ...
13/09/2022

দুঃখ-কষ্ট,অভাব-অনটন,পাওয়া,না-পাওয়া জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া।কাজেই হতাশ হওয়ার কিছু নাই।হাসি-খুশি থাকলে কাজেও গতি আসে।

17/06/2022

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকার রাজপথে গণঅধিকার পরিষদ।

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে জোর-জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতায় আছে।এই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের অধীনে ...
17/06/2022

বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে জোর-জবরদস্তি করে অবৈধভাবে ক্ষমতায় আছে।
এই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সেটা প্রমাণিত। তাই এই ফ্যাসিবাদী সরকারের পতন হলে সকল বিতর্কিত নির্বাচন বাতিল করে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করে পুনরায় নির্বাচন দেয়া হবে ইনশাআল্লাহ।

ডাকসুর গঠনতন্ত্রে ছিলো পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত নির্বাচিত সংসদ দায়িত্ব পালন করবে।যা ২০১৯ সালে নির্বাচনের পূর্বে ...
17/06/2022

ডাকসুর গঠনতন্ত্রে ছিলো পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত নির্বাচিত সংসদ দায়িত্ব পালন করবে।যা ২০১৯ সালে নির্বাচনের পূর্বে সংশোধন করা হয়, যেখানে বলা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে নির্বাচিত সংসদ ৩৬৫ দিনের অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবে। কিন্ত বিশ্ববিদ্যালয় পরিচালনায় ৭৩ এর বিধিমালা যেখানে বলা হয়েছে পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রতিনিধিরা সিনেটে দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি পরিবর্তন করতে পারেনি।কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা মর্যাদার প্রশ্নে ৭৩ এর বিধিমালাকে ঐতিহাসিক স্বীকৃত বিষয় হিসেবে সামনে আনেন।
২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই সবসময় আমি বলে এসেছি ২৮ বছর পর ডাকসুর অচলায়তন ভেঙে যে সচলায়তনের যাত্রা শুরু হয়েছে সেটির যেন ধারাবাহিকতা থাকে।এমনকি সিনেটের সকল অধিবেশনেই আমি ডাকসু নির্বাচন নিয়ে কথা বলেছি,সিনেটের সকল বক্তব্য রেকর্ড ও লিখিত থাকে দেখতে পারেন।
কোভিড জটিলতায় ক্যাম্পাস বন্ধ থাকায় ঐ সময়ে নির্বাচনের পরিস্থিতি ছিলো না, ভেবেছিলাম ক্যাম্পাস খুললে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের উদ্যেগ নিবে। কিন্তু ক্যাম্পাস খুললেও কর্তৃপক্ষের কাছ থেকে সেরকম কোন উদ্যেগ বা সাড়া লক্ষ্য করিনি।

ডাকসুবিহীন ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটে প্রতিনিধিত্ব করা নৈতিকতা বিরোধী। যে কারণে সিনেট সদস্য হিসেবে চিঠি পেলেও গত ৭/৮ মাসের কোন মিটিংয়ে আমি অংশ নেইনি। অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করে মিটিংয়ে অংশ না নিয়ে সেই মেসেজটিই দিতে চেয়েছিলাম।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট অধিবেশন চলছে, একই কারণে সেটিও বর্জন করছি। অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক।ঢাকা বিশ্ববিদ্যালয় ডীন,শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী সকল স্তরের নির্বাচন হলে ডাকসু নির্বাচন কেন হবে না?
সুস্থ ধারার ছাত্ররাজনীতি তথা জাতীয় রাজনীতির স্বার্থে ডাকসু তথা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই।

13/06/2022

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের ৫১ সদস্যের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত এ কমিটিতে রাহাত জাহান হোসেনেকে আহ্বা.....

13/06/2022

বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ....

13/06/2022

ইসলাম ধর্ম ও নবী সম্পর্কে কটূক্তি করায় ভারতের বিজেপি নেতা নেত্রীদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্.....

প্রেসবিজ্ঞপ্তি তারিখঃ১২/০৬/২০২২ ইংগনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভায়  ভারতে ইসলাম ধর্মের নবী সম্পর্কে বিজেপি নেত...
12/06/2022

প্রেসবিজ্ঞপ্তি
তারিখঃ১২/০৬/২০২২ ইং
গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভায় ভারতে ইসলাম ধর্মের নবী সম্পর্কে বিজেপি নেতা নেত্রীদের কটুক্তির নিন্দা ও প্রতিবাদ।
জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সমাজের মধ্যে কেবল হিংসা, ঘৃণা, বিদ্বেষ ও বিভাজন তৈরী করে।

আজ সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।সভায় নেতৃবৃন্দ ভারতীয় জনতা পার্টি( বিজেপি)এর নেতৃবৃন্দের সম্প্রতি ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ ( সা:) এর সম্পর্কে কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সমাজের মধ্যে কেবল ঘৃণা,হিংসা-বিদ্বেষ এবং বিভাজন তৈরি করে। কোন প্রকৃত ধার্মিকই অপর ধর্ম সম্পর্কে অবমাননাকর কোন বক্তব্য প্রদান করতে পারেন না।
সভায় নেতৃবৃন্দ বলেন , ভারতের বিজেপি সরকার ধারাবাহিকভাবে যে সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কানি দিয়ে চলেছে তা ভারতসহ গোটা উপমহাদেশে একটি সাম্প্রদায়িক উত্তেজনার জমিন তৈরি করছে। নেতৃবৃন্দ এই ধরনের সাম্প্রদায়িক উস্কানীমূলক অতৎপরতা থেকে বিরত থাকার জন্য মোদি সরকার ও বিজেপির প্রতি আহ্বান জানান।
সভায় নেতৃবৃন্দ একইসাথে বাংলাদেশ সরকারকে বিজেপি'র এই সাম্প্রদায়িক অপতৎপরতা ও বিভাজনের রাজনীতি সম্পর্কে ভারত সরকারের প্রতি প্রতিবাদ জানানোরও আহ্বান জানান।

গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুরের সভাপতিত্বে গনতন্ত্র মঞ্চের এই সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক,ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু,নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার,জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল,রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ূম, গণঅধিকার পরিষদের যুগ্মআহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান,গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু,বিপ্লবী ওয়াকার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান,নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম,কার্যকরী সদস্য সাকিব আনোয়ার,ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু,রাষ্ট্রসংস্কার আন্দোলনের হাবিবুর রহমান প্রমুখ।

বার্তাপ্রেরক,
আবু হানিফ
গণঅধিকার পরিষদ
01772400567

গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হলো......
11/06/2022

গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হলো......

গণঅধিকার পরিষদ কেনো ব্যতিক্রম!গণঅধিকার পরিষদ এর আয়োজনে ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য ফল উৎসব চলছে কেন্দ্রীয় কার্যালয় এল...
11/06/2022

গণঅধিকার পরিষদ কেনো ব্যতিক্রম!
গণঅধিকার পরিষদ এর আয়োজনে ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য ফল উৎসব চলছে কেন্দ্রীয় কার্যালয় এলাকায়।

11/06/2022

উনাকে চিনেন? উনি স্কয়ার গ্রুপের এমডি। স্কয়ার হাসপাতাল, স্কয়ার ফার্মা, স্কয়ার টয়লেট্রিজ, রুচি চনাচুর,, রাধুঁনী মশলা, মেরিল ইত্যাদি শিল্প প্রতিষ্ঠানের মালিক। সাথে আছে প্রথম আলো, ডেইলি স্টার, মাছরাঙা টিভি সহ অসংখ্য প্রতিষ্ঠানের মালিকানা সহ অংশীদারিত্ত্ব। দেশের প্রথম সারির শিল্পপতি।

তিনি কি করেছে জানেন? চাল মজুদ করেছেন বাজারে চালের দাম বাড়ানোর জন্য। ধরা খাইছেন, মামলা হইছে। মহামান্য কোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনও পাইছেন। এতোবড় ঘটনা!

কিন্তু মিডিয়ায় নাই। এ কেমন মিডিয়া আমাদের! বড় গলায় টিভি সহ মিডিয়ায় লম্বা লম্বা কথা বলে এই সাংবাদিকরা। অথচ এই নিউজটা নেই। দিনশেষে নিজেদের ভালো বলা লোকগুলোই জাতীয় চোর।

Address


Telephone

+8801701345038

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashik The Little Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashik The Little Traveller:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share