NFSC - Thakurgaon BookZone

NFSC - Thakurgaon BookZone বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর’স এডি

“নট ফর সেল ক্লাব”একতার বিপ্লব!
02/07/2022

“নট ফর সেল ক্লাব”
একতার বিপ্লব!

মক্কায় মুহাম্মদ (সঃ)ক্লাব প্রকাশ ০৬***কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!পেপ...
22/06/2022

মক্কায় মুহাম্মদ (সঃ)
ক্লাব প্রকাশ ০৬
***

কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)
অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!

পেপারব্যাক: (৩২ পৃষ্ঠা রঙিন)
জন্মদায়: ???/- টাকা!

এটা নাকি পেপারব্যাক!বলে কি…!!জন্মদায়: ১৮০/-টাকা!সদস্য অথবা বুকজোন থেকেসংগ্রহদায়: ২২০/-টাকাবিঃ দ্রঃঃ প্রতিটি পেপারব্যাক স...
17/06/2022

এটা নাকি পেপারব্যাক!
বলে কি…!!

জন্মদায়: ১৮০/-টাকা!

সদস্য অথবা বুকজোন থেকে
সংগ্রহদায়: ২২০/-টাকা

বিঃ দ্রঃঃ
প্রতিটি পেপারব্যাক সেল্ফ-এডেসিভ পলিপ্যাকে সংরক্ষিত রাখা হয়েছে।

শুভসকাল পেপারব্যাক!***তাঁর মন্তব্য:“২২০ টাকায় এটা পাবে সবাই! কেমনে সম্ভব?”উত্তর: একতায়!
17/06/2022

শুভসকাল পেপারব্যাক!
***

তাঁর মন্তব্য:
“২২০ টাকায় এটা পাবে সবাই!
কেমনে সম্ভব?”

উত্তর: একতায়!

চলুন বুঝতে শুরু করি: (প্রথম খণ্ড)
16/06/2022

চলুন বুঝতে শুরু করি: (প্রথম খণ্ড)

তৈরি হচ্ছে হিমালয়:জয়ের, একতার,বিপ্লবের, আস্থার,প্রতিবাদের, পরিবর্তনের!Not For Sale Clubক্রয় নয়, অর্জন করুন!
16/06/2022

তৈরি হচ্ছে হিমালয়:
জয়ের, একতার,
বিপ্লবের, আস্থার,
প্রতিবাদের, পরিবর্তনের!

Not For Sale Club
ক্রয় নয়, অর্জন করুন!

চিনবেন তো?***নট ফর সেল ক্লাবের সকল কার্যকরী সদস্য এবং অতিথি সদস্যগণকে “বই উৎসব প্যাকেট”পৌছে দেবে “পেপারফ্লাই” কুরিয়ার সা...
15/06/2022

চিনবেন তো?
***

নট ফর সেল ক্লাবের সকল কার্যকরী সদস্য
এবং অতিথি সদস্যগণকে “বই উৎসব প্যাকেট”
পৌছে দেবে “পেপারফ্লাই” কুরিয়ার সার্ভিস!

নট ফর সেল ক্লাবক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)***কালেক্টর'স এডিশন: ৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্যাখ্য...
11/06/2022

নট ফর সেল ক্লাব
ক্লাব প্রকাশ ০৬ (জুলাই ২০২২)
***

কালেক্টর'স এডিশন:
৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ, ২৪ পৃষ্ঠার রঙ্গীন ভৌগলিক ব্যাখ্যাসহ!

বিঃদ্রঃ
ম্যাপ সংস্করণ পাবার নিশ্চয়তা পাবেন, পারফিউম/আউট অফ দ্যা ডার্কে অংশ নেওয়া সদস্যগণ; পেপারব্যাকে ম্যাপ থাকবে না!

10/06/2022

“নট ফর সেল ক্লাব”

আর দু’টি দিন সবুর করো
রসুন বুনেছি!

10/06/2022

“নট ফর সেল ক্লাব”
এক আমৃত্যু বিভ্রান্তির নাম!
****

যাহা ঘটে তাহা ঘটিবে,
যাহা ঘটে না তাহা ঘটিবেই;
আর যাহা ঘটানো হয়
তাহা কখনই ঘটে না!

কিছু বুঝলেন?
মূল কথা হচ্ছে, এই ক্লাবের সকল কার্যাদি, ‘কালেক্টর’স এডিশন’, পেপারব্যাক; ব্লাইন্ড প্যাকেজে অতিথি সদস্য এবং কমপক্ষে ৯০ দিন গভীরভাবে দেখে যাওয়ার উপলব্ধি ছাড়া আমাদের সাথে সংযুক্ত হইলে নিশ্চিত বিভ্রান্ত হইয়া যাইবেন!

NFSC বুঝতে সময় দিন!
জনস্বার্থে NPL.

দানে দানে পে লিখা হেখানে ওয়ালে-কা নাম;পাতায় পাতায় থেকে যাবেঅংশীদারের দাম!২০০০+ পেপারব্যাকবাইন্ডিং শাখায় পৌছে গিয়েছে;এবার...
05/06/2022

দানে দানে পে লিখা হে
খানে ওয়ালে-কা নাম;
পাতায় পাতায় থেকে যাবে
অংশীদারের দাম!

২০০০+ পেপারব্যাক
বাইন্ডিং শাখায় পৌছে গিয়েছে;
এবার ঠিক করুন
উৎসবের তারিখ কবে রাখা হবে!

তিনি আসবেন আমাদের পাগল করতে;সমগ্র বাংলাদেশের প্রতিটি থানা জয় করতে!তাই তাঁকে নিয়ে কিছুটা পাগলামী করা অন্যায় অবশ্যই নয়! জু...
01/06/2022

তিনি আসবেন
আমাদের পাগল করতে;
সমগ্র বাংলাদেশের প্রতিটি থানা
জয় করতে!

তাই তাঁকে নিয়ে কিছুটা
পাগলামী করা অন্যায় অবশ্যই নয়!

জুন প্রস্তত;
সইতে পারবেন জুলাই?

আমাদের হাত ধরে১০ বছর পর NFSC Lilith ফিরবে!লিলিথ পাল্টাতে শুরু করবে আগামী প্রজন্মের ভবিষ্যত!সহযাত্রায় স্বাগতম…
30/05/2022

আমাদের হাত ধরে
১০ বছর পর NFSC Lilith ফিরবে!

লিলিথ পাল্টাতে শুরু করবে
আগামী প্রজন্মের ভবিষ্যত!

সহযাত্রায় স্বাগতম…

আমরা আমাদের স্বপ্নের সমান!লিখেছেন: Mahmudul Hasan****সাখাওয়াত ভাই দুই দিন আগে বিজনেস মডেল নিয়ে ইউনিক আইডিয়ার কথা লিখতে ব...
13/04/2022

আমরা আমাদের স্বপ্নের সমান!
লিখেছেন: Mahmudul Hasan
****

সাখাওয়াত ভাই দুই দিন আগে বিজনেস মডেল নিয়ে ইউনিক আইডিয়ার কথা লিখতে বলেছিলেন। অনেকগুলো পয়েন্ট নির্দিষ্ট করে দিয়েছেন। আমার পক্ষে বিজনেস আইডিয়া দেয়া অনেক কঠিন; আমি যেটা পারি তা আপনাদের সবার সাথে শেয়ার করছি।

বাংলা ভাষা যারা ধারণ করেন, কথা বলতে পারেন তারাই বাঙালী। বাঙালীদের আড্ডার ইতিহাস যদি পড়ি তাহলে আমার চোখে যে চিত্র ভেসে ওঠে; একটা বড় গাছ (যেমন বট গাছ, বকুল গাছ, কৃষ্ণচুড়া গাছ)-এর নিচে সুর করে একজন পুঁথি পড়ছে বা গল্প বলছে আর বাকিরা গাছতলায় গোল হয়ে সেই গল্প শুনছে। শুধুমাত্র শুনে না বরং গল্পে হাসির কিছু থাকলে হাসাহাসি করে কুটি কুটি হয়ে পড়ছে একজনের গায়ের উপর আরেকজন আর কান্নার কথা থাকলে কেঁদে ভাসিয়ে ফেলছে, পুথি শুনছে। কখনো রাতে কুপি জ্বালিয়ে সবার সামনে রাতে পুঁথি-পাবন পড়ত অথবা খুব গরমে ভর দুপুরে সবাই মিলে গাছতলায় গামছা দিয়ে ঘাম মুছে একে অন্যের দুঃখ আনন্দ শেয়ার করত।

আমার কাছে নট ফর সেল ক্লাবের নিজস্ব অফিসের আইডিয়া এই চিত্র থেকে ওঠে আসে। এখন এই আইডিয়া ডেভেলপ করতে নূন্যতম কী পরিমান জমি হলে হবে তা নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করি গত শুক্রবার থেকে। আমি দেখেছি মাত্র ৩ শতাংশ জমিতে অনেকগুলো ফাংশন সলভ হয়, ( প্রতি শতাংশ সমান ৪৩৫.৬ স্কয়ার ফুট)। মিনিমাম ফাংশন হিসেবে অফিস রুম, নিচে বিশাল ১৩ ফুট বাই ৩৩ ফুট এর লাইব্রেরী। উপরেও অফিস এবং ফুডকোর্ট সাথে কিচেন ফাংশন হিসেবে ধরে ৩৪ ফুট বাই ৪০ ফুট জমিতে নকশা করে ২ তলা ক্লাব ডিজাইন করেছি।

এখন ২ তলা কেন!? উত্তরঃ সাশ্রয়ী, ফাউন্ডেশন খরচ কম, ওয়াল স্ল্যাব ফাউন্ডেশন সিষ্টেমে আরও খরচ কমানো সম্ভব, মাত্র ৭-৮ টন রড লাগে, ব্রিক লাগে।

আড়ং এর নিজস্ব টেকচার আছে, কনসেপ্ট আছে যা আড়ংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, খেয়াল করলে দেখবেন প্রতিটি টেকচার সিলেকশন করেছে বাঙালী হেরিটেজকে কেন্দ্র করে।

ঠিক তেমনি নট ফর সেল ক্লাব যদি একটি নির্দিষ্ট কনসেপ্ট ডেভেলপ করে নিজস্ব ভবন নির্মাণ করে সারা বাংলাদেশে পদচিহ্ন রাখতে পারে তাহলে ব্যাপারটা খুবই চমৎকার হয়। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত জেলা শহর থেকে ৪/৫ কিঃ মিঃ দূরে হয়, তারও ১/২ কিঃমিঃ দূরে জমির দাম হয় সাধারণত এক দেড় লাখ টাকা মাত্র, অনেক জেলা শহরের একটু বাইরের দিকে জমির দাম কম হয়। এগুলোতে ধারাবাহিক ভাবে মাত্র ৩ শতাংশ জমি কিনে নিজস্ব ক্লাব থাকলে একটা চমৎকার সামাজিক আড্ডার জায়গা হয়। সবাই আসবে, সেই গাছটি ঘিরে আড্ডা দিবে, বই পড়বে, বই কিনবে, বই নিয়ে গল্প করতে করবে, খাওয়া দাওয়া করবে, এমনকি নীতিনির্ধারকরা আরও ফাংশন এড করতে পারেন, যেমন সেলুন, মুদির দোকান, সিনেপ্লেক্স ইত্যাদি।

এখন নিষিক্ত ভাই যদি বেশী জমি কিনে দেন তাহলেকি একই কনসেপ্ট ডেভেলপ করা সম্ভব? হ্যাঁ সম্ভব। সেই গাছটি ঘিরে বিনোদনের স্পেস বাড়ানো যেতে পারে।

মানুষ যেমন এখন আগের পদচিহ্ন খুঁজে খুঁজে ইতিহাস খুঁজে বের করে ঠিক তেমনি নট ফর সেল ক্লাবের এমন সব ফুট প্রিন্ট রাখা উচিত যেন তা সবার জন্য শিক্ষনীয় হয়, আইডেন্টিটিক্যাল হয়, একটা নির্দিষ্ট টেকচার ডেভেলপ করে, সহজেই চেনা যায়, সবাই যেন নট ফর সেল ক্লাবে যেতে গর্ববোধ করে। জমি যত দূরেই হোক না কেন সেই স্পেস, সেই সুখ, সেই দুঃখ শেয়ার করার জায়গা মানুষ ঠিকই খুঁজে বের করবে; নকশা, কনসেপ্ট মানুষকে গাইড করবে।

আমি সাধারণ সদস্য হিসেবে আপনাদেরকে চাপিয়ে দিতে পারি না, সেই সক্ষমতাও আমার নাই, শুধুমাত্র আইডিয়া শেয়ার করছি। কিন্তু যেসব উপাদান ক্লাবের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা অবশ্যই ভালো কনসেপ্ট থেকে আসা উচিত। তাহলে ব্র‍্যান্ডিং হয়ে যায়।

এসব নীতিনির্ধারকরা যেন চিন্তা করেন একারণে একটা উদাহারণ দেয়ার চেষ্টা করি। যেমন NPL-এর লোগো বনাম বাতিঘরের লোগো, ২ টা পাশাপাশি রেখে একবার ভেবে দেখবেন বাতিঘর কি পরিমাণ ডমিনেটিং! বাতিঘর কত কথা বলে! তারপর আড়ং এর লোগোর টেকচার, ফর্ম কতটা কনসেপ্টচুয়াল চিন্তা করে বানানো, লোগ নিজেই কথা বলে!

অপর দিকে সবুজ জেলি কালার দিয়ে কোন কিছুই মিন করে না! লোগ হচ্ছে খুবই ছোট্ট কম্পোজিশনের জায়গা যেখানে কোম্পানির অনেক কথা বলে দেয়, আইডেন্টিটি, চিন্তা ভাবনা ধারণ করে।

একটা স্টার্টআপ কোম্পানি কে কি এত কিছু বলা উচিত!? বাস্তব সম্মত!? হ্যাঁ বলা উচিত কারণ ৫ বছর পর এই স্টেপগুলোই কোম্পানির ফুটপ্রিন্ট!

নট ফর সেল ক্লাবে অনেক আইডিয়া ইউনিক, চমৎকার, যে পরিমাণ পরিশ্রম করে মেধাবী লোকজন এই ক্লাবের পিছনে আছেন তাদের কাছে অসাধারণ আইডিয়াগুলো, কনসেপ্টগুলো যেন বাস্তবায়ন হয় এই আশা আমরা সবসময় করি। পিচ যতই খারাপ থাকুক টেম্পারটমেন্ট ধরে রাখা জরুরী, বিশেষকরে যেসব পদচিহ্ন সবসময় কথা বলে সেগুলোতে অবশ্যই নিজস্বতার কনসেপ্টগুলো দিয়ে দিলে অসাধারণ ইতিহাস তৈরি হবে।

আমার ধারণা সামনে আরও সুন্দর গুছানো ভালোবাসার নট ফর সেল ক্লাব আমরা পাবো। কোম্পানি কিংবা ক্লাব ডেভেলপ করতে টাকাতো সবাই খরচ করে কিন্তু প্রত্যেকটা পদচিহ্নে একটা করে গল্প লিখে যেতে পারে কয় জন!? যদি পারা যায় তবে শত বছর বেঁচে থাকে সেই কাজগুলো।

নিষিক্ত ভাই বলেন, নট ফর সেল ক্লাব ইতিহাস রচনা করবে। আমিও তাই মনে করি, এই আইডিয়াগুলো বাস্তবায়ন করতে ইচ্ছাশক্তি লাগে, নট ফর সেল ক্লাবের সেই জিনিস সবসময়ই ছিল, আছে।

আমি মনে করি, নট ফর সেল ক্লাব আমার বক্তব্যকে সুন্দর দৃষ্টিভঙ্গী দিয়ে বিবেচনা করার সক্ষমতা রাখে।

সংযুক্তিঃ ইমেজ এবং বিল্ডিং-এর এনিমেশন ইউটিউবে আপলোড করে লিংক দেয়া হল।

https://youtu.be/4QVDl65gSJc

Coming soon....1. Scholarship program & enhancement of public engagement 2. BookZone special (full story)3. What is NFSC...
31/03/2022

Coming soon....

1. Scholarship program & enhancement of public engagement

2. BookZone special (full story)

3. What is NFSC (a journey to know us)

🌿

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫*ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট...
29/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫
*

ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট্রিক সাসকিন্ডের “পারফিউম: একজন খুনীর গল্প” এবং ২০১৪ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাট্রিক মোদিয়ানোর “আউট অফ দ্যা ডার্ক”। ভাবানুবাদ করেছেন পায়েল মণ্ডল।

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি!

নতুনদের অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১০০০/- টাকা; বই হাতে পৌছাবে এপ্রিল মাসেই!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৬ সংক্রান্ত তথ্য পাবেন ৯৬ ঘন্টায়!

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪*সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ডসভ্যতার ভিত্তিমূলডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০...
28/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১৫০০ টাকা!

কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ২৯ মার্চ!

নট ফর সেল ক্লাব;স্বাধীনতার সৌন্দর্যে ছুটে চলছে প্রথাগত বই প্রকাশনার শৃঙ্খল মুক্তির প্রয়াসে!
26/03/2022

নট ফর সেল ক্লাব;
স্বাধীনতার সৌন্দর্যে ছুটে চলছে প্রথাগত বই প্রকাশনার শৃঙ্খল মুক্তির প্রয়াসে!

Unstoppable Us, Volume 1: How Humans Took Over the WorldBy Yuval Noah HarariIllustrated by Ricard Zaplana Ruiz
23/03/2022

Unstoppable Us,
Volume 1: How Humans Took Over the World

By Yuval Noah Harari
Illustrated by Ricard Zaplana Ruiz

(নট ফর সেল ক্লাব-এর ৬ মাসের অন্তরাল)ভাবুন; কোনটা আপনার দরকার?বলুন; কোনটা দিয়ে শুরু করবো?চলুন; উৎসব শুরু করি.....!
22/03/2022

(নট ফর সেল ক্লাব-এর ৬ মাসের অন্তরাল)

ভাবুন;
কোনটা আপনার দরকার?

বলুন;
কোনটা দিয়ে শুরু করবো?

চলুন;
উৎসব শুরু করি.....!

অপেক্ষা কথা বলে। ক্লাব বহু সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা গোপনে বয়ে নিয়ে চলে। নট ফর সেল ক্লাব, ক্লাব স্লোগান: (ক্রয় নয়, অর্জন ...
28/02/2022

অপেক্ষা কথা বলে।

ক্লাব বহু সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা গোপনে বয়ে নিয়ে চলে। নট ফর সেল ক্লাব, ক্লাব স্লোগান: (ক্রয় নয়, অর্জন করুন), ক্লাব সঙ্গীত: (একতাই শক্তি, একতাই সম্বল) বাংলাদেশ কপিরাইট অফিস কর্তৃক কপিরাইটেড।

ছবিঃ
সনদ গ্রহনের সময়, সম্মানিত…

জাফর রাজা চৌধুরী
রেজিস্ট্রার অফ কপিরাইটস (যুগ্ম সচিব),
বাংলাদেশ কপিরাইট অফিস।

কাজ চলছে……বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব! “নট ফর সেল ক্লাব” এমন একটি বইয়ের জন্ম দিতে চেষ্টা করবে, যে বইটি বাংলাদেশে...
20/02/2022

কাজ চলছে……

বইমেলা শেষ হলে শুরু হবে আমাদের উৎসব! “নট ফর সেল ক্লাব” এমন একটি বইয়ের জন্ম দিতে চেষ্টা করবে, যে বইটি বাংলাদেশের সকল বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীদের অবশ্য পাঠ্য হবে!

শুভকামনা রাখবেন!

ইশারা…*তিনি আবার আসবেন!
16/02/2022

ইশারা…

*

তিনি আবার আসবেন!

যা হবে…***পৃষ্ঠা সংখ্যা: ৪৬০বইয়ের উচ্চতা: প্রায় ১২ ইঞ্চি!ধরণ: বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!বিষয়বস্তু: পৃথিবী...
02/01/2022

যা হবে…
***

পৃষ্ঠা সংখ্যা:
৪৬০

বইয়ের উচ্চতা:
প্রায় ১২ ইঞ্চি!

ধরণ:
বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব বই প্রকাশনা!

বিষয়বস্তু:
পৃথিবীর ৪৬০ কোটি বছরের পরিবর্তনের গল্প!

লক্ষ্য:
Ripley’s Belive It or Not! কোয়ালিটি পেছনে ফেলে দেওয়া!

কিডনী সংস্করণ…*২০২১ বছর নয়, পৃৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর; তাই ২০২২ নয়, গল্প জানা উচিত ৪৬০ কোটি বছরের! নট ফর সেল ক্লাব সেই গ...
31/12/2021

কিডনী সংস্করণ…

*

২০২১ বছর নয়, পৃৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর; তাই ২০২২ নয়, গল্প জানা উচিত ৪৬০ কোটি বছরের! নট ফর সেল ক্লাব সেই গল্পই তুলে দিতে চায় সহযোদ্ধাদের হাতে!

৪৬০ পৃষ্ঠার মধ্যে এমন একটি ঐতিহাসিক বই, যার সমকক্ষ গুনমানের প্রকাশনা বাংলা ভাষার ইতিহাসে সম্ভবত আজ পর্যন্ত নির্মিত হয়নি!

সদস্যগণ প্রস্তত থাকুন আপনার “ডিরেক্টর’স ও কালেক্টর’স (কিডনী) এডিশন”-এর জন্য! আপনার ক্লাব বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে, এবং এই বইটি বাংলা সৃজনশীল প্রকাশনা জগতের একটি অমোচনীয় মাইলফলক হিসাবে বিবেচিত হবে!

সিদ্ধান্ত এবার আপনার, একটা কিডনীর বিনিময়ে হলেও এই ৪৬০ কোটি বছরের ইতিহাসে আপনার নাম তালিকাভুক্ত থাকবে কি না?!

নট ফর সেল ক্লাব: কিডনী বিক্রয়যোগ্য নয়!

ঘোষণা!*“নট ফর সেল ক্লাব” বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে; বইটি সৃজনশীল ...
31/12/2021

ঘোষণা!

*

“নট ফর সেল ক্লাব” বাংলাদেশের সর্বপ্রথম কোল্যাব (Collaboration Book) বইয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে; বইটি সৃজনশীল প্রকাশনা জগতের একটি অমোচনীয় মাইলফলক হিসাবে বিবেচিত হবে ইতিহাসের পাতায়!

সম্ভবত এই বইটি দিয়ে “নট ফর সেল ক্লাব” আন্তর্জাতিক প্রকাশনার সকল মান ছুয়ে ফেলতে সক্ষম হবে! এখন কেবল এটাই ভবিষ্যতবাণী: এটির “ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন” হবে সমগ্র জীবনের গর্বিত অর্জনের মধ্যে একটি! সহ-উৎসবে স্বাগতম!

****

বিঃদ্রঃ
সংযুক্ত দ্বিতীয় ছবি বইটির দুটি পৃষ্ঠার সংযোগস্থল! সংযুক্ত স্ক্রীনশট, বইটি কী মানের হতে পারে তার প্রমাণ নির্দেশ করে!

ভাবান্তর… [গালিবের জন্মদিনে]**অবুঝ এই মনতোর কী হয়েছে?বলতে পারিস এই ব্যথারকী ঔষধ রয়েছে?শব্দার্থ:মন এ নির্বোধ তোর হয়েছে কী...
27/12/2021

ভাবান্তর… [গালিবের জন্মদিনে]

**

অবুঝ এই মন
তোর কী হয়েছে?
বলতে পারিস এই ব্যথার
কী ঔষধ রয়েছে?

শব্দার্থ:
মন এ নির্বোধ তোর হয়েছে কী রে
শেষপর্যন্ত এই ব্যথার ই ঔষধ কী রে?

"মহম্মদচরিত"*"হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামা...
06/12/2021

"মহম্মদচরিত"

*

"হিন্দু'র হাতে লেখা হজরত মুহম্মদ (সা.)-এর জীবনী!" "ইসলাম ধর্মের প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদের সহজ ও প্রামাণ্য জীবনকাহিনি হল "মহম্মদচরিত"।" কৃষ্ণকুমার মিত্র রচিত গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৮৭৮ সালে; বর্তমানে চলমান থাকা কলকাতার "সাহিত্যবিহার" কতৃক ২০১৮ সালে প্রকাশিত ১২২ পৃষ্ঠার গ্রন্থটির লিখিত মূল্যমান ১২০ রুপি। সম্প্রতি বাংলাদেশের "বুক অফ বেঙ্গল" থেকে গ্রন্থটির ২৪০ পৃষ্ঠার একটি নতুন সংস্করণ বের করা হয়েছে, যার লিখিত মূল্যমান ৩৭৫ টাকা!

সকল পাঠককে তাঁর নিজস্ব পছন্দ অনুসারে যেকোনো প্রকাশনার গ্রন্থটি পড়ে দেখার আহ্বান জানাচ্ছি! প্রসঙ্গত "নট ফর সেল ক্লাব" গ্রন্থটির "ডিরেক্টর'স এডিশন", "কালেক্টর'স এডিশন" এবং "পেপারব্যাক এডিশন" নিয়ে আসার পরিকল্পনা করছে; ক্লাব আশা করে আগত সংস্করণটি গ্রন্থ প্রকাশনায় নতুন মাইলফলক তৈরি করতে পারবে!

জ্বী স্যার…“নট ফর সেল ক্লাব”-এরও অনেক অনেক অনেক বদনাম!
05/12/2021

জ্বী স্যার…
“নট ফর সেল ক্লাব”-এরও
অনেক অনেক অনেক বদনাম!

খোঁজ দ্যা সার্চ! রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)[Mehrab Siddique Sabit কাজের স্যাম্পল]*NFSC বাংলার অমর গল্প “রূপ...
01/12/2021

খোঁজ দ্যা সার্চ!
রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)
[Mehrab Siddique Sabit কাজের স্যাম্পল]

*
NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি রূপবান গল্পের ২০০ পৃষ্ঠার একটি গ্রাফিক নভেল তৈরি করে দিতে সক্ষম হন, তবে NFSC আপনাকে ১ লক্ষ টাকা প্রকাশের আগেই সম্মানী দেবে এবং পরবর্তী প্রতিটি পেপারব্যাকের জন্য ১০ টাকা সম্মানী প্রদান করতে থাকবে! ক্লাব জানে কীভাবে রূপবানের লাখ কপি বন্টন সম্ভব; গল্পের গ্রাফিক নভেল রূপান্তর এবং আঁকার মান হতে হবে প্রফেশনাল স্তরের!

দায়িত্ব গ্রহণের জন্য নিচের সংযুক্ত গল্পটুকুর ৫ পৃষ্ঠার গ্রাফিক রূপান্তরকে টেষ্ট কপি হিসাবে দেখা হবে!

=====
জংলিরাজা রূপবানের দুঃখ-কষ্টের কথা শুনে বনের মধ্যে রূপবান ও রহিমের বসবাসের জন্য একটি ঘর তৈরি করে দেন। সে-ঘরেই রূপবান বসবাস করতে শুরু করে। একদিন ঘরের উঠোনে শিশু রহিমকে ঘুম পাড়িয়ে রূপবান পানি আনতে ঘাটে যায়। এসে দেখে একটি হিংস্র বাঘ রহিমের দিকে এগোচ্ছে। রূপবান ভয়ংকর ওই দৃশ্য প্রত্যক্ষ করে গান ধরে:

খেয়ো না খেয়ো না বাঘ-রে,
ও বাঘ খেয়ো না মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!
হাতে ধরি পায়ে ধরি-রে,
ও বাঘ ছেড়ে দাও মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

গান গাইতে গাইতে রূপবান তার ধর্মের বাবা জংলিরাজাকে ডাকে; রূপবানের আর্তনাদ শুনে জংলিরাজা ছুটে এসে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ জংলিরাজা ও বাঘের যুদ্ধ চলে এবং একসময় বাঘ জংলিরাজার হাতে মারা পড়ে।

=====
বিঃদ্রঃ
পুরো গল্পের রূপরেখার জন্য ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র রূপবানের সহয়তা নিতে পারেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে রূপবান ভূমিকায় অভিনয় করেন সুজাতা।

বিস্তারিত ঘোষণা আসবে জানুয়ারী ২০২২..

NFSC Prize...!!!*২০২২ সালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে “নট ফর সেল ক্লাব” “Homage from Humanity!” শিরনামে সম্মানসূচক পদক প...
30/11/2021

NFSC Prize...!!!

*

২০২২ সালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে “নট ফর সেল ক্লাব” “Homage from Humanity!” শিরনামে সম্মানসূচক পদক প্রদান চালু করবে। প্রথম বছরে একটি বিভাগে পদক প্রদান শুরু করলেও সর্বমোট ৭টি বিভাগে কার্যক্রম এগিয়ে নিয়ে যাবার ইচ্ছা ক্লাবের আছে!

প্রথম প্রদেয় পদকের সাথে অর্থমূল্য সম্মানী প্রদান করা হবে ১ লক্ষ বাংলাদেশী টাকা মাত্র; তবে ক্লাবের ইচ্ছা আছে এই অংক বাংলাদেশে প্রদেয় সকল সম্মানী অর্থমূল্য থেকেও বহুগুন বেশীতে নিয়ে যাবার!

ক্লাব বর্তমানে পদকের থ্রিডি মডেল তৈরি এবং সার্টিফিকেটের ডিজাইন করার দিকে দৃষ্টি দিয়েছে; প্রতিটি বিভাগের জন্য পদক এবং সার্টিফিকেটর ডিজাইন হবে আলাদা আলাদা!

ক্লাব আপনাদের মধ্যে থাকা থ্রিডি মডেল করতে সক্ষম ব্যক্তির কাছে নমুনা ডিজাইন আহ্বান করছে…… গৃহীত ডিজাইনকারীকে যথাযোগ্য সম্মানী প্রদান করা হবে!

নট ফর সেল ক্লাব পদকের প্রথম বিষয়ের নাম:
Motherhood.

NFSC PUBLICATIONS LTD.(Limited মানে সীমাবদ্ধ!)**ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!খ. বাৎসরিক অডিট...
27/11/2021

NFSC PUBLICATIONS LTD.
(Limited মানে সীমাবদ্ধ!)

*
*

ক. বই নির্মাণে প্রেস, অফিস, ষ্টোরেজ এবং কুরিয়ার পরিচালনা!

খ. বাৎসরিক অডিট, ভ্যাট, ট্যাক্স, ওয়েবসাইট ও এ্যাপ নিয়ন্ত্রণ!

গ. "নট ফর সেল ক্লাব"-এর বই বন্টন ও বিকাশের জন্য ক্রেডিট সাপোর্ট!

ঘ. ক্লাব বুকজোন পরিচালনা সহযোগীতা!

ঙ. ২০২২ সাল থেকে "নট ফর সেল ক্লাব পদক" পরিচালনা!

14/11/2021

একতাই শক্তি!

*

গেয়েছেন: প্রত্যাশা ভৌমিক
[ক্লাবের আম্মাজান]

ক্লাবের ঝুলিতে জমা অনুবাদ!*২০১৭, নভেম্বর ৪ তারিখ ভোরে সৌদি আরব চিরতরে বদলে যায়। সারাদেশে রাজকুমার, আমলা এবং ব্যবসায়ীরা...
10/11/2021

ক্লাবের ঝুলিতে জমা অনুবাদ!

*

২০১৭, নভেম্বর ৪ তারিখ ভোরে সৌদি আরব চিরতরে বদলে যায়। সারাদেশে রাজকুমার, আমলা এবং ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে বিশ্বাস করতেন হটাৎ তারা আবিষ্কার করেছিলেন যে তাদের অনাক্রম্যতা বাষ্পীভূত হয়ে গেছে। দুর্নীতির অভিযোগে কয়েকজনকে তাদের বিছানা থেকে টেনে আনা হয়, অন্যদেরকে অস্তিত্বহীন মিটিং এর নামে ডেকে পাঠানো হয় অথবা কারো কারো তাদের আন্তর্জাতিক ফ্লাইট সৌদির মাটিতে স্পর্শ করার সাথে সাথে আটক করা হয়।

এনাদের মধ্যে ছিলেন বিমান বাহিনীর জেনারেল, নৌবাহিনীর অ্যাডমিরাল এবং সৌদি আরবের ন্যাশনাল গার্ডের কমান্ডারসহ সাবেক বাদশাহ আবদুল্লাহর তিন পুত্র। একজন প্রাক্তন অর্থ মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের একজন গভর্নর যারা নিজেদেরকে প্রাক্তন বাণিজ্য, পরিকল্পনা এবং যোগাযোগ মন্ত্রীদের সাথে একসাথে অবরুদ্ধ অবস্থায় খুঁজে পায়।

ওসামা বিন লাদেনের তিন ভাইয়ের সাথে প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তিকে রিয়াদের রিটজ কার্লটন হোটেলে নিয়ে যাওয়া হয়, এই উপলক্ষে বিশ্বের সর্বপ্রথম পাঁচ তারকা হোটেলকে কারাগারে রূপান্তরিত করা হয়। এই ঘটনার দ্বারা পঁয়ষট্টি বছর ধরে সৌদি আরবকে যেভাবে শাসন করা হয়েছিল তার সমাপ্তি রচনা করা হয়। সমাপ্তি হয়েছিল একটি রাজনৈতিক কাঠামো যেখানে অসংখ্য রাজকুমার সম্মিলিতভাবে কোন সিদ্ধান্ত নিতেন। সমাপ্তি ঘটেছিলো, একটি সামরিক কাঠামো যেখানে প্রবীণ রাজকুমার'রা স্বাধীন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন।

কেউ কেউ একে 'সৌদি বসন্ত' বলে অভিহিত করেছেন। অন্যরা চতুর্থ সৌদি রাষ্ট্র বা "সালমানে'র আরব" শুরু হতে দেখেছে। কারো জন্য এটি ছিল উদযাপন এবং অন্যদের করে তুলেছিল বিচলিত। তবে সকলেই একমত হয়েছিলেন যে এটি ছিল সেই বিপ্লবের অংশ যা বাদশাহ সালমান ২০১৫ সালের জানুয়ারিতে সিংহাসনে আরোহণের সময় শুরু করেছিলেন।

“নট ফর সেল ক্লাব”© “ক্রয় নয়, অজর্ন করুন”©“WIPO invitation”“NFSC LTD.”এবার অপেক্ষা…০১ জানুয়ারী, ২০২২ ইংরেজী পর্যন্ত; এমন ...
03/11/2021

“নট ফর সেল ক্লাব”©
“ক্রয় নয়, অজর্ন করুন”©
“WIPO invitation”
“NFSC LTD.”

এবার অপেক্ষা…
০১ জানুয়ারী, ২০২২ ইংরেজী পর্যন্ত; এমন কিছুর, যা পুরো বিশ্ব প্রথমবার শুনবে; Believe it or Not...!!!

ইনবক্সে প্রাপ্ত……*ভালোবাসা’র দায় মেটাতে হয়ভালোবাসা দিয়ে!
02/11/2021

ইনবক্সে প্রাপ্ত……

*

ভালোবাসা’র দায় মেটাতে হয়
ভালোবাসা দিয়ে!

অন্ধপ্রেম!*২৯৩ জন নবীন আগ্রহীকে ১ জানুয়ারী ২০২২ থেকে অতিথি সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে; ক্লাব এই নভেম্বর মাস...
31/10/2021

অন্ধপ্রেম!

*

২৯৩ জন নবীন আগ্রহীকে ১ জানুয়ারী ২০২২ থেকে অতিথি সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে; ক্লাব এই নভেম্বর মাসে সবার সাথে যোগাযোগ করে প্রতারিত করার বিষয়ে পদক্ষেপ নেবে!

বিষপানে স্বাগতম!

“নট ফর সেল ক্লাব”-এর প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!*জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO...
30/10/2021

“নট ফর সেল ক্লাব”-এর
প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!

*

জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO কর্তৃক আয়োজিত “Performance Coaching Program for Young and New Publishers for Developing Countries in Asia” প্রোগ্রামে “Not For Sale Club” অংশগ্রহনের জন্য nominated হয়েছে। উক্ত আয়োজনে “Not For Sale Club”-এর প্রতিনিধি অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন। এজেন্সি থেকে নবীন বা নতুন প্রকাশক হিসাবে কি সমস্যা, কি চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয় ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে, যাতে আমাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে কোচিং প্রোগ্রামে তাঁরা আলোকপাত করতে পারেন।

“নট ফর সেল ক্লাব” ভেবেছে এটা একটা দারূণ সুযোগ; আপনারা যারা প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছেন আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরলে সেগুলোও আমরা পাঠাতে পারবো যাতে আলোচিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর আলোকে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত ব্যাক্ত করতে পারেনঃ

What are the actual challenges that you encounter in your daily work, for example, as related to:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. In the relationship with the stakeholders

f. Others

What are the knowledge and experiences you would like to acquire through this mentorship program:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. Others

সাহস আছে?*আমেরিকায় ১২০০ ডলারে! বাংলাদেশে ৩৬ থেকে ৩৮ হাজার টাকায়! ভারতে ১৭ থেকে ২০ হাজার রুপিতে!ক্লাব এটি নিয়ে কাজ করতে চ...
29/10/2021

সাহস আছে?

*

আমেরিকায় ১২০০ ডলারে! বাংলাদেশে ৩৬ থেকে ৩৮ হাজার টাকায়! ভারতে ১৭ থেকে ২০ হাজার রুপিতে!

ক্লাব এটি নিয়ে কাজ করতে চায়! কালেক্টর’স কপির অংশীদারিত্ব হবে ১০ হাজার টাকা! আর পেপারব্যাকের জন্ম দায় হবে ৪ হাজার!

কমপক্ষে ১০০১ জন কালেক্টর’স অংশীদার হাত তুললে ঝাপ দেবো ইতিহাসে!

প্রশ্ন একটাই; সাহস আছে?

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!*বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই...
27/10/2021

নিস্তব্ধতার নভেম্বর/ডিসেম্বর!

*

বিল্পবের জন্য হৃদয় আবেগ জরুরী, তবে তার সাথে জরুরী গভীর নিস্তব্ধ পরিকল্পনা! ক্লাব আগামী দুই মাসে তার সকল অবকাঠামোর সঠিক রূপায়নের জন্য সাবমেরিনের মত ডুব দিয়ে চলতে চায়; ক্লাব চায় ২০২২ সাল হোক সম্মিলিত শক্তিতে পৃথিবী জয় করার বছর!

আপনাকেও এই যাত্রায় স্বাগতম…

“Not For Sale Club”
সবার জন্য পাবলিক গ্রুপঃ

https://www.facebook.com/groups/notforsaleclub

“Not For Sale Club”
শুধুমাত্র সদস্যদের জন্য প্রাইভেট গ্রুপঃ

https://www.facebook.com/groups/m.notforsaleclub

বিঃ দ্রঃ
শুধুমাত্র সদস্যদের জন্য সংরক্ষিত প্রাইভেট গ্রুপটির ক্ষেত্রে তথ্য পর্যালোচনা করতে সময় লাগবে, তাই ফর্মটি পূরণ করে এবং সংযুক্ত হবার রিকোয়েস্ট পাঠিয়ে অপেক্ষা করতে হবে।

সদস্যদের জন্য ফর্ম লিংকঃ https://forms.gle/5DrNa8gFZV7cc5Q89

Address

Book Zone, Not For Sale Club/Thakurgaon
Thakurgaon
5100

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Thakurgaon BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Thakurgaon BookZone:

Videos

Share


Other Book & Magazine Distributors in Thakurgaon

Show All

You may also like