আমার টাঙ্গাইল

আমার টাঙ্গাইল এসো আমার শহরে

টাংগাইল জেলা ঢাকা হতে প্রায় একশত কি মি দূরে অবস্থিত। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা। এর জনসংখ্যা প্রায় ৩৬ লাখ এবং আয়তন ৩৪১৪.৩৮ বর্গ কি.মি.।

অমর এন্টারপ্রাইজ এসি বাস 💥নিয়মিত চলাচল করছে 🚌 ধনবাড়ী - টাঙ্গাইল - চট্টগ্রাম - কক্সবাজার  ( এসি )  🚌🟥ধনবাড়ী থেকে বিকাল ৫:...
07/02/2024

অমর এন্টারপ্রাইজ এসি বাস 💥
নিয়মিত চলাচল করছে
🚌 ধনবাড়ী - টাঙ্গাইল - চট্টগ্রাম - কক্সবাজার ( এসি ) 🚌
🟥ধনবাড়ী থেকে বিকাল ৫:০০ মিনিটে ছেড়ে টাঙ্গাইল থেকে ৭:৩০ মিনিটে চট্টগ্রাম ও কক্সবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়।
🟥কক্সবাজার থেকে বিকাল ৪:৩০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম থেকে রাত ৯:৩০ মিনিটে টাঙ্গাইল ও ধনবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসে।
↔️ যাত্রীদের সুবিধার্থে কাউন্টার নম্বরসমুহ নিম্নে দেওয়া হলো : ⬇️
🔶টাঙ্গাইল প্রান্ত ⬇️
হেড অফিসঃ নতুন বাসস্ট্যান্ড, মসজিদ মার্কেট ( ধলেশ্বরী কাউন্টারের পাশ্বে ) টাঙ্গাইল।
টাঙ্গাইল হেড অফিসঃ 01742-280038 # 01310-651163
ধনবাড়ী কাউন্টারঃ 01324-764053
মধুপুর কাউন্টারঃ 01324-764054
ঘাটাইল কাউন্টারঃ 01324-764056 / 01750132670
হামিদপুর কাউন্টারঃ 01792-936319
করটিয়া কাউন্টারঃ 01324-764058
পাকুল্যা কাউন্টারঃ 01324-764059
মির্জাপুর কাউন্টারঃ 01324-764057

🔶কক্সবাজার প্রান্ত
ডলফিন মোড় কাউন্টার : 01324-764051 # 01880-626189 #01880626189
সুগন্ধা কাউন্টার : 01324-764051

🔶চট্টগ্রাম প্রান্ত
AK খান গেইটঃ 01324-764052 # 01815-190693
বায়েজিদঃ 01919-969904

অনলাইনে টিকেট কাটতে ভিজিট করুন www.amarenterprisebd.com (শুধু চিটাগং ও কক্সবাজার প্রান্ত)

🔺যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য।

যেকোনো অভিযোগ, পরামর্শ ও সব ধরনের তথ্য জানাতে
ফেসবুক পেইজঃ Amar Enterprise

ফেসবুক গ্রুপঃ Amar Enterprise ✅
এ যুক্ত থাকতে পারেন 💝
আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ❣️

কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী ( সম্ভাব্য)ভাড়া তালিকা প্রকাশ করা হবে খুব শীগ্রই........
23/10/2023

কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী ( সম্ভাব্য)
ভাড়া তালিকা প্রকাশ করা হবে খুব শীগ্রই........

টাংগাইল গোপালপুর এর কৃতি সন্তান, আমাদের গর্ব, নারী জাতীয় দলের ফুটবলার Krishna Rani Sarkar  এর,  বঙ্গমাতা বেগম ফজিলাতুন ন...
09/08/2023

টাংগাইল গোপালপুর এর কৃতি সন্তান, আমাদের গর্ব, নারী জাতীয় দলের ফুটবলার Krishna Rani Sarkar এর, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩, পাওয়ায়, আমর টাংগাইল পেইজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভকামনা।

i Am তো অবাক..!
03/08/2023

i Am তো অবাক..!

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
31/07/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ এন্ড টোব্যাগো।

গোপালপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে মোঃ ফারুক হোসেন নিযুক্ত হয়েছেন আমার টাংগাইল পেইজ...
24/07/2023

গোপালপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসেবে মোঃ ফারুক হোসেন নিযুক্ত হয়েছেন আমার টাংগাইল পেইজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা । এর আগে তিনি কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বাস্তবায়নের পথে..💞
23/07/2023

বাস্তবায়নের পথে..💞

মধুপুর মালাউড়ী আজ সকালে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার পাশে পুকুরে পরে যায়।
10/07/2023

মধুপুর মালাউড়ী আজ সকালে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে, রাস্তার পাশে পুকুরে পরে যায়।

একটি মেয়ে গোপালপুর থানা হেফাজেত আছে। ভিকটিম মোছাং নারগিস (২৫) বিবাহিত, পিতা+ আঃ কুদ্দুস,  মাতা- নুরজাহান,  ভাই আশরাফ, জা...
26/06/2023

একটি মেয়ে গোপালপুর থানা হেফাজেত আছে। ভিকটিম মোছাং নারগিস (২৫) বিবাহিত, পিতা+ আঃ কুদ্দুস, মাতা- নুরজাহান, ভাই আশরাফ, জাহাঙ্গীর, সাং- বালিপাড়া দক্ষিনপাড়া থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ। আবার বলে কুতুবপুর, নান্দাইল থানা। কুতুবপুর এবং বালিপাড়া পাশাপাশি। মেয়ে টা একটু প্রতিবন্ধী টাইপের। তাই মেয়েটির ঠিকানা পেতে সকলের সহযোগিতা কামনা করছি। আপনার সহযোগিতায় হয়তোবা মেয়েটি পেতে পারে তার আপনজন। ওসি গোপালপুর থানা 01320096651.

যমুনা রেল সেতু-দেখতে দেখতে হয়েই গেলো.!
24/06/2023

যমুনা রেল সেতু-দেখতে দেখতে হয়েই গেলো.!

ডিসি লেক-টাংগাইল
23/06/2023

ডিসি লেক-টাংগাইল

ফেরা হবে না আর সেই চির চেনা গো'য়ালে!🥹🌸আল্লাহ কোরবানি গুলো কবুল কতুক।           ゚viralシ  ゚
18/06/2023

ফেরা হবে না আর সেই চির চেনা গো'য়ালে!🥹🌸
আল্লাহ কোরবানি গুলো কবুল কতুক।
゚viralシ ゚

সবাই কে প্রহেলা আষাঢ় মাসের শুভেচ্ছা 🌸🌸
15/06/2023

সবাই কে প্রহেলা আষাঢ় মাসের শুভেচ্ছা 🌸🌸

এই ছেলেটির নাম রায়হান,বাবার নাম রফিক,এলাকার নাম কোদালিয়া ও জেলার নাম টাঙ্গাইল। সে একটি এক্সপ্রেস ট্রেনে ভুলে গাইবান্ধার ...
04/06/2023

এই ছেলেটির নাম রায়হান,বাবার নাম রফিক,এলাকার নাম কোদালিয়া ও জেলার নাম টাঙ্গাইল। সে একটি এক্সপ্রেস ট্রেনে ভুলে গাইবান্ধার বোনার পাড়া চলে আসছে।

ছেলেটিকে কেউ যদি চেনেন বা তার পরিচয় জানেন তাহলে গাইবান্ধার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করুন।

টাঙ্গাইল মধুপুরের  আনারস ছবি- শোভন
03/06/2023

টাঙ্গাইল মধুপুরের আনারস
ছবি- শোভন

টাংগাইল জেলার সকল উপজেলার ফায়ার সার্ভিসের নতুন মোবাইল নম্বর।
01/06/2023

টাংগাইল জেলার সকল উপজেলার ফায়ার সার্ভিসের নতুন মোবাইল নম্বর।

আমের ইতি কথা ল্যাংডা আম
21/05/2023

আমের ইতি কথা
ল্যাংডা আম

ফজলী আম..!
21/05/2023

ফজলী আম..!

 #করটিয়া   #জমিদারবাড়ি ,   #টাংগাইল ।
19/05/2023

#করটিয়া #জমিদারবাড়ি , #টাংগাইল ।

মধুপুর জাতীয় উদ্যান
19/05/2023

মধুপুর জাতীয় উদ্যান

18/05/2023

আমাদের গ্রাম বাংলা

18/05/2023

#বিনীত_অনুরোধ,

এখন দেশীয় ফল আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম।

তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঁটি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।

ফলের_গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখেনা, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।

তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুরগুলোকে পরিস্কার রাখি,বন অধিদপ্তর/সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালোবাসি।

ভুলে যাবেন না গাছ আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক অক্সিজেনের অসীম নেয়ামত।

(সংগৃহীত)

আতিয়া মসজিদ  #আতিয়া  #মসজিদআতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজ...
18/05/2023

আতিয়া মসজিদ #আতিয়া #মসজিদ
আতিয়া মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়েছে এবং এখানে নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। বর্তমানে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগ এ স্থাপনার তত্ত্বাবধান করছে।

টাঙ্গাইল অঞ্চলে প্রাপ্ত মূল শিলালিপিগুলোর মধ্যে আতিয়া জামে মসজিদ এলাকায় প্রাপ্ত একটি আরবি এবং একটি ফার্সি শিলালিপি রয়েছে, তবে এগুলোতে মসজিদের নির্মাণকাল সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়।বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে নির্মাণকাল ১০১৯ হিজরি (১৬১০-১১ খ্রি.) দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশ পথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল ১০১৮ হিজরি (১৬০৮-৯ খ্রি.)উল্লেখ করা হয়েছে।

 #২০১  #মসজিদ ২০১ গম্বুজ মসজিদ২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষি...
17/05/2023

#২০১ #মসজিদ ২০১ গম্বুজ মসজিদ
২০১ গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত।[২] মসজিদটির নকশা করা হয়েছে ২০১টি গম্বুজ ও ৯টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে

17/05/2023

আমাদের গ্রাম-গোপালপুর টাংগাইল

আগামী ১২-০৫-২০২৩ ইং তারিখ,২০১ গম্বুজ মসজিদে শুক্রবার ১৭৯তম জুমার নামাজের খুৎবা প্রদান ও ইমামতি করবেন মুফতী হাবিবুর রহমান...
07/05/2023

আগামী ১২-০৫-২০২৩ ইং তারিখ,২০১ গম্বুজ মসজিদে শুক্রবার ১৭৯তম জুমার নামাজের খুৎবা প্রদান ও ইমামতি করবেন মুফতী হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া।

গোপালপুরের গর্বিত সন্তান আফরোজা সুলতানা বৃষ্টি অস্ট্রেলিয়া মহাদেশে বেস্ট টিচার নির্বাচিত।আমার টাংগাইল পরিবারের পক্ষ থেক...
06/05/2023

গোপালপুরের গর্বিত সন্তান আফরোজা সুলতানা বৃষ্টি অস্ট্রেলিয়া মহাদেশে বেস্ট টিচার নির্বাচিত।
আমার টাংগাইল পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹

03/05/2023

এক নজরে রাতের ২০১ গুম্বুজ মসজিদ

টাঙ্গাইলের ঘাটাইলের প্রত্যন্ত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় স্কুলে গেলেও এসএসসি পর্যন্তও পড়তে পারেননি মুক্তি রানী। অভ...
01/05/2023

টাঙ্গাইলের ঘাটাইলের প্রত্যন্ত গ্রামে দরিদ্র পরিবারে জন্ম হওয়ায় স্কুলে গেলেও এসএসসি পর্যন্তও পড়তে পারেননি মুক্তি রানী। অভাবের কারণেই তাঁর বাবা সাভারে চলে এসেছিলেন। মাত্র ১২ বা ১৩ বছর বয়সে পোশাকশিল্প কারখানায় কাজ শুরু করেছিলেন। কাজ করে দক্ষতাও অর্জন করেছিলেন একসময়।

কিন্তু পোশাকশিল্পের কাজে গালাগালি শুনতে হতো। পরিশ্রমও ছিল। তাই ঋণ করে দেড় লাখ টাকায় পুরোনো একটি লেগুনা কিনে সাভারের আশুলিয়া এলাকায় চালানো শুরু করেন। এখন গালিগালাজের বালাই নেই। মন চাইলে লেগুনা নিয়ে বের হন, মন না চাইলে বের হন না।

মুক্তি রানীর স্বামী পোশাকশিল্প কারখানায় কাজ করেন। এই দম্পতির এক ছেলে পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। আর ছয় বছর বয়সী মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে।

মুক্তি রানী বলেন, ‘স্বামী কম বেতনে চাকরি করেন। দুজনের আয় দিয়ে মাস পার হয় কোনোভাবে। স্বপ্ন ছেলেমেয়েদের মনের মতো করে মানুষ করা। এখন শখ–আহ্লাদ পূরণ করা সম্ভব হয় না। তবে আশায় আছি একসময় শখ–আহ্লাদও পূরণ হইব। ’

স্যালুট টু ইউ, মুক্তি রাণী। আপনাদের মত নারীদের হাত ধরে সমাজে মুক্তি আসবেই।
মে দিবসে আমার টাংগাইলের পক্ষ থেকে লাল ছালাম..!

Address

Dhaka
Tangail
1990

Alerts

Be the first to know and let us send you an email when আমার টাঙ্গাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার টাঙ্গাইল:

Videos

Share

Category



You may also like