TNN News BD

TNN News BD সত্যের সন্ধানে আমরা আপোষহীন

10/05/2024

✍️ Young boys in Rohingya camps are terrified. Many are fleeing the camp. Innocent Rohingyas have alleged that an unscrupulous Rohingya gang is abducting Rohingya youths and taking them to Myanmar.

01/11/2023

কান্জরপাড়ার নবী হোছন ও স্থানীয় যুবকদের প্রচেষ্টায় ৩০ বছরে পুরাতন রাস্তা পুনরুদ্ধার। এলাকায় স্বস্তি!

টেকনাফের নিখোঁজ হিফজ বিভাগের ছাত্র ফোরকানের সন্ধান চায় তার পরিবার।টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া আল জাম...
17/10/2023

টেকনাফের নিখোঁজ হিফজ বিভাগের ছাত্র ফোরকানের সন্ধান চায় তার পরিবার।

টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া
আল জামিয়া আল আশরাফিয়া কাসেমুল উলুম এতিমখানার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ ফোরকান দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছে। উক্ত ফোরকান হাফেজ মোহাম্মদ ইমরানের ভাই ও
মাও. কবির আহমদ এর পুত্র। তার মাতার নাম ফাতেমা খাতুন। মাওলানা কবির আহমদ টেকনাফ সদরের মাঠ পাড়ার স্থায়ী বাসিন্দা।
নিখোঁজ ছাত্র ফোরকানের বয়স ১২ বছর। ফোরকানের বড় ভাই হাফেজ মোহাম্মদ ইমরান জানায়,
ছেলেটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ মঙ্গলবার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তারপর থেকে ছেলেটির কোন খোঁজ-খবর পাওয়া যায়নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে, নিম্ন লিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
☎️০১৮৫০-৬৮০২৪০, ০১৮৮৩-৫৮২৪৭৫, ০১৮৯১-৬৩৬০২৯।

১৬ই সেপ্টেম্বর একদিনের সফরে কক্সবাজার আসছেন পীরসাহেব চরমোনাইবার্তা পরিবেশক:আগামী ১৬-০৯-২৩ ইং শনিবার এক দিনের সফরে কক্সবা...
12/09/2023

১৬ই সেপ্টেম্বর একদিনের সফরে কক্সবাজার আসছেন পীরসাহেব চরমোনাই

বার্তা পরিবেশক:
আগামী ১৬-০৯-২৩ ইং শনিবার এক দিনের সফরে কক্সবাজার আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন ধারার প্রবর্তক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)। দলীয় আমীর কক্সবাজার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন।

প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, নির্বাচন পদ্ধতির প্রবর্তন। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী ও দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাগবের দাবীতে-
অনুষ্টিতব্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম এর অন্যতম সদস্য জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় শুরা সদস্য আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক। সমাবেশে জাতীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরে মুহতারামের আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলার সর্বত্র ইসলামী আন্দোলনের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। উপজেলা পর্যায়ে যৌথ বৈঠক শেষ হয়ে এখন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাবেশ কে সর্বাত্মকভাবে সফল করার জন্য নেতাকর্মীরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।

অন্যদিকে এক যুক্ত বিবৃতিতে কক্সবাজার পাবলিক হল ময়দানের সমাবেশকে সফল করার জন্য জেলার সর্বস্থরের জনগণকে সার্বিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দলমত নির্বিশেষে স্ববান্ধবে যোগদানের জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সেক্রেটারী এ.আর.এম. ফরিদুর আলম, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক রাশেদ আনোয়ার, বামুক জেলা ছদর আলহাজ্ব বদিউল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মোহছিন শরীফ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মুহাদ্দিস আমীরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলানা রিদওয়ানুল কাবির, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ আজাদ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ জুনাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ। #

07/09/2023

থাইংখালী দারুততাহজীব মাদরাসার ভবন উদ্বোধনের সময় মোনাজাতের সময়।

31/07/2023

হোয়াইক্যং এর মিনাবাজারে ৩ কৃষক কে অপহরণকালে ২ রোহিঙ্গা ডাকাত আটক।

29/07/2023

হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসায় সংঘটিত ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং।

28/07/2023

হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসা থেকে লাশ উদ্ধারের ঘটনায় পরিচালক মাওলানা আবছার উদ্দিন চৌধুরীর বক্তব্য।

28/07/2023

হ্নীলায় মাদরাসা ছাত্রী ফারিয়া হ*ত্যার নেপথ্যে কি?

হোয়াইক্যং তেচ্ছিব্রীজে পানি নিষ্কাশনের ড্রেন ও চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ। বিস্তারিত কমেন্টে.......
01/07/2023

হোয়াইক্যং তেচ্ছিব্রীজে পানি নিষ্কাশনের ড্রেন ও চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ।

বিস্তারিত কমেন্টে.......

বিস্তারিত কমেন্ট। Read details in comment box
27/06/2023

বিস্তারিত কমেন্ট। Read details in comment box

25/06/2023

প্রধানমন্ত্রীর আসনসহ উখিয়া - টেকনাফ, কক্সবাজার সদর - রামু আসনে প্রার্থীতা করবো - জগদীশ বড়ুয়া

কক্সবাজারের টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্...
24/06/2023

কক্সবাজারের টেকনাফ থানাধীন ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩০,০০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

বিস্তারিত কমেন্টে......

ডিএসবির ফিরোজ এর বিদায় উপলক্ষে হোয়াইক্যং এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিতবিস্তারিত কমেন্টে.......
23/06/2023

ডিএসবির ফিরোজ এর বিদায় উপলক্ষে হোয়াইক্যং এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে.......

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ বিস্তারিত কমেন্টে.....
22/06/2023

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ

বিস্তারিত কমেন্টে.....

রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে ব্যবসায়ীকে অপহরণবিস্তারিত কমেন্টে......
22/06/2023

রোহিঙ্গা ক্যাম্পে গুলি চালিয়ে ব্যবসায়ীকে অপহরণ

বিস্তারিত কমেন্টে......

ব্যাংক খাতের সুশাসন আরও বাধাগ্রস্ত হবেবিস্তারিত কমেন্টে....
22/06/2023

ব্যাংক খাতের সুশাসন আরও বাধাগ্রস্ত হবে

বিস্তারিত কমেন্টে....

মোদিকে যুক্তরাষ্ট্রের আলিঙ্গনের মূল্য বিস্তারিত কমেন্টে পড়ুন
22/06/2023

মোদিকে যুক্তরাষ্ট্রের আলিঙ্গনের মূল্য

বিস্তারিত কমেন্টে পড়ুন

19/06/2023
19/06/2023

টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড নাইট্যংপাড়ায় হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা!

কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক অভিনব কায়দায় পরিবহনকালে ইয়াবাসহ যুবক গ্রেফতারবার্তা পরিবেশক::গতকাল ১২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ...
13/06/2023

কক্সবাজারে হাইওয়ে পুলিশ কর্তৃক অভিনব কায়দায় পরিবহনকালে ইয়াবাসহ যুবক গ্রেফতার
বার্তা পরিবেশক::
গতকাল ১২/০৬/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধা অনুমানিক ১৮.৪০ ঘটিকায় হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই/জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালে উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা টার্নিংয়ে রাস্তার উপর কক্সবাজারমুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) উল্টা ঘুরিয়ে পালানোর সময় চালক মোঃ মাইন উদ্দিন (২৫) পিতা-গুরামিয়া, মাতা- মোছাঃ ছবুরা বেগম,সাং-উলচামরী হ্নীলা, থানা-টেকনাফ,জেলা- কক্সবাজার'কে শাহপুরী আটক করে আটককৃত যুবকের ব্যাটারী চালিত ইজিবাইক এর ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভিতরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিটি সেন্ডেলে ১০০০ করিয়া মোট ২০০০(দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট (যার মুল্য অনুমান ২,০০০×৩০০=৬,০০,০০০/- ছয় লক্ষ টাকা ও জব্দকৃত ব্যাটারী চালিত ইজিবাইক যাহার মূল্য অনুমান-১,২০,০০০/- এক লক্ষ বিশ হাজার টাকা) উদ্ধারপুর্বক জব্দতালিকা মুলে জব্দ করা হয়।

আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান,হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।

মেয়র হলেন মাহবুব।কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৪২৪৪ ভোটে নারিকেল গাছের পরাজয়।
12/06/2023

মেয়র হলেন মাহবুব।
কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৪২৪৪ ভোটে নারিকেল গাছের পরাজয়।

08/06/2023

হোয়াইক্যং ইউপির নয়াপাড়ার আমির হোছাইনের উপর স*ন্ত্রা*সী হা*মলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত....

দেশের বিরাজমান পরিস্থিতিতে বিএনপির সাথে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের"সংলাপ"এর সম্ভাবনা আছে কি না? মার্জিত ভাষায় মতামত দিন।
07/06/2023

দেশের বিরাজমান পরিস্থিতিতে বিএনপির সাথে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের"সংলাপ"এর সম্ভাবনা আছে কি না? মার্জিত ভাষায় মতামত দিন।

03/06/2023

আলীখালী ২৫নং রো*হি*ঙ্গা ক্যাম্প হতে দূর্বৃত্ত দলের হাতে ৫জন রো*হি*ঙ্গা অ*প*হ*র*ণে*র শিকার।

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা ইয়াহইয়া সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
02/06/2023

হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা ইয়াহইয়া সাহেব হুজুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

টেকনাফে ট্রিপল মার্ডারের নেপথ্যে : পাত্রী দেখা’ ছিল ফাঁদ, আড়ালে অন্য কাহিনি!বিস্তারিত কমেন্টে....
02/06/2023

টেকনাফে ট্রিপল মার্ডারের নেপথ্যে : পাত্রী দেখা’ ছিল ফাঁদ, আড়ালে অন্য কাহিনি!

বিস্তারিত কমেন্টে....

বাংলাদেশে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে সেটির সাথে বাস্তবতার তেমন একটা সম্পর্ক নেই বলে মনে করে বেসরকার...
02/06/2023

বাংলাদেশে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য যে বাজেট পেশ করা হয়েছে সেটির সাথে বাস্তবতার তেমন একটা সম্পর্ক নেই বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। শুক্রবার ঢাকায় বাজেট সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা তুলে ধরে সিপিডি। বাজের মাধ্যমে সরকার যেসব লক্ষ্য নির্ধারণ করেছে সেগুলো অর্জন করা সম্ভব হবে কি না সেটি নিয়ে অনেক সন্দেহ ও সংশয় আছে বলে মনে করে সিপিডি।

বিস্তারিত কমেন্টে....

Address

Teknaf

Alerts

Be the first to know and let us send you an email when TNN News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like