05/04/2024
বাপে বাজারে গিয়ে ১০ টাকার পঁচা আলু খোঁজে আর ছেলে ফেসবুকে বয়কট মা/রায়, ভারত থেকে যা যা আমদানি করা হয় তার মোটামুটি একটা লিষ্ট দিলাম. সি এন জি, টাটা গাড়ি, ট্রাক, বান্দরবান নীলগীরি যাওয়ার চান্দের গাড়ি মাহিন্দ্রা গাড়ি, বেশিরভাগ মটর বাইক ইন্ডিয়ান
👉 চাল, চিনি,গম, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, ভুট্টা, আদা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, মাছ, মাংস, শুটকি মাছ, মটরশুটি, সজনা ডাটা, নারকেল,গমের ছিলকা, গুর, পাট বিজ, সরিসা, আপেল, আঙুর, বেদানা.. , , কমলালেবু, কিসমিস বাদাম, চাপাতা, মধু, কাজুবাদাম, জিরা,.. এলাচ, বড়োএলাচ, মেথি, তিল, সোয়াবিন, গোলমরিচ, মুরগির খাবার, মাছের খাবার, তেতুলবিচি, ঔষধ, ব্লিচিং পাউডার, কসমেটিক, মনিহারি.. পাউডার, জামাকাপর , ব্লাঙ্কেট, বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন, গাড়ি টায়ার, গাড়ি.. ট্রেন ইন্জিন, ট্রেনকোচ, বোল্ডার পাথর.. চিপস পাথর, শিলপাটা,অক্সিজেন,, আরো অনেক কিছু........ সৌদি আরব,কাতার,ডুবাই,কুয়েত,ওমান,
মালেশিয়া, সিংগাপুর, এমন অনেক দেশেই ইন্ডিয়ানরা ব্যাবসাপ্রতিষ্ঠান দোকানপাট খুলে রেখেছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে, বাংলাদেশে হলে আমরা সবাই বলতাম দেশ বিক্রি হয়ে গেছে,, কিন্তু বিদেশিরা এসব না বলে তাদের দেশ উন্নয়ন হওয়ার জন্য ভারতীয় বা অন্যআন্যন দেশের বিনিয়োগকারীদের সুযোগ দিয়ে রাখে, এই জন্য তাদের দেশ উন্নয়নশীল আর আমাদের দেশ আন্দোলনশীল।
কি কি বয়কট করবেন ভাই বলেন একটু?