Teknaf TV

Teknaf TV Teknaf Tv-সীমান্ত জনপদের মাটি ও মানুষের কথা বলে
(1)

19/06/2024

ভারী বৃষ্টিপাতে ভাসছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল।

18/06/2024

টেকনাফে ভারী বৃষ্টি হচ্ছে সাগর পাড়ের মানুষ এবং পাহাড়ি এলাকার মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান।

18/06/2024

সিলেটে ব'ন্যা পরি'স্থিতি

18/06/2024

সাগর কিন্তু উত্তাল

সারাসরি...

দেশ ও বিদেশের সকল প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!!ঈদ শুভেচ্ছায়:মোহাম্মদ আলমগীর সাধারণ সম্প...
15/06/2024

দেশ ও বিদেশের সকল প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক!!

ঈদ শুভেচ্ছায়:
মোহাম্মদ আলমগীর
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ
০৮নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা শাখা।

14/06/2024

টেকনাফে বাহারছড়ায় মুরাদ হ'ত্যা'র প্রতিবাদে মা'নববন্ধন,
আসামীদের দ্রু'ত গ্রে'ফতা'রের দাবি।

14/06/2024

মিয়ানমারের গো'লাগুলির কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকার ৯ দিন পর অবশেষে সেন্টমার্টিনে বার আউলিয়া জাহাজ নিয়ে যাচ্ছে চাল ও ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

14/06/2024

টেকনাফে হ'ত্যার প্র'তিশোধে ছুরিকা'ঘাতে অপর যুবককে হ'ত্যা।

14/06/2024

টেকনাফ সৈকত থেকে অ'জ্ঞাত এক ব্যক্তির অর্ধগ'লিত লা'শ উ'দ্ধার।

13/06/2024

টেকনাফে আটকা পড়েছে ৩ শতাধিক সেন্টমার্টিনের মানুষ।

13/06/2024

জীবনের ঝুঁকি নিয়ে ঈদ করতে যাচ্ছেন স্বজনদের সাথে
সেন্টমার্টিনে মানুষ।

13/06/2024

সেন্টমার্টিনে আটকা পড়া মানুষের অবস্থা দেখুন বা শুনুন।

13/06/2024

সেন্টমার্টিনের মানুষের যাত্রা হুমকির মুখে, সাবেক ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

13/06/2024

ঝুঁকি নিয়ে সাগর পথে যাচ্ছে সেন্টমার্টিনের মানুষ
সরাসরি...

টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের গেজেট প্রকাশিত।
13/06/2024

টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের গেজেট প্রকাশিত।

12/06/2024

সেন্টমার্টিনের মানুষ কে ধৈর্য ধরার আহ্বান জানান
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।

12/06/2024

সেন্টমার্টিনের সাধারণ মানুষের কষ্টের কথা শুনুন।

মিয়ানমারের সন্ত্রাসী বাহিনী সেন্টমার্টিন গামী ট্রলারকে লক্ষ্য করে গুলি বর্ষণ।

12/06/2024

সেন্টমার্টিনের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেন

জাতীয় শ্রমিকলীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া ।

12/06/2024

টেকনাফের নাফনদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্ট থেকে গুলিবর্ষণের কারণে ৭ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নৌ যান চালাচল বন্ধ খাদ্যপণ্য সংকট দেখা দিয়েছে।

টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতি’র সভাপতি রশিদ আহমদ

টেকনাফে বিটার উদ্যেগে সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ প্রতিনিধি।।German Federal Foreign Offic...
12/06/2024

টেকনাফে বিটার উদ্যেগে সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি।।

German Federal Foreign Office(GFFO) এর অর্থায়নে এবং Plan International Bangladesh এর কারিগরী সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস) কর্তৃক পরিচালিত Joining Forces For Child Protection In Emergencies (JFCPiE) প্রকল্পের
সরকারি- বেসরকারী সেবা প্রদানকারীদের অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১২জুন সকাল ১১টার সময় টেকনাফ উপজেলা মিলনায়তনে সমমনা সরকারি-বেসরকারী সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিবর্গের সাথে অভিজ্ঞতা ও শিখণ বিনিময় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আদনান চৌধুরী।

টেকনাফ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো: খুরশেদ আলম এর সভাপতিত্বে আলোচনায় শুভেচ্ছা বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিবিসিপি স্পেশালিষ্ট জর্নাদন কর্মকার প্ল্যান এর সহায়তায় বিটা গত দুই যাবত শিশু সুরক্ষা বিষয়ক প্রকল্পের অধীনে আজকের আয়োজনে উপস্থিত সকলকে প্ল্যান ও বিটার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন-আজকের অভিজ্ঞতা বিনিময় সভার মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের কাজের প্রভাব ও ভবিষ্যৎ করণীয় গুলোকে চিহ্নিত করার লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি আপনাদের মূল্যবান আলোচনা ও মতামতের মাধ্যমে কাজের প্রভাব গুলো আমরা খুঁজে পাবো এবং আজকের কর্মসূচী সফলতা লাভ করবে।

প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ আলম পাওয়ার পয়েন্ট পেজেন্টেশান এর মাধ্যমে প্রকল্প কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন শেষে আলোচনা পর্ব উম্মুক্ত করেন। উম্মুক্ত আলোচনা পর্বে টেকনাফ পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সিবিসিপি কমিটির সদস্য সৈয়দ নুর বলেন- বিটা এই প্রকল্পের মাধ্যমে শিশু শ্রম, বাল্য বিয়ে, মাদক, তথা শিশুর ঝুঁকির ক্ষতিকর দিক নিয়ে কাজ করেছে। ভবিষ্যতেও এখানে এই বিষয়ে কাজ করার গুরুত্ব রয়েছে। বাহারছড়া ইউনিয়নের ভ্যাকসিনেশান প্রশিক্ষণার্থী মো: হামিদ বলেন-বিটার সহায়তায় আমি ভ্যাকসিনেশান বিষয়ক প্রাথমিক প্রশিক্ষণ পেয়েছি এবং পরবর্তিতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহায়তায় কৃত্রিম প্রজনন এর ৬ মাস মেয়াদী ডিপ্লোমা কোর্স করে একজন দক্ষ ভ্যাকসিনেটর হিসেবে বাহারছড়া ইউনিয়নে কাজ করছি।

সিবিসিপিসি সদস্য খুরশিদা বেগম বলেন- বিটার কাজের সাথে যুক্ত থেকে শিশুদের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রায় ৩০ জন শিশুকে বিটার সহায়তায় পুনরায় স্কুলে ভর্তি করাতে সক্ষম হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম বলেন- শিশু সুরক্ষা মানে শিশুর জন্য ভালো হয় এমন কিছু করা। শিশু সুরক্ষাকে বিবেচনায় রেখে লাইভলীহুড কার্যক্রম গুলোকে আরো দৃশ্যমান করতে বিটাকে সরকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করলে প্রকল্পের কার্যক্রম আরো সফলতা পাবে। তিনি আরো বলেন-উপজেলায় সেবা নিতে আসা মায়েদের শিশুদের বুকের দুধ পান করানোর জন্য কোন নিরাপদ স্থান নেই। বেসরকারি উদ্যোগে উপজেলার ভিতরে একটি ব্রেষ্ট ফিডিং কর্ণার করা যেতে পারে। এছাড়া উপজেলার অভ্যন্তরে শিশুদের জন্যও একটি সিএফএস করা যেতে পারে। টেকনাফ উপজেলায় বর্তমানে শিক্ষার হার প্রায় ২৭%। সকল শিশুকে স্কুলগামি করার জন্য আমাদের সকলকে আরো বেশি অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন- বিটা বিগত দুই বছরের তাদের প্রকল্পের কার্যক্রমে বাহারছড়া ইউনিয়ন পরিষদকে বিভিন্নভাবে সম্পৃক্ত করেছে। তাদের কার্যক্রম সম্পর্কে জনপ্রতিনিধি হিসেবে আমি অবগত ছিলাম। আশা করছি ভবিষ্যৎ কাজেও তারা আমাদেরকে সম্পৃক্ত করে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- শিশু সুরক্ষার জন্য মায়েদেরকে বেশি করে সচেতন করতে হবে। শিশু সুরক্ষাকে কেন্দ্র করে যেসব আয়বৃদ্ধিমুলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোকে আরো স্থায়িত্বশীল করতে হবে।

সরকারী-বেসরকারি বিভিন্ন দপ্তরের সাথে আরো বেশি সমন্বয় এর উপর গুরুতারোপ করেন। প্ল্যানের সহায়তায় বিটার কার্যক্রমের মাধ্যমে শিশু সুরক্ষায় পরিবর্তন এসেছে জেনে আমি খুবই আনন্দবোধ করছি। সর্বোপরি তিনি বিটা ও প্ল্যানকে তাদের কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান এবং কাজের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
সভাপত্বির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা বলেন উপক‚লীয় এলাকায় কাজের পরিমাণ বাড়াতে হবে। বিশেষ করে বাহাড়ছড়া, সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ এর মতো উপক‚লীয় এলাকায় শিশু সুরক্ষার কার্যক্রম চাহিদার তুলনায় কম বলে সেই সব স্থানে কাজের পরিকল্পনা করার জন্য প্ল্যান ও বিটার দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা পর্বে আরোও বক্তব্য রাখেন- বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, কিশোর-কিশোরী, সহকারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা তথ্য ও সেবা অফিসার, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও এ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর লামা থুই মারমাসহ অন্যান্য প্রতিনিধিগন।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কেইস ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট খালেদ চৌধুরী সমাপনী বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থাপিত সকল মতামত ও দিক নির্দেশনা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সহায়ক হবে বলে আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিজ্ঞতা বিনিময় ও শিখন বিষয়ক সভার সমাপনী ঘোষনা করেন।

12/06/2024

বিজিবির অভি'যানে লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর ৫০ হাজার ইয়া'বা (মালি'কবিহীন অ'বস্থায়) উদ্ধা'র করতে স'ক্ষম হয়।

টেকনাফে মুক্তি কক্সবাজারের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত টেকনাফ টিভি:::এনজিও সংস্থা মুক্তির উদ্যোগে জীবন দক...
11/06/2024

টেকনাফে মুক্তি কক্সবাজারের উদ্যোগে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফ টিভি:::

এনজিও সংস্থা মুক্তির উদ্যোগে জীবন দক্ষতা ও মানোন্নয়ন বিষয়ে প্রকল্প অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত। ১১ মে (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তি কক্সবাজার ডেপুটি চীপ এক্সিকিউটিভ সৈয়দ লুতফুল কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, টেকনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। কৃষি,প্রাণিসম্পদ, সোলার, সড়ক ও মার্কেটিং সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন, টেকনাফ উপজেলা প্রকৌশল অধিদপ্তর এলজিইডি অফিসার মোঃ রবিউল হোসাইন, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,টেকনাফ উপজেলা বিআরডিবি অফিসার চিন্ময় বড়ুয়া, হোয়াইকং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, এনজিও সংস্থা উত্তোরন প্রতিনিধি মোঃ মোস্তফা প্রমুখ।মুক্তি কক্সবাজার প্রজেক্ট কো-ডিনেটর মোঃ উসমান গনির কৃষি সহ উন্নয়ন প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে প্রজক্টরের মাধ্যমে কর্মশালা সঞ্চালন ও উপস্থাপনা করা হয়। হোয়াইকং ইউনিয়নের বাছাইকৃত ৬ টি ওয়ার্ডে এক বছর মেয়াদে ২০৫৫ উপকারভোগীদের প্রশিক্ষণ এর মাধ্যমে জীবন দক্ষতা ও মানোন্নয়নে দারিদ্র বিমোচন ও জনস্বার্থ মূলক উন্নয়ন কাজে ক্ষতি পোষনে থেকে বাঁচানো। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, মুক্তি কক্সবাজার হোয়াইকং ইউনিয়নে উন্নয়ন কাজ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মন্বয় করার জন্য আহবান জানান। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, বিদেশি দাতা সংস্থা জাপান সরকার মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

10/06/2024

10/06/2024

পেন্ডলপাড়ার সাদিয়া ৪০ হাজার ইয়াবা সহ আটক

 #টেকনাফ  #সাবরাং
10/06/2024

#টেকনাফ #সাবরাং

10/06/2024

টেকনাফ সমুদ্র সৈকতে অজ্ঞাত ব্যাক্তির লা*শ?

09/06/2024

টেকনাফ সমুদ্র সৈকতে পড়ে আছে এক মৃ'তদেহ

সরাসরি...

 #পুলিশ  #অভিযান  #টেকনাফ
09/06/2024

#পুলিশ #অভিযান #টেকনাফ

ফিরলেন ৪৫ বাংলাদেশি, মিয়ানমারে ফিরে গেলেন ১৩৪ জন
09/06/2024

ফিরলেন ৪৫ বাংলাদেশি, মিয়ানমারে ফিরে গেলেন ১৩৪ জন

09/06/2024

"দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে ❝ বিশ্ব সমুদ্র দিবস❞

Address

আবু সিদ্দিক মার্কেট, বাস স্টেশন মেইন রোডে বাস-স্টেশন
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teknaf TV:

Videos

Share