আমাদের প্রানের শহর টাংগাইল

আমাদের প্রানের শহর টাংগাইল Tangail Always Great & Wonderful City...😍
(3)

বাংলাদেশের প্রথম প্যারা ট্রুপার দম্পতি:মেজর মঞ্জুরুল এবং মেজর নুসরাত।২০১৩ সালে ১১ এপ্রিল তিন হাজার ফুট উচ্চতায় বিমান থেক...
29/05/2024

বাংলাদেশের প্রথম প্যারা ট্রুপার দম্পতি:মেজর মঞ্জুরুল এবং মেজর নুসরাত।
২০১৩ সালে ১১ এপ্রিল তিন হাজার ফুট উচ্চতায় বিমান থেকে যুগলভাবে লাফ দিয়ে মাটিতে একইসঙ্গে অবতরণ করে সিলেটের পানিছড়া ড্রপজোনে এ রেকর্ড গড়েন মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক ও মেজর নুসরাত নুর আল চৌধুরী দম্পতি।

ছাত্রী মেসে গোপনে ভিডিও ধারণ, প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ছাত্রী মেসে গোপনে ভিডিও ধা...
23/05/2024

ছাত্রী মেসে গোপনে ভিডিও ধারণ, প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি


ছাত্রী মেসে গোপনে ভিডিও ধারণ, প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি -

বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্ত মেসে থাকা নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের মালামালসহ তাদের প্রক্টর অফিসে নিয়ে আসেন
একতার কণ্ঠঃ টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এলাকায় ছাত্রীদের একটি মেসে ভিডিও ধারণের অভিযোগের যথাযথ বিচার না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১টায় শিক্ষার্থীরা মুক্তমঞ্চে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুক্তমঞ্চে অবস্থা করছিলেন শিক্ষার্থীরা।

ছাত্রীদের অভিযোগ, সন্তোষ ঘোষপাড়া এলাকার সরকার বাড়ির মেস মালিকের ছেলে কৌশলে ভেন্টিলেটর দিয়ে বাথরুমের ভেতর মোবাইল ক্যামেরা স্থাপন করেন। এক পর্যায়ে তা দেখে ফেলেন চতুর্থ বর্ষের এক ছাত্রী। ক্যামেরা দেখে তিনি চিৎকার করেন। বাইরে এসে মেসের অন্য মেয়েদের নিয়ে ক্যামেরা আসলো কী ভাবে তা দেখতে তারা ছাদে যান। সেখানেই দেখতে পান মেস মালিকের ছেলে তুহিন সরকারকে। ছাত্রীরা দিশেহারা ও আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত নিজ বিভাগের চেয়ারম্যানকে ঘটনাটি জানান। চেয়ারম্যান বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাতে বলেন। পরে গত ৮ মে প্রক্টরিয়াল বডিকে লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী ছাত্রী।

প্রক্টর অফিসে দেওয়া অভিযোগ পত্রে তিনি জানান, আমি সন্তোষ ঘোষপাড়ার হানিফ সরকারের ছাত্রী মেসের পঞ্চম তলায় ছিলাম, গত ৭ মে জরুরি প্রয়োজনে মেসে আসার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোসলে ঢুকি। গোসলরত অবস্থায় বাথরুমের জানালায় আমি লাঠি জাতীয় কিছুর সাথে একটি ফোনের ক্যামেরার দিকটা বাধা অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিক আমি মেসে যারা ছিল তাদের সবাইকে একসাথে চিৎকার করে ডেকে খুঁজে দেখতে বলি যে ছাদে কেউ আছে কি না, যখন সবাই ছাদে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে তখন তারা বুঝতে পারে কেউ লুকানোর চেষ্টা করছে, সিঁড়িঘরে ট্যাংকের পিছনে। যখন সবাই বুঝতে পারে এবং তাকে বের হয়ে আসতে বলে তখন সে কোনো শব্দ ছাড়া শুয়ে পড়ে, অনেকক্ষণ ডাকাডাকির পর সেখান থেকে বাড়িওয়ালার ছেলে তুহিন সরকার বের হয়ে আসে এবং পুরো বিষয়টিকে অস্বীকার করে। তখন তার পরিবারকে জানানো হলেও তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা চলে যাওয়ার পর পুনরায় খোঁজাখুজি করলে একটি লাঠি দড়ি বাঁধাসহ ট্যাংকের পাশে খুঁজে পাওয়া যায়। বর্তমানে মেসে অবস্থানরত মেয়েরা বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে এই ভয়ে যে, এই লোক এই ধরনের ভিডিওগ্রাফি কতদিন যাবত করছে? কত মেয়ের অপ্রীতিকর ভিডিও এর আগে করা হয়েছে। এই মেসে অবস্থানরত মেয়েরা সুরক্ষার কথা বিবেচনা করে এই ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান মেসে অবস্থানরত মেয়ে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে আদম তমিজি হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এই ঘটনা জানাজানির পর ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত ১৯ মে সাধারণ শিক্ষার্থীরা উপর্যুক্ত শাস্তির দাবিতে ভিসি কার্যালয়ে অবস্থান নেন। তারপরেও সুষ্ঠু বিচার না পেয়ে বৃহস্পতিবার মুক্তমঞ্চে অবস্থান নেন। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্ত মেসে থাকা নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের মালামালসহ তাদের প্রক্টর অফিসে নিয়ে আসেন। নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রক্টর অফিসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর (দায়িত্বরত প্রক্টর) শাকিল মাহমুদ শাওনের মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মেট্রো রেলওয়েতে *** প্রথম পুলিশ।
23/05/2024

মেট্রো রেলওয়েতে *** প্রথম পুলিশ।

হস্ত ও কুটির শিল্প মেলা টাংগাইল-২০২৪
10/05/2024

হস্ত ও কুটির শিল্প মেলা টাংগাইল-২০২৪

কোটি টাকার হেলেপড়া বেড়াডোমা ব্রীজ ভেঙে নতুন ব্রিজের কাজ শেষের দিকে!  পশ্চিম টাঙ্গাইলের মানুষের যাতায়াতের দুর্ভোগ শেষ হ...
03/05/2024

কোটি টাকার হেলেপড়া বেড়াডোমা ব্রীজ ভেঙে নতুন ব্রিজের কাজ শেষের দিকে!
পশ্চিম টাঙ্গাইলের মানুষের যাতায়াতের দুর্ভোগ শেষ হতে যাচ্ছে।

স্বপ্ন ছিল দুই তলা বাড়ি করবেন, করে দেখিয়েছেন  তিনি বলছি চুয়াডাঙ্গার কাঁঠালতলা ও ডুগডুগি মাঝ পয়েন্ট এর সেই রাস্তার ধা...
20/04/2024

স্বপ্ন ছিল দুই তলা বাড়ি করবেন, করে দেখিয়েছেন তিনি বলছি চুয়াডাঙ্গার কাঁঠালতলা ও ডুগডুগি মাঝ পয়েন্ট এর সেই রাস্তার ধারে দুই তলা বাড়িটির কথা তিলে তিলে নিজ হাতে গড়া দুই তলা বাড়ির মালিক দুতলায় বসে আছেন।
#চুয়াডাঙ্গা #মাখালডাঙ্গায় #দামুড়হুদা

মনে পরে কি সেই হারিয়ে যাওয়া দিনের কথা...??
19/04/2024

মনে পরে কি সেই হারিয়ে যাওয়া দিনের কথা...??

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় ১ জন যুবকের মৃত্যু। যুবকের মরদেহ টাঙ্গাইল স্টেশনে নামানো হলো। দয়া করে ...
17/04/2024

ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় ১ জন যুবকের মৃত্যু। যুবকের মরদেহ টাঙ্গাইল স্টেশনে নামানো হলো। দয়া করে কেউ ট্রেনের ছাদে উঠবেন না।

একসময় এই বাড়িতে সসন্ধ্যায় বাতি জ্বালতো ঘোমটা টানা বউ। চাঁদ রাতে বাড়ির উঠানে গল্পের আসর বসতো।  কালের বিবর্তনে আজ সব ফিকে ...
17/04/2024

একসময় এই বাড়িতে সসন্ধ্যায় বাতি জ্বালতো ঘোমটা টানা বউ। চাঁদ রাতে বাড়ির উঠানে গল্পের আসর বসতো। কালের বিবর্তনে আজ সব ফিকে হয়ে গেছে...

ঢাকা টাংগাইল হাইওয়ে তে আজ ২ টা ট্রাক উল্টে গেছে।
06/04/2024

ঢাকা টাংগাইল হাইওয়ে তে আজ ২ টা ট্রাক উল্টে গেছে।

বাপে বাজারে গিয়ে ১০ টাকার পঁচা আলু খোঁজে আর ছেলে ফেসবুকে বয়কট মা/রায়, ভারত থেকে যা যা আমদানি করা হয় তার  মোটামুটি  একটা ...
05/04/2024

বাপে বাজারে গিয়ে ১০ টাকার পঁচা আলু খোঁজে আর ছেলে ফেসবুকে বয়কট মা/রায়, ভারত থেকে যা যা আমদানি করা হয় তার মোটামুটি একটা লিষ্ট দিলাম. সি এন জি, টাটা গাড়ি, ট্রাক, বান্দরবান নীলগীরি যাওয়ার চান্দের গাড়ি মাহিন্দ্রা গাড়ি, বেশিরভাগ মটর বাইক ইন্ডিয়ান
👉 চাল, চিনি,গম, ডাল, আলু, পেঁয়াজ, ছোলা, ভুট্টা, আদা, কাঁচা মরিচ, শুকনা মরিচ, মাছ, মাংস, শুটকি মাছ, মটরশুটি, সজনা ডাটা, নারকেল,গমের ছিলকা, গুর, পাট বিজ, সরিসা, আপেল, আঙুর, বেদানা.. , , কমলালেবু, কিসমিস বাদাম, চাপাতা, মধু, কাজুবাদাম, জিরা,.. এলাচ, বড়োএলাচ, মেথি, তিল, সোয়াবিন, গোলমরিচ, মুরগির খাবার, মাছের খাবার, তেতুলবিচি, ঔষধ, ব্লিচিং পাউডার, কসমেটিক, মনিহারি.. পাউডার, জামাকাপর , ব্লাঙ্কেট, বিভিন্ন যন্ত্রপাতি, ক্রেন, গাড়ি টায়ার, গাড়ি.. ট্রেন ইন্জিন, ট্রেনকোচ, বোল্ডার পাথর.. চিপস পাথর, শিলপাটা,অক্সিজেন,, আরো অনেক কিছু........ সৌদি আরব,কাতার,ডুবাই,কুয়েত,ওমান,
মালেশিয়া, সিংগাপুর, এমন অনেক দেশেই ইন্ডিয়ানরা ব্যাবসাপ্রতিষ্ঠান দোকানপাট খুলে রেখেছে, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে, বাংলাদেশে হলে আমরা সবাই বলতাম দেশ বিক্রি হয়ে গেছে,, কিন্তু বিদেশিরা এসব না বলে তাদের দেশ উন্নয়ন হওয়ার জন্য ভারতীয় বা অন্যআন্যন দেশের বিনিয়োগকারীদের সুযোগ দিয়ে রাখে, এই জন্য তাদের দেশ উন্নয়নশীল আর আমাদের দেশ আন্দোলনশীল।

কি কি বয়কট করবেন ভাই বলেন একটু?

করটিয়া জমিদার বাড়ির এক অংশ
29/03/2024

করটিয়া জমিদার বাড়ির এক অংশ

টাংগাইল আটো রিকশার নতুন ভাড়ার তালিকা
22/03/2024

টাংগাইল আটো রিকশার নতুন ভাড়ার তালিকা

বংশাই নদী.. মিরিকপুর বাসাইল, টাংগাইল।
08/02/2024

বংশাই নদী..

মিরিকপুর বাসাইল, টাংগাইল।

নারীদের জন‍্য এমন একটা বাজার হলে কেমন হবে?
03/02/2024

নারীদের জন‍্য এমন একটা বাজার হলে কেমন হবে?

-উনিশ শতকের বিশ দশকের নিরালা মোড়, টাংগাইল । ডানপাশে ঘ্যাগের দালান সামনে শ্যামবাবুর খালের উপর কাঠের ব্রিজ। #টাংগাইল    #ন...
01/02/2024

-উনিশ শতকের বিশ দশকের নিরালা মোড়, টাংগাইল । ডানপাশে ঘ্যাগের দালান সামনে শ্যামবাবুর খালের উপর কাঠের ব্রিজ।

#টাংগাইল

#নিরালামোড়

Dhaka City! ❤️ Mohakhali Flyover 📌
01/02/2024

Dhaka City! ❤️ Mohakhali Flyover 📌

শুক্রবার বিকা‌লে সখীপুর উপ‌জেলার ফাইলা পাগলার মেলায় বিশেষ অ‌ভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবীদের ৬০ টি ছাপড়া ঘর ভেঙে গুড়িয়...
20/01/2024

শুক্রবার বিকা‌লে সখীপুর উপ‌জেলার ফাইলা পাগলার মেলায় বিশেষ অ‌ভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবীদের ৬০ টি ছাপড়া ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে সখীপুর থানা পুলিশ।

07/01/2024

টাঙ্গাইল এর ৮ টি আসনে বিজয়ী প্রার্থীগণঃ

১ (মধুপুর-ধনবাড়ী) আঃ রাজ্জাক ভোলা (নৌকা ⛵)
২ (ভূঞাপুর-গোপালপুর) ছোট মনির (নৌকা⛵)
৩ (ঘাটাইল) আমানুর রহমান খান রানা (ঈগল 🦅)
৪ (কালিহাতী) লতিফ সিদ্দিকী (ট্রাক🚛)
৫ (সদর) ছানোয়ার হোসেন (ঈগল 🦅)
৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু (নৌকা ⛵)
৭ (মির্জাপুর) খান আহমেদ শুভ (নৌকা ⛵)
৮ (সখীপুর-বাসাইল) অনুপম শাহজাহান জয় (নৌকা ⛵)

সবাইকে অভিনন্দন.....🌸
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন জননেত্রী শেখ হাসিনার সফলতা ও দূরদর্শীতার একটি মাইলফলক।

টাংগাইলে কার বাড়ি কোথায়/?
28/12/2023

টাংগাইলে কার বাড়ি কোথায়/?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্...
25/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক- ৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে ৫ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্য রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আমাদের প্রানের শহর টাংগাইল

টাংগাইল কি এমন হবে?  আপনার কি ধারণা??
24/12/2023

টাংগাইল কি এমন হবে? আপনার কি ধারণা??

মোহাম্মদ লোকমান হোসেন।টাঙ্গাইল সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)তিনি পূর্বে ঘাটাইল থানার ওসি ছিলেন।
09/12/2023

মোহাম্মদ লোকমান হোসেন।
টাঙ্গাইল সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
তিনি পূর্বে ঘাটাইল থানার ওসি ছিলেন।

পীরগাছা রাবার বাগান মধুপুর টাংগাইল🖤 রাবার বাগান দেখেছেন কে কে ?
09/12/2023

পীরগাছা রাবার বাগান মধুপুর টাংগাইল🖤

রাবার বাগান দেখেছেন কে কে ?

আমাদের প্রিয় টাংগাইল শহর..❤️❤️👍👌
08/12/2023

আমাদের প্রিয় টাংগাইল শহর..❤️❤️👍👌

পাখির চোখে বৃষ্টিতে ভেজা প্রিয় টাঙ্গাইল ❤️
07/12/2023

পাখির চোখে বৃষ্টিতে ভেজা প্রিয় টাঙ্গাইল ❤️

টাংগাইল জেলার ২,৫১৬ টি গ্রামের মধ্যে  আপনার গ্রামের নাম কি?
04/12/2023

টাংগাইল জেলার ২,৫১৬ টি গ্রামের মধ্যে আপনার গ্রামের নাম কি?

03/12/2023

Address

Tangail Sador
Tangail
1900

Telephone

+8801974301196

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের প্রানের শহর টাংগাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share