02/08/2024
Here We Are💥 Get ready
৭১' এর আগে হোক বা পরে,বিন্দুবাসিনী অন্যায়ের প্রতিবাদের ব্যাপারে সবসময় সোচ্চার।
'বিন্দুবাসিনী' ব্যক্তি,দল,রাজনীতির উপরে বাস করে বলেই বিন্দুবাসিনীর প্রত্যেকটা সদস্য বিশ্বাস করে। বৃহত্তর নিরাপত্তার কথা মাথায় রেখে আজ শুক্রবার কোন কর্মসূচী রাখা হয়নি! বিষয়টা স্পষ্ট এবং সাবলীল।
০৩/০৮/২০২৪,রোজ শনিবার,সকাল ১০ টায় গণহত্যার প্রতিবাদে বিন্দুবাসিনীর প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান এবং শহীদদের স্মরণে সমাবেশ কর্মসূচী ঘোষণা করছে। আবার বলছি,শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী!!!
বিন্দুবাসিনীর সকল প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের আমরা একসাথে দেখতে চাই,দেশের এই ক্রান্তিলগ্নে!
নির্দেশনা:
১. সরকারি/বেসরকারি কোন স্থাপনায় হাত দেয়া যাবে না।
২.আমাদের দাবি স্পষ্ট,জুলাইয়ের গণহত্যার জবাব সহ ৯ দফা দাবি। এর বাইরে কোন অশ্লীল স্লোগান কিংবা প্লেকার্ড গ্রহণযোগ্য নয়।
৩. রাজনৈতিক কোন উদ্দেশ্য নিয়ে দয়া করে এখানে কাওকে না আসার অনুরোধ রইলো।
৪. পুলিশ ভাইরা শান্তিপূর্ণ অবস্থাতেই থাকবেন। আমাদের থেকে যেন এমন আচরণ না আসে যাতে আমাদের নিজেদের হয়রানি হতে হয়।
বি:দ্র: প্রতিবাদ সমাবেশ সবার জন্য উন্মুক্ত কিন্তু উপরের নির্দেশনা মেনে প্রতিবাদের আহবান জানানো হচ্ছে।
উদ্যোগে-
বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
(প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী)