Teknaf Border24

Teknaf Border24 সীমান্ত নগরী টেকনাফ থেকে প্রকাশিত অনলাইন নিউজ মিডিয়া।
যোগাযোগ - ০১৬১৯-২৯২২২০/০১৮২-০২৯২২২০
(1)

25/06/2024

প্রকাশিত সংবাদটি মি*থ‍্যা ভি*ত্তিহীন বললেন মৌলবী কলিম উল্লাহ।

23/06/2024

সাবরাং দক্ষিন নয়াপাড়ার ফারুকীয়া মাদ্রাসার মোহতামিম এর অ*প*সারণ চায় স্থানীয় এলাকাবাসী।
পর্ব-২

23/06/2024

মনোরম পরিবেশে সাবরাং ইউনিয়ন পরিষদ সংলগ্ন সাব্বির মেম্বারের বিল্ডিংয়ের ২য় তলায় বাসা ভাড়া দেওয়া হবে।যোগাযোগ-01813694710

23/06/2024

সাবরাং দক্ষিন নয়াপাড়ার ফারুকীয়া মাদ্রাসার মোহতামিম এর অ*প*সারণ চায় স্থানীয় এলাকাবাসী।
পর্ব -১

23/06/2024

টেকনাফ পৌর আওয়ামী লীগের উদ‍্যোগে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

টেকনাফে ঐতিহাসিক বিয়ে সম্পন্ন গতকাল ১৯ জুন বুধবার বাদ আসর টেকনাফ জামিয়া মসজিদে আকদ-নিকাহ সম্পন্ন হয়েছে৷ টেকনাফ পৌরসভা...
21/06/2024

টেকনাফে ঐতিহাসিক বিয়ে সম্পন্ন

গতকাল ১৯ জুন বুধবার বাদ আসর টেকনাফ জামিয়া মসজিদে আকদ-নিকাহ সম্পন্ন হয়েছে৷
টেকনাফ পৌরসভার বিশিষ্ট ব‍্যবসায়ী হাজী জিয়াবুল হোসেন সিআইপির প্রথমা কন্যার সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়ার প্রথম পুত্র নজরুল ইসলাম আরজুর সুন্নত তরিকায় আকদ নিকাহ সম্পাদন করা হয়েছে৷
আকদ-নিকাহ পড়িয়েছেন বন্দরনগরী চট্টগ্রাম শহরের জামিয়া ওমর ফারুক আল ইসলামিয়ার নবনিযুক্ত মহাপরিচালক ও সভাপতি মাহবূবুস সালিহীন ও আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফিক৷
উক্ত বরকতময় অনুষ্ঠানে পাত্র-পাত্রীর গর্বিত পিতাগণ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং নিকাহ পরবর্তী দুআ-মোনাজাতে অংশগ্রহণ করেছেন, উখিয়া-টেকনাফ আসনের বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি,

টেকনাফ পৌরসভার সফল মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ,নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম ,সাবরাং ইউপির তিন তিনবার নির্বাচিত সফল চেয়ারম্যান নুর হোসেন বি এ,টেকনাফ সদর ইউপির বর্তমান চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান জিহাদ, টেকনাফ সদর ইউপির দীর্ঘ মেয়াদী মেম্বার ও দুই দুই বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুর গফুর শরীফ, ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখার সুযোগ্য ব্যবস্থাপক মোঃ হানিফ, টেকনাফ সদর ইউপি সাবেক মেম্বার মোহাম্মদ আলম, সাবরাং ইউপির সাবেক মেম্বার হাজী নজির আহমদ, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিক,সবরাং দারুল উলুম মাদ্রাসার সুদক্ষ মুহতামিম হযরত মাওলানা নুর আহমদ প্রমূখ ৷ উপস্থিত মুসল্লীগণের মধ্যে অনেকে মন্তব্য করেছেন ইতিপূর্বে কোন আকদ-নিকাহ অনুষ্ঠানে সাবেক বর্তমান এতবেশি জনপ্রতিনিধিকে একসাথে দেখা যায়নি৷ অনুষ্ঠানে পাত্র-পাত্রী ও সকলের মঙ্গলকামনা করে সম্মিলিত মোনাজাত করা হয়৷

20/06/2024

সুপারির ব‍্যবসায় সাবরাংয়ের সেলিম এখন স্বাবলম্বী..

18/06/2024

সাবরাং জিরো পয়েন্ট মেরিনড্রাইভ সমুদ্র সৈকত....

18/06/2024

দুবাইয়ে ঈদুল আযহা উদযাপন...

ঈদ মোবারক
17/06/2024

ঈদ মোবারক

16/06/2024

টেকনাফের শাহ্পরীর দ্বীপে পুর্ব শ*ত্রু*তার জেরে জোড়া খু*নের ঘটনায় আ*তংকে নি*হত সাইফুলের পরিবার।

গতকাল বৃহস্পতিবার ১৩ জুন সকালে একই এলাকার রেজাউল নামক এক যুবক হ*ত্যা হওয়ার রাত না পেরুতেই সাইফুল নামক এক যুবককে হ*ত্য করে নি*হত রেজাউলের স্বজনেরা।

গতকাল মধ্য রাতে নিহত সাইফুলের এক আত্মীয়ের বাড়িতে আগুন সহ বেশ কয়েকটি বাড়িতে ভাং*চুর, লু*টপাট করে স্বর্ণ অলংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন নিহত সাইফুলের স্বজনেরা। আজ রাতেও তিন চারটি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়ার হু*মকি দিয়েছে বলেও জানাই তারা।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ ওসমান গণি বলেন,খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে।ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধিদের সর্বোচ্চ শাস্তির ব‍্যবস্থা করা হবে।

16/06/2024

দুইপাশে সারি সারি নৌকা
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের অপরূপ দৃশ‍্য

16/06/2024

সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জানাই ঈদ-উল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।।

15/06/2024

প্রশাসনের প্রতি কি অনুরোধ জানালেন শাহ্পরীর দ্বীপে নি*হ*ত সাইফুলের পরিবার...

14/06/2024

শাহ্পরীর দ্বীপের দৃষ্টিনন্দন সড়ক..

14/06/2024

বউ ফিরে পেতে চায় মোহাম্মদ হোছন।

সাবরাং আদর্শ গ্রামের অসহায় মোহাম্মদ হোছনের বউ রেহেনা আক্তার মা ও ভাবীর কথা ধরে গত ১৫ দিন আগে বাড়ি থেকে পালিয়ে গেছে।
রেহেনা আক্তারকে ফিরে পেতে চায় অসহায় মোহাম্মদ হোছন।

পলাতক রেহেনা আক্তার বর্তমানে বালু খালী এলাকার কুতুপালং মধুর ছড়া বি ৮২ ব্লক বাপের বাড়িতে থাকে।

যোগাযোগ -
মোহাম্মদ হোছন - 01860896306

13/06/2024

আব্দুল্লাহর সাথে গত তিন বছর প্রেমের সম্পর্কের পর আমরা শরিয়ত মোতাবেক বিয়ে করেছি,আমরা সুখে আছি,আমাদের জন‍্য দোয়া করবেন..... নোযাহাত লামিয়া রাশফি

13/06/2024

পূর্ব শ'ত্রু'তা'র জেরে
শাহ্পরীর দ্বীপে প্রকাশ্য দিবালোকে রেজাউল করিম নামে এক যুবককে কু*পি*য়ে হ*ত্যা!

12/06/2024

ঈদুল আযহা উপলক্ষ্যে টেকনাফ পৌরসভায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কতৃক ভিজিএফ কর্মসুচির আওতায় বিনামূল‍্যে চাল বিতরণ....

সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০,০০০ ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।...
10/06/2024

সাবরাং ইউনিয়নের পেন্ডলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০,০০০ ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

ইয়াবার মালিক ও সিন্ডিকেটের বাকী সদস্যরা অধরা।
আসছে বিস্তারিত পত্রিকায়....

05/06/2024

স্থগিত সেন্টমার্টিন ইউনিয়ন এর ৬০ নং কেন্দ্র - জিরজিরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয় এর ফলাফল। মোট কাস্টিং ভোট ১৬৪৬
টিউবওয়েল ১৫৯২
মাইক-৪৩
চশমা-১১

24/05/2024

হোছন আহমদ কমিশনার এর নেতৃত্বে টেকনাফ পৌর ৪ নং ওয়ার্ডে আনারসের গণসংযোগ ও লিফলেট বিতরণ

উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর ও সাংগঠনিক সম্পাদক আব্দুস শুক্কুর সিআইপি।
Abdur Rahman Badi

22/05/2024

আনারস মার্কার সমর্থনে সাবরাং ১ নং ওঋআর্ড চান্দলী পাড়া স্কুল মাঠে বিশাল জনসভা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট ব‍্যবসায়ী মোহাম্মদ ইসমাইল সিআইপি।

22/05/2024

আনারস মার্কার সমর্থনে সাবরাং ১ নং ওয়ার্ডে বিশাল জনসভা থেকে সরাসরি...

20/05/2024

সাবরাং ২ নং ওয়ার্ডে আনারসের জনসভায় জনসমুদ্রে বক্তব্য রাখছেন সাবেক মেম্বার শাব্বির আহমদ।

মা/দ/কে/র বড় চালান পাচারকালেটেকনাফের বহুল আলোচিত শীর্ষ কারবারী আ/ট/ক!
20/05/2024

মা/দ/কে/র বড় চালান পাচারকালে
টেকনাফের বহুল আলোচিত শীর্ষ কারবারী আ/ট/ক!

Address

Teknaf

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf Border24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teknaf Border24:

Videos

Share