22/09/2022
চলো আমরা বিয়ে করি,
সমাজের এই অন্ধ চোখের বন্ধন খুলি!!
°
সমাজ কেন আমাদের মেনে নিবে না?
কেন বিবাহের মত এক সুষ্ঠ সমাধান খুঁজতে দিবে না?
এই যে নিঃসঙ্গতা কুড়ে কুড়ে খায়,
সঙ্গের অভাব আমাদের নিরবে কাঁদায়,
সমাজ কি এসব বুঝবে না?
আমাদের এ যৌবন—দারিদ্রতার কথা ভাববে না?
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
নিঃসঙ্গতার এ জ্বালাতন এড়িয়ে চলি।
★
আমি তো তোমার অর্ধাঙ্গ,
তুমিও আমার অর্ধাঙ্গিনী!
মানবীয় ভাব, স্বভাব ও আত্মিক প্রশান্তিতে
আমি তোমার কিংবা তুমি আমার ঘাটতি,
তাহলে কেন আমাদের একত্রিত হতে দেয় না?
সমাজ কেন আঠারো আর একুশের আগে
বিবাহকে মেনে নেয় না?
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
সমাজের এই অসঙ্গতির সঙ্গ টুটি!
★
আমি তো সুঠাম,
তুমিও সক্ষম!
তাহলে কেন এত এত দোহাই?
এত এত কারগুজারী শুনতে পাই?
ধরো আমি সুঠাম নই,
কিংবা তুমিও সক্ষম নও।
তাতে কী?
আমাদের শারীরিক যত্নে নজর দিক,
সমস্যাগুলো কাটিয়ে ওঠতে দিক!
তবুও আমাদের বিয়ে করতে দিক!!
হোক না নিয়মিত বিছানা বারণ,
তবুও আমাদের একজন থাক,
যার সাথে রোজ রোজ গল্প হবে।
আমাদের একান্তের কথাগুলো শুনবে,
নিঃসঙ্গতা কাটিয়ে তুলবে,
এবং যার কণ্ঠ শুনে দিলে প্রশান্তি মিলবে।
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
আঠারো আর একুশের নীচে
বিবাহ সমস্যা নয়, সমাধান হিসাবে প্রমাণ করি।
★
এই অল্প বয়সে আমিও সাংসারিক ঝামেলা নিতে চাই না।
বলি না, তুমিও আমার ঘরে আসো,
পড়ালেখা ছাড়ো, প্লেট বাসন মাজো!
আমি শুধু বলি,
বাবা-মা আমাদের মেনে নিক,
বিয়ের পিড়িতে বসতে দিক!
আমি আমার ঘরে,
আর তুৃমি তোমার ঘরেই থাকবে,
আগের মতই স্কুল বা মাদরাসায় যাবে,
আমাদের স্বপ্ন, পড়ালেখা,
বড় হওয়ার আকাঙ্খা সবই থাকবে,
শুধু মাঝপথের এ কষ্ট কাটিয়ে ওঠার জন্য
এক বৈধ পদ্ধতির পথ খুলুক,
অবৈধ সম্পর্কে জড়ানোর পথগুলো বন্ধ হোক।
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
আঠারো আর একুশপূর্ব বিবাহ দ্বারা
সমাজের এই কালো চোখে আঙ্গুল তুলি!
★
কী?!!
বাল্যবিবাহের অজুহাত দেখায়?
বিবাহের বয়স হয়নি বলে দমন করে রাখতে চায়?
তাহলে কেন এত এত শিশু ধর্ষণ?
কেন স্বল্প বয়সেই শারিরীক অবৈধ সম্পর্ক গড়ন?
কেন সংবাদ আসে,
১৩ বছর বয়সী ৮ম শ্রেনির বয়ফ্রেন্ড দ্বারা,
৯ বছর বয়সী ৪র্থ শ্রেনির গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট??
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
আঠারো আর একুশপূর্ব বিয়ে দ্বারাও
সুষ্ঠ এক সমাজ গড়ি।
★
আমাদের বিয়ে করিয়ে দেয় না!
অথচ ঘরে ঘরে অশান্তি,
প্রেম-পরকীয়া আর সম্ভ্রম হানীর বিভিন্ন পায়তারা!
রাস্তাঘাটে মেয়েরা অনাকাঙ্ক্ষার শিকার!
তাদের প্রতি অপ্রত্যাশিত আচার!
তবুও কি আমাদের নিরাপত্তার কথা ভাববে না?
আমাদের উশৃংঙ্খলার অপশন বন্ধ করবে না?
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
ঠিক সময়ের বিয়ে দ্বারা
সমাজের এই অসঙ্গতির টুটি ধরি।
★
বলতে লজ্জা লাগে,
না বললে বাস্তবতা লুকিয়ে থাকে!
এইযে, কলেজ ছাত্রের ব্যাগে কনডম,
ছাত্রীর স্কুল ব্যাগে থাকে চটি বই!
এসব কেন?
কেন অবৈধতা চোখে পড়ে?
কেন বিবাহপূর্বেই প্র্যাগ্নেন্টের খবর আসে??
কেন চরিত্রিক স্বচ্ছতা নেই বললেই চলে,
তবুও কি আমাদের বিয়ে করিয়ে দিবে না?
প্রতি ১০ ঘরেই এক ছেলে বা মেয়ে
অবৈধ শারিরীক সম্পর্কে নিজেদের জড়াচ্ছে!
চুন-কালি দিচ্ছে বাবা-মার মুখে,
তবুও কেন? কেন আমাদের বিয়ে দিবে না বলে ভাবে!
১৮ আর ২১ একুশ বছরের দোহাই দিয়ে বসিয়ে রাখে?
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তে
সমাজের এই গলত-প্রাচীর ভেঙে ফেলি।
★
আচ্ছা, এসবেই শান্তি?
এ নোংরামিতেই প্রশান্তি?
তাহলে কেন?
কেন সমাজ আমাদের বিয়ে দেয় না?
কেন আমাদের বিয়ের কথা শুনতে চায় না?
তাহলে কি সমাজই বলে
অবৈধ সম্পর্কে নিজেদের জড়াতে?
বিয়ের আগেই শারীরিক সম্পর্ক গড়তে?
তাই বলি,
সুষ্ঠ এক সমাধানে
চলো আমরা বিয়ে করি,
সমাজের এই অসঙ্গতির বিরুদ্ধে লড়ি!
★
চলো,
নজরুলের বিদ্রোহী কবিতা হই!
ইস্রাফিলের শিঙ্গা হয়ে বাঁজি!
চলো দলে যাই, ভেঙে করি সব চুরমার
যত অনিয়ম, উশৃঙ্খল আর নির্বুদ্ধিতার পাহাড়!
চলো, বেদুঈন হই, হই চেঙ্গিস,
বিবাহ ছাড়া করিবো না কাহারে কুর্ণিশ!
তাই বলি,
চলো আমরা বিয়ে করি,
হোক না তা আঠারো কিংবা একুশপূর্ব,
তবুও সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত; বিবাহ দ্বারা,
সমাজের এই সমস্যাগুলির সমাধান খুঁজি!
চলো আমরা বিয়ে করি,
সমাজের এই অন্ধ চোখের বন্ধন খুলি!!
°
°
°
°
°
লিখেছেনঃ
Habibullah Bin Osman
#বিবাহ #বাল্যবিবাহ