Taqwa Library

Taqwa Library ওহীর আলোয় আলোকিত হই আলোকিত করি সমাজ
(2)

15/10/2023
12/10/2023

যে ভূখন্ডে তোমার মতো বিশ্ব কাঁপানো বীর শহীদের রক্ত মিশে আছে সে ভূখন্ডে কখনো কোনোদিনও আল্লাহর দুশমনেরা বিজয় লাভ করতে পারবে না। হাজার কিংবা লক্ষাধিক মুসলিম নামধারী বাতিলের শিকল টানা নেতার আমাদের দরকার নেই,তোমার মতো ৩১৩ জন বীর মুজাহিদ (-শহীদ "ফাদী আবু সালাহর"-) আমাদের বড়ই প্রয়োজন।।

#ফিলিস্তিন

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!!نَصْرٌ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.
09/10/2023

দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!!

نَصْرٌ مِّنَ ٱللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ.

 #আলহামদুলিল্লাহ
08/10/2023

#আলহামদুলিল্লাহ

21/07/2023

হাদিসের মতনের সেই সূর আজো হৃদয়ে নাড়া দেয়❤️❤️❤️

23/06/2023

প্রশ্ন ::- কোরআন শিক্ষার জন্য পর্দা লঙ্ঘন করা জায়েজ কি?

উত্তর ::- জুনাইদ বাগদাদি (রাহিঃ) কে জিজ্ঞেস করা হয়েছিলো যে, কোনো পুরুষ কি কোনো মহিলাকে পর্দা ছাড়া শিক্ষা দিতে পারবে??

জবাবে তিনি বলেনঃ
শিক্ষক যদি হাসান বসরি হন!
ছাত্রী যদি রাবেয়া বসরি হয়ে থাকেন!
যা শিক্ষা দিতেছেন তা যদি আল্লাহর কিতাব কালামুল্লাহ হয়!
যেখানে শিক্ষা দিতেছেন সে জায়গা যদি
বাইতুল্লাহও হয়!
তারপরেও জায়েজ নাই, বরং হারাম!
(Collected)

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে; যেমন আছিয়ার বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে! কিন্তু এর ফলে আল্লাহর প্র...
22/06/2023

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তিটির সাথে; যেমন আছিয়ার বিয়ে হয়েছিল ফির'আউনের সাথে! কিন্তু এর ফলে আল্লাহর প্রতি তাঁর বিশ্বস্ততা কিংবা ভালোবাসা কোনোটাই কমেনি!

আপনার বিয়ে হতে পারে পৃথিবীর সবচেয়ে উত্তম ব্যক্তিদের মধ্য থেকে কারো সাথে; যেমন হয়েছিল লুত (আঃ) কিংবা নূহ (আঃ)-এর স্ত্রীদের, কিন্তু সেটা তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারেনি!

আপনার কারো সাথে বিয়ে নাও হতে পারে, যেমন হয়েছিল মারিয়াম (আঃ)-এর ক্ষেত্রে! কিন্তু আল্লাহ্ রব্বুল আলামীন তাঁকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের মধ্যে শামিল করে অতুলনীয় সম্মানে সম্মানিত করেছেন।

মনে রাখবেন; আপনার ভালোবাসা এবং বিশ্বাসের অধিকার সর্বপ্রথম আল্লাহ্ সুবহানাহু তা'য়ালার!
আপনি যদি তাঁর রহমত আদায় করতে পারেন, তবে আপনি যে অবস্থানেই থাকুন না কেনো, আপনি সফল হবেনই!

???
22/06/2023

???

জীবনকে রাঙাই কোরআনের রঙে Taqwa Library
21/06/2023

জীবনকে রাঙাই কোরআনের রঙে
Taqwa Library

বই : দ্য কেয়ারিং ওয়াইফ এবং দ্যা কেয়ারিং হাসবেন্ড ।লেখক : মতিউর রহমান প্রাপ্তিস্থান : তাক্বওয়া লাইব্রেরী নতুন গড়েয়া হা...
18/06/2023

বই : দ্য কেয়ারিং ওয়াইফ এবং দ্যা কেয়ারিং হাসবেন্ড ।
লেখক : মতিউর রহমান

প্রাপ্তিস্থান : তাক্বওয়া লাইব্রেরী নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও। 01773451186

দ্যা কেয়ারিং সিরিজের বইদুটি পারিবারিক বন্ধনে আবদ্ধ প্রত্যেক স্বামী - স্ত্রীর পড়া উচিত।
🌼 প্রিয় ভাই! আপনি আপনার স্ত্রীকে গিফট করুন "দ্যা কেয়ারিং ওয়াইফ"
🌺 প্রিয় বোন! আপনি আপনার স্বামীকে গিফট করুন "দ্যা কেয়ারিং হাসবেন্ড"

মুহতারাম ভাই!

দ্য কেয়ারিং হাজব্যান্ড বইটি আপনার জন্য। বইটি আপনি কেন পড়বেন?

বিয়ে করেছেন? পড়ুন

বিয়ে করবেন? পড়ুন

সমাজ থেকে পরকীয়া দূর করতে চান? পড়ুন

স্ত্রীর সাথে প্রায়ই কথা কাটাকাটি হয়? পড়ুন

স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট? পড়ুন

স্ত্রীকে সন্দেহ হয়? পড়ুন

স্ত্রী আপনাকে সন্দেহ করেন ? পড়ুন

স্ত্রীকে মেনে নিতে পারেন না? পড়ুন

স্ত্রী আপনাকে মেনে নিতে পারেন না? পড়ুন

সংসারের ভালবাসা পালিয়ে বেড়াচ্ছে? পড়ুন

সংসার জীবন মধুর করতে চান? পড়ুন

স্ত্রীকে বেশি আন্তরিক দেখতে চান? পড়ুন

শ্বশুরবাড়ির ঝামেলায় আছেন? পড়ুন

বদ অভ্যাস ত্যাগ করতে পারছেন না? পড়ুন

দ্বীনি পরিবার গঠন করতে চান? পড়ুন...

মুহতারাম বোন!

দ্য কেয়ারিং ওয়াইফ বইটি আপনার জন্য। বইটি আপনি কেন পড়বেন?

বিয়ে করেছেন? পড়ুন

বিয়ে করবেন? পড়ুন

সমাজ থেকে পরকীয়া দূর করতে চান? পড়ুন

স্বামীর সাথে প্রায়ই কথা কাটাকাটি হয়? পড়ুন

স্বামীকে নিয়ে অসন্তুষ্ট? পড়ুন

স্বামীকে সন্দেহ হয়? পড়ুন

স্বামী আপনাকে সন্দেহ করেন? পড়ুন

স্বামীকে মেনে নিতে পারেন না? পড়ুন

স্বামী আপনাকে মেনে নিতে পারেন না? পড়ুন

সংসারের ভালবাসা পালিয়ে বেড়াচ্ছে? পড়ুন

সংসার জীবন আরও মধুর করতে চান? পড়ুন
স্বামীকে বেশি আন্তরিক দেখতে চান? পড়ুন

শ্বশুরবাড়ির ঝামেলায় আছেন? পড়ুন

বদ অভ্যাস ত্যাগ করতে পারছেন না? পড়ুন

দ্বীনি পরিবার গঠন করতে চান? পড়ুন

পারিবারিক চিকিৎসা চাচ্ছেন? পড়ুন...

⚠️ যারা বই দুটি ইতোমধ্যে পড়ে ফেলেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন।
✅ যারা পড়েন নি তাদের পড়ার অনুরোধ রইলো !

ওরা বললো,প্রেমেই সুখ। প্রেমেই জীবন। স্মার্টনেস, সাফল্য, আধুনিকতার মাপকাঠি।আরো বললো, প্রগতির পথে হাঁটতে হলে ছিড়ে ফেলতে হব...
13/06/2023

ওরা বললো,প্রেমেই সুখ। প্রেমেই জীবন। স্মার্টনেস, সাফল্য, আধুনিকতার মাপকাঠি।

আরো বললো, প্রগতির পথে হাঁটতে হলে ছিড়ে ফেলতে হবে ধর্ম ও সমাজের সকল বাঁধন। শরীরের ক্ষুধাকে মুক্ত করে দিতে হবে সব নৈতিকতার বন্ধন থেকে। 'সুখই কেবল পরম সত্য'!

সিনেমা, নাটক, সাহিত্য, কবিতা, পত্রিকার পাতা আর সেলিব্রেটি পূজার মন্ডপে কলুষতার কারিগরেরা সুনিপুণভাবে শিখিয়ে দিলো শারীরিক খেলাধুলার নানান কলাকৌশল।

নিদারুন ছলচাতুরীতে শৈশব কেড়ে নিলো বিদ্যমান বিশ্ব ব্যবস্থা। ভুলিয়ে দিলো রঙ্গিন কৈশোরের প্রাথমিক পাঠ। অসংখ্য সদ্য প্রস্ফুটিত মানবাত্মাকে ঠেলে দিলো ঘোর কলুষতার অন্ধকারে। একে একে আসলো যা যা আসার ছিল— হতাশা, বিচ্ছেদ, বিকৃতি, অবক্ষয়, আত্মহত্যা, ধর্ষণ, পরকীয়া, রাস্তায় কুকুরের মুখে নিষ্পাপ নবজাতকের দেহ...আধুনিকতার অসুখ যতো।

চতুর ঘুণপোকা কুরে কুরে খেলো সব। নষ্ট হলো মানুষের মৌলিকত্ব। মুখ থুবড়ে পড়লো সমাজ। অস্তিত্ব আর উদ্দেশ্যের অদ্ভুত এক সংকটে পড়লো মানবসভ্যতা।

আমাদেরই আত্মঘাতী অবহেলায়!

বই—আকাশের ওপারে আকাশ
প্রাপ্তিস্থান: Taqwa Library নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

ফিরে আয় হে আমার ভাই, কতোকাল আর আল্লাহর সঙ্গে শত্রুতা করবি? তুই বদ্ধ ঘরে যখন নির্লজ্জতায় মেতে যাস, তাঁর অবাধ্য হোস, তখন...
11/06/2023

ফিরে আয় হে আমার ভাই,
কতোকাল আর আল্লাহর সঙ্গে শত্রুতা করবি? তুই বদ্ধ ঘরে যখন নির্লজ্জতায় মেতে যাস, তাঁর অবাধ্য হোস, তখনো তিনি বাতাস পাঠিয়ে দেন। যেন তুই শ্বাস নিতে পারিস। এই আল্লাহর সঙ্গে আর কতোকাল দস্যুতা করবি?

ফিরে আয় ভাই,
তোর মালিক, তোর রব্ব কেবল একটা ডাকের জন্য অপেক্ষা করে আছেন। তুই তাঁকে একবার ডাক দিয়ে দেখ, তিনি তোর জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। ভুলে যাবেন তোর সকল অপরাধ।

ফিরে আয় ভাই...ফিরে আয়!

📙বই: মুক্ত বাতাসের খোজে

প্রাপ্তিস্থান #তাক্বওয়া_লাইব্রেরী নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

🌿🌿🌿হারাম রিলেশনশিপ🌿🌿🌿
01/06/2023

🌿🌿🌿হারাম রিলেশনশিপ🌿🌿🌿

01/06/2023

বিবাহ নিয়ে দুই পণ্ডিতের গল্প শুনুন.......

আকাশের ওপারে আকাশ'মুক্ত বাতাসের খোঁজে' বইয়ের ২য় কিস্তি'মুক্ত বাতাসের খোঁজে' বইয়ের মাধ্যমে Lost Modesty টীম অন্ধকার জগতে ...
01/06/2023

আকাশের ওপারে আকাশ
'মুক্ত বাতাসের খোঁজে' বইয়ের ২য় কিস্তি
'মুক্ত বাতাসের খোঁজে' বইয়ের মাধ্যমে Lost Modesty টীম অন্ধকার জগতে আবদ্ধ তরুণদের মাঝে এক উত্থান সৃষ্টি করেছিল। এই উত্থানে তরুণ প্রজন্মের অনেকেই দ্বীনের ছোঁয়া লাভ করেছিল। এবার মুক্ত বাতাসের খোঁজে বইয়ের দ্বিতীয় কিস্তি এলো 'আকাশের ওপারে আকাশ'। এবারের বইতে মোটাদাগে ৫টি বিষয়বস্তু স্থান পেয়েছে-
১। প্রেমের আলকেমি: প্রেম নামক বস্তুর পেছনে থাকা শারীরিক, মানসিক ও হরমোনাল কলকব্জা। কেন এই অনুভূতি এতো তীব্র, এতো ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো, কেন মানুষ 'প্রেমে পাগল হয়', ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা।
২। নেতিবাচক দিক: ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও সভ্যতার উপর প্রেম, কথিত ভালোবাসা আর যিনার নেতিবাচক দিক নিয়ে আলোচনা।
৩। রিকভারি: প্রেম, যিনা, ক্রাশ, ব্রেকাপ, হতাশা থেকে আত্মহত্যা, মাদকাসক্তি, প্রতিশোধ নেওয়ার মতো বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড, সমাজ থেকে এই অসুখ দূর করার ক্ষেত্রে আমাদের সবার কিছু বাস্তবসম্মত করণীয় ইত্যাদি নানা বিষয়ের আলোচনা।
৪র্থ বিষয় হচ্ছে, কলুষতার কারিগর। কারা এবং কীভাবে এই সমাজকে কলুষিত করা হচ্ছে তার ইতিহাস। ৫ম বিষয় হচ্ছে, প্যারাডাইম শিফট বা চশমা পরিবর্তন। প্রেম, নারী পুরুষের সম্পর্ক, জীবনের সুখ, সাফল্য ইত্যাদি নিয়ে আমরা একটা নির্দিষ্ট ছক বাঁধা চিন্তা করতে অভ্যস্ত। সেক্যুলার শিক্ষা, মিডিয়া, "সংস্কৃতি"সহ অনেকে মিলে আমাদের এভাবেই চিন্তা করতে শিখিয়েছে। এই শিক্ষা থেকে বের হবার আমন্ত্রণ ও পদ্ধতি নিয়ে আলাপ।
'মুক্ত বাতাসের খোঁজে' বইয়ের মতো 'আকাশের ওপারে আকাশ' বইটিও অশ্লীলতার মোহে আটকে থাকা তরুণ প্রজন্মের ভিতর নীড়ে ফেরার এক পবিত্র জাগরণ সৃষ্টি করবে ইনশাআল্লাহ।
অর্ডার করতে ইনবক্স করুন।
অথবা যোগাযোগ করুন, Taqwa Library নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

দেশের তরুণ-তরুণীদের মাঝে শুরু হয়েছে হিপহপ কালচার, কর্পোরেট কারখানাতে তৈরি কে-পপ ট্রেন্ড নিয়ে উন্মাদনা, বিটিএসের প্রতি ক্...
01/06/2023

দেশের তরুণ-তরুণীদের মাঝে শুরু হয়েছে হিপহপ কালচার, কর্পোরেট কারখানাতে তৈরি কে-পপ ট্রেন্ড নিয়ে উন্মাদনা, বিটিএসের প্রতি ক্রাশ থেকে শুরু করে প্রতিবন্ধীদের মতো আচরণ, নাচ গান। এদের পোশাকের অবস্থা দেখে জিন্স, টি-শার্টও এখন অনেক শালীন মনে হয়। পোশাক-আশাক নিয়ে কিছু বলাও আবার সমস্যা। কালচাড়াল এলিটেরা মামলা দিয়ে বসবে। সব ব্যাপারে বাঙালি সংস্কৃতির কথা মনে থাকলেও কেন জানি পাশ্চাত্যের অশ্লীল পোশাকের ক্ষেত্রে বাঙালি সংস্কৃতির কথা সাংস্কৃতিক জমিদারদের মনে থাকে না।
বই: আকাশের ওপারে আকাশ, পৃ:১৬
লেখক : লষ্ট মডেষ্টি
প্রাপ্তিস্থান : Taqwa Library নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

My Shop Location
29/05/2023

My Shop Location

★★★★★ · Book store

" যে দিন আমরা জীবনের পাঠ চুকিয়ে পাড়ি জমাই অনন্ত জগতে,সে দিন আমাদের সাজানো সংসার,সাজানো আয়োজন থেমে যায়। অথবা-সেই সংসারে, ...
29/05/2023

" যে দিন আমরা জীবনের পাঠ চুকিয়ে পাড়ি জমাই অনন্ত জগতে,সে দিন আমাদের সাজানো সংসার,সাজানো আয়োজন থেমে যায়। অথবা-সেই সংসারে, সেই আয়োজন থেকে আমিই বরং বাদ পড়ে যাই।আমার শূন্যস্থান দখল করে অন্য কেউ।আমার জীবনচক্রে তখন জড়িয়ে পরে অন্য কারও জীবন।"

বই : কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদ
প্রাপ্তিস্থান : Taqwa Library নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

একটা ব্যস্ততম দিনের শেষে যখন ভীষণ ক্লান্ত আমি—একটু ঘুম, একটু বিশ্রাম খুউব প্রয়োজন। এমন ঘুমঘুম একটা মূহুর্তে বইটি শুধু দে...
28/05/2023

একটা ব্যস্ততম দিনের শেষে যখন ভীষণ ক্লান্ত আমি—একটু ঘুম, একটু বিশ্রাম খুউব প্রয়োজন। এমন ঘুমঘুম একটা মূহুর্তে বইটি শুধু দেখাবো বলেই হাতে নিয়েছিলাম। কিন্তু সূচীপত্রের শিরোনাম গুলো আমাকে নিয়ে গেলো গল্প পর্যন্ত। মনে বেশ কৌতুহল জাগালো। শুরু করলাম পড়তে। মজার বিষয় হলো—পড়তে পড়তে কখন যে ভাবনার জগতে ঢুকে গেছি বুঝতেই পারিনি। বইটি সেই পূর্ণ রাতের সঙ্গী ছিল।

এককথায় মনোযোগী হওয়ার জন্য যেভাবে লিখা প্রয়োজন, লেখক সেভাবেই গুছানোর চেষ্টা করেছেন। আসলে বইটি সম্পূর্ণ পড়ে শেষ করতে একটুও বিরক্তি আসেনি। যারা ভাবতে ভালোবাসেন তাদের ভাবনার খোরাক তৈরি করবে বইটি। আর যাদের কোন কিছু নিয়ে তেমন ভাবনা আসে না—তাদের ভাবতে শেখাবে বইটি। বইটি, লেখকের সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। টপিক গুলো খুব পরিচিত—তবে এভাবে ভাবা যায় তা কখনো ভাবিনি। যারা পড়েছেন, তারা বুঝেছেন নিশ্চয়ই।

কুর'আন 'হুদাল্লিন নাস' তা খুব সহজেই উপলব্ধি হবে। অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর পথ অন্বেষণ বা আলোর সন্ধান পেতে, চিন্তা জগতে প্রবেশ করতে 'কুরআন থেকে নেয়া জীবনের পাঠ' বইটি সহায়ক হবে। মনে হয়েছে সবই যৌক্তিক, অযৌক্তিক বাক্যালাপ একদমই নেই! একটু মনোযোগী হতে পারলে, লেখকের ভাবনায় প্রবেশ করতে পারলে, সামনেই ভেসে উঠবে জীবনের জটিল সমস্যার সমাধান।

একটা কথা বলি— কুরআন পড়তে ইচ্ছে হয় কিন্তু না বুঝার কারণে পড়তে চান না, তারা এ বইটি পড়ুন। দেখবেন, একটা ভালোলাগা কাজ করবে ; মনোযোগীও হবেন বলে মনে করি। কুরআনের প্রতি আপনারও ভালোলাগা, ভালোবাসা তৈরি হবে। কুরআনের আয়াতগুলোর অর্থ বুঝে যে ভালোলাগা কাজ করবে নিশ্চয়ই এই ভালোলাগা অন্য কোন চিন্তায় পাবেন না! কুরআনের প্রতিটি আয়াতে রয়েছে অসংখ্য শিক্ষা। আর সে শিক্ষা গ্রহণ করতে পারলেই জীবনে নেমে আসবে সুখের বসন্ত।

বই : কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদ
প্রাপ্তিস্থান: Taqwa Library নতুন গড়েয়া হাট ঠাকুরগাঁও 01773-451186

28/05/2023

গোটা দুনিয়াকে বদলানোর দায়িত্ব আপনার কাঁধে দেওয়া হয়নি৷ আপনার দায়িত্ব খুব ছোট— প্রথমে নিজেকে বদলান, তারপরে পরিবার। এই দুই জায়গাতে সফল হলে আপনার প্রতিবেশির দিকে তাকান। তারপর আপনার আপন সমাজ৷ গোটা দুনিয়া কেনো রসাতলে গেলো— সেটা নিয়ে ভাবতে ভাবতে আমরা নিজেরা যেন রসাতলে না চলে যাই৷
~আরিফ আজাদ

গার্লফ্রেন্ডকে নক দিতে ইচ্ছে করছে?পর্ন দেখার জন্য মাথাটা ঘিনঘিন করছে?গান শোনার জন্য অন্তরটা খুব খচখচ করছে?লোভনীয় হারাম প...
27/05/2023

গার্লফ্রেন্ডকে নক দিতে ইচ্ছে করছে?
পর্ন দেখার জন্য মাথাটা ঘিনঘিন করছে?
গান শোনার জন্য অন্তরটা খুব খচখচ করছে?
লোভনীয় হারাম প্রস্তাবটা নিবেন কিনা দ্বিধায় আছেন?
বন্ধুদের সাথে মুভি থিয়েটারে যাবেন কিনা সিদ্ধান্ত নিচ্ছেন?
স্ত্রী-সন্তানের হারাম চাহিদাগুলো পূরণ করবেন কিনা ভাবছেন?
পর্দা খুলে হালকা মেকাপ করে বান্ধবীদের সাথে বিয়েতে যাবেন কিনা ভাবছেন?
আসুন, এক মিনিটের জন্য সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে রাসুলুল্লাহ সাঃ এর একটি হাদীস পড়ি।
রসূলুল্লাহ ﷺ বলেন, চারটি বিষয়ে প্রশ্নের জবাব দেয়া ছাড়া কিয়ামতের দিন কেউ এক পা-ও অগ্রসর হতে পারবে না:
এক. কীভাবে সে তার জীবন কাটিয়েছে।
দুই. ইলম অনুযায়ী কী আমল করেছে।
তিন. সম্পদ কীভাবে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে।
চার. কীভাবে সে তার যৌবন কাটিয়েছে।
[তিরমিযি: ২৪১৭; দারিমি: ৫৪৬]

স্মৃতির কল্পনা......
27/05/2023

স্মৃতির কল্পনা......

বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন! দুঃখের প্লাবনে আপনি যখন দুমড়েমুচড়ে যান! যখন নীরবে-নিভুতে দু-ফোঁটা অশ্রু আপনার চোখ...
27/05/2023

বেদনার ভারে আপনি যখন ক্লান্ত হয়ে পড়েন! দুঃখের প্লাবনে আপনি যখন দুমড়েমুচড়ে যান! যখন নীরবে-নিভুতে দু-ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝড়ে পড়ে! নিশ্চিত থাকুন,সেই গভীর বনাঞ্চলের সুগভীর কোণে জন্ম নেওয়া সেই নাম নাহ জানা উদ্ভিত! যার পাতা ঝড়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বেখেয়াল নন! তিনি আপনার অশ্রু ঝড়ার ব্যাপারেও সম্যক অবগত। তিনি আপনার দুঃখ গুলো,যে গুলো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে,সেগুলো সম্পর্কেও জানেন তিনি। হতাশ হবেন নাহ! আপনার রবের পরিকল্পনার উপর আস্থা রাখুন 🌸🥀

বই : কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদ
প্রাপ্তিস্থান : Taqwa Library নতুন গড়েয়া হাট বাজার মাসজিদ ঠাকুরগাঁও 01773-451186

26/05/2023

খুব সুন্দর আমল সবাই চেষ্টা করবেন

Address

নতুন গড়েয়া হাট, বাজার মাসজিদ, নারকেল গাছ তলা ঠাকুরগাঁও
Thakurgaon
5100

Telephone

+8801773451185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Book & Magazine Distributors in Thakurgaon

Show All

You may also like