Shuvo Dey 2.0

Shuvo Dey 2.0 From now, I will share all kinds of videos and authentic news in this platform.
(11)

Permanently closed.
14/04/2023

কনভেনশন জলসা....

জলসায় উপস্থিত ছিলেন পীরে কামেল শাহ সুফী মোঃ এমরানুল হক নিলয় , প্রধান অতিথি ছিলেন কুতবে রব্বানী সারা গায়ে চুলকানি শাহ আশিকুর রহমান সাহেব। প্রধান বক্তা হিসেবে কথা বলার ছিল হজরত শরিফুল ইসলাম ফরিদপুরী। কিন্তু তার লন্ডনে ক্যালিফোর্নিয়ায় একটা জলসা থাকার কারনে আসতে পারেন নি।পরে আল শাহরিয়া রোকনকে জলসা সামলাতে হয়েছে।

13/04/2023

নববর্ষের শুভেচ্ছা জানালেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....

ভিডিও: M.M. Emrul Kayas


#নববর্ষ

08/04/2023

টাঙ্গাইলে আড়ং এর আউটলেট উদ্বোধনের প্রথম দিনেই....... 😆😆



ভিডিও: লিওন হোসেন।

01/04/2023

ইন্টার্নশীপ রিপোর্ট, থিসিস পেপার ও মনোগ্রাফ টাঙ্গাইলে যেভাবে বাঁধাই করা হয়......

27/03/2023

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় ১,২৪,৪৪৪ টাকা।

(সূত্র : সর্বশেষ ইউজিসির বার্ষিক প্রতিবেদন )

27/03/2023

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে...
মোট শিক্ষক- ২৪৩
মোট কর্মকর্তা- ২৪৭
মোট কর্মচারী- ৩৬৪
মোট শিক্ষার্থী - ৫৩৪৭

(সূত্র : ইউজিসির বার্ষিক প্রতিবেদন )

21/03/2023

Jadur Shohor Dhaka By MBMC

Congratulations!!Mahtab Alahi Vai for selecting as a Commercial Officer, Biman Bangladesh Airlines.
21/03/2023

Congratulations!!
Mahtab Alahi Vai for selecting as a Commercial Officer, Biman Bangladesh Airlines.

বন্ধুত্বের অপূর্ব নিদর্শন সমাবর্তনেও...©Shuvo 2.0
21/03/2023

বন্ধুত্বের অপূর্ব নিদর্শন সমাবর্তনেও...

©Shuvo 2.0

সমাবর্তনের পরিপূর্ণতা এখানেই....© Shuvo Dey 2.0
20/03/2023

সমাবর্তনের পরিপূর্ণতা এখানেই....
© Shuvo Dey 2.0

20/03/2023

Mira Baai | JI Pappu | MBMC | MBSTU

19/03/2023

" ইমনকে আজকে হাসপাতাল হতে বাসায় নেওয়া হয়েছে। তবে আগামী এক মাস প্রতিনিয়ত ডাক্তারের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে এবং আগামী তিন থেকে চার মাস ঔষধ সেবন করতে হবে। স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগবে। মহান আল্লাহর রহমতে ইমন দ্রুতই সুস্থ ও স্বাভাবিক হবে ইনশাআল্লাহ।" - গনিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা মিয়া স্যার।

19/03/2023

O Jhora Pata ( ও ঝরা পাতা ) | Joler Gaan | Bangla Folk Band Song

Congratulations!! Md. Iqbal Mahmud Chanchal Sir.Newly appointed Honorable Dean, Faculty of Engineering, MBSTU.
14/03/2023

Congratulations!!
Md. Iqbal Mahmud Chanchal Sir.
Newly appointed Honorable Dean, Faculty of Engineering, MBSTU.

মাভাবিপ্রবির প্রথম গেইটের সামনে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।মাভাবিপ্রবি পরিবারের গণিত ...
11/03/2023

মাভাবিপ্রবির প্রথম গেইটের সামনে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী পালন করছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।মাভাবিপ্রবি পরিবারের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ইমন মারাত্নক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর কেউ যাতে সড়ক দূর্ঘটনায় না পড়ে এজন্য শিক্ষার্থীরা দাবি করেছেন। দাবি পূরন না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় থাকবে বলে জানা যায়।

শিক্ষার্থীদের দাবি সমূহঃ
১/ ইমনের দুর্ঘটনায় দোষী সিনজি ড্রাইভার কে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

২/ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ট্রাফিক বক্সের ব্যবস্থা করতে হবে।

৩/ কাগমাড়ি মোড় হতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঘোষপাড়া ব্রিজ পর্যন্ত স্পীড ব্রেকার ও জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করতে হবে।

৪/ বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট থেকে ২ য় গেইট পর্যন্ত ফুটপাথের ব্যবস্থা করতে হবে।

৫/ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেইট গুলোতে কোন প্রকার অটো স্ট্যান্ড ও দোকান থাকা যাবে না।

৬/ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।

৭/ যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা দূর করতে হবে ।

10/03/2023

আলহামদুলিল্লাহ। ইমনের জ্ঞান ফিরেছে। ইমন এর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। নাড়াচাড়া করতেসে। কথা শুনে, হাল্কা করে কথা বলে।
আমি ভিজিট আসলাম মাত্রই।
- ইমনের সাথে থাকা গনিত বিভাগের শিক্ষার্থী আরাফাত তরফদার রোহান (৫.১)।
বিকাল ০৪.৪২, ১০ মার্চ।

10/03/2023

গণিত বিভাগের ছোট ভাই ইমন সড়ক দুর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা সকলেই মর্মাহত। আমরা চাই না এমন দুর্ঘটনা আর কারো সাথে হোক।
সেজন্য আমরা শিক্ষার্থীরা সবাই আগামীকাল শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নিবো৷ স্পীড ব্রেকার এবং ফুটপাত করতে হবে এই রাস্তায়, একটা গতি লিমিট করে দিতে হবে। স্পীড ব্রেকার অবশ্যই রং দিয়ে চিহ্নিত করে দিতে হবে। যতক্ষণ না এর সুষ্ঠু সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান নিবো।। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের উক্ত অবস্থান কর্মসূচিতে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি৷।

--অনুরোধে
মানিক শীল
বাংলাদেশ ছাত্রলীগ, মাভাবিপ্রবি।।

10/03/2023

সকালের রাউন্ড করা ডাক্তার জানান, ইমনের শারীরিক অবস্থার কোন উন্নতি নেই। আগের অবস্থাতেই আছে। GCS লেভেল ৮ এই আছে। আরো ১/২ দিন লাইফ সাপোর্ট এ থাকবে জ্ঞান না ফেরা পর্যন্ত। তার আগে কিছুই বলা যাচ্ছে না।- ইমনের সাথে থাকা গনিত বিভাগের আরাফাত তরফদার রোহান (৫.১)।

দুপুর ১২.১৫, ১০ মার্চ।

10/03/2023

ইমনের জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তার রাউন্ড দিচ্ছে। রাউন্ড শেষে এখনকার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে। - ইমনের সাথে থাকা গনিত বিভাগের আরাফাত তরফদার রোহান (৫.১)।
সকাল ১১.১৫, ১০ মার্চ।

10/03/2023

আমি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপদ যাতায়াতের নিশ্চিতকরনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট করতে চাই। সকলের সহযোগিতা কাম্য। আর কোন ইমন কাম্য নয়।
শাকিল মাহমুদ শাওন স্যার, সহকারী প্রক্টর, মাভাবিপ্রবি |

09/03/2023

আমি কিছুক্ষণ আগে ইমনকে ভিজিট করেছি। ডাক্তারের তথ্য অনুযায়ী, ইমনের বিপি,পালস রেট স্বাভাবিক হলেও শঙ্কামুক্ত নয়। কোমায় যাওয়ার আগের স্টেজ এ এখনো আছে। GCS লেভেল ১০ থাকলে কিছুটা শঙ্কামুক্ত। কিন্তু গতকাল অপারেশন এর আগে থেকেই ৭/৮। এখন ৮ এ আছে। ৬ হলে রিস্ক। আর এই লেভেল বৃদ্ধি করার উপায়ও নেই।

অপারেশন এর পর থেকেই অবজারভেশনে এ আছে। স্বাভাবিক অপারেশন এ ২৪ ঘণ্টার মধ্যে পেশেন্ট নাড়াচাড়া করে। কিন্তু মাথায় আঘাত বেশি পাওয়া ও রক্ত বেশি জমাট হবার কারণে জ্ঞান ফিরতে ইমনের সময় লাগতেসে।
কখন জ্ঞান ফিরে সেটা বলা মুশকিল। ২/৩ দিন বা এর বেশি ও লাগতে পারে। আর জ্ঞান ফিরার পর কি হয় সেটা জানাও মুশকিল। উপর আল্লাহ ভাল জানেন। রিস্ক এখনো আছেই। সবার দোয়া চাই।
- গনিত বিভাগের আরাফাত তরফদার রোহান (৫.১)

ঠিকানা: বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইমারজেন্সি ব্লক,কেবিন ব্লক,লিফট এর ৬ - ৭ম তলা।

গনিত বিভাগের ইমনকে অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইউ তে অবজারভেশনে রাখা হয়েছে। অপারেশন এর পর ডাক্তার এর ভাষ্য মতে, মনি...
09/03/2023

গনিত বিভাগের ইমনকে অপারেশন থিয়েটার থেকে বের করে আইসিইউ তে অবজারভেশনে রাখা হয়েছে। অপারেশন এর পর ডাক্তার এর ভাষ্য মতে, মনিটরে ভাল অবস্থা দেখাচ্ছে। আর জ্ঞান ফিরার পর ভাল / মন্দ যেকোন কিছু হতে পারে। ব্রেইন থেকে প্রচুর (৬০ সিসি) রক্ত বের হয়েছে। সবকিছু উপর আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। সবার দোয়া ও ভালোবাসা ছিল বলেই অপারেশন সাকসেসফুল হয়েছে।- ইমনের সাথে হাসপাতালে থাকা গনিত বিভাগের আরাফাত তরফদার রোহান (৫.১)।

08/03/2023

সড়ক দূর্ঘটনায় আহত গনিত বিভাগের শিক্ষার্থী ইমনের চিকিৎসার সর্বশেষ তথ্য-

সিট সংকটের কারণে ইমনকে ঢাকার আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এ নেওয়া হচ্ছে না৷ তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হচ্ছে। ভিসি স্যার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছেন। তথ্যটা নিশ্চিত করেছেন- শাকিল মাহমুদ শাওন স্যার, সহকারী প্রক্টর, মাভাবিপ্রবি

এখন পর্যন্ত সর্বশেষ তথ্য..টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)র গনিত বিভাগের ছাত্র ...
08/03/2023

এখন পর্যন্ত সর্বশেষ তথ্য..
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)র গনিত বিভাগের ছাত্র মোঃ ইমন রাস্তা পারাপার হতে গিয়ে গুরুতর আহত হয়েছেন৷

প্রতক্ষ্যদর্শী থেকে জানা যায় যে, আজ সকালে কাগমারী-চারাবাড়ি রোডের ঘোষ পাড়া পাঁচআনি পাড়া মোড়ে (পূর্বের ব্রীজের ঢাল) রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনার শিকার হন মোঃ ইমন। প্রত্যক্ষদর্শীরা জানান, চারাবাড়ি থেকে আসা অতিরিক্ত দ্রুতগামী সিএনজির সাথে রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লাগে মাভাবিপ্রবি শিক্ষার্থী ইমনের এবং ঘটনা স্থলেই তিনি জ্ঞান হারান।

প্রতক্ষ্যদর্শীরা আরও জানান, ধাক্কা লাগার পর মো. ইমন প্রায় ৫-৭ হাত দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই জ্ঞান হারায়। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা সকলে এগিয়ে এলে, মো. ইমনকে প্রথমে ওই আক্রান্ত সিএনজি দিয়ে ক্যাম্পাসের মেডিকেলে দিয়ে নেয়া হয়।

মেডিকেলে উপস্থিত শিক্ষার্থীদের থেকে জানা যায়, পার্লস রেট থাকলেও জ্ঞান না ফেরায় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তখন শিক্ষার্থীদের সাথে মাভাবিপ্রবির সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনও হাসপাতালে যান। সার্বক্ষনিকভাবে উপস্থিত থেকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে থেকে চিকিৎসার ব্যবস্থা সহযোগীতা করেন মাভাবিপ্রবির সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওন, গনিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা মিয়া, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাবুল হোসেন, গনিত বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের সিনিয়র ড্রাইভার মো. শাহেদ আলী । দায়িত্বরত চিকিৎসকেরা সেখানে সিটি স্ক্যান করলে দেখা যায়, আহত শিক্ষার্থীর ব্রেইন এর মেম্ব্রেন এ ব্লিডিং হওয়ায় রক্ত জমে আছে৷ অস্ত্রোপাচারের সাহায্যে জমে থাকা রক্ত বাহির করে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মো. ইমনকে ঢাকার আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (এন.আই.এন.এস) এ নেওয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, (বিকাল ৬ টা) গনিত বিভাগের আরাফাত তরফদার রোহান (৫.১), শরীফুল আরাফাত (৪.১), আসিফ হাসান (৩-১), রায়হান আকাশ (২.১), মো.সাদ্দাম হোসেন (২.১), মেহেরাব হোসেন (১.১) ও সিনিয়র ড্রাইভার মো. শাহেদ আলী অ্যাম্বুলেন্সে ঢাকার আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের জন্য রওনা দিয়েছেন। সাভার থেকে তাদের সাথে গনিত বিভাগের সহকারী অধ্যাপক মীর কাওছার আহমেদ ও যাবেন।

উল্লেখ্য যে, মো. ইমন মাভাবিপ্রবির গনিত বিভাগের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তার বাসা ঢাকার ডেমরার সারুলিয়া তে (চিটাগং রোডের উত্তর পাশে) এবং গ্রামের বাসা নবীনগর,ব্রাক্ষণবাড়িয়া ।

08/03/2023

Coffee Houser Sei Addata Aaj Aar Nei By Drubotara

08/03/2023

Premi O Premi X Beni Khuley BY Md. Shefat Ahmed, Vabna
,A.r. Lipu &Laboni Talukdar Eusha | Club:Dhrubotara

08/03/2023

Mon Amar Deho Ghori X Bulbuli X NIZAMUDDIN AULIYA BY Prottoy & Mithila | Drubotara

আমরা সব গ্র‍্যাজুয়েট ভূত!!! ©Utpal Aditto Da
07/03/2023

আমরা সব গ্র‍্যাজুয়েট ভূত!!!
©Utpal Aditto Da

07/03/2023

Emon Jodi Hoto | এমন যদি হতো | Joler Gaan

#জলের_গান

Congratulations!! Mohammad Dalour Hossain Dipu Vai💙Junior Commissioned Officier, (9th grade), Bangladesh Army.
07/03/2023

Congratulations!!
Mohammad Dalour Hossain Dipu Vai💙
Junior Commissioned Officier, (9th grade), Bangladesh Army.

টেক্সটাইল ইঞ্জিনিয়ার যখন পান বিক্রেতা....
07/03/2023

টেক্সটাইল ইঞ্জিনিয়ার যখন পান বিক্রেতা....

শেখ রাসেল হলে সিট বরাদ্দের সময় বৃদ্ধি...
07/03/2023

শেখ রাসেল হলে সিট বরাদ্দের সময় বৃদ্ধি...

07/03/2023

60s vs 80s vs 2000 vs 2023
Performed By Nrittodhara

07/03/2023
07/03/2023

Dhono Dhanno Pushpe Bhora X Amar Bhaier Rokte Rangano Ekushe February X Purano Sei Diner Kotha BY Joler Gaan
#জলের_গান

নব্য গ্রাজুয়েট ©
06/03/2023

নব্য গ্রাজুয়েট
©

আমাদের সবচেয়ে কনিষ্ঠ গ্রাজুয়েট💟
06/03/2023

আমাদের সবচেয়ে কনিষ্ঠ গ্রাজুয়েট💟

যাদের রক্ত পানি করা ঘামের বিনিময়ে আমার এই অর্জন,আজকের দিনের সবটুকুই তাদের কাছে সমর্পণ। গর্বিত মা - বাবা।  ©জামিল ভূঁইয়া ...
06/03/2023

যাদের রক্ত পানি করা ঘামের বিনিময়ে আমার এই অর্জন,
আজকের দিনের সবটুকুই তাদের কাছে সমর্পণ। গর্বিত মা - বাবা।
©জামিল ভূঁইয়া ভাই

Address

Mawlana Bhashani Science And Technology University
Tangail
1900

Telephone

+8801973160878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Dey 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo Dey 2.0:

Videos

Share

Nearby media companies