অনুভুতি-Feelings

  • Home
  • অনুভুতি-Feelings

অনুভুতি-Feelings বৃদ্ধ বাবা মা এর দায়িত্ব না নেয়া সন্তান ও শেষ বয়সে এসে নিজ সন্তান থেকে দায়িত্বপালন এর আশায় থাকে।কিন্তু প্রকৃতি বড়ই নিষ্ঠুর🤣🤣

কখনও খাবার নস্ট করার আগে এই ছবিটি দেখে নিয়েন 🙂
09/12/2024

কখনও খাবার নস্ট করার আগে এই ছবিটি দেখে নিয়েন 🙂

16/06/2024

.......... تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
~ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি মুসলিম আত্মা.... ঈদ মোবারক

"🌙عيد الأضحٰى مبــــــــــــــــــــارك🌙"

-স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন। বললেন, আপনার মা।-বলে দাও আমি অফিসে নেই।-কিন্তু স্যার, আমি তো বলেছি, আপনি অফিসেই আছেন। সেজ...
11/06/2024

-স্যার, একজন ভদ্রমহিলা এসেছেন। বললেন, আপনার মা।
-বলে দাও আমি অফিসে নেই।
-কিন্তু স্যার, আমি তো বলেছি, আপনি অফিসেই আছেন। সেজন্যই ডাকতে এসেছি।
-শফিকুর, তুমি আসলেই একটা আহাম্মক। আমাকে না জানিয়ে আমার কোনো ব্যাপারে তথ্য দিলে পরেরবার থেকে বসের কাছে কমপ্লেইন দেবো। বিষয়টা মাথায় থাকে যেন।

শফিকুর কিছুটা হতভম্বের মত মার্কেটিং অফিসার রাকিবের দিকে চেয়ে থাকে। মায়ের কাছে সন্তানের খবর দেওয়াটা এতই আহাম্মক! ভেবে পায় না সে। "সরি স্যার" বলে চা বানাতে চলে যায় সে। এই অফিসে চা বানানো, কোন স্যারের কী লাগবে, ওই হিসাবটুকু রাখাই সীমাবদ্ধতা তার।

রাকিব অফিসের কম্পিউটার বন্ধ করে ওয়েটিং রুমে ঢোকে। সোফার এককোণে জড়োসড়ো হয়ে বসে আছে তার মা সায়রা বানু আর সতেরো বছরের ছোট ভাই মিনারুল। "কেমন আছো" জিজ্ঞাসা করার সাহস তার নেই। পোষা প্রানীটির মত পায়ের পাশে গিয়ে শুধু চুপচাপ বসে রইলো।

মা একটাবার দীর্ঘশ্বাস ছাড়লেন।
-মাসে মাসে ছোট ভাইয়ের কাছে টাকা পাঠিয়েই দায়িত্ব পালন হয়ে যায় বাবা?

ধরা পড়া চোরের মতন রাকিব জবাব দেয়,
-আসলে অফিসে এত কাজের চাপ, মা। ঈদে যে বাড়ি যাবো, খামোখা কাজ বন্ধ করে লাভ আছে বলো?

-তাই বলে গত বছর কুরবানির ঈদেও তুই বাড়ি যাসনি। এবারও এত দেরি করছিস। সত্যি করে বল দেখি, এবারও কী বাড়ি আসতিস?

রাকিব জবাব দেয় না। মা আবার বললেন,
তোর কীসের এত কাজের চাপ বাবা? কত কাজ তোর? আমি তোর স্যারের সাথে কথা বলবো। ওই যে পিওন ছেলেটাকে দিয়ে খবর পাঠিয়েছি। আজ রাতেই তোর অফিস ছুটি। এরপরেও তোকে কেন কাজ করাবে?

রাকিব ভয় পেয়ে যায়। বস যদি আসল সত্যিটা জানতে পারেন, তবে কেলেঙ্কারি হয়ে যাবে৷ কিন্তু কিছু করে ওঠার আগেই বস এসে হাজির। রাকিবের দিকে ভয়ংকর দৃষ্টিতে তিনি চেয়ে আছেন।
মা শান্ত স্বরে বসকে জিজ্ঞাসা করলেন,
-ঈদে সবার ছুটি হয়, আমার ছেলের কেন হয় না বাবা?

বস একপলক মায়ের দিকে, আরেক পলক রাকিবের দিকে তাকালেন। তারপর বললেন,
-আমি রাকিবের সাথে কথা বলছি, মা। আপনি চিন্তা করবেন না।

এই বলে তিনি ইশারা করে রাকিবকে বাইরে ডেকে নিলেন। রাকিব লজ্জায় মাথা নিচু করে আছে। বস জিজ্ঞাসা করলেন,
-আসল বিষয়টা কী রাকিব?

-বস, গত দশ বছর আগে আমরা শেষ কুরবানি দিয়েছিলাম। তখন বাবা বেঁচে ছিলেন। এরপর থেকে সংসারের অভাব, আমার পড়াশোনা। আমার আজও মনে আছে, বাবা মারা যাবার তিন বছর পর যে কুরবানির ঈদ এসেছিলো, আমার মায়ের পরনে পুরনো ছেঁড়া শাড়ি। কেউ এক টুকরো মাংস দেয়নি এই ভেবে, আব্বা হয়তো অনেক টাকাপয়সা রেখে গেছেন। কিনে খেতে পারবো। আমি মাকে শুধু সেমাই রান্না করতে দেখেছিলাম। দেখেছিলাম তার আড়ালে কান্নায় ভেসে আসা চোখের পানি।
সেদিন থেকে স্বপ্ন দেখি, চাকরি পেয়েই কুরবানির ছাগল কিনবো। কিন্তু চাকরি জীবনের আড়াই বছর পার হয়ে গেলেও পরিবারের খরচ সামলিয়ে একটা কুরবানির ছাগল কিনতে পারিনি। নিজের কাছে খুব অসহায় লাগে স্যার।

বস স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। খানিকটা সময় কিছু একটা ভেবে পকেট হাতড়ে ছয় হাজার মত টাকা বের করে রাকিবের হাতে গুঁজে দিয়ে বললেন,
-এই টাকাটা তোমার ভাই হিসেবে ঈদ বোনাস দিলাম। মায়ের সাথে ঈদ করো। আমিও ছা-পোষা কর্মজীবী মানুষ। তবে পরের বছর বসকে বলে অফিস থেকে আমরা কুরবানির আয়োজন তো করতেই পারি! আমরা স্টাফরা একটু একটু করে টাকা জমাবো। যাও, মায়ের পছন্দ মত মাংস কিনবে।

রাকিব অবাক হয়ে বসের দিকে তাকায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকে জড়িয়ে ধরে। বসের সাথে এত অন্তরঙ্গতা তো কোনোদিন করতে ইচ্ছে হয়নি তার! চোখের পানি মুছে মাকে নিয়ে বেরিয়ে পড়ে রাকিব। দূর গ্রামের পথ। পাশাপাশি সিটে বসেছে মা আর সে। জানালা দিয়ে যেন স্বস্তির বাতাস এসে স্পর্শ করছে তাকে। কিছুক্ষণ পর মা ওর একটা হাত আঁকড়ে ধরে বললেন,
-হাজার বিশেক টাকার পশু কুরবানি দিয়ে কয়েক টুকরো মাংস বিতরণ করলেই সেটা কুরবানি হয় বাবা? এই যে তুই নিজেকে রোজ কুরবানি করে যাচ্ছিস, এটা কী আল্লাহ দেখবে না?

সমাপ্ত

ভালোলাগলে শেয়ার করে দিয়েন

26/05/2024
আমাদের টাংগাইলের আরেকজন কিংবদন্তি কমেডিয়ান ভাদাইমা খ্যাত রবি ওরফে (রবি চেঙ্গু) নামে পরিচিত তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই...
25/05/2024

আমাদের টাংগাইলের আরেকজন কিংবদন্তি কমেডিয়ান ভাদাইমা খ্যাত রবি ওরফে (রবি চেঙ্গু) নামে পরিচিত তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই😭😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসিব করেন আমিন...... 🤲

24/05/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/05/2024

কালিয়াকৈর নির্বাচনে চেয়ারম্যান সেলিম আজাদ মোটর সাইকেল মার্কার জয় ।

21/05/2024

কালিয়াকৈর নির্বাচনে চেয়ারম্যান সেলিম আজাদ মোটর সাইকেল মার্কার জয় ।
ভাইস চেয়ারম্যান রাজীব বৈদ্যতিক বাল্ব মার্কা ও মহিলা ভাইস চেয়ারম্যান হাস মার্কার জয়।

কালিয়াকৈর  উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ
21/05/2024

কালিয়াকৈর উপজেলা নির্বাচনের ফলাফল প্রকাশ

21/05/2024

কালিয়াকৈর উপজেলা নির্বাচনে ২৫ টি কেন্দ্রে আনারস প্রায় ৫১৬৪ ভোটে এগিয়ে আছে

24/11/2022

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২❤️❤️❤️
সার্বিয়া ০০০🤣🤣

24/11/2022

শুভ কামনা রইলো
আমার প্রিয় দল
ব্রাজিল
🇧🇷🇧🇷

03/11/2022

the singer 🎶🎙️
Nazamul Nayem
Reflection of Aynaa
Farhana Alam juthi
কার টা ভালো লাগলো জানাবেন

ঘূ্র্ণিঝড় 'সিত্রাং'-ক্রমশই আগ্রাসী রূপ ধারণ করছে। সিডরের মতো আঘাত হানার শংকা করছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় জেলাগুলো সর্বোচ্...
25/10/2022

ঘূ্র্ণিঝড় 'সিত্রাং'-ক্রমশই আগ্রাসী রূপ ধারণ করছে। সিডরের মতো আঘাত হানার শংকা করছেন সংশ্লিষ্টরা। উপকূলীয় জেলাগুলো সর্বোচ্চ ঝুঁকির মধ্যে আছে। ইতোমধ্যে কোনো কোনো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সবাই সতর্ক থাকি এবং ইস্তেগফার ও দোয়া অব্যাহত রাখি। মহান আল্লাহ আমাদের প্রতি রহম করুন এবং সবাইকে নিরাপদে রাখুন।

ট্রফি তো, দুই  জনের হাতেআপনি কাকে সাপোর্ট করবেনবিশ্বেকে দেখিয়ে দিন,,,
24/09/2022

ট্রফি তো, দুই জনের হাতে
আপনি কাকে সাপোর্ট করবেন
বিশ্বেকে দেখিয়ে দিন,,,

16/09/2022

❤️

12/09/2022

- সাইকোলজি_টেস্ট :

যেকোনো তিনটি বেছে নিন :
শিক্ষা, টাকা, সম্পদ, সুখ, ক্ষমতা, সুস্বাস্থ্য, মেধা!

Address


Alerts

Be the first to know and let us send you an email when অনুভুতি-Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুভুতি-Feelings:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share