DNN Dainikk Naf News-(DNN)
অন্যায় অনিয়মের বিরুদ্ধে সত্যের পথে.. Fully Multimedia News Channel Page
(2)

An
Online News Portal (DNN) is a digital platform of news from the tourist town of Cox's Bazar Teknaf under Chittagong Division of Bangladesh. We are working to make Teknaf's history, tradition, religious and social education culture known to the whole world. Teknaf is a beautiful land of natural beauty surrounded by mountains, rivers and the sea.

ইউটিউব ফেইসবুক স্থানীয় পত্র-পত্রিকায় অপপ্রচারে আত্মপক্ষ সমর্থন করার আগে আমার বিরুদ্ধে অপপ্রচারের কারণ জানতে হবে২০০৭ সালে...
25/12/2024

ইউটিউব ফেইসবুক স্থানীয় পত্র-পত্রিকায় অপপ্রচারে আত্মপক্ষ সমর্থন করার আগে আমার বিরুদ্ধে অপপ্রচারের কারণ জানতে হবে

২০০৭ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর উখিয়া টেকনাফের রাজনীতির নিয়ন্ত্রণ দুই পরিবারের মধ্যে ভাগাভাগি হয়। দেশের প্রধান তিনটি দলের উখিয়া-টেকনাফের নেতৃত্ব ওই দুই পরিবারের মধ্যে ভাগাভাগি হয়। যেই দলই ক্ষমতায় আসুক ওই দুই পরিবারের সদস্যরা ক্ষমতা ভোগ করবে। এই দুই পরিবার তিনটি দলের দলীয় প্রভাব খাটিয়ে দুই পরিবারের বাইরের কোন নেতৃত্ব গড়ে উঠতে দেবে না। টেকনাফকে নেতৃত্ব শূন্য রাখা তাদের মূল উদ্দেশ্য।

আমি সেই দুই পরিবারের কেউ নই। আমি পারিবারিক রাজনীতিতে বিশ্বাস করিনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে অবদান রাখার মধ্য দিয়ে দলের কর্মী সমর্থকরা আমাকে বর্তমান অবস্থায় এনেছে। আমার পিতা আমৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। আমরা তিন ভাই একই রাজনীতিঅতে বিশ্বাসী। দলের সু-দিন কিংবা দুর্দিনে শতশত মামলা- মোকাদ্দমা, জেল-জুলুম সহ্য করে আমরা কখনোই দলের সাথে বিশ্বাসঘাতকতা করিনি, দল বদলাইনি, কারো সাথে আপোষ করিনি হাজারও প্রতিকূলতার মাঝে।

২০০৯ ও ২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ওই দুই পরিবারের ষড়যন্ত্রে আমি হেরে গেলে ও আমার প্রাণপ্রিয় দলকে হারতে দেইনি। দলের আপামর কর্মী সমর্থক নিয়ে প্রতিবাদের ধারা অদ্যাবধি অব্যাহত রেখেছি। ১৭ বছরের দীর্ঘ সংগ্রামে আমি আমার সবচেয়ে বড় অর্জন আমি আমার সাত বছরের শিশু পুত্রকে হারিয়েছি। আমার ৭০ উর্ধ্ব পিতাকে নির্যাতন করে ষ্টোক করে পঙ্গু অবসহায় মৃত্যু বরণ করে। বদি ও জাফর গং আমার ব্যাবসা প্রতিষ্ঠানে ও বাড়ি ঘরে বারংবার হামলা করেছে যা সোস্যাল মিডিয়ায় ভাইরাল। ৫ আগস্ট বিপ্লবের পর সারা দেশের আওয়ামীলীগ পালিয়ে গেলেও কিন্তু টেকনাফের আওয়ামী লীগ দুই পরিবারের নেতৃত্বাধীন দুটি দলে মিশে গেছে। আমরা দলের ত্যাগী নেতাকর্মীরা এর প্রতিবাদ করে যাচ্ছি। যার প্রমাণ সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিলসহ যা স্যোসাল মিডিয়ায় ভাইরাল। আমার বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মিথ্যা মামলা হয়েছে। ৩০টি মামলায় আইনি প্রতিদ্বন্দিতা করে খালাস পেয়েছি। বাকি মামলাগুলো এখনো বিচারাধীন। তথাকথিত সাংবাদিক নামধারী ইউটিউবার পেইসবুকার স্থানীয় সাংবাদিক ভায়েরা এসব তথ্য যাচাই-বাছাই না করে আমাকে বদির সাথে তুলনা করে একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করে। যে বদির বিরুদ্ধে আমি ১৬বছর সংগ্রাম করে একদিনের জন্য ও টেকনাফ ছেড়ে পালিয়ে যায়নি। সে বদি জাফর ও তার দূসরদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে জেলে পাঠিয়েছি অথচ, যারা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার কারী তারা থানায়, আদালতে ও প্রশাসনে একটি পক্ষ। তাদের অবৈধ ব্যাবসা বাণিজ্য টাকার পয়সার লোভে আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে দলে পদ পদবি দিয়ে টেকনাফ বিএনপিতে বিভক্তি সৃষ্টি করে ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাই। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার শত্রু পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মিথ্যা বানোয়াট সংবাদ ও প্রতিবেদনটি ছড়িয়ে দেয়। মূল মামলা চলাকালীন তত্ত্ব গোপন করে মিথ্যা সংবাদ প্রচার করা আদালত অবমাননার শামিল।

ইসমাইল ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। প্রতিবেদনে যে জমির কথা বলা হয়েছে তা ইসমাইল ভাইয়ের মা ও বাবার নামে কেনা। উনারা জমি কিনেছেন ১৯৮৪ সালে। আর আমি জমি কিনেছি ২০১১ সালে।

তাদের দলিলের দাতা, জমির দাগ ও খতিয়ান সম্পূর্ণ ভিন্ন। আমি তাদের কাছ থেকে জমি কিনি নাই। আমার দলিলের দাতা, দাগ ও খতিয়ান আলাদা। তারা তাদের দলিল মতে দিয়ারা খতিয়ান না করে আমার দখলের জমি নিয়ে দিয়ারা খতিয়ান করে। বিষয়টি জানার সাথে সাথেই আমি বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা করেছি। দেওয়ানী আদালতে হাজির হয়ে ইসমাইল ভাইয়েরা জবাব দেয়। সে মামলায় উনারা পরাজিত হবেন বুঝতে পেরেই আমার বিরুদ্ধে ফৌজদারী মামলা করেন। এই ফৌজদারী মামলার বিরুদ্ধে আমি মহামান্য হাইকোর্টে দরখাস্ত করলে তাদের ফৌজদারী মামলার কার্যক্রম স্টে হয়ে যায়।

সাংবাদিক নূর হোসেন এর বসত গৃহে ভাঙচুরের কথা বলা হয়েছে। এই ভাঙচুরের সাথে আমি কিভাবে সম্পৃক্ত তা আমি বুঝতে পারিনি। প্রতিবেদক তাঁর বক্তব্য নেন নি। বক্তব্যে সে আমি ও আমার পরিবার জড়িত নাই মর্মে স্ট্যাটমেন্ট দেয় এখানে ওসমানের কথা বলা হয়েছে ওসমান সেই বিষয়ে মিথ্যা সংবাদ মর্মে স্ট্যাটমেন্ট দেয়। আমার বাবা আলহাজ্ব আলী আহমদ সাবেক চেয়ারম্যান অবিভক্ত টেকনাফ পৌরসভা ও সদরের চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই জিয়াউর রহমান দলের মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করে। উখিয়া টেকনাফের রাজনৈতিক দস্যু পরিবার জিয়াউর রহমানকে পরাজিত করার জন্য দলে তাদের সমর্থিত নেতা কর্মীদের ব্যবহার করে বিয়াই ও আত্মিয়তার ছেলে টেকনাফ উপজেলা শ্রমিকলীগের সভাপতিকে সেই নির্বাচনে মাত্র ৩৪ ভোটের ব্যবধান দেখিয়ে বহু নাটকীয়তায় গভীর রাতে জিয়াকে হারানো হয়। পরবর্তী নির্বাচনে দলীয়ভাবে মার্কা না দিলেও সতন্ত্র প্রার্থী হিসেবে সেই শ্রমিক লীগের সভাপতি ও নৌকার প্রার্থী ২জনকেই প্রথম ধাপের নির্বাচনে পরাজিত করে।

৫ আগস্টের পর টেকনাফ স্টেশন থেকে মুক্তিকামী জনতা চাঁদাবাজদের বিতাড়িত করেছে। চাঁদাবাজরা আর কখনো ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। আমার নামে কেউ চাঁদাবাজি করে থাকলে সাথে সাথে তাকে ধরুন। চাঁদাবাজ যেই নামেই আসুক তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন।

আমি একজন নির্যাতিত জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মী। উখিয়া টেকনাফের মাটি-বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটি, দেশনেত্রী খালেদা জিয়ার ঘাটি, দেশ নায়ক তারেক রহমানের ঘাটি। উখিয়া-টেকনাফের রাজনৈতিক দস্যু দুই পরিবারের ষড়যন্ত্রে আমরা পিছপা হবো না; বিভ্রান্ত হবো না।

আল্লাহ হাফেজ।
মোহাম্মদ আব্দুল্লাহ
কোষাধ্যক্ষ
কক্সবাজার জেলা বিএনপি

বিস্তারিত পড়ুন👇
22/12/2024

বিস্তারিত পড়ুন👇

21/12/2024

প্রচারিত বক্তব্যের বিরুদ্ধে টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরিদুল আলমের প্রতিবাদ!

‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪’ উপলক্ষ্যে এ বাহিনীর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক ও অসাম...
20/12/2024

‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪’ উপলক্ষ্যে এ বাহিনীর সকল অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবির সৈনিক ও অসামরিক সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সুদীর্ঘ ২২৯ বছরের ঐতিহ্যবাহী ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ বর্তমানে একটি আধুনিক, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত প্রহরার মাধ্যমে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করে আসছে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ। চোরাচালান প্রতিরোধ, মাদক ও নারী-শিশু পাচার রোধসহ যেকোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বিজিবি সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা ও জনকল্যাণে এ বাহিনীর অবদান অনস্বীকার্য। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় দুর্গম পার্বত্য সীমান্ত সুরক্ষা, কেএনএফসহ বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পাহাড়ী-বাঙালী সম্প্রীতি রক্ষায় বিভিন্ন জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিজিবি। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধসহ মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং প্রাণভয়ে পালিয়ে আসা মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের আশ্রয় ও নিরাপত্তা প্রদানপূর্বক মায়ানমারে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিজিবির ভূমিকা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাপক প্রশংসিত হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিজয় পরবর্তী সময়ে সীমান্তসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সীমান্ত দিয়ে বিতর্কিত ব্যক্তিবর্গের পলায়ন রোধ ও আটক, সীমান্তবর্তী থানাসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল ও শিল্প কারখানার নিরাপত্তা বিধান, অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যবস্থা ও পুনর্বাসন, দুর্গাপূজাসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ যৌথ অভিযান পরিচালনায় বিজিবির দক্ষতা ও পেশাদারিত্ব ব্যাপক সমাদৃত হয়েছে। এছাড়া সাম্প্রতিককালে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে বিজিবির ভূমিকা দেশবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সততা ও সত্যবাদিতা, আনুগত্য, নিষ্ঠা এবং শৃঙ্খলা এই চারটি গুণের সমন্বয়ে বিজিবির প্রতিটি সদস্যকে অর্পিত যেকোনো দায়িত্ব পালনের মাধ্যমেই বিজিবিকে ‘সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এ রূপ দিতে হবে। আমি বিজিবি’র সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করছি।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল

পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, শুধুই হামজা আর বাংলাদেশ! 🇧🇩❤️
20/12/2024

পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, শুধুই হামজা আর বাংলাদেশ! 🇧🇩❤️

19/12/2024

টেকনাফে ৩৫ হাজার ইয়াবা সহ ৭ পা'চা'রকা'রী গ্রে'ফতা'র

18/12/2024

টেকনাফে পুলিশ ও বিজিবির অভিযান

লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের গৌরবের গাঁথা।সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!Happy victory day 🇧🇩🇧🇩
16/12/2024

লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের গৌরবের গাঁথা।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

Happy victory day 🇧🇩🇧🇩

13/12/2024

Follow the DAINIK NAF NEWS-DNN channel on WhatsApp:

যুব বিভাগের সভাপতি মনোনীত হয়েছে,টেকনাফউপজেলা ছাত্রশিবিরের (সাবেক)সেক্রেটারী, নুর মোহাম্মদ জিহাদ।
13/12/2024

যুব বিভাগের সভাপতি মনোনীত হয়েছে,টেকনাফ
উপজেলা ছাত্রশিবিরের (সাবেক)সেক্রেটারী, নুর মোহাম্মদ জিহাদ।

*সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা*
13/12/2024

*সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা*

13/12/2024
ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে🔴 ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে,,,আমাদের লক্ষ্য ও উদ্দে...
12/12/2024

ভর্তি চলিতেছে! ভর্তি চলিতেছে

🔴 ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে,,,

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
📖কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট চট্টগ্রাম কতৃক পরিচালিত,কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অনন্য একমাত্র বহুমুখী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান।
লেংগুরবিল মুহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।যুগ উপযোগী ও আধুনিক শিক্ষা বিকাশের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ মুসলিম, দ্বীনের বিচক্ষণ দা'ঈ, দেশ ও জাতির কল্যাণকামী সু-নাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে আমরা সর্বদাই সচেষ্ট।আর দেরি না করে আপনার সন্তানকে ভর্তি করার জন্য মাদ্রাসার অফিস বরাবর যোগাযোগ করুন ।

🎤ফরম সংগ্রহ অফিস চলাকালীন সময়ে।
✍️ভর্তি শুরু: ০১ ডিসেম্বর ২০২৪ ইং থেকে।
🔰 বই বিতরণ শুরু ০১ জানুয়ারি ২০২৫ইং।
📝ক্লাস শুরু: ০২ জানুয়ারি ২০২৫ ইং থেকে।

🔰আমাদের কিছু বৈশিষ্ট্য:
🎤প্রত্যেক শিক্ষার্থী স্বলাত সহ অন্যান্য ইবাদাত বন্দেগীতে অভ্যস্ত, তাকওয়াবান ও চরিত্রবান হওয়ার জন্য দৈনিক ও সাপ্তাহিক তালিম প্রদান।
🎤প্রত্যেক শিক্ষার্থীকে দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাস্তব প্রশিক্ষণ দেওয়া ও বাস্তবায়ন করানো।
🎤সু-দক্ষ ও শিক্ষকতায় অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রতিটি ক্লাসই আনন্দদায়ক ও আকর্ষণীয় করা।
🎤কুরআন ও হাদীস শব্দে শব্দে অনুবাদ সহ চর্চা করানো।
🎤বাংলা শুদ্ধ, সাবলীল ও মাধুর্য পূর্ণ ভাষায় কথা বলায় অভ্যস্ত করানো।
🎤প্রত্যেক শিক্ষার্থীর বাংলা, আরবী, ইংরেজি ও উর্দু হাতের লেখা বিশেষ কৌশলে সুন্দর ও আকর্ষণীয় করা।
🎤বাংলা, আরবী ও ইংরেজি বানান শুদ্ধতা ও রিডিং সহ শব্দে শব্দে অনুবাদ চর্চা।
🎤গণিত সহ প্রতিটি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা ও ক্লাসের পড়া ক্লাসেই গুরুত্বের সাথে আয়ত্ব করানো।

☎️আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন :
📞01612921385
📞01323241385.

কক্সবাজার টেকনাফ, সদর ইউনিয়নের লেংগুরবিল
মুহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।

11/12/2024

আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

 #টেকনাফ
10/12/2024

#টেকনাফ

Address

Teknaf Bus Station Main Road
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when DNN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DNN:

Videos

Share

Category