Nayem's Creation

Nayem's Creation ইসলামিক ভিডিও মেকিং প্ল্যাটফর্ম। একা করি, আল্লাহ যতটূকু তাওফিক দেন, ততটুকুই। আল্লাহ কবুল করুন অধমকে।

ইবলিস তার রুপে কিংবা মানুষের রুপে এসে সরাসরি দাড়িওয়ালা এবং নেকাবওয়ালীদের এসে বলবে না যে এই সব কি করেছো! কারণ তাদের কাছে ...
10/12/2023

ইবলিস তার রুপে কিংবা মানুষের রুপে এসে সরাসরি দাড়িওয়ালা এবং নেকাবওয়ালীদের এসে বলবে না যে এই সব কি করেছো! কারণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনা রয়েছে আল্লাহর।
তাই বলে সে তার চেষ্টা ছেড়ে দিবে না। তখন ভিন্ন ভিন্ন রুপে এসে সে বলবে-
"আরেহ দাড়ি রেখেও তো সব করা যায়"/ পর্দা করেও সব করা যায়।"

ইবলিশ কে আমরা যেন দুর্বল প্রতিপক্ষ মনে না করি। মানবকুলের চাইতেও তার বয়স অনেক বেশি। তার জ্ঞ্যানও মানুষের চাইতে বেশি। আপনাকে বিপথে নেয়ার সব কৌশলে সে পারদর্শী।

আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহকে ছাড়া আপনি আপনার নিজ ক্ষমতায় শয়তানের থেকে বেচে থাকা সম্ভব নয়। কখনো না।

সেমিস্টার ফাইনালে ৫ সেট * ১৪= ৭০ নম্বর এর উত্তর করতে সিলেবাস নিয়ে কত প্ল্যানিং করি, কোন চ্যাপ্টারে পড়া কম, কোনটা সহজ, কো...
28/11/2023

সেমিস্টার ফাইনালে ৫ সেট * ১৪= ৭০ নম্বর এর উত্তর করতে সিলেবাস নিয়ে কত প্ল্যানিং করি, কোন চ্যাপ্টারে পড়া কম, কোনটা সহজ, কোনটা কঠিন বাদ দিতে হবে, কোনটা আসার সম্ভাবনা অনেক বেশি ব্লাহ ব্লাহ অনেক রিসার্চ চলে। পরীক্ষায় তো ভালো করতে হবে। ঠিক না!

মৃত্যুর পরে যে পরীক্ষার ফলাফল - তার জন্য কি প্রস্তুতি নিলাম? নিজের কাজে প্রশ্ন করেই তো আটকে যাই। আল্লাহ, যিনি বিশ্ব জাহানের প্রতিপালন, তার প্রশ্নের জবাব কিভাবে দিবো? সম্ভব!

~ ২৮ নভেম্বর, ২০২৩

25/11/2023

ব্রেইং ফাংশনিং এর সাথে গুনাহের একটা ভয়াবহ রকমের সম্পর্ক আছে। গুনাহ যত কমবে, বিশেষ করে যেটা চোখের মাধ্যমে করা হয়। চোখ থেকেই অনেক গুনাহের সুত্রপাত। যা ক্রমান্বয়ে ভয়াবহতার রুপ নেয়। চোখকে বাচাতে পারলেই দেখবেন ব্রেইন ফাংশনালিটি কিভাবে ইম্প্রুভ করে। ইনশাআল্লাহ।

24/11/2023

যারা মারা যায়, মানুষ তাদেরকে ভুলে যায়। এটা বেসিক হিউম্যান নেচার। আবার তাদের সময় ফুরিয়ে যায়। তাদেরকেও তাদের উত্তরসূরীরা ভুলে যায়। এই সাইকেল টা চলতেই থাকে। কিন্তু কিছু মানুষকে আল্লাহ চিরকাল অবিস্মরণীয় করে রাখেন।

22/11/2023

ইবনু খুবাইক রাহিমাহুল্লাহ বলেন, হুযাইফা আল-মারআশী একবার আমাকে বললেন, চারটি জিনিসের প্রতি লক্ষ্য রেখো--
১. তোমার চক্ষুদ্বয়
২. মুখ
৩. প্রবৃত্তি
৪. অন্তর
‌‌‌‌
★ তোমার চোখের ব্যাপারে সতর্ক থেকো--যেন তা হারাম জিনিসে দৃষ্টিপাত না করে।
★ তোমার মুখের ব্যাপারে সতর্ক থেকো--যেন তা কপট কথা না বলে।
★ তোমার প্রবৃত্তির ব্যাপারে সতর্ক থেকো--যেন সে মন্দ কিছু কামনা না করে।
★ তোমার অন্তরের ব্যাপারে সতর্ক থেকো--যেন তার মাঝে কোনো মুসলমানের প্রতি হিংসা-বিদ্বেষ না থাকে।..
'সালাফদের জীবনকথা' বই থেকে...

এগুলো ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে ইমেজিং করা ছবি বিভিন্ন অবজেক্ট বা বস্তুর বাইরের আবরণ বা (surface) আর ভিতরের স্ট্রাকচার...
19/11/2023

এগুলো ইলেক্ট্রন মাইক্রোস্কোপ দিয়ে ইমেজিং করা ছবি বিভিন্ন অবজেক্ট বা বস্তুর বাইরের আবরণ বা (surface) আর ভিতরের স্ট্রাকচার (inner structure)। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্যেও এত কমপ্লেক্স/জটিল গঠন, এগুলো যেন তেন বিষয় না কিন্তু। কিছু ইমেজিং দেখে ভয় লাগে, মনে হয় না জানি কি! আবার কিছু দেখে এত অবাক লাগে!

মাঝে মাঝে ভাবি, আল্লাহ কত সুক্ষ আর জটিল মেকানিজম দিয়ে এই দুনিয়াটা সাজিয়ে দিয়েছেন, আবার তিনিই এটা ধ্বংস করে দিবেন। এবং তা তার কাছে তুচ্ছ বিষয় মাত্র। তিনি সবকিছুর উর্ধে, তিনি সব বিষয়ে ক্ষমতাবান।

"এতে অবশ্যই অন্তর্দৃষ্টিসম্পন্ন লোকেদের জন্য অনেক নিদর্শন রয়েছে।" তাইসিরুল
Al Hijr - 15:75

16/11/2023

শুধু ৫ ওয়াক্ত নামাজের নামই যে ইসলাম নয়, তা আমাদের অনেকে বিচারের মাঠে গিয়ে বুঝতে পারবো আমরা। একের পর এক যখন মুখোশ খোলা হবে প্রতিটি কর্মের, তখন বোঝা যাবে। মন ফ্রেশ থাকলেই হইলো, এই যুক্তি ধূলিসাৎ হয়ে যাবে।

আল্লাহ মাফ করেন। গুনাহ গুলো মুছে পবিত্র হালতে, তেমন মুসলিম হয়ে যেমনটা আল্লাহ চান, সেই ইমান নিয়ে যেমন ছিল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ রাদ্বিয়াল্লাহু আনহুম, তেমন হয়ে রবের সাক্ষাতের সুযোগ দিন। আমিন।

15/11/2023

কতই না উত্তম হত যদি উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর মতন হতে পারতাম। ইবলিশ দূরে দূরে থাকতো কারণ সে হতাশ থাকতো আমার প্রতি। তার কোনো পরিকল্পনা যেখানে কাজে আসতো না।

যদি হতো এমন! আল্লাহুম্মাগফিরলী

বেচে থাকতেই মানুষ সবচেয়ে রহস্যময় যে বিষয়টি দেখে তা হলো মৃত্যু। আজকে আছি, একটা সময় আর থাকবো না আমি, আমার বাবা মা, আমার রক...
14/11/2023

বেচে থাকতেই মানুষ সবচেয়ে রহস্যময় যে বিষয়টি দেখে তা হলো মৃত্যু। আজকে আছি, একটা সময় আর থাকবো না আমি, আমার বাবা মা, আমার রক্তের সম্পর্কের সবাই। আমার বন্ধুবান্ধব, বড়ভাই ছোটভাই।
হুট করে যে মরণ চলে আসে কখন, হয়তো আজ থেকে অনেক বছর পর, অনেকের সাথে খুবই কম যোগাযোগ থাকবে। মরণের খবরটা প্রিয়দের কানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো জানাযা শেষ হয়ে দাফনের পর মুনকার নাকীর ব্যস্ত হয়ে পড়বে আমাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করতে।
প্রতিরাতে ঘুমানোর আগে প্রত্যেক মাফ করে দেয়া - যারা আমার হক আদায় করতে পারেনি, বা করেনি, বা নষ্ট করেছে। এইটা অনেক মহৎ একটা আমল। হতে পারে আল্লাহ এর বদৌলতে আমি যাদের হক নষ্ট করেছি, বা আদায় করতে পারিনি তাদের মন পরিবর্তন করে দিবেন, তারাও আমার মত চিন্তা নিয়েই মাফ করে দিবে আমাকে সহ সবাইকে।
অথচ বান্দার হক নষ্ট হয়ে গেলে তা নতুন করে আদায় করা অনেক কষ্টের একটা কাজ। সহজ সিস্টেমও আল্লাহ দিয়ে দিছেন। এভাবে হয়তো একটা ওসীলা হয়ে যাবে, নাজাতের রাস্তাটা সহজ করে দিবেন আল্লাহ।

আল্লাহুম্মাগফিরলী

এখন আপনাদের যে গল্পটা শােনাব, তা এক দরিদ্র যুবকের। এটা এতই বিস্ময়কর একটি ঘটনা যে, তার মুখে না শুনলে আমি কখনাে বিশ্বাসই ...
14/11/2023

এখন আপনাদের যে গল্পটা শােনাব, তা এক দরিদ্র যুবকের। এটা এতই বিস্ময়কর একটি ঘটনা যে, তার মুখে না শুনলে আমি কখনাে বিশ্বাসই করতাম না। দামেশকের এক গ্রামে যুবকটির ছােট্ট একটি বইয়ের দোকান ছিল। এটাই তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। যুবকটি তখনাে অবিবাহিত। যৌবনের তাড়নায় নিজেকে আর কোনােভাবেই ধরে রাখতে পারছিল না সে। একদিন পাশের গ্রামের এক পতিতার সাথে তার দেখা হলাে। মেয়েটা মিষ্টি কথা আর রূপ-লাবণ্যে যুবকের মন জয় করে নিল। খারাপ কাজে রাজি করিয়ে ফেলল মুহূর্তের মাঝে। যুবকটি তখন দোকানপাট সব বন্ধ করে মেয়েটার পেছন পেছন রওনা দিলাে। উল্লেখ্য, কয়েক বছর আগে যুবকটি হজ করেছে। হাঁটতে হাঁটতে তার হজের কথা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, 'আল্লাহর কসম!...

এখন আপনাদের যে গল্পটা শােনাব, তা এক দরিদ্র যুবকের। এটা এতই বিস্ময়কর একটি ঘটনা যে, তার মুখে না শুনলে আমি কখনাে বিশ্....

আচ্ছা! জান্নাতে কি চা পাওয়া যাবে?অলস মস্তিষ্ক বহু ভাবনার উঁকি দেয়। এক্সিডেন্টের তখন নবম দিন। বহুৎ কষ্টে উঠে বসতে পারি।...
13/11/2023

আচ্ছা! জান্নাতে কি চা পাওয়া যাবে?

অলস মস্তিষ্ক বহু ভাবনার উঁকি দেয়। এক্সিডেন্টের তখন নবম দিন। বহুৎ কষ্টে উঠে বসতে পারি। আমি ডক্টরকে বলেছিলাম, স্বলাতটা বসে পড়তে চাই, শুয়ে পড়তে আর ভালো লাগে না। ডক্টর ভেবে বললেন, এতটুকু এলাউড। 'চা-টা বসে খেতে চাই' এ কথা বলার সাহস আর হয়ে ওঠেনি। তবে উসুলুশ শাসীতে আমি ৯৮ নম্বর পাওয়া ছাত্র, কিয়াস করতে জানি। হোক না 'কিয়াস - মাআল - ফারিক'! আমি কিয়াস করে নিলাম।
আমি চায়ের জন্য বসি। শোয়া থেকে বসা এক যুদ্ধ, বসা থেকে শোয়া আরেক যুদ্ধ। যুদ্ধ-বিরতিতে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবি - আচ্ছা! জান্নাতে যদি মন যা চায় সব পাওয়া যায়, তবে কারও মনে যদি অন্যায় কিছু উঁকি দেয়, সে কি তাই পাবে? তাই করতে পারবে? জটিল প্রশ্ন! সমাধান খুঁজতে হবে কুরআনে।
চোখের সামনে কুরআনের আয়াত ভেসে এল, সমাধান মিলে গেল। আজীব এক কুরআন! কুরআনের কাছে এলে কুরআন মাজীদ আপনার সাথে কথা বলবে। সুরা নাজিয়াতের শেষের দিকের পরপর কয়েকটি আয়াত মনে পড়ে গেল -
'যে তার রবের সামনে দন্ডায়মান হওয়ার সময়কে ভয় করে এবং নফসকে প্রবৃত্তি থেকে দূরে রাখে, জান্নাতই তার ঠিকানা'।

তার মানে জান্নাতে তারাই যাবে, জান্নাতে যাদের মনে খারাপ কাজ উঁকি দেওয়া তো দূরের কথা! দুনিয়াতেই তারা কোনো খারাপ কাজকে পাত্তা দেয় না। হ্যাঁ! ভুলক্রমে অন্যায় কিছু হয়ে যেতে পারে। তাই বলে অন্যায়কে তারা অন্তরে স্থান দেবে না। আমার ভাবনাকে সাপোর্ট করল সুরা আল-ইমরানের একটি আয়াত -
'যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে কিংবা (পাপের মাধ্যমে) নিজেদের উপর জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং জেনেশুনে তারা তাদের কৃতকর্মের উপর অবিচল থাকে না।'

ভাবনা দীর্ঘ হতে থাকে, চায়ের কাপে চুমুক দেওয়ার মতো আর কোনো কিছু অবশিষ্ট নেই। ভাবনার ইতি টানতে হবে এবার। আমি কনক্লুশনে পৌঁছে যাই, বিড়বিড় করে বলি -আচ্ছা! তার মানে জান্নাতি মানুষের দুনিয়াবি একটি বৈশিষ্ট হচ্ছে, পাপের প্রতি তাদের অন্তরে ঘৃণা পুঞ্জিভূত থাকবে। - সুদের বেলায়, ওয়াক থু!!-গান-বাজনা, ছিহ!- ব্যাভিচার/পর্ণগ্রাফি! থুহ!! বমি....- অন্যের সম্পদ আত্মসাৎ! মাআযাল্লাহ!!- মদ/ জুয়া! নাউযু বিল্লাহ!!

আসলে যে ব্যক্তি হারামের স্বাদ প্রত্যাখ্যান করে, তার অন্তরেই কেবল কুরআনের স্বাদ জীবন্ত হয়ে অনুভূত হয়। যে দ্বীনের পথে চলে, আকাশটা তার কাছে একটু বেশিই নীল লাগে, যমীনটা তার কাছে একটু বেশিই সজীব মনে হয়। মূলত দৃষ্টি অবনতকারী সৎ পুরুষের চোখে তার স্ত্রীই জান্নাতি হুর হয়ে ধরা দেয়।

09/11/2023

আকাশে বসে সুইচ টিপে বম্বিং করে মানুষ মারায় সিদ্ধহস্ত, কিন্তু মাটিতে পা রাখতে, কিংবা ট্যাংকের ভেতর থেকে বের হতে প্যান্ট ভিজে যায় -- এরকম একটা বাহিনী গত এক মাস ধরে অনেক হম্বিতম্বি করছে। কুরআনের একটি আয়াত এমন লোকদের কথা মনে করিয়ে দেয়।
لَا يُقَـٰتِلُونَكُمْ جَمِيعًا إِلَّا فِى قُرًۭى مُّحَصَّنَةٍ أَوْ مِن وَرَآءِ جُدُرٍۭ ۚ بَأْسُهُم بَيْنَهُمْ شَدِيدٌۭ ۚ تَحْسَبُهُمْ جَمِيعًۭا وَقُلُوبُهُمْ شَتَّىٰ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَوْمٌۭ لَّا يَعْقِلُونَ
"এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না, (যদি করেও তা করবে) কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে, (অথবা) নিরাপদ পাচিলের আড়ালে থেকে।
এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো মনে করছো এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু এদের অন্তর শতধা বিভক্ত, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়।"
(সূরা হাশর, ১৪)

~ Zim Tanvir

হযরত উমর (রা.)-এর প্রসিদ্ধ বাণী —إِنّ أَهَمّ أَمْرِكُمْ عِنْدِي الصّلَاةُ. فَمَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا، حَفِظَ ...
06/11/2023

হযরত উমর (রা.)-এর প্রসিদ্ধ বাণী —
إِنّ أَهَمّ أَمْرِكُمْ عِنْدِي الصّلَاةُ. فَمَنْ حَفِظَهَا وَحَافَظَ عَلَيْهَا، حَفِظَ دِينَهُ. وَمَنْ ضَيّعَهَا فَهُوَ لِمَا سِوَاهَا أَضْيَعُ.

নিশ্চয়ই আমার কাছে তোমাদের সবচে’ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতের হেফাযত করল, যত্ন সহকারে তা আদায় করল, সে তার দ্বীনকে হেফাযত করল। আর যে তাতে অবহেলা করল, (দ্বীনের) অন্যান্য বিষয়ে সে আরো বেশি অবহেলা করবে।

- [মুয়াত্তা মালেক, বর্ণনা ৬; মুসান্নাফে আবদুর রযযাক, বর্ণনা ২০৩৮]

04/11/2023

ও ভাই! আল আকসা কার? বায়াতুল মুকাদ্দাস কাদের?
- শুধু ফিলিস্তিনবাসীদের?
- এটার অধিকার আদায় কি শুধু তাদের লড়াই?

ফেসবুক ফিলিস্তিন এর পক্ষের পোস্টে আর ইসরাইল বিরোধী পোস্টে রেস্ট্রিকশন দেয়। এ আর অস্বাভাবিক কোথায় বলেন!হতাশার কিছু নেই। ফ...
04/11/2023

ফেসবুক ফিলিস্তিন এর পক্ষের পোস্টে আর ইসরাইল বিরোধী পোস্টে রেস্ট্রিকশন দেয়। এ আর অস্বাভাবিক কোথায় বলেন!
হতাশার কিছু নেই। ফিলিস্তিন জয়ী হবেই। বায়াতুল মুকাদ্দাস - আল আকসা আমার অধিকার, আপনার অধিকার। আল আকসা আমাদের। গোটা মুসলিম উম্মাহর। এই উম্মাহ জিতবেই। আমার অধিকার আমাদের কাছেই আসবে।
হতে পারে এমন যে আমার পদচিহ্ন থাকবে না শুধু। হতে পারে সেই বিজয় উল্লাস প্রকাশের জন্য দালাল ফেসবুক থাকবে না। তবে, বিজয় সুনিশ্চিত।
আল্লাহ ফিলিস্তিনে আমার মুসলিম ভাই বোনদের সহায় হউন। তাদেরকে পরিস্থিতি মোকাবিলার ধৈর্য্য দিন। আখিরাতে তাদের উত্তম প্রতিদান দিন। যালিমদের আগ্রাসনে শহীদ আমার ভাই বোনদের আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দেন। সাথে আমাদেরও জান্নাত লাভের তাওফিক দেন। যাতে করে তাদের কাছে বসে শুনতে পারি এত সবরের পরীক্ষা তারা কিভাবে দিলেন! শাহাদাৎ বরণের পর তাদের অনুভূতি কেমন ছিল!

04/11/2023

অনর্থক কথা, কাজ - অন্তরের জন্য বিষস্বরুপ। বিশেষ করে যে অন্তর আল্লাহ নিকটবর্তী হতে চায়।

ফেইক মানবাতাবাদী দাঁতাল ভ্যাম্পায়ারের দাঁতে লেগে থাকে রক্ত আর ধ্বংসস্তুপের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে গাযযা।এই ধ্বং...
01/11/2023

ফেইক মানবাতাবাদী দাঁতাল ভ্যাম্পায়ারের দাঁতে লেগে থাকে রক্ত আর ধ্বংসস্তুপের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে গাযযা।

এই ধ্বংসস্তুপ থেকেই পূনরায় জেগে উঠবে ইসলাম। সেই ইসলাম শুধু শান্তির ধর্ম হবে না, হবে ইনসাফের ধর্ম। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত আর রক্তের বদলা হবে রক্ত। সেদিন সামনে থাকবে বনু কুরাইযার সমীকরণ।

হা%মা&সের ৮৫% যোদ্ধা-ই এতিম। এরকম ধ্বংসস্তুপ থেকেই তৈরি হইছে একেকজন যোদ্ধা। তাদের তুমি কেমনে মৃত্যুর ভয় দেখাইবা? তারা বে...
31/10/2023

হা%মা&সের ৮৫% যোদ্ধা-ই এতিম। এরকম ধ্বংসস্তুপ থেকেই তৈরি হইছে একেকজন যোদ্ধা। তাদের তুমি কেমনে মৃত্যুর ভয় দেখাইবা? তারা বেঁচেই আছে প্রতিশোধ নেবার জন্য। মৃত্যু মানেই যাদের কাছে শাহাদাতের পেয়ালায় অধীর চুমুক-তাদের সাথে যুদ্ধে নামা যায়, জেতা যায় না। তারা মেরেও জেতে, মরেও জেতে।

31/10/2023

জনপদগুলোর লোকেরা যদি ঈমান আনত আর তাক্বওয়া অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আসমান আর যমীনের কল্যাণ উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা (সত্যকে) প্রত্যাখ্যান করল। কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম।

Al-A'raf - (7:96)

22/10/2023

পরিশুদ্ধ করাটা নিজেকে আজও শেষ হলো না। আয়ু ফুরিয়ে এল। আল্লাহুম্মাগফিরলি।

21/10/2023

প্রয়োজনের কথা বন্ধুকে যেভাবে বুঝাতে পারেন, আল্লাহ কে ততটা আকুতি নিয়ে বলতে পারেন? চাইতে পারেন?

অথচ তিনিই একমাত্র সামর্থ্য রাখেন। অথচ আমাদের এত অভিযোগ!

20/10/2023

নফসের কারাগারে বন্দী হয়ে কেউ কখনো সফল হতে পারে না, সফল তো সেই ব‍্যক্তি - যে মুক্ত স্বাধীন!
ব‍্যক্তি থেকে নয়; স্বীয় নফসের কারাগার থেকে।

বই: নফসের বিরুদ্ধে লড়াই
লেখা: মাহমুদ বিন নূর হাফি.

20/10/2023

হালাল হারামের প্রশ্নে কোনো আপোষ নাই। হারাম অবশ্যই পরিত্যাজ্য। যত শ্রম তার পিছনে থাকুক। বিষয় যখন আল্লাহর সাথে অন্য কিছু, আল্লাহ কেই নিতে হবে। আল্লাহর কাছেই যেতে হবে। আমি তাই। আল্লাহ আমাদের সিরাতুল মুসতাকিমে চলার তাওফিক দিন।

জানি, সেদিনও আকাশে চাঁদ থাকবে,থাকবো না কেবল আমি।সেদিনও জোনাকিরা আলো জ্বালবে,দেখবো না কেবল আমি।হয়তো পেতে পারি বুনো ফুলের ...
19/10/2023

জানি, সেদিনও আকাশে চাঁদ থাকবে,
থাকবো না কেবল আমি।
সেদিনও জোনাকিরা আলো জ্বালবে,
দেখবো না কেবল আমি।

হয়তো পেতে পারি বুনো ফুলের সুবাস,
কিংবা মাটির সোঁদা গন্ধ।
উর্ধ্ব পানে তাকিয়ে আকাশ দেখবো না,
ঘরের দরজা থাকবে বন্ধ।

ছোট্ট এই জীবন নিয়ে কতো মাতামাতি,
সহস্র আকাঙ্ক্ষার আবেশ।
অচথ দেহ থেকে একবার বেরুলে প্রাণ,
মুহুর্তেই সবকিছু নিরুদ্দেশ।

► নিরুদ্দেশগামী পথযাত্রী
~এইচ. এম. ইরফান ইমু

18/10/2023

আল্লাহর দরবারে হাত উঠালেই চোখ দিয়ে টপটপ করে পানি ঝড়ে! এতবড় নিয়ামতের বিপরীতে একজীবনে আর কি চাই আপনার?
রবের কাছে প্রান খুলে কাঁদতে পারা এক বিশাল নিয়ামত, যা সবাই পায় না। আল্লাহ যাকে পছন্দ করেন কেবল তাকেই এই নিয়ামত দান করেন!
আলহামদুলিল্লাহ

কথা: সংগৃহীত

আপনার জীবনের নিরাপত্তা কি আল্লাহ দেন নি? দেখেন তো এই ছবিটা। ভাববেন না আবার লাল রঙের ওপর খেলা করছিল।মূলত এদের পরকাল অনেক ...
17/10/2023

আপনার জীবনের নিরাপত্তা কি আল্লাহ দেন নি? দেখেন তো এই ছবিটা। ভাববেন না আবার লাল রঙের ওপর খেলা করছিল।
মূলত এদের পরকাল অনেক বেশি সিকিউরড হচ্ছে। আল্লাহই ভালো জানেন।
আল্লাহ ফিলিস্তিনে জালেমের আর জালেমের বাচ্চাদের আগ্রাসন থেকে আমাদের মুসলিম ভাই বোনদের রক্ষা করেন। তাদের জন্য দুনিয়া আর আখিরাত সহজ করেন। আমিন।

তুমি তো মুক্তি পেয়ে গেলে মা!তোমার মাথার উপর আর কখনো উড়বে না বোমারু বিমান।তোমার রক্তের শপথ মা!এই ভূমি কোনদিন ছেড়ে যাব না।...
15/10/2023

তুমি তো মুক্তি পেয়ে গেলে মা!
তোমার মাথার উপর আর কখনো উড়বে না বোমারু বিমান।

তোমার রক্তের শপথ মা!
এই ভূমি কোনদিন ছেড়ে যাব না।

তোমাকে কথা দিচ্ছি মা!
হায়েনার থাবা থেকে ছিনিয়ে আনবোই আল আকসা।

15/10/2023

প্রশ্ন হলো- গুনাহ অথবা পাপগুলোকে আপনি কি ক্রাইম মনে করেন?

15/10/2023

এটা ২০২৩ না?
- ২০৭৩ এ আপনার প্রিয় অনেকে চলে গেছে বাবা মা, চাচা, চাচি, ভাই বোন কেউ নেই।
- ২১০৩ এ আপনার অস্তিত্ব কোথায়?
- না আমি থাকবো না আমার বন্ধুবান্ধব আত্মীয় কেউ। পোকার খাদ্য হয়ে মাটিতে মিশে গেছি।

তারা জানেনা!ফেরেশতা আসবেবিজয় ইসলামেরই হবেশুরুতেও ইসলাম ই ছিলশেষেও ইসলাম ই থাকবে।ইনশাআল্লাহ। আল্লাহ ই আমাদের জন্য যথেষ্ট।
14/10/2023

তারা জানেনা!
ফেরেশতা আসবে
বিজয় ইসলামেরই হবে
শুরুতেও ইসলাম ই ছিল
শেষেও ইসলাম ই থাকবে।

ইনশাআল্লাহ। আল্লাহ ই আমাদের জন্য যথেষ্ট।

بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا باللهউচ্চারণঃ বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, লা- হাওলা ওয়ালা- কুওয়াত...
14/10/2023

بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله

উচ্চারণঃ বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লাহ।

অর্থঃ “আল্লাহর নামে। আমি আল্লাহর উপর নির্ভর করলাম। কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া।”

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, তাঁকে (আল্লাহর পক্ষ থেকে ) বলা হবে: তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়।” অন্য বর্ণনায় : “এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাযত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে, কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি ?”

আজকে যদি একজন উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থাকতো, কোনো বাপের বেটা সাহস পায় আল আকসার দিকে তাকানোর?হে আল্লাহ, আম...
13/10/2023

আজকে যদি একজন উমার ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থাকতো, কোনো বাপের বেটা সাহস পায় আল আকসার দিকে তাকানোর?
হে আল্লাহ, আমাদের একজন উমার দিন। আমরা আপনার অনুগ্রহের ভিখারী।



12/10/2023

ফিলিস্তিনি সদ্যবিবাহিতা সাবাহ্ কারীম! বোন স্যালুট তোমাকে।
ফিলিস্তিনের গাজা অঞ্চলে সদ্যবিবাহিতা ডাক্তার সাবাহ্ কারীম। প্রতিদিন ভোরে সালাতুল ফজর আদায় করে বেড়িয়ে পড়েন পাথর সংগ্রহের কাজে। তিনি নিজেও অংশগ্রহণ করেন পাথর ছোঁড়া যুদ্ধে।
স্থানীয় সাংবাদিক জিজ্ঞেস করেছিল? আপনি তো ডাক্তার, তার উপর নববধূ? আপনি কেন ফুলের বিছানা ছেড়ে পাথর যুদ্ধে অংশগ্রহণ করছেন?
জবাবে তিনি বলেন আমি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাযি. এর উত্তরসূরী। এই নিষ্ঠুর পৃথিবীতে ফুলের বিছানা আমার জন্য নয়। আমার ফুলের বিছানা হবে জান্নাতে।

- সূত্র: আল জাজিরা

09/10/2023

মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়? || জুলফিকার আহমেদ নকশবন্দী হাফিজাহুল্লাহ

নারী যেমন পুরুষের জন্য ফিতনা, তেমনি পুরুষও নারীর জন্য ফিতনা। যে কারণে নারী কে বলা হয়েছে কন্ঠেরও হেফাজত করতে, এজন্য তার খ...
08/10/2023

নারী যেমন পুরুষের জন্য ফিতনা, তেমনি পুরুষও নারীর জন্য ফিতনা। যে কারণে নারী কে বলা হয়েছে কন্ঠেরও হেফাজত করতে, এজন্য তার খালি গলার কন্ঠে তথাকথিত ইসলামিক সংগীত ও গায়রে মাহরাম পুরুষের জন্য শোনা হারাম। অনলাইনে প্রচারণা তো গুরুতর লেভেল।
কিন্তু, পুরুষের চেহারার পর্দা নেই। কিন্তু পুরুষালী কন্ঠে ইসলামিক নন-ইসলামিক যে কোনো ধরনের সঙ্গীত গান নারীদের জন্য ফিতনা হতে পারে। এটা সম্ভব। বেশ ভালো ভাবেই সম্ভব। পর্দা পুরুষের কন্ঠেও আছে। চারদিকে নাশিদের সয়লাব, অথচ কত সুন্নাহ হারিয়ে যাচ্ছে আমাদের থেকে তার ইয়ত্তা নেই আমাদের। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন। পর্দার অন্তর্ভুক্ত প্রত্যেকটা জিনিস আমরা উপযুক্ত ক্ষেত্রের জন্য হেফাজত করি। ইনশাআল্লাহ।

05/10/2023

মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে,
জাহান্নাম থেকে নয়।
অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয়।

শাইখুল হাদীস মুফতী আব্দুল গাফফার (দাঃবাঃ)

05/10/2023

আজকাল বাবা-মায়ের মুখটা দেখলে, বুকের ভেতরটা কেমন যেনো হাহাকার করে উঠে।

বাবা মানুষটা দিনদিন কেমন যেনো হয়ে যাচ্ছে,একদম চুপচাপ, শান্তশিষ্ট, সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী, শক্ত, পাকাপোক্ত শরীরটা, কেমন যেনো ঝিমিয়ে যাচ্ছে দিনদিন।

একসময় যে মা ঘুম থেকে উঠেই মুহুর্তের মধ্যে ঘরের সব কাজ সেড়ে ফেলতো। সে মা টা আজ অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। মায়ের মুখটা দেখলে আমার আজকাল ভীষন অসহায় অসহায় লাগে!

আমার মাঝেমাঝে ইচ্ছে করে,বাবা- মায়ের বয়সটা খানিকটা কমিয়ে দেই। কিন্তু আফসোস; আমার সেই সাধ্য নেই। 💔

- collected

Address

Mawlana Bhashani Science And Technology University, Santosh, Tangail Sadar
Tangail
1902

Alerts

Be the first to know and let us send you an email when Nayem's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayem's Creation:

Videos

Share

Nearby media companies