04/08/2024
কি আশ্চর্য! রাতারাতি একটা জেনারেশন কেমনে পাল্টে গেলো?
প্রায় এক মাস থেকে কেউ মেম শেয়ার দেয়না! কেউ গান বাজনা পোস্ট করেনা! কেউ খেলাধুলা নিয়ে ভাবে না! প্রিয়জনের ছবি স্টোরি দেয় না! অপ্রাসঙ্গিক তর্ক করে না!কেউ ছ্যাঁ'কা খাওয়া পোস্ট দেয়না! বিকেলে খেলতে যায় না! কেউ পড়তে বসে না! ঠিক মত ঘুমায় না! সবার কেবল একটাই চিন্তা ‘নিজের দেশ’!!
নিজের ভাই-বোন |
সোনার বাংলা আমার ❤️