Unique Tv

Unique Tv Creative Level Next�
(6)

03/06/2024

মহানন্দপুর পশ্চিমপাড়া কাপ পিরিচের উঠান বৈঠক থেকে..

03/06/2024

কাপ পিরিচের আখেরি মিছিল সাখিপুর থেকে

02/06/2024

কাপ পেরিচের নির্বাচনী পথসভায় বিড়িখোলা পথসভায়

31/05/2024
31/05/2024

কাপ পিরিচ এর নির্বাচনি পথসভায়

আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
13/03/2024

আগ্রহীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো

টাকা ছাপানো বন্ধ রাখার পরামর্শ ওয়াহিদ উদ্দিন মাহমুদের----টাকা না ছাপিয়ে মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে অ...
21/09/2023

টাকা ছাপানো বন্ধ রাখার পরামর্শ ওয়াহিদ উদ্দিন মাহমুদের
----
টাকা না ছাপিয়ে মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাজারে অর্থ প্রবাহ রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ পরামর্শ দেন। বৈঠকে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ডেপুটি গভর্নররাও ছিলেন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া এবং টাকার বিনিময় হার উর্ধ্বমুখী থাকা নিয়ে এক ধরনের চাপের মূখে রয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে অর্থনীতির চাপ সামলাতে করণীয় জানতে অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবহিকতায় অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ সমাধানে দীর্ঘ মেয়াদী ও স্বল্পমেয়াদী উদ্যোগ নিতে পরামর্শ দেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাইপাওয়ারড মানি (ছাপানো টাকা) সরকারকে দেওয়া বন্ধ করার সময় হয়েছে। শুধু সরকার নয়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকসহ সব ব্যাংকেও আর হাইপাওয়ারড মানি দেওয়া যাবে না।”

বাণিজ্যিক ব্যাংকগুলো সক্ষমতা হারানোয় কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ধার দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে শুরু করেছে, যা মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখছে বলে মনে করা হচ্ছে।

ওয়াহিদ উদ্দিন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির দিকে আপাতত না তাকিয়ে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের দিকে গুরুত্ব দিতে হবে। এজন্য মূল্যস্ফীতির হার দেখে বাজারে টাকার প্রবাহ সামঞ্জস্যশীল হওয়া দরকার। দীর্ঘ মেয়াদী ঋণের পরিবর্তে চলতি মূলধন দিয়েও ঋণ প্রবাহ কমানো সম্ভব।

অর্থপাচার রোধ ও বাজারমূখী বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া উদ্যোড়ের প্রশংসা করে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসাসহ সব বিষয়ে সরকারের রোডম্যাপ সম্পর্কে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য বক্তব্য অংশীজনদের দিতে হবে। তা না হলে উদ্যোগ সফল হওয়া কঠিন হবে।

অংশীজনদের সঙ্গে এসব বৈঠকে আসা পরামর্শ আগামী মুদ্রানীতিতেও স্থান পাবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে হাইপাওয়ারড মানি অনেকটাই বন্ধ করে দিয়েছি। সাম্প্রতিক সময়ে কোনো ডেভলপমেন্টে যাইনি, সরকারওকে ঋণ দেওয়া হয়নি এভাবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের প্রবাহ কিছুটা সংকুচিত করতে আটসাঁটো মূদ্রানীতির ভঙ্গিতে যাবে বাংলাদেশ ব্যাংক।”

-সোর্স.. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সখীপুরের হতেয়া গ্রামে দুই চাচাতো বোনের মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
17/09/2023

সখীপুরের হতেয়া গ্রামে দুই চাচাতো বোনের মৃতদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

29/06/2023

😃😃

25/06/2023

টিম মেম্বারদের সাথে, গানে গানে আড্ডা 😍

25/06/2023

খুনি এরশাদ শিকদার..

24/06/2023

→ ফুটবল স্রষ্টার কখনো জন্মদিন হয় না
→ যা হয় সেটা তার আবির্ভাব 🥀
→ শুভ জন্মদিন ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য
→ রূপকথার রাজকুমার লিওনেল গ্রেটেস্ট মেসি 🖤

21/06/2023

ঈদের গরু কিনে বাড়ি যাচ্ছি 😅

19/06/2023

ভাইয়েরা,ভাবিরা এদিকে তাকান.... 😉😉

17/06/2023

বাবু উঠছো😃

17/06/2023

বিয়া মানেই খাওন আর খাওন 😅

14/06/2023

🫶🥀💙🥀🫶

08/06/2023

মমতাজের বিদ্যুৎ 😅

তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রযোজক বরকতউল্লাহকে ফোন করে অনুরোধ করলেন - হুমায়ূন আহমেদকে বলুন, নাটকের শেষে বাকেরকে ...
07/06/2023

তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রযোজক বরকতউল্লাহকে ফোন করে অনুরোধ করলেন - হুমায়ূন আহমেদকে বলুন, নাটকের শেষে বাকেরকে বাঁচিয়ে রাখা যায় কিনা..বরকতউল্লাহ ফোন দিলেন হুমায়ুন আহমেদকে। হুমায়ূন আহমেদ রাজি হলেন না। তিনি স্বাধীনচেতা লেখক। তিনি স্ক্রিপ্টে যা ভেবে রেখেছেন সেটাই করবেন। জনগণের আন্দোলন কিংবা প্রধানমন্ত্রীর অনুরোধকে গ্রাহ্য করার লোক তিনি না। আজ, এই ২০২৩ সালে দাড়িয়ে কল্পনা করুন বাংলাদেশের সিনেমাতেও কি বাকের ভাইকে টেক্কা দেওয়ার মতো কোন শক্তিশালী চরিত্র তৈরী হয়েছে? আমার অন্তত জানা নেই।নাটকের শেষদিকে যখন মিথ্যে মামলায় বাকের ভাইয়ের ফাঁসি হবার একটা সম্ভাবনা দেখা দিলো, তখনই সবচেয়ে অভূতপূর্ব ঘটনা টা ঘটলো। প্রিয় চরিত্রের ফাঁ*সি হয়ে যাবে এটা মেনে নিতে না পেরে রাস্তায় নেমে এলো সাধারণ মানুষ। হুমায়ুন আহমেদের বাড়িতে পাঠানো হলো উড়ো চিঠি, প্রেসক্লাবের সামনে হলো মানববন্ধন। ঢাকার বাইরেও মিছিল বের হলো, স্লোগান উঠলো - 'বাকের ভাইয়ের ফাঁ*সি কেনো, কুত্তাওয়ালী জবাব চাই', 'বাকের ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে..' ২১ সেপ্টেম্বরে সারা বাংলাদেশ কেঁদেছিলো। শোক মিছিল বের হলো সারা বাংলাদেশে। বাকের ভাইয়ের সবচেয়ে কাছের বন্ধু বদির বাড়িতে হামলা করলো সাধারণ জনতা। বদি কে বাড়ি থেকে সরিয়ে অন্যত্র রাখা হলো। নাটকের শেষ দৃশ্যের শ্যুটিংও লুকিয়ে করা হয়েছিলো। একটা নাটক কতটা জনপ্রিয় হলে সাধারণ মানুষ এমনটা করতে পারে। আর এই নাটকে বাকের ভাইয়ের সবচেয়ে পছন্দের বিখ্যাত সেই গান - "হাওয়া মে উড়তা যায়ে, মোরা লাল দুপাট্টা মাল মাল, কাজ মোরা লাল দুপাট্টা মাল মাল কাহো জি হো জি"

–•কোথাও কেউ নেই (হুমায়ুন আহমেদ)।

Address

TSS BRAND
Tangail

Telephone

+8801751105693

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Tv:

Videos

Share



You may also like